টিভি কেনার ক্ষেত্রে আপনি কি কি বিষয়ে লক্ষ্য রাখবেন এবং কোন কোন বিষয় লক্ষ্য রাখলে আপনি টিভি কেনার ক্ষেত্রে কখনো ঠকবেন না।


 আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন? আমি আপনাদের জন্য আজ আরেকটি দুর্দান্ত একটি টিপস নিয়ে আসলাম। আজকের আর্টিকেল এর মূল আলোচ্য বিষয় হলো

 টিভি কেনার ক্ষেত্রে আপনি কি কি বিষয়ে লক্ষ্য রাখবেন এবং কোন কোন বিষয় লক্ষ্য রাখলে আপনি টিভি কেনার ক্ষেত্রে কখনো ঠকবেন না। 

হ্যা মূলত এ বিষয় নিয়েই আজকের এই আর্টিকেল। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আর্টিকেলটি।

আজকে আর্টিকেলটির বিষয় হলো:


টিভি কেনার ক্ষেত্রে কি কি বিষয়ে লক্ষ্য রাখবেন।কোন কোন বিষয় জানা থাকলে আপনারা টেলিভিশন কিনে কখন ঠকবো না। 

সেই বিষয়গুলো নিয়ে নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো।

আপনারা টিভি কেনার আগে যখন শোরুমে যাবেন তখন টিভির গায়ে বা কোনো এক সাইডে অনেক তথ্য লেখা থাকে। সেটি স্টিকার এর মাধ্যমেও লাগানো থাকে। টিভি কেনার আগে স্টিকারটি আগে লক্ষ্য করে দেখুন সেখানে 

রেজুলেশন এবং পিক্সেল

 লেখা থাকে। এখন কথা হল আপনি রেজুলেশন এবং পিক্সেল দিয়ে কি করবেন? আপনার টিভির পিক্সেল যত বেশি থাকবে টিভি তোতো ভালোভাবে দেখতে পারবেন। আপনি এইসডি এবং ক্লিয়ার দেখতে পারবেন। সেখানে স্টিকার এ লেখা থাকবে ফুল এইচডি । আপনি যত দামি টিভি কিনবেন ততো বেশি পিক্সেল এবং রেজুলেশন বেশি পাবেন। যদি বেশি দামে টিভি কিনেও পিক্সেল এবং রেজুলেশন কম পান তাহলে বুঝবেন যে টিভিটা তত টাও ভালো হবে না। তাই টিভি কেনার আগে পিক্সেল এবং রেজুলেশন এ বিষয়টি ভালোভাবে দেখতে পারেন।

তো এই গেল পিক্সেল এবং রেজুলেশন। স্টিকার টিতে আরেকবার খেয়াল করলে দেখবেন যে লেখা রয়েছে 

কনট্রাস্ট রেটিও

ভালো মানের টিভির জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। সহজভাবে বলতে গেলে কনট্রাস্ট বিষয়টি হচ্ছে টিভির আলো। অর্থাৎ আপনি টিভিতে যে ভিডিওটি দেখতেছেন সেটির আলো কতটুকু। আপনি চাইলে কনট্রাস্ট কমাতে এবং বাড়াতে পারবেন। আপনি কনট্রাস্ট যত বাড়াবেন তত টিভিটি পরিষ্কারভাবে এবং আলোকিত দেখাবে কিন্তু কনট্রাস্ট যদি কম থাকে তাহলে অন্ধকারাচ্ছন্ন এবং ততটা পরিষ্কারভাবে বুঝা যাবে না তাই টিভিতে কনট্রাস্ট রেটিও যত বেশি থাকবে তত বেশি পরিষ্কার দেখাবে তাই টিভি কেনার আগে কনট্রাস্ট রেটিও বেশি দেখে কিনবেন।

আরেকটি বিষয় যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে

 ভিউয়িং অ্যাঙ্গেল

টিভি কেনার আগে এটি অভিজ্ঞ কারো কাছ থেকে বুঝে নিবেন । ভিউইং অ্যাঙ্গেল বলতে এখানে  বুঝায় সেটি হচ্ছে আপনি সামনাসামনি থেকে টিভি দেখলে সুন্দর দেখাবে নাকি পিছন থেকে টিভি দেখলে সেটা সুন্দর দেখাবে, আপনি যেকোন সাইট থেকে দেখলে ভালো দেখাবে কিংবা খারাপ দেখায়, মূলত এই বিষয়গুলোই হচ্ছে ভিউইং অ্যাঙ্গেল।

এছাড়াও আরো টিভি কেনার আগে আরো যেসকল বিষয় জানা দরকার তা হলো

আপনার টিভি দেখার দূরত্ব যদি ৪থেকে ৫ফুট বা এর কম হয় তাহলে 
৩২ ইঞ্চি টিভি কিনুন।

আপনার টিভি দেখার দূরত্ব যদি ৫ ফুট থেকে ৭ফুট হয় তাহলে ৪০ থেকে ৫০ ইঞ্চি সাইজের টিভি কিনুন।

আবার দেখার দূরত্ব যদি ৭ফুট এর চেয়ে বেশি হয় তাহলে ৫৫ ইঞ্চি এর বেশি সাইজের টিভি কিনুন।
অনেক ছোট জায়গা বা কম দূরত্বে বড় টিভি ব্যবহার করবেন না।এতে চোখের সমস্যা হয়।

টিভি কেনার আগে আপনার টিভির ফিচার সম্পর্কে জানুন

টিভিতে কি কি ফিচার রয়েছে। তবে বর্তমানে স্মার্ট টিভিগুলোতে বেশি ফিচার ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন টিভি কোম্পানি বিভিন্ন ধরণের ফিচার দিয়ে থাকে। আপনার কাঙ্ক্ষিত ফিচারটি টিভিতে রয়েছে কিনা সেটা দেখে কিনুন।
আপনার টেলিভিশনটিতে কি কি কানেক্টিভিটি থাকছে সেটিও দেখে নিন।প্রয়োজনীয় কানেক্টিভিটি না থাকলে পরবর্তীতে ব্যবহারে আপনার সমস্যা দেখা দিবে।
লোকমুখে যেকোনো ব্র্যান্ডের টিভি না কিনে, যাচাই বাছাই করে কিনুন।
টিভি কেনার আগে জেনে নিন যে আপনার টিভির ওয়ারেন্টি কত বছর।

তো এই ছিলো আমাদের আর্টিকেল।  আপনি যদি নতুন টিভি কিনতে চান, এবং টিভি কিনে ঠকতে না চান তাহলে উপরে দেখানো সবগুলো নিয়ম মেনে চলবেন। পরবর্তীতে আপনাদের সাথে নতুন আরেকটি আর্টিকেলে দেখা হবে।  আল্লাহ হাফেজ, সকলে ভালো এবং সুস্থ থাকবেন।

#television

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url