ব্যাংক ব্যবস্থাপনা সাজেশন (PDF) অনার্স ৪র্থ বর্ষ

[ad_1]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের ব্যাংক ব্যবস্থাপনা সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: ব্যাংক ব্যবস্থাপনা, বিষয় কোড: ২৪২৬০১।

ব্যাংক ব্যবস্থাপনা সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. ‘ব্যাংক’ শব্দের উৎপত্তি কোথায় থেকে?
উত্তর : প্রাচীন ল্যাটিন ব্যাংকি (Banke), ব্যাংকা (Banka), ব্যাংকাস (Bancus) ইত্যাদি শব্দের আধুনিক রূপই হলো আজকের Bank শব্দটি।

২. “একক ব্যাংক ও শাখা ব্যাংক” -কোনটি উত্তম?
উত্তর : দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতির স্বার্থে শাখা ব্যাংকিং ব্যবস্থা অধিকতর কার্যকর ও উপযোগী।

৩. ব্যাংক ড্রাফট কী?
উত্তর : ব্যাংক ড্রাফট হলো কোনো ব্যাংকের এক শাখা কর্তৃক অন্য কোনাে শাখাকে অথবা অন্য কোনো ব্যাংক বা প্রতিনিধিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের লিখিত নির্দেশ।

৪. বরাদ্দকরণ নীতি কী?
উত্তর : দেশের সুষম অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কোন, খাতে কী পরিমাণ ঋণ বরাদ্দ দেওয়া হবে, তা নির্ধারণ করাকে বরাদ্দকরণ নীতি বলে।

৫. কেন্দ্রীয় ব্যাংক কী?
উত্তর : যে ব্যাংককে কেন্দ্র করে দেশের সমগ্র ব্যাংক ও মুদ্রা বাজার পরিচালিত হয় তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।

৬. ক্রেডিট কার্ড কি? বে
উত্তর : ক্রেডিট কার্ড হলো চুম্বকীয় শক্তিসম্পন্ন এবং সাংকেতিক নম্বরযুক্ত একধরনের প্লাষ্টিক কার্ড যার মাধ্যমে ব্যাংক গ্রাহকদের নির্দিষ্ট সীমা পর্যন্ত পণ্য ক্রয় ও ঋণ সুবিধা প্রদান করে।

৭. SWIFT কী?
উত্তর : যে নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন ও তথ্য সহজে ও নিরাপদে আদান-প্রদান করা হয় তাকে SWIFT -বলে।

৮. CEO নিয়োগ এর ক্ষমতা কে রাখেন?
উত্তর : বোর্ড এর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে যোগ্যতাসম্পন্ন CEO নিয়োগ করবে।

৯. POS এর পূর্ণরূপ কী?
উত্তর : POS এর পূর্ণরূপ হলো- ‘Point of sale service’

১০. BSEC এর পূর্ণরূপ কি?
উত্তর : BSEC এর পূর্ণরূপ হলো- Bangladesh Securities and Exchange Commission.

১১. ধার কী?
উত্তর : ব্যাংক স্থাবর সম্পত্তি বা ঋণ পত্র আমানত হিসেবে বন্ধক রেখে নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ হিসাব খুলে যে অগ্রিম মঞ্জুর বা প্রদান করে তাকে ধার বলে।

১২. BCBS পূর্ণরূপ লিখ।
উত্তর : BCBS পূর্ণরূপ হলো- Basel Committee on Banking Supervion.

১৩. ECAL পূর্ণরূপ লিখ।
উত্তর : ECAL পূর্ণরূপ হলো- External Credit Assessment Institution.

১৪. স্মার্ট কার্ড কী?
উত্তর : ডেবিট, ক্রেডিট বা অন্য যেকোনো ম্যাগনেটিক কার্ডের তুলনায় অনেক বেশি তথ্য ধারণক্ষমতাসম্পন্ন উন্নত সার্ভিস সমৃদ্ধ এবং সহজে ব্যবহারযোগ্য মাইক্রোপ্রসেসর ও মেমরি চিপস যুক্ত বিশেষ ধরনের কার্ডকে স্মার্ট কার্ড বলে।

১৫. জমা রসিদ বই কী?
উত্তর : গ্রাহক তার ব্যাংক হিসাবে যে রসিদ বা বইয়ের মাধ্যমে টাকা জমা করে তাকে জমা রসিদ বলে। জমা রসিদ ব্যাংক কর্তৃক গ্রাহককে সরবরাহ করা হয়।

১৬. নগদ ঋণ কী?
উত্তর : ব্যাংক তার মক্কেলকে চলতি হিসেবের বিপরীতে জামানত সাপেক্ষে যে ঋণ মঞ্জুর করে তাকে নগদ ঋণ বলে।

১৭. ব্যাংক হিসাব কী?
উত্তর : ব্যাংক গ্রাহকের নামে যে হিসাব খোলে অর্থ লেনদেনের সুযোগ প্রদান করে তাকে ব্যাংক হিসাব বলে।

১৮. FDR এর পূর্ণরূপ লিখ।
উত্তর : FDR এর পূর্ণরূপ হলো- Fixed Deposit Receipt.

১৯. চেক বই কী?
উত্তর : চলতি ও সঞ্চয়ী হিসাবের আমানতকারীর অর্থ উত্তোলনের জন্য ব্যাংক গ্রাহকের নাম ও হিসাব নম্বর অঙ্কিত চেকের পাতা সম্বলিত যে বই সরবরাহ করে তাকে চেক বই বলে।

২০. ভাসমান বন্ধক কী?
উত্তর : যে সকল বন্ধকি সম্পত্তির দখলি স্বত্ব ঋণ গ্রহীতার নিকট থেকে যায়, কিন্তু দলিলপত্র কেবল ঋণদাতাকে অর্পণ করা হয় তাকে ভাসমান জামানত বলে।

২১. ব্যাংক পাস বই কী?
উত্তর : সঞ্চয়ী হিসাবের গ্রাহকের লেনদেন সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য ব্যাংক ক্ষুদ্রাকৃতির যে বই সরবরাহ করে তাকে ব্যাংক পাস বই বলে।

২২. DPS এর পূর্ণরূপ লিখ।
উত্তর : DPS এর পূর্ণরূপ হলো- Deposit Pension Scheme.

২৩. পূর্বস্বত্ব কী?
উত্তর : যে সম্পত্তি বন্ধক রেখে ঋণ গ্রহণ করতে হয়, ঋণ পরিশোধ না করা পর্যন্ত উক্ত সম্পত্তির মালিকানা স্বত্ব, ঋণদাতার নিকট চুক্তি অনুযায়ী ছেড়ে দেয়াকেই পূর্বস্বত্ব বা লিয়েন বলে।

২৪. ব্রোকারেজ হাউজ কী?
উত্তর : যাদের মাধ্যমে শেয়ার ডিবেঞ্চার, মিউচ্যুয়াল ফান্ড ক্রয়-বিক্রয় করে তাকে ব্রোকারেজ হাউজ বলে।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. ব্যাংক বলতে কী বুঝ?
২. বিশ্বে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে ধারণা দাও
৩. সমন্বিত ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি আলোচনা কর।
৪. ইলেকট্রনিক ব্যাংকিং কার্য সম্পাদনের ধরন বর্ণনা কর।
৫. ব্যাংক কোম্পানির লাইসেন্স সংক্রান্ত আইনের বিধান কী?

৬. ব্যাংক ব্যবস্থাপনায় কর্পোরেট শাসন বলতে কি বুঝ?
৭. সঞ্চয়ী হিসাব সংজ্ঞা দাও।
৮. ব্যাংক পাস বই কী?
৯. বাণিজ্যিক ব্যাংকের তত্ত্বসমূহ বলতে কি বুঝ?
১০. বাণিজ্যিক ব্যাংকের তথ্য বিষয়ক অন্যান্য সেবাসমূহ আলোচনা কর।

১১. বিল বাট্টাকরণ বলতে কি বুঝ?
১২. বিনিয়োগ বিশ্লেষণ আলোচনা কর।
১৩. বাণিজ্যিক ব্যাংকের সম্পদ/ ঋণ ব্যবস্থাপনা সম্পর্কিত তত্ত্বসমূহ আলোচনা কর।
১৪. মূলধন পরিকল্পনা বলতে কি বুঝায়?
১৫. জামানতের গুরুত্ব বা প্রয়োজনীয়তা তুলে ধর।
১৬. বাণিজ্যিক ব্যাংকের সম্পত্তিসমূহ আলোচনা কর।

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. (ক) শাখা ব্যাংকের ৪টি সুবিধা লিখ।
(খ) শাখা ব্যাংকের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
২. (ক) একটি দেশের শিল্প উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কী?
(খ) বাণিজ্যিক ব্যাংকের তথ্য বিষয়ক অন্যান্য সেবাসমূহ আলোচনা কর।
৩. (ক) পরিচালক পর্ষদের নিরীক্ষা কমিটি গঠন সংক্রান্ত আইনের বিধান কী?
(খ) সাধারণ পরিচালক নিয়োগে বাধানিষেধ সংক্রান্ত আইনের বিধান বর্ণনা কর।

৪. হাইকোটের বিভাগ কর্তৃক অবসায়ন সংক্রান্ত ব্যাংক আইনের বিধানগুলো বর্ণনা কর।
৫. (ক) ব্যাংক হিসাবের সংজ্ঞা দাও।
(খ) গ্রাহকের প্রতি ব্যাংকের বাধ্যবাধকতাসমূহ বর্ণনা কর।
৬. (ক) ব্যাংকের তারল্যের চাহিদা ও সরবরাহ পদ্ধতি বর্ণনা কর।
(খ) ব্যাংকের তারল্য ব্যবস্থাপনা কৌশলসমূহ আলোচনা কর।

৭. স্ব-তারল্য তত্ত্ব/প্রকৃত বা আসল বিলতত্ত্ব/বাণিজ্যিক ঋণ তত্ত্ব বর্ণনা কর।
৮. (ক) তারল্য বলতে কি বুঝ?
(খ) বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি আলোচনা কর।
৯. (ক) নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউজ কিভাবে কাজ করে।
(খ) কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘর হিসেবে কাজ করে ব্যাখ্যা কর।

১০. বাণিজ্যিক ব্যাংকের উদ্ধৃত্তপত্রের দুই দিক সমান হয় কেন?
১১. (ক) মক্কেল/ গ্রাহক বলতে কি বুঝ?
(খ) ব্যাংক ও ব্যাংকি এর মধ্যে পার্থক্য আলোচনা কর।
১২. ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধাসমূহ আলোচনা কর।
১৩. (ক) খোলাবাজার নীতির সীমাবদ্ধতা লিখ।
(খ) কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃতি/ বৈশিষ্ট্য আলোচনা কর।

১৪. (ক) বিভিন্ন ধরনের রিজার্ভের ধারণা দাও।
(খ) ব্যাংক চূড়ান্ত হিসাব তৈরিকরণে কিছু বিশেষ দফাসমূহ বর্ণনা কর।
১৫. (ক) তারল্য পরিমাপ পদ্ধতি বর্ণনা কর।
(খ) ব্যাংকের হিসাবরক্ষণে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিবারণ ব্যবস্থা সম্পর্কে ধারণা দাও।
১৬. (ক) চূড়ান্ত হিসাব বলতে কি বুঝ?
(খ) আর্থিক বিবরণী প্রস্তুতের নির্দেশনাবলী আলোচনা কর।

Answer Sheet


আরো দেখো : ব্যবস্থাপনা ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন


অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ব্যাংক ব্যবস্থাপনা সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url