Iptv কি, iptv কিভাবে কাজ করে? মোবাইল ফোন দিয়ে আইপিটিভি কিভাবে দেখবো?

 

Iptv কি, iptv কিভাবে কাজ করে? মোবাইল ফোন দিয়ে আইপিটিভি কিভাবে দেখবো?


আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন,  আমিও ভালোই আছি।  বর্তমান যোগটা তথ্য প্রযুক্তির যোগ। অর্থাৎ সমস্ত কিছু এখন তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে চলে। আজ আমি তথ্য প্রযুক্তির একটা দিক নিয়েই আলোচনা করবো,এবং আপনারা এখান থেকে অনেক কিছু ধারণা পেতে পারেন।  তবে আপনাকে মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়তে হবে। 

আজকে যে বিষয়টি নিয়ে পোস্টটি করবো সেটি হচ্ছে ঃ


Iptv কি এবং এটি কিভাবে কাজ করে?


তো চলুন শুরু করা যাক iptv কি এবং এটি কিভাবে কাজ করে তার সমস্ত বিষয় নিয়ে আলোচনা।

iptv= internet protocol television বা Internet Protocol tvtv এদের যেকোনো একটা বললেই হলো। মূলত এই দুইটা নাম একই। কয়েক কয়েকবছর আগে রেডিও ছিলো,  রেডিও বেতার তরঙ্গের মাধ্যমে বিভিন্ন গান, বাজনা শোনা যেতো তারপর তথ্য প্রযুক্তির ছোঁয়ায় এলো টেলিভিশন। কিন্তু টেলিভিশনগুলো ছিলো সাদা কালো, অর্থাৎ রঙ্গিন টেলিভিশন না এবং টেলিভিশনগুলো এন্টেনার সাহায্যে দেখা যেতো। বাংলাদেশ সহ এখনো বিশ্বের বিভিন্ন দেশে এরকম টেলিভিশন রয়েছে তবে সেগুলা বিলুপ্তপ্রায়। এরপর তথ্যপ্রযুক্তির আরো একটু উন্নতিতে আসলো রঙ্গিল টেলিভিশন। তবে এখানে রঙীন টেলিভিশন এই সীমাবদ্ধ নয় আরো আসলো অপটিক্যাল কেবল। যাকে আমরা ডিস বলে থাকি। এই ক্যাবল এর মাধ্যমে অনেকগুলো টিভি চ্যানেল দেখা যায়, পৃথীবির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেকোনো যায়গায় যেকোনো টিভি চ্যানেল দেখা সম্ভব।  এখন যেহেতু ইন্টারনেট প্রযুক্তির যুগ সেহেতু তথ্য প্রযুক্তির কারণে আরো অনেক উন্নত চিন্তা ধারণা তৈরি হচ্ছে,  সেগুলোর মধ্যে একটি হচ্ছে Iptv ।  এই পোষ্টে আসলে আইপিটিভি নিয়েই মূলত আলোচনা করা হবে, আইপিটিভি কি এবং এটি কিভাবে কাজ করে।

বর্তমানে আমরা 

অপটিক্যাল ক্যাবল 

 বা ডিস দিয়ে টিভি দেখে সাচ্ছন্দ্য বোধ করে থাকি, কিন্তু কয়েক বছর আগেও বাড়ির ছাদে কিংবা খুঁটিতে এন্ট্যেনা লাগিয়ে টিভি দেখতে হতো। আর এখন টিভি স্টেশন থেকে ক্যাবল এর মাধ্যমে আমরা অনেকগুলো রঙিন টিভি চ্যানেল উপভোগ করতে পারি। কিন্তু আমরা কোন প্রগ্রাম কখন দেখবো সেটা আমাদের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারিনা। আমরা সেটাই দেখতে পাবো যেটা টিভি চ্যানেল নিয়ন্ত্রণ করবে।। কিন্তু আমরা চিন্তা করি যে আমাদের ইচ্ছা অনুযায়ী যখন ইচ্ছা তখন যেকোনো প্রগ্রাম দেখবো। এই ধারণার উপর নির্ভর করেই বর্তমানে তৈরি হয়ে iptv বা internet protocol television । তথ্য প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের বিনোদনের চাহিদাও বেড়েই চলেছে আর এই আইপিটিভির চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে।

iptv ডিস ক্যাবল এর মতো নয়, এটি সরাসরি ইন্টারনেট প্রটোকল এর মাধ্যমে আপনার টিভিতে অডিও ভিডিও সেন্ড হবে। আপনি যদি আপনার বর্তমান টিভি কে আইপিটিভি তে পরিণত করতে চান তাহলে আপনার একটি set top box প্রয়োজন হবে তাহলে আপনি আপনার টিভিকে আইপিটিভি তে পরিণত করতে পারবেন।  তবে বর্তমানে ডেডিকেটেড টিভি পাওয়া যায় যেটিতে আলাদা set top box এর প্রয়োজন পড়েনা। 

আইপিটিভি কিভাবে কাজ করেঃ

 আইপিটিভি তে একটি সেট টপ বক্স লাগানো থাকে এবং এটি ওয়াইফাই বা ইন্টারনেট এর সাথে সংযুক্ত থাকে এবং এটি ইন্টারনেট এর মাধ্যমে আসা ভিডিও প্যাকেটগুলো রিসিভ করে এবং পুনরায় ভিডিও ফাইল তৈরি করে, এবং টিভিতে সরাসরি শো করে। ডেডিকেটেড টিভিতে সেট আপ বক্স লাগেনা এর ভেতরেই সমস্ত কিছু সেট আপ করা থাকে।। 

শেষ কথাঃ


আপনার আইপিটিভি দেখার জন্য আপনার প্লেলিস্ট অবশ্যই প্রয়োজন। এই প্লেলিস্ট বা চ্যানেলগুলো m3u8   লিংক আকারে সাজানো থাকে। অনেক সময় এই লিস্ট গুলো পেইড বা কিনে নিতে হয়। কিন্তু আবার কিছু চ্যানেল বা লিস্ট রয়েছে যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। গুগল কিংবা অনেক সাইট রয়েছে যেখানে আপনি এই লিংকগুলো ফ্রিতে দেওয়া হয়। আপনি চাইলে আমাদের এই  tvwebbd.blogspot,com সাইট থেকেও ফ্রিতে এই লিংকগুলো নিতে পারেন।তো আমাদের এই সাইটে অনেক চ্যানেলের m3u8 লিংক রয়েছে, আপনি চাইলে এখনই সেগুলো সংগ্রহ করতে পারেন।

মোবাইল ফোন দিয়ে iptv কিভাবে দেখবেনঃ


আমরা অনেকেই আছি যারা মোবাইল ফোন দিয়ে আইপিটিভি দেখতে চাই এবং আমিও দেখি। তো অনেকেই জানেন না যে কিভাবে দেখা যায়। আমি এখন শিখিয়ে দেবো যে কিভাবে দেখবেন।

তো মোবাইল ফোনে আইপিটিভি দেখতে চাইলে আইপিটিভি সোর্স বা এ্যাপ এর প্রয়োজন৷ আপনারা প্লেস্টোর থেকে যেকোনো একটা iptv এ্যাপ ডাউনলোড করুন। ডাউনলোড করা হয়ে গেলে আপনি ভাববেন এ্যাপ এ ডুকলেই মনে হয় টিভি দেখা যায় যাবে কিন্তু দেখা যায় না। এখানেও iptv দেখর জন্য m3u8 link প্রয়োজন। যেহেতু আমাদের এই সাইটটা ফ্রি আইপিটিভি সাইট এবং free m3u8 লুংক রয়েছে, তাই লিংকগুলো কালেক্ট করে আইপিটিভি এ্যাপ এ যান এখন সেখানে লিংক পেস্ট করার বক্স রয়েছে। আপনি সেখানে লিংক পেস্ট করে দিন। এখন কিছুক্ষণ অপেক্ষার পর আপনার চ্যানেল চলে আসবে এবং চ্যানেলটি প্লে হতে শুরু করবে। আপনি চাইলে এইভাবে যেকোনো চ্যানেলের লিংক নিয়ে সেখানে দেখতে পারবেন

তো আজ আর বেশি কথা বলবো। আমাদের এই সাইটে প্রতিনিয়ত অনেকগুলো চ্যানেল এড করা হচ্ছে। আপনি চাইলে এগুলা যেকোনো সময় ফ্রিতে ব্যাবহার করতে পারেন। এবং কোনো সমস্যা হলে কমেন্ট করুন।

#iptv

Next Post
No Comment
Add Comment
comment url