প্রারম্ভিক সমাজবিজ্ঞান (PDF) Download অনার্স ১ম বর্ষের সাজেশন
[ad_1]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনার্স প্রথম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন। অনার্স ১ম বর্ষের প্রারম্ভিক সমাজবিজ্ঞান pdf download সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: প্রারম্ভিক সমাজবিজ্ঞান, বিষয় কোড: ২১২০০১।
প্রারম্ভিক সমাজবিজ্ঞান pdf download
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. আগস্ট কোঁৎ কত সালে `Sociology’ শব্দটি ব্যবহার করেন?
উত্তর: আগস্ট কোঁৎ 1339 সালে সর্বপ্রথম `Sociology’ শব্দটি ব্যবহার করেন।
২. সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া কর্ম বা কার্যাবলীর পাঠ- উক্তিটি কার?
উত্তর: সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া কর্ম বা কার্যাবলীর উক্তির্টি ম্যাক্স ওয়েবার (Karl Marx)- এর।
৩. “সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান।“ – উক্তিটি কার?
উত্তর: “সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান।“- উক্তিটি এমিল ডুর্খেইমের।
৪. ‘‘সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান।’’- উক্তিটি কার?
উত্তর: ‘‘সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান।’’- উক্তিটি লেস্টার ফ্রাঙ্ক ওয়ার্ড ও উয়িলিয়াম গ্রাহাম সামনারের।
৫. ‘‘সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান, যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে।’’- উক্তিটি কার?
উত্তর: ‘‘সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান, যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে।’’- উক্তিটি সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ- এর।
৬. ‘‘সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান।’’- উক্তিটি কার?
উত্তর: ‘‘সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান।’’- উক্তিটি এফ. এইচ. গিডিংস এর।
৭. দৃষ্টিবাদের প্রবক্তা কে?
উত্তর: দৃষ্টবাদের প্রবক্তা আগস্ট কোৎ।
৮. বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
অথবা, বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশের পথিকৃৎ কে?
উত্তর: বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এ. কে. নাজমুল করিম।
৯. ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্ব কত প্রকার?
উত্তর: ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্ব তিন প্রকার।
১০. `Verstehen’ শব্দটির অর্থ কি?
উত্তর: `Verstehen’ শব্দটির অর্থ হল অন্তর্দৃষ্টি বা জ্ঞান উপলব্ধি।
১১. `The Communist Manifesto ‘ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: `The Communist Manifesto ‘ গ্রন্থটির রচয়িতা কাল মার্কস (Karl Marx)।
১২. `Das Kapital’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: `Das Kapital’ গ্রন্থটির রচয়িতা কাল মার্কস (Karl Marx)।
১৩. মৌল কাঠামো কী?
উত্তর: মৌল কাঠামো বলতে দার্শনিক কার্ল মার্কস অর্থনীতিকে বুঝিয়েছেন।
১৪. পদ্ধতি কী?
উত্তর: বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার নিয়মতান্ত্রিক ও সুষ্ঠু অনুশীলনকে পদ্ধতি বলে।
১৫. সমাজতান্ত্রিক গবেষণার প্রথম পর্যায় কোনটি?
উত্তর: সমাজতান্ত্রিক গবেষণার প্রথম পর্যায় হলো বিষয়বস্তু নির্ধারণ।
১৬. অংশগ্রহণমূলক পদ্ধতির অন্য নাম কী?
উত্তর: অংশগ্রহণমূলক পদ্ধতির অপর নাম হল নৃতাত্ত্বিক পদ্ধতি।
১৭. সংস্কৃতির মৌলভিত্তিক কী?
উত্তর: সংস্কৃতির মৌল ভিত্তি হলো ভাষা।
১৮. অবস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও।
উত্তর: অবস্তুগত সংস্কৃতি এর একটি উদাহরণ হল আইন।
১৯. লেকচার কী?
উত্তর: সমাজে যুগ যুগ ধরে প্রচলিত আচার-আচরণকে লেকচার বলে।
২০. মূল্যবোধ কী?
উত্তর: সত্য-মিথ্যা, ঠিকবেঠিক, ভালো-মন্দ, কাঙ্খিত- অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের ধারণার নামই মূল্যবোধ।
২১. ‘‘সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়।’’- বক্তব্যটি কে দিয়েছেন?
উত্তর: ‘‘সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়।’’- বক্তব্যটি দিয়েছেন টি. বি বটোমোর- এর।
২২. প্রাথমিক দলের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: প্রাথমিকের প্রধান বৈশিষ্ট্য হল- ১. গোষ্ঠী আকারে ক্ষুদ্র, ২. একটি ভৌগোলিক সীমা দ্বারা নির্ধারিত, ৩. সদস্যরা প্রত্যেকের কল্যাণে নিবেদিত ও ৪. অন্তরঙ্গ সম্পর্ক।
২৩. পিতৃতান্ত্রিক পরিবার কী?
উত্তর: যে পরিবারের সর্বময় ক্ষমতার অধিকারী তাকে পিতৃতান্ত্রিক পরিবার বলে।
২৪. পিতৃসূত্রীয় মাটি সুপ্রিয় পরিবারের ভিত্তি কী?
উত্তর: পিতৃসূত্রীয় মাতৃসূত্রীয় পরিবারের ভিত্তি হলো বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার।
২৫. লেভিরেট কী?
উত্তর: মৃত স্বামীর কোন ভাইয়ের সাথে কোন বিধবা নারীর বিবাহ হওয়াকে লেভিরেট বলে।
২৬. অনুলোম বিবাহ কী?
উত্তর: উচ্চবংশের পাত্রের সাথে অপেক্ষাকৃত নিম্নমানের পাত্রীর বিবাহ হওয়াকে অনুলোম বিবাহ বলে।
২৭. ‘Collins Dictionary of Sociology’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: গ্রন্থের রচয়িতা সমাজবিজ্ঞানী জেরি ও জুলিয়া জেরি।
খ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. সমাজবিজ্ঞানের প্রকৃতি উল্লেখ কর।
অথবা, সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা কর।
২. সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কী?
৩. দৃষ্টিপাত কী?
৪. পদ্ধতি অথবা পদ্ধতি বলতে কী বুঝ?
৫. অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাসমূহ লেখ।
৬. সামাজিক জরিপ পদ্ধতির গুরুত্ব আলোচনা কর।
৭. জরিপ পদ্ধতির সুবিধাগুলো আলোচনা কর।
৮. সংস্কৃতির প্রকারভেদ আলোচনা কর।
৯. বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি ব্যাখ্যা কর।
১০. সাংস্কৃতিক ব্যবধান কী?
১১. মূল্যবোধ বলতে কী বুঝ?
১২. আরোপিত মর্যাদা ও অর্জিত মর্যাদাপ্রাপ্ত পদমর্যাদারপার্থক্য লেখ।
অথবা, প্রাপ্ত পদমর্যাদা এবং অর্জিত পদমর্যাদার মধ্যে পার্থক্য লেখ।
১৩. পিতৃসূত্রীয় এবং মাতৃসূত্রীয় পরিবার কাকে বলে?
১৪. বিবাহের সংজ্ঞা দাও।
১৫. বর্ণপ্রথার চারটি বৈশিষ্ট্য লেখ।
১৬. শ্রেণী ও জাতি বর্ণের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
অথবা, শ্রেণী ও জাতি বর্ণের মধ্যে পার্থক্য আলোচনা কর।
অথবা, শ্রেণীগত বর্ণের মধ্যে পার্থক্য লেখ।
১৭. সামাজিক গতিশীলতা বলতে কী বুঝায়?
অথবা, সামাজিক গতিশীলতা কী?
১৮. বিচ্যুত আচরণের প্রধান বৈশিষ্ট্যগুলো কী?
১৯. কিশোর অপরাধের সংজ্ঞা দাও।
২০. অপরাধ বিচ্যুতির মধ্যে পার্থক্য কী?
অথবা, অপরাধের মধ্যে পার্থক্য উল্লেখ কর।
২১. নারীর প্রতি সহিংসতার কারণগুলো কী?
২২. AIDS এর কারণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, এইডস প্রতিরোধের উপায়সমূহ লেখ।
২৩. দুর্নীতি কী?
২৪. সামাজিক পরিবর্তনের উপাদানগুলো আলোচনা কর।
অথবা, সামাজিক পরিবর্তনের উপাদানগুলো সংক্ষেপে আলোচনা কর।
২৫. আধুনিকায়ন কী?
২৬. বিশ্বায়ন কী? বিশ্বায়ন বলতে কী বুঝায়?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
২. সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।
৩. সমাজবিজ্ঞানে হার্বার্ট স্পেন্সার এর অবদান আলোচনা কর।
৪. সমাজ বিজ্ঞানের ডুর্খেইমের অবদান মূল্যায়ন কর।
অথবা, সমাজবিজ্ঞানে এমিল ডুর্খেইমের অবদান মূল্যায়ন কর।
৫. সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ আলোচনা কর।
৬. অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা এবং অসুবিধাসমূহ আলোচনা কর।
৭. সামাজিক জরিপ পদ্ধতির ধাপসমূহ আলোচনা কর।
অথবা, সামাজিক জরিপ পদ্ধতি কী? সামাজিক জরিপ পদ্ধতির ধাপগুলো আলোচনা কর।
৮. সামাজিক গবেষণা কাকে বলে? বাংলাদেশের সামাজিক গবেষণায় কোন পদ্ধতি সার্বিক উপযোগী এবং কেন?
অথবা, বাংলাদেশের সমাজ গবেষণায় কোন পদ্ধতি সার্বিক উপযোগী এবং কেন?
৯. অগবার্ন প্রদত্ত সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি পর্যালোচনা কর।
১০. ‘‘সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়।’’ (টি বি বটোমর)- উক্তিটি ব্যাখ্যা কর।
১১. সামাজিকীকরণ এর সংজ্ঞা দাও। সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা আলোচনা কর।
১২. সামাজিকীকরণে পরিবারের শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা কর।
অথবা, সামাজিকীকরণ প্রক্রিয়া পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা কর।
১৩. পরিবার ও বিবাহের পরিবর্তনশীল রূপ আলোচনা কর।
১৪. আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৫. মানব সমাজ বিকাশের বিভিন্ন স্তরের বিবর্তন আলোচনা কর।
১৬. সম্পত্তির বিবর্তন তত্ত্বটি আলোচনা কর।
১৭. সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরনসমূহ আলোচনা কর।
১৮. বয়স, লিঙ্গ ও জাতিতত্ত্বের ভিত্তিতে সামাজিক অসমতা আলোচনা কর।
১৯. অপরাধ সম্পর্কে সাদারল্যান্ডের তত্ত্বটি আলোচনা কর।
অথবা, অপরাধ সম্পর্কে সাদারল্যান্ডের তত্ত্বটি আলোচনা কর।
২০. সামাজিক নিয়ন্ত্রণের বাহনগুলির ভূমিকা আলোচনা কর।
২১. অপরাধ ও বিচ্যুতির সংক্রান্ত হাওয়ার্ড বিকারের লেভেলিং তত্ত্বটি আলোচনা কর।
২২. শাস্তি বলতে কী বুঝায়? শাস্তির বিভিন্ন ধরন আলোচনা কর।
২৩. বাংলাদেশের দুর্নীতির কারণ ও প্রভাব আলোচনা কর।
২৪. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ ও প্রভাব আলোচনা কর।
২৫. সামাজিক পরিবর্তনকী? সামাজিক পরিবর্তনের কারণসমূহ আলোচনা কর।অথবা, সামাজিক পরিবর্তনের কারণসমূহ আলোচনা কর।
২৬. সামাজিক পরিবর্তন সংক্রান্ত ডব্লিউ. ডব্লিউ. আধুনিকায়ন তত্ত্বটি আলোচনা কর।
২৭. বিশ্ব ব্যবস্থা কী? বিশ্বব্যবস্থা সামির আমিনের তত্ত্বটি আলোচনা কর।
আরো দেখো : সমাজবিজ্ঞান ১ম বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের প্রারম্ভিক সমাজবিজ্ঞান pdf download সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
[ad_2]