What is Social media ? সোশাল মিডিয়া কি জেনে নিন

[ad_1]

আজকে জানবো আমরা সোশাল মিডিয়া কি এবং কি কি কাজ করা যায় বা কি কাজে ব্যবহার করলে ভালো হবে সবার জন্য টিপস। 

What is Social media ? সোশাল মিডিয়া কি

আমরা নিয়মিত যেসকল  সাইট ব্যবহার করে নিয়ে মনের ভাব নিজের ছবি ও কন্টেন্ট শেয়ার করতে পাড়ি যেসকল সাইটে সেইসকল সাইট হল সোশাল মিডিয়া ওয়েব সাইট। 

এই সাইট বা এ্যাপস দিয়ে আমরা চাইলেই কাওকে বন্ধু বানাতে পারবো কাওকে ফোলো করে রাখতে পারব। তার সকল পোস্ট ছবি কন্টেন্ট সকল কিছু দেখতে পারবো। এবং চাইলেও আমরা বন্ধু বা সকলের সাথেই পারসোনাল ভাবে কথা বার্তা ও ছবি শেয়ার করতে পারবো। 

সোশাল মিডিয়া সাইট দিয়ে কি কি কাজ করা যায় ?

সকল ধরনের সোশাল মিডিয়া সাইট দিয়ে আমরা চাইলে আমাদের পন্য বিক্রয় করতে পারবো। আবার চাইলে আমরা সকল অফিসের কাজ গ্রুপিং করে সবাই এক সাথে কাজ করতে পারবো। 

সোশাল সাইটের মধ্যে ফেসবুক, টুইটার, ইন্সট্রাগ্রাম, লিংকদিন ইত্যাদি অনেক আছে। 

এই সকল সাইটে আপনি চাইলে ভিডিও বা আপনার কন্টেন্ট পাবলিস করে টাকা ইনকাম করতে পারবেন। 

সোশাল মিডিয়া সাইট দিয়ে টাকা ইনকাম  ?

আপনি চাইলে খুব সহজেই এই সাইট গুলা থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনার পন্যের বিজ্ঞাপন দিয়ে আপনার আয় বারাতে পারবেন। আপনার বন্ধুদের নিয়ে গ্রুপিং করে আফেলিয়েট লিংক শেয়ার করে ইনকাম করা যাবে। ভিডিও বা আরটিকেল পাবলিস করে টাকা ইনকাম করতে পারবেন। 

সোশাল মিডিয়া আমাদের কতটা দরকার ?

What is Social media  সোশাল মিডিয়া কি জেনে নিন

সোশাল মিডিয়া আমাদের প্রতিনিয়ত প্রয়োজন এটা ছাড়া আমাদের এখন চলা মুশকিল। আপনি এই ২০২২ সালের যুগে এমন কাওকে পাবেন না যে তার সোশাল মিডিয়া কাজে লাগছে না। সবার প্রতিদিন কাজে লাগছে। এই সোশাল মিডিয়া ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষ তাদের জিবিকা নির্ভর করছে। 

লক্ষ মানুষ আছে যারা এই সোশাল মিডিয়া থেকে ইনকাম করে পরিবার চালাচ্ছে। 

আমরা এই সোশাল মিডিয়া দিয়ে এক দেশ থেকে আরেক দেশে ফাইল ট্রান্সফার করছি। আমরা এক দেশ থেকে আরেক দেশে কথা বলছি তাও আবার দেখা যাচ্ছে সরাসরি। 

অনেক সময় অফিসের কাজ ও সোশাল শেয়ার এর মাধ্যমে করা হচ্ছে। 

সোশাল মিডিয়া আমাদের সকল কাজে সব সময় লাগছে। তাই এর গুরুত্ব অনেক। 

আরো নতুন কিছু পেতে সাথেই থাকুন। 

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url