টিভি কেনার ক্ষেত্রে আপনি কি কি বিষয়ে লক্ষ্য রাখবেন এবং কোন কোন বিষয় লক্ষ্য রাখলে আপনি টিভি কেনার ক্ষেত্রে কখনো ঠকবেন না।
আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন? আমি আপনাদের জন্য আজ আরেকটি দুর্দান্ত একটি টিপস নিয়ে আসলাম। আজকের আর্টিকেল এর মূল আলোচ্য বিষয় হলো
টিভি কেনার ক্ষেত্রে আপনি কি কি বিষয়ে লক্ষ্য রাখবেন এবং কোন কোন বিষয় লক্ষ্য রাখলে আপনি টিভি কেনার ক্ষেত্রে কখনো ঠকবেন না।
হ্যা মূলত এ বিষয় নিয়েই আজকের এই আর্টিকেল। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আর্টিকেলটি।
আজকে আর্টিকেলটির বিষয় হলো:
টিভি কেনার ক্ষেত্রে কি কি বিষয়ে লক্ষ্য রাখবেন।কোন কোন বিষয় জানা থাকলে আপনারা টেলিভিশন কিনে কখন ঠকবো না।
সেই বিষয়গুলো নিয়ে নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো।
আপনারা টিভি কেনার আগে যখন শোরুমে যাবেন তখন টিভির গায়ে বা কোনো এক সাইডে অনেক তথ্য লেখা থাকে। সেটি স্টিকার এর মাধ্যমেও লাগানো থাকে। টিভি কেনার আগে স্টিকারটি আগে লক্ষ্য করে দেখুন সেখানে
রেজুলেশন এবং পিক্সেল
লেখা থাকে। এখন কথা হল আপনি রেজুলেশন এবং পিক্সেল দিয়ে কি করবেন? আপনার টিভির পিক্সেল যত বেশি থাকবে টিভি তোতো ভালোভাবে দেখতে পারবেন। আপনি এইসডি এবং ক্লিয়ার দেখতে পারবেন। সেখানে স্টিকার এ লেখা থাকবে ফুল এইচডি । আপনি যত দামি টিভি কিনবেন ততো বেশি পিক্সেল এবং রেজুলেশন বেশি পাবেন। যদি বেশি দামে টিভি কিনেও পিক্সেল এবং রেজুলেশন কম পান তাহলে বুঝবেন যে টিভিটা তত টাও ভালো হবে না। তাই টিভি কেনার আগে পিক্সেল এবং রেজুলেশন এ বিষয়টি ভালোভাবে দেখতে পারেন।
তো এই গেল পিক্সেল এবং রেজুলেশন। স্টিকার টিতে আরেকবার খেয়াল করলে দেখবেন যে লেখা রয়েছে
কনট্রাস্ট রেটিও
ভালো মানের টিভির জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। সহজভাবে বলতে গেলে কনট্রাস্ট বিষয়টি হচ্ছে টিভির আলো। অর্থাৎ আপনি টিভিতে যে ভিডিওটি দেখতেছেন সেটির আলো কতটুকু। আপনি চাইলে কনট্রাস্ট কমাতে এবং বাড়াতে পারবেন। আপনি কনট্রাস্ট যত বাড়াবেন তত টিভিটি পরিষ্কারভাবে এবং আলোকিত দেখাবে কিন্তু কনট্রাস্ট যদি কম থাকে তাহলে অন্ধকারাচ্ছন্ন এবং ততটা পরিষ্কারভাবে বুঝা যাবে না তাই টিভিতে কনট্রাস্ট রেটিও যত বেশি থাকবে তত বেশি পরিষ্কার দেখাবে তাই টিভি কেনার আগে কনট্রাস্ট রেটিও বেশি দেখে কিনবেন।
আরেকটি বিষয় যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে
ভিউয়িং অ্যাঙ্গেল
টিভি কেনার আগে এটি অভিজ্ঞ কারো কাছ থেকে বুঝে নিবেন । ভিউইং অ্যাঙ্গেল বলতে এখানে বুঝায় সেটি হচ্ছে আপনি সামনাসামনি থেকে টিভি দেখলে সুন্দর দেখাবে নাকি পিছন থেকে টিভি দেখলে সেটা সুন্দর দেখাবে, আপনি যেকোন সাইট থেকে দেখলে ভালো দেখাবে কিংবা খারাপ দেখায়, মূলত এই বিষয়গুলোই হচ্ছে ভিউইং অ্যাঙ্গেল।