১৬৭ পদে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Navy Civil Servant Job Circular 2022

[ad_1]

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী পদে নিয়োগের নিমিত্তে সৃষ্ট শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ। Bangladesh Navy Civil servant Job Circular 2022 has been published officially on daily newspaper Ittefaq and Bangladesh Protidin. আগ্রহী পুরষ প্রার্থীগণ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর 2022 পর্যন্ত আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমান পাশ। তবে আবেদনের পূর্বে অবশ্যই নিচে থেকে বিস্তারিত সার্কুলার দেখার অনুরোধ থাকবে। চলুন বিজ্ঞপ্তি অনুসারে আরও বিস্তারিত দেখে নেয়া যাক।

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি  সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com

একনজরে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ (Summary of Navy Civil servant Job)

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর মূল বিষয়গুলো প্রথমেই দেখে নিলে চাকরির নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহজেই বুঝতে পারবেন। Bangladesh Navy Civil servant Job Circular Job Circular 2022 Summary is below:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): বাংলাদেশ নৌবাহিনী – Bangladesh Navy
  • চাকরির ধরণ (Type of Job): সরকারি চাকরি (Government Job)
  • চাকরির সময়কাল: অস্থায়ী চাকরি।
  • শূন্যপদ (Vacancy): ১৬৭ জন।
  • চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম (Full Time)।
  • বয়সসীমা (Age limitation): ১৮-৩০ (সাধারণ)।
  • যোগ্যতা (Qualification) : ন্যূনতম মাধ্যমিক বা সমমান পাশ (বিস্তারিত সার্কুলারে দেয়া আছে)
  • লিঙ্গ (Gender): পুরুষ আবেদন করতে পারবে (Men)
  • জেলা (Job Location): জেলাগুলোর নাম বিজ্ঞপ্তিতে দেখুন ।
  • আবেদনের ফি (Application Fee১১২/- ও ৫৬/- টাকা।
  • বেতন গ্রেড (Salary Range): সর্বোচ্চ ২৬,৫৯০/- টাকা।
  • অফিসিয়াল ওয়েবসাই (Official Website): www.navy.mil.bd
  • আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইনের মাধ্যমে, ওয়েবসাইট: http://bndcp.teletalk.com.bd/।
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ২৯/০৯/২০২২ইং থেকে ২৩/১০/২০২২ইং তারিখ 5.00 pm পর্যন্ত।

বিস্তারিত বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ (Bangladesh Navy Civil servant Job Circular Details)

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী –এ চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ এর বিস্তারিত পদের নামসহ যোগ্যতা ও অন্যান্য তথ্য দেখে নিন। Bangladesh Navy Civil servant Job Circular 2022 details information is given below:

১। পদের নাম: জুনিয়র ইন্সট্রাক্টর
পদ সংখ্যা: ০১ টি
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

২। পদের নাম: ড্রাফটসম্যান
পদ সংখ্যা: ০৬ টি
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

৩। পদের নাম: সহকারি লিডিং ম্যান
পদ সংখ্যা: ২৯ টি
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

৪। পদের নাম: হাইলি স্কিলড মিস্ত্রি
পদ সংখ্যা: ৩৭ টি
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

৫। পদের নাম: হাইলি স্কিলড (গ্রেড-১)
পদ সংখ্যা: ৩৮ টি
বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

৬। পদের নাম: হাইলি স্কিলড (গ্রেড-২)
পদ সংখ্যা: ৪৩ টি
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

৭। পদের নাম: স্কিলড গ্রেড
পদ সংখ্যা: ০৭ টি
বেতন: ৯০০০-২১৮০০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

৮। পদের নাম: সেমি স্কিলড (গ্রেড-১)
পদ সংখ্যা: ০৫ টি
বেতন: ৮৮০০-২১৩১০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

৯। পদের নাম: সেমি স্কিলড (গ্রেড-২)
পদ সংখ্যা: ০১ টি
বেতন: ৮৫০০-২০৫৭০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

বি.দ্র: বয়স ২৩/১০/২০২২ তারিখে ১৮-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

Application Process of Navy(A to Z)

The application form has to be completed in 2 steps in the said recruitment notification. In order to apply, first you have to fill the application form online and collect the application form. After that you have to pay 56/- or 112/- through Teletalk prepaid mobile phone using the User ID mentioned in the application form.

Let’s See the Process:

  • 1st step: Online Apply;
  • 2nd Step: Payment of Application Fees.

Online Apply (1st Step)

Let’s first apply online.

  1. At first type “http://bndcp.teletalk.com.bd” or click to Apply Online button.
  1. Now Click to Application Form (Click here to apply Online);
  2. Select post and click to next;
  3. Chose “No” and click next again; (see below example)
Are you a ‘Premium Member’ of Alljobs?*: Yes   No
  1. Now Fill the application form correctly & click to Next;
  2. Photo and Signature upload properly-
    The photo 300×300 pixel, maximum size 100kb and JPG format.
    Signature 300×80 pixel, maximum size 60kb and JPG format.
  3. Now click to submit button, That’s it.
  4. All complete, now you should download this form and save/print color.

NB: You have to pay the prescribed charge through Teletalk prepaid mobile number within 72 hours after applying online.

Application Fee

Application charges can be paid only through 2 SMS from Teletalk Prepaid Mobile. Let’s see-

1st SMSType “BNDCP” <space> “User Id” & Send to “16222”;
Ex: BNDCP GOVTJOB (Send to 16222)

2nd SMS: Type again “BNDCP” <space> “YES” <space> “PIN” & send to “16222”
Ex: BNDCP YES 12345786 (Send to 16222)

এখানে USER ID হিসেবে ‘‘GOVTJOB’’ ধরা হয়েছে।


Check More
চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা
চলমান সকল এনজিও চাকরির খবর


Application Deadline

The application deadline for recruitment notification is as follows:

DescriptionDatesTimes
Date of Publications 22 September 2022
Application Start29 September 202210.00 am
Last date of Application23 October 202205.00 am
Application Deadline

Bangladesh Navy Civil Official Job Circular

Recruitment Recruitment 2022 must apply after seeing the official notification. The official notification is given below along with the PDF download link.

Navy Civil Job Circular 2022
Navy Civil Job Circular 2022

পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি

১। পদের নাম: হাইলি স্কিলড (গ্রেড-২)
ট্রেড: পাইপ ফিটার, প্লেটোর
পদ সংখ্যা: ২ টি
বেতন: ৯৩০০ টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা
যোগ্যতা: উচ্চমাধ্যমিক/ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

২। পদের নাম: স্কিলড গ্রেড
ট্রেড: পাইপ ফিটার
পদ সংখ্যা: ১ টি
বেতন: ৯০০০ টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা
যোগ্যতা: উচ্চমাধ্যমিক/ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

৩। পদের নাম: সেমি স্কিলড (গ্রেড-১)
ট্রেড: ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা: ১ টি
বেতন: ৮,৮০০ টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা
যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

৪। পদের নাম: সেমি স্কিলড (গ্রেড-২)
ট্রেড: কার্পেন্টার, মেশিনিস্ট, প্লেটোর, ডিজেল ফিল্টার
পদ সংখ্যা: ৬ টি
বেতন: ৮৫০০ টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা
যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

৫। পদের নাম: অদক্ষ শ্রমিক
পদ সংখ্যা: ১৩ টি
বেতন: ৮২৫০ টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা
বেতন গ্রেড: ২০
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস/ সমমানের ডিগ্রী।

শর্তাবলী

  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে ৩/৪ দিন প্রয়ােজন হবে বিধায় প্রয়ােজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে।
  • ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে।

আবেদন পদ্ধতি (How to Apply Navy Govt Job Circular)

প্রার্থীদেরকে তাদের নির্ধারিত পদের জন্য কমরেড সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বরাবরে লিখিত আবেদন পত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী ১৭ মে ২০২২ তারিখে সকাল ৮ঃ৩০ ঘটিকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নাবিক কলোনি-১, নিউ মুরিং, চট্টগ্রাম এ উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।

আবেদনের ফি প্রদান (Application Fees)

আবেদন ফি বাবদ প্রার্থীকে ১-৪ নং পদের জন্য ১০০ টাকা এবং ৫ নং পদের জন্য ৫০ টাকা ব্যাংক ড্রাফট/ পে অর্ডার এর মাধ্যমে সিএসডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, নেভাল শাখা, চট্টগ্রাম এর অনুকূলে সংযুক্ত করতে হবে।

উপস্থিত হওয়ার ঠিকানা

নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নাবিক কলোনী-১, নিউ মুরিং, চট্টগ্রাম এ উপস্থিত থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রাদি – Necessary Document

  • আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে :
  • ক। সকল শিক্ষাগত যােগ্যতা, অন্যান্য যােগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্রের ফটোকপি যা ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা/সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ও ইত্তেফাক।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url