Otp কি এবং কেনো ব্যবহার করা হয়?otp নিরাপত্তার ক্ষেত্রে কিভাবে কাজ করে?

আমরা প্রতিনিয়ত সারাদিন অনলাইনে থাকি। অনেকে আছি অনলাইনে জব করি।আমাদের অনলাইনে বিভিন্ন সময় অনেক ধরণের একাউন্ট খুলতে হয়। অনেক সময় মেইল দিতে হয়, নাম্বার দিতে হয়, পাসওয়ার্ড দিতে এছাড়াও আরো পারসোনাল আরো অনেক তথ্যই কিন্তু দিতে হয়।

 আপনারা অনেক সময় খেয়াল করবেন যে এই একাউন্ট গুলো তৈরি করার সময়

 otp ভেরিফাই

 করতে বলে। আপনারা অনেকে হয়তো এই বিষয়টি সম্পর্কে জানেন, আবারা অনেকেই না বুঝে otp verify করে। সহজ একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন বা কোথায় ব্যবহার করেছিলেন আপনারা ফেসবুক,টুইটার,টেলিগ্রাম, মেইল ইত্যাদি একাউন্ট খুলতে গেলেই আপনাকে ওটিপি ভেরিফাই করতে বলবে। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে ওটিপি বিষয় টা মূলত কি এবং এর দ্বারা কি হয়?এই আর্টিকেলে এই সকল সব বিস্তারিত জানতে পারবেন।


আজকের টপিকঃOtp কি এবং কেনো ব্যবহার করা হয়?


তো চলুন দেরি না করে আজকের আর্টিকেল শুরু করা যাজ।Otp একটি ইংরেজি শব্দ এর ফুল মেনিং হচ্ছে 

one time password

এটিকে এনালগ টাইপের পাসওয়ার্ডও বলা হয়ে থাকে। আপনি যেমন আপনার বিভিন্ন একাউন্ট এর পাসওয়ার্ড মনে রাখেন। এই ওটিপিও সেইরকম ই একটি পাসওয়ার্ড।  তবে এই otp password এবং আপনার মনে রাখা পাসওয়ার্ড এর মধ্যে পার্থক্য রয়েছে। এই otp  password টা আপনি শুধুমাত্র একটিবারই ব্যবহার করতে পারবেন। Otp password টা আপনি আপনার ফোনে এসএমএস বা ভয়েস মেসেজের মাধ্যমে পাবেন এছাড়া মেইলেও পেতে পারেন।এটি একটি টেম্পোরারি পাসওয়ার্ড অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য পাসওয়ার্ড,  সেই নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর পিন বা পাসওয়ার্ড টি আর কাজ করবেনা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে Otp বিষয়টি মূলত কি।

এখন আমরা জানবো যে 

ওটিপি  পিন টি কখন ব্যবহার করবো এবং Otp password ব্যবহারের ক্ষেত্রে  কোন কেন সময় সতর্কতা অবলম্বন করতে হবে।


আমরা এখন বেশিরভাগ সময় অনলাইনেই শপিং,অনলাইনে লেনদেন করি এইক্ষেত্রে দেখা যায় আপনার ব্যাংক একাউন্ট থেকে পেমেন্ট করতে হবে। আপনি যখন শপিং করার পর আপনার একাউন্ট থেকে সেই শপিং এর পেমেন্ট ট্রান্সফার করবেন তখন ব্যাংক আপনার সেই সীম কার্ড বা মোবাইল ফোনে তাদের  otp পাঠাবে। সেই otp টা ভেরিফাই করলেই আপনি পেমেন্ট করতে পারবেন।এখন বলতে পারেন যে যদি পাসওয়ার্ড সিস্টেম থাকে তাহলে ওটিপি কেনো প্রয়োজন,সেই পাসওয়ার্ডটা মনে  রাখলেই হলো যেকোনো সময় সেই পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট করা যাবে। কিন্তু আপনি ভুল ধারণায় আছে, অনলাইন জগতে অনেক স্প্যামার হ্যাকার রয়েছে যারা যেকোনো সময় আপনার পাসওয়ার্ড হ্যাক করতে পারে এবং সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনার অজান্তেই আপনার সমস্ত টাকা লুফে নিবে। কিন্তু যদি আপনি ওটিপি সিস্টেম রাখেন তাহলে যখনি আপনার ব্যাংক একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে চাইবে তখন আপনার ফোনে ওটিপি চলে আসবে এবং ভেরিফাই করতে বলবে। যদি ওটিপি নির্দিষ্ট সময়ে ভেরিফাই না হয় তাহলে টাকা ট্রান্সফার হবেনা। 

এই otp দ্বারা এক্সট্রা সিকিউরিটি প্রদান করা হয়। এই otp ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতারকরা বিভিন্ন ধরণের ফাদ তৈরি করে। তাই আপনাকে বুঝেশুনে ওটিপি কনফার্ম করতে হবে। অনেক সময় দেখা যায় যে অপরিরিচি নাম্বার থেকে কল এসেছে এবং আপনাকে বলছে যে ব্যাংক থেকে কলটি করা হয়েছে,তারা বলতে পারে যে আপনার নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে সেটি আমাদের দিন। এখন আপনি যদি বোকা হয়ে তাদের ওটিপি দিয়ে দেন তাহলে নিজেই আপনার সর্বনাশ ডেকে আনলেন। ব্যাংক কখনো তাদের ইউজারদের কাছে ওটিপি জানতে চাইনা। তাই এইসব প্রতারকদের থেকে দূরে থাকুন।ওটিপি কখনোই কারো কাছে শেয়ার করবেন না বা বলবেন না।

শেষ কথাঃ


আশা করি আমি আপনাদের ওটিপি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে পেরেছি। আর সবসময়ই আপনাদের ওটিপি সুরক্ষিত রাখবেন,প্রতারকদের থেকে দূরে থাকবেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন, আমি আপনাকে সাহায্য করবো।আল্লাহ হাফেজ।

#bangla technology 

#otp

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url