2022 সালের বাংলাদেশের সেরা ১০ টি আপকামিং মুভি🔥

 

কিছু কথাঃ

স্বাগত জানাচ্ছি আজকের এই পোষ্টে। আজকের এই পোষ্টটি মুভি লাভারসদের জন্যে। আমিও অবশ্য সময়ে মুভি দেখি,তাই আপনাদের জন্য এই পোষ্টটি নিয়ে হাজির হলাম। এই আর্টিকেল থেকে জানতে পারবেনঃ

২০২২ সালে বাংলাদেশে আপকামিং সেরা ১০ মুভি। 

২০২২ সালে বাংলাদেশে সেরা যেই ১০টি মুভি মুক্তি পাবে সেই মুভিগুলো নিয়েই আলোচনা করবো।

এই আর্টিকেল থেকে জানতে পারবেন যে সেই ১০টি সিনেমা কবে মুক্তি পাবে। সেই মুভিগুলোর  কে কে পরিচালক, কে কে অভিনয় করেছেন, বাজেট কতো ইত্যাদি। অর্থাৎ সমস্ত কিছু জানতে পারবেন।আপনিও যদি বাংলাদেশি সিনেমাপ্রেমিক হয়ে থাকেন, তাহলে মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন। তো চলুন শুরু করা যাক👇

১.comando:

২০২২সালে বাংলাদেশে মুক্তি পাবে সেরা ১০ টি সিনেমার মধ্যে একটি হচ্ছে comandocomando সিনেমাটিতে অভিনয় করেছেন দেব।এটি একটি একশন থ্রিলার মুভি। এই মুভিতে ডিরেক্টর হিসেবে রয়েছেন শামীম আহমেদ রনি। শাপলা মিডিয়া এই সিনেমাটির প্রোডাকশন হিসেবে কাজ করেছে। comando মুভিটির বাজেট হচ্ছে আনুমানিক ৫ কোটি টাকা।এই মুভিটি ২০২২ সালের শেষের দিকে মুক্তি পেতে পারে।নায়িকা হিসেবে অভিনয় করেছেন জাহারা মিতু। মিউজিক কম্পোজ savvy guptogupto।

২. casino

ক্যাসিনো এই মুভিটি পরিচালনা করেছেন সৈকত নাসির। সিনপ্লেক্স কোম্পানি এই মুভিটির প্রোডাকশন হিসেবে রয়েছেন।বাংলাদেশের অন্যতম অভিনেতা শবনম বুবলি, নিরব তাসকিন রহমান সহ আরো অনেকে এই মুভিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।  ২০২২ সালে মাঝামাঝি যেকোনো সময়ে মুভিটি মুক্তি পেতে পারে।মুভিটির বাজেট হিসেব রয়েছে ৩ কোটি ইন্ডিয়ান রুপি।

৩.Golui(গলুই)

সুপারস্টার সাকিব খানের ২০২২ সালের আপকামিং মুভি হতে চলেছে গলুই। এটি একটি ড্রামা মুভি। মুভিটি দেখে সত্যিই অনেক মজা পাবেন।এস এ হক অলিক এই সিনেমাটির ডিরেকশন দিচ্ছেন। প্রযোজক খোরশেদ আলম খশরু। খুব শিঘ্রই মুভিটি মুক্তি পাবে। সাকিব খান, পূজা চেরি ছাড়াও আরো অনেকে এই সিনামটিতে অভিনয় করেছেন।

৪.Danzer zone

Danzer zone বাংলা এই মুভটিতে অভিনয়ে রয়েছেন বাপ্পি চৌধুরী, ফাল্গুনী রহমান এছাড়াও অনেকে  এটি একটি হরর ড্রামা মুভি। ডিরেক্টর হিসেব রয়েছেন বেলাল সানি এবং প্রডিউসার হিসেবে রয়েছেন Mm mohasin, shwkat ali emon এই মুভিটির বাজেট হতে পারে ১কোটি টাকা।

৫.Netri The Leader:

এটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় তৈরি একটি মুভি।এটি একটি এ্যাকশন সিনেমা।অভিনয়ে রয়েছেন অনন্ত জলিল,বর্ষা। ডিরেকশন হিসেবে রয়েছেন উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।মুনসুন ফিল্মস মুভিটির পরিচালনায় রয়েছেন।মুভিটির বাজেট ৫০ কোটি টাকা। বছরের শেষের দিকে মুভিটি মুক্তি পেতে পারে।

৬.Shan

বাংলাদেশের অন্যতম একজন সুপারস্টার নায়ক সিয়াম আহমেদ এই মুভিটিতে অভিনয় করেছেন। এছাড়াও অভিনয় করেছেন পূজা চেরি,চম্পা, অরুন বিশ্বাস এছাড়া আরো অনেকে।সিনেমাটির ডিরেক্টর হিসেবে রয়েছেন M. Raahim স্টোরি রাইটার  Azad khan. প্রোডাকশন কোম্পানি jazz multimedia ।  এটি একটি এ্যাকশন থ্রিলার মুভি। সিনেমাটি মুক্তি পেয়েছে ৭ই জানুয়ারী ২০২২ সালে।বাজেট ছিলো ৩কোটি।

৭.Antartma (অন্তরাত্মা) :

2022 সালে সুপারস্টার সাকিব খানের আপকামিং আরেকটি ধামাকা মুভি অন্তরাত্মা। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে  অভিনয় করেছেন সাকিব খান দর্শনা বণিক।এটি একটি ফ্যামিলি ড্রামা সিনেমা। মুভিটির ডিরেকশন দিচ্ছেন ওয়াজেদ আলী সুমন।প্রডাকশ কোম্পানি তরঙ্গ এন্টারটেইনমেন্ট।  অন্তরাত্মা মুভিটি ২০২২ সালের এপ্রিল মাসে মুক্তি পাবে। 

৮.din the day

এটি বাংলাদেশ ও ইরানের যৌথ  প্রযোজনায় একটি অ্যাকশন থ্রিলার মুভি।ইরানি পরিচালক মর্তুজা অতাশ জমজম মুভিটি পরিচালনা করেছেন।মুভটির বাজেট ১২০ কোটি টাকা। অনন্ত জলিল, বর্ষা এছাড়া আরো অনেকে মুভিটিতে অভিনয় করেছেন। সিনেমাটি ২০২২ সালে খুব শীঘ্রই মুক্তি পাবে।

৯.Bangabandhu (বঙ্গবন্ধু) ঃ

এটি একটি বায়োগ্রাফিক্যাল ফিল্ম। shyam benegal মুভিটির ডিরেকশন হিসেবে রয়েছেন। বঙ্গবন্ধু সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৪০ কোটি টাকা।২০২২ সালের শেষের দিকে মুভিটি মুক্তি পাবে।সিনেমাটিতে অভিনয়ে রয়েছেন আরেফিন শুভ,রিয়াজ নুসরাত ফারিয়া, নুসরাত ইমরুজ তিসা,ফজলুর রহমান বাবু সহ আরো অনেকে।

১০.Masud rana(part1)

সেরা দশটি মুভির অন্যতম আরেকটি মুভি হচ্ছে মাসুদ রানা (পার্ট১)। এটি একটি অ্যাডভেঞ্চার সিনেমা।মুভিটির পরিচালক হিসেবে রয়েছন আসিফ আকবর।বছরের শেষের দিকে মুভিটি মু্ক্তি পাবে। এই মুভিটির বাজেট ৮৩ কোটি টাকা। সিনেমাটিতে অভিনয়ে রয়েছেন এভিএম সুমন,মিম এছাড়াও আরো অনেকে।


তো সকলে জেনে নিলেন ২০২২ সালে কোন কোন মুভিগুলো সেরা। বিনোদন জগতের এরকম আরো আর্টিকেল পড়তে এই সাইটের সাথেই থাকুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url