একটি দিন খুদে গল্প - Sportsbd

[ad_1]

 

খুদে গল্প:একটি দিন

রবীন্দ্রনাথ ঠাকুর

মনে পড়ছে সেই দুপুর বেলাটি । ক্ষণে ক্ষণে বৃষ্টিধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে । ঘরে অন্ধকার, কাজে মন যায় না । যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেম ।

ধীরে ধীরে ভিতরে এসে বসল । হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগল । তারপরে সেলাই বন্ধ করে জানালার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল ।

বৃষ্টি ধরে এল, আমার গান থামল । সে উঠে চুল বাঁধতে গেল ।

এইটুকু ছাড়া আর কিছুই না । বৃষ্টিতে গানেতে অকাজে আঁধারে জড়ানো কেবল সেই একটি দুপুর বেলা ।

ইতিহাসে রাজা-বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী, সস্তা হয়ে গড়াগড়ি যায় কিন্তু একটি দুপুরবেলা ছোটো একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল, দুটি লোক তার খবর জানে ।

source: পুথিনিলয় বই

এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © পুঁথি নিলয় বই প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত থেকে নেওয়া হয়েছে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url