ডঃ স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস(Doctor Strange in the Multiverse of Madness-2022) বাংলা রিভিউ
স্পয়লার_এলার্ট
একটু আগেই দেখে আসলাম
ডঃ স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস,
সত্যি কথা বলতে যারা শুধুমাত্র ভি এ ফেক্স এর ফ্যান তাদের জন্য এটা মাস্ট ওয়াচ,আর যারা স্পাইডার ম্যানের মুভির মতো এখানে এক্সট্রা অডিনারি কিছু এক্সপেক্ট করছিলেন তাদের জন্য এই মুভিটা হবে মেজর ডিসআপয়েটম্যান্ট,
সত্যি বলতে এই মুভিটা যতোটা না ডঃ স্ট্রেঞ্জের মুভি ছিলো ঠিক ততোটাই ছিলো ওয়ান্ডা ম্যাক্সিমফ এর,সেই ক্ষেত্রে আমার মতে মুভির নাম দেয়া উচিৎ ছিলো ডঃ স্ট্রেঞ্জ এন্ড স্কারলেট উইচ মাল্টিভার্স অফ ম্যাডনেস,
যদিও এই মুভিটা সেম রাইমি ডিরেক্ট করেছেন,আর উনার মুভি ডিরেকশন এর উপরে আমার হিউজ রেসপেক্ট রয়েছে,তবে আমার পার্সোনাল এপিনিয়ন হচ্ছে এখানে যদি মুভির প্রথম ডিরেক্টর স্কট ডেরিক্সন কাধে মুভির সম্পূর্ণ জিম্মা তুলে দেয়া হতো তাহলে আমার মতে সবচেয়ে বেস্ট হতো,কারন ওনি যেমনি ভাবে ডঃ স্ট্রেঞ্জ এর প্রথম মুভির মধ্যে ক্রিয়েটিভিটি দেখিয়েছিলেন সেগুলো অন্যান্য মুভি ডিরেক্টররা যাস্ট কপি আর পেস্ট ই করেছেন,
আমার মতে কেভিন ফাইগির উচিৎ ছিলো স্কট ডেরিক্সন এর অপনিয়ন মেনে নিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসা,কারন যে ব্যাক্তি কোন জিনিস কে সবচেয়ে ভালো হ্যান্ডেল করতে পারে তাকেই উচিৎ সেই জিনেসের জিম্মাদারি তার উপরে সপে দেয়া,আর আমার মতে স্কট ডেরিক্সন ই সবচেয়ে যোগ্য ব্যাক্তি ছিলো,
এইবার আলোচনা করা যাক এই মুভি সম্পর্কে যে এখানে আমাদেরকে মোট কয়টা মাল্টিভার্স দেখানো হয়েছে,সত্যি বলতে যদি স্টোরি ওয়াইজ হিসেবে বলতে হয় তাহলে এখানে মেইন আর্থ ছাড়া মাত্র দুইটা আর্থ দেখানো হয়েছে,একটা হচ্ছে সেই আর্থ যেখানে ইলুমিনাতি বসবাস করে,আর অন্যটা হচ্ছে সেই আর্থ যেখানে সুপ্রিম স্ট্রেঞ্জ বসবাস করে,
মূলত এই তিনটা আর্থ নিয়েই এই মুভির কাহিনি,আর বাদ বাকি যতোগুলো মাল্টিভার্স দেখানো হয়েছে সেগুলোকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই দেখিয়ে শেষ করে দেয়া হয়েছে,শুধুমাত্র আমেরিকান স্যাভেজ এর যেই আর্থ দেখানো হয়েছে তার স্থায়িত্ব ছিলো মোটে ১ মিনিট বা তার কিছু বেশি,
পরিশেষে
আমি আপনাকে বলবো যদি আপনি হোয়াট ইফ এ সুপ্রিম ডঃ স্ট্রেঞ্জ এর অরিজিন দেখে থাকেন,তাহলে আপনার কাছে এই মুভির কাহিনি যাস্ট কপি আর পেস্ট মনে হবে,তবে এখানে যাস্ট পার্থক্য হচ্ছে সুপ্রিম ডঃ স্ট্রেঞ্জ তার প্রেমিকাকে ফিরে পাবার জন্য সব কাহিনি করেছে,আর পরিশেষে প্রেমিকার কাছে বেচারাকে খালি ঘৃনাই পেতে হতে হয়েছে,আর এখানে আপনি স্কার্লেট ওইচকে তার বাচ্চাদের ফিরে পাবার জন্য যুদ্ধ করতে দেখবেন,আর পরিশেষে তার অবস্থাও ডঃ স্ট্রেঞ্জ এর মতোই হয়েছে,
যদি আপনি সিনেপ্লেক্সে যাস্ট ওয়াও মোমেন্ট দেখার জন্য এবং ইঞ্জয় করবার জন্য যান তাহলে সেখানে আপনার জন্য তা ঝুড়ি ভরে সাজিয়ে রাখা হয়েছে,আর যদি আপনি এই মুভির ব্যাপারে যে সকল স্পেকুলেশন কল্পনা করেছেন এবং এই মুভির ব্যাপারে যে সকল কথা আগে শুনেছেন সেই সকল বিষয়ের উপরে ভিত্তি করে যদি আপনি এই মুভিটি দেখতে যান,তাহলে আমার মতে আপনি কিছুটা হতাশই হবেন,