পোশাকের মূল্য খুদে গল্প - Sportsbd

[ad_1]

 

খুদে গল্প:পোশাকের মূল্য

পারস্যের এক প্রখ্যাত কবি ছিলেন শেখ সাদি । তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। একদা তিনি পারস্যের রাজদরবারে আমন্ত্রিত হয়েছিলেন । অনাড়ম্বর পোশাকে রাজপ্রাসাদে যাওয়ার পথিমধ্যে তিনি এক সভাসদের গৃহে আশ্রয় নিয়েছিলেন। তাঁর সরলতা ও অনাড়ম্বতার কারণে সভাসদ তাঁকে চিনতে পারেনি। সভাসদ তাঁকে যথেষ্ট গুরুত্ব না দিয়ে সস্তা খাবার ও বিছানা দিয়ে আপ্যায়ন করেন । প্রথমে বুঝতে না পারলেও সাদি পরবর্তী সময়ে ঠিকই বুঝতে পারেন যে তাঁর অনাড়ম্বর পোশাকের কারণেই সভাসদ তাঁকে চিনতে পারেনি। সাদি তখন সভাসদকে একটি শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন। রাজপ্রাসাদ থেকে ফেরার পথে।তিনি পুনরায় ঐ সভাসদের গৃহে আশ্রয় নেন। তবে এবার তিনি অনাড়ম্বর পোশাকের পরিবর্তে দামি পোশাক পরিধান করেন। সভাসদ ভীষণ খুশি হয়ে তাঁকে সম্মানপূর্বক অভ্যর্থনা জানান ঐ রাতে তারা একত্রে আহার করতে বসেন । তাদের সামনে যে দামি খাবার ছিল সাদি সেগুলো খাওয়ার পরিবর্তে তাঁর দামি পোশাকের পকেটে ভরতে থাকেন । সাদির এমন আচরণে সবাই বিস্মিত হন । এমতাবস্থায় সভাসদ তাঁকে জিজ্ঞাসা করেন, “কেন আপনি খাবারগুলো পকেটে ভরছেন? সাদি জবাবে বলেন, ‘এই খাবারগুলো আমার পোশাকের প্রাপ্য।’ তিনি আরও বলেন, ‘আপনি আমাকে চিনতে পেরেছেন? কয়েকদিন পূর্বে আমি অনাড়ম্বর পোশাকে আপনার গৃহে আশ্রয় নিয়েছিলাম । আপনি আমাকে সস্তা খাবার ও বিছানা দিয়ে আপ্যায়ন করেছিলেন। অতঃপর সভাসদ তার ভুল বুঝতে পেরে সাদির কাছে ক্ষমা প্রার্থনা করেন ।

source: পুথিনিলয় বই

এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © পুঁথি নিলয় বই প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত থেকে নেওয়া হয়েছে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url