হিংসা কাকে বলে? What is jealousy?
[ad_1]
হিংসা( jealousy ) কাকে বলে ?
হিংসা হল অন্যকে ঘৃণা করা, নিজেকে বড় মনে করা, অন্যের উন্নতি ও সুখ সহ্য করতে না পারা ইত্যাদি । ইসলামিক পরিভাষায় অন্যের সুখ-সম্পদ, শান্তি-সাফল্য ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলা হয় । আরবিতে হিংসা প্রতিশব্দ হলো হাসাদ।
ইবাদত বলতে কী বোঝায় ?
ইবাদতের অর্থ হলো চূড়ান্তভাবে দীনতা-হীনতা ও বিনয় প্রকাশ করা এবং নমনীয় হওয়া । ইসলামিক পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে আল্লাহ তাআলার বিধি-বিধান মেনে চলা কে ইবাদত বলা হয় । আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হলো আমরা যেন তার ইবাদত করি । আর ইবাদতের মাধ্যমে আল্লাহর অনুগত্য লাভ করা যায় ।
এই এবাদতের প্রতিদান আল্লাহ তাআলা নিজে আমাদেরকে প্রদান করবেন। আল্লাহ ও রাসূল কর্তৃক নির্দেশিত পথ ও মত অনুসরণ করার নাম ইবাদত । অর্থাৎ ইবাদত বলতে শুধু উপাসনাকেই বুঝায় না, বরং আল্লাহর খলিফা হিসাবে সকল কার্য আল্লাহর বিধান মত করাই হল ইবাদাত ।
ছাত্র-শিক্ষক সম্পর্ক বলতে কী বুঝায় ?
ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। তাদের সম্পর্ক পিতা সন্তানের মত। পিতা যেমন সন্তানের কল্যাণ কামনা করে, ঠিক তেমনি শিক্ষক-ছাত্রের সর্বদা কল্যাণ কামনা করে । নবী ও রাসুল ( স. ) গন হলেন শিক্ষক আর তাদের উম্মত হল তাদের ছাত্র ।
রাসূলুল্লাহ ( স. ) এর উম্মত জ্ঞানীদেরকে নবীগণের উত্তরাধিকারী বলেছেন । তিনি বলেন আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী । পিতা ও পুত্রের মাঝে যেমন উত্তরাধিকারের সম্পর্ক আছে,ছাত্র শিক্ষকের মাঝেও তেমনি সম্পর্ক বিদ্যমান। তাই আমরা এই সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হব । শিক্ষককে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করব বিনীত ভাবে । ফলে ছাত্র-শিক্ষকের সম্পর্ক হবে সুন্দর ,যেখানে অকৃত্রিম শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসা বিরাজ করবে।
Thanks.
Article Views:
175
[ad_2]