(HIT: The First Case)One of the best crime thriller movie.


 HIT: The First Case

2020 ‧ Thriller/Action

Run time• 2 Hours 8 minutes 

IMDb• 7.7/10  Personal 9/10 


এটি একটি 

One of the best crime thriller movie. 

আপনি যদি একজন থ্রিলার লাভার হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি হবে একটি বেস্ট থ্রিলার মুভি। আপনি যখন মুভিটি উপভোগ করবেন তখন আপনি হারিয়ে যাবেন কিডনাপারের সেই গোলক ধাঁধায়। আমি ফার্স্ট মুভিটি দেখি 2020 তেই কিনতু তখন ডাব সিলো না। দেখতে হয়েছে বাংলা সাব দিয়ে। কিনতু এক্ষণ এটি হিন্দি ডাব available আছে সাইটে । You must check it । তবে ডাব quality তেমন একটা ভালো হয় না। এইটা একটা বেড সাইট।


হালকা স্পয়লার •

আসলে থ্রিলার মুভি গুলাতে স্পয়লার দিলে হয়তো সেটা দেখে আর মজা পাওয়া যায় না। তাই বেশি কিছু বলবো না। 

মুভির প্রথমেই দেখানো হয় বিক্রম বা মুভির নায়ককে। যে কিনা একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার বললে কম হয়ে যাবে একজন Investigation অফিসার সে । সিটিতে যতো বড়ো বড়ো ক্রাইম হোক সে সব investigate করে।  তবে তার অতীতে খুব খারাপ একটা ঘটনা থাকে। যার ফলে সে মানসিক রোগীদের মতো আচরণ করে  রক্ত আর আগুন একদমই দেখতে পারে না। কিনতু এইটা নিয়ে তার জব লাইফে কোনো প্রভাব পড়তে দেই না। সে বিচক্ষণতার সাথে হেন্ডেল করে। সব কিছু ঠিকঠাক চলতে থাকে কিনতু হটাৎ  সে শুনতে পাই তার গার্লফ্রেন্ড নিখোঁজ।তার গার্লফ্রেন্ড ও একজন investigate অফিসার ।  নিখোঁজ হওয়া পিছনে তাকেই দুশি হিসেবে দেখা হয়। কিনতু সে যখন তার গার্লফ্রেন্ডের case টাকে investigate করতে চাইলে তাকে দেওয়া হয় না। তখন সে চুরি করে investigate করতে থাকে আর এই case এর সাথে আরেকটা case এর লিঙ্ক পাই।যেটা তার গার্লফ্রেন্ড investigate করেছিল। তখন সে সেটিকে investigate করে। আর তখন থেকেই শুরু হয় কানামাছি খেলা। কিডনাপার এমন ভাবে প্ল্যান টা করে রাখে যা আপনাকে মুভিটিতে নিয়ে যাবে। প্রতিটা  suspect কে আপনার খুনি মনে হবে। প্রতিটা মুহূর্তে থাকবে নতুন টার্ন নতুন suspect সাথে নতুন টুইস্ট। যা আপনাকে প্রতিটা মুহূর্তে ভাবাবে। এবং শেষ মুহূর্তে নায়কের মত দিশেহারা হয়ে যাবেন। তার সাথে আরেকটা চিন্তা সব সময় মাথায় গুরবে তারা কি বেচেঁ আছে না কিডন্যাপারা মেরে ফেলেছে? কারণ তখন পর্যন্ত কোনো বডি পাওয়া যায়নি । না পাওয়া যাই কোনো প্রমাণ। আপনি প্রতি মহুর্তে ভাববেন কে এই প্ল্যান টি করেসে যাতে একটা ক্লু নেই! নায়ক সকল চেষ্টা করে একটা ক্লুর জন্য কিনতু কোনো ক্লু তখনও পাওয়া যায় নি।

কিনতু অবশেষে এমন একটা ক্লু যা পুরো ঘটনাটা পাল্টে দেই।

এবং নিয়ে যায় একটা নতুন suspect এর কাছে! এবং case slove । 

বাকি টুইস্ট গুলা জানতে হলে অবশ্যই দেখতে হবে আপনাকে! আর আপনি যদি একজন থ্রিলার লাভার হয়ে থাকেন তাহলে এটি অপছন্দের কোনো কারণ ই খুঁজে পাবেন না। যেমন স্টোরি তেমনি ট্যুইস্টে ভরপুর ।

মুভি রিভিউটি লিখেছেনঃ

মোঃ সুলায়মান কবির বিজয়

ফেসবুক লিংকঃ Bijoy

And waiting for case 2 

Happy watching

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url