হিসাববিজ্ঞান তথ্যপদ্ধতি সাজেশন (PDF) অনার্স ৪র্থ বর্ষ

[ad_1]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তথ্যপদ্ধতি সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: হিসাববিজ্ঞান তথ্যপদ্ধতি, বিষয় কোড: ২৪২৫০৫।

হিসাববিজ্ঞান তথ্যপদ্ধতি সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. ফার্মওয়্যার কি?
উত্তর : কম্পিউটার তৈরি করার সময় উহার মেমোরিতে যে সকল প্রোগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।

২. সিস্টেম ক্রাশ কি?
উত্তর : কম্পিউটার সিস্টেম অনেক সময় ফেইল হয় যাকে আমরা সিস্টেম ক্রাশ বলে থাকি।

৩. ইনডেক্সিং কি?
উত্তর : ডেটা ফাইলে আউটপুটকৃত রেকর্ড সমূহকে সুনির্দিষ্ট নিয়মে সাজানোর পদ্ধতিকে ইনডেক্সিং বা সূচীকরণ বলে।

৪. লিস্ট স্ট্রাকচার মডেল কি?
উত্তর : যে ডেটা মডেলে রেকর্ডসহ একটি টেবিলে লিস্ট আকারে সঞ্চিত থাকে এবং টেবিলে নূন্যতম একটি প্রাইমারি কি থাকে তাকে লিস্ট স্ট্রাকচার মডেল বলে।

৫. প্রবাহচিত্র কি?
উত্তর : যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করে তার গতিধারা নির্ধারণ করা হয় তাকে প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট বলে।

৬. এম-কমার্স কি?
উত্তর : এম-কমার্স বলতে মোবাইল ফোন, পিডিএ, স্মার্ট ফোন কিংবা সম্প্রতি উদ্ভাবিত ড্যাসটপ ব্যবহার করে বাণিজ্য পরিচালনা বুঝায়।

৭. অ্যালগরিদম কি?
উত্তর : কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে অনুসরণযোগ্য ধাপসমূহকে অ্যালগরিদম বলে।

৮. ম্যাপিং কি?
উত্তর : অর্থ প্রাপ্তির ঘাটতি গোপন করার উদ্দেশ্যে নগদ অর্থ প্রাপ্তি দেরিতে লিপিবদ্ধ করাকে ম্যাপিং বলে।

৯. COSO কি?
উত্তর : হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থা নিরীক্ষা শাস্ত্রে একটি বহুল ব্যবহৃত নাম হচ্ছে COSO । আর COSO -এর পূর্ণরূপ হলো- Committee of Sponsoring Organization.

১০. আয় চক্র কি?
উত্তর : আয়চক্র হচ্ছে একটি লেনদেন চক্র যেখানে ক্রেতার নিকট পণ্য বা সেবা বিক্রয় এবং গ্রাহকের কাছ থেকে অর্থ আদায় সংক্রান্ত সমস্ত লেনদেন হিসাবভুক্ত হয়।

১১. কৃত্রিম বুদ্ধিমত্তা কি?
উত্তর : যে বুদ্ধিমত্তায় অধিকাংশ ক্ষেত্রে ইন্দ্রিয়সমূহের অভিজ্ঞতাকে সরাসরি ব্যবহারের সুযোগ থাকে না তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।

১২. কম্পিউটার ভাইরাস কি?
উত্তর : কম্পিউটার ভাইরাস এক ধরণের কম্পিউটার প্রোগ্রাম বা প্রোগ্রামের সেট যা কম্পিউটারের অন্যান্য প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে বৈধ প্রোগ্রামকে ক্ষতিগ্রস্থ করে কম্পিউটারের সার্বিক কার্যক্রমকে অচল করে দেয়।

১৩. তথ্য পরিবেশ কি?
উত্তর : সামগ্রিকভাবে তথ্য প্রক্রিয়া ও তথ্য সরবরাহকারী সকল ব্যক্তি, যন্ত্রাংশ, ইন্টারনেট ডিভাইসসমূহ, সংগঠন, তথ্য ইত্যাদিকে তথ্য পরিবেশ বলে।

১৪. ফার্মওয়্যার কি?
উত্তর : কম্পিউটার তৈরি করার সময় উহার মেমোরিতে যে সকল প্রােগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।

১৫. সিস্টেম ক্রাশ কি?
উত্তর : কম্পিউটার সিস্টেম অনেক সময় ফেইল হয় যাকে আমরা সিস্টেম ক্রাশ বলে থাকি।

১৬. ইনডেক্সিং কি?
উত্তর : ডেটা ফাইলে আউটপুটকৃত রেকর্ড সমূহকে সুনির্দিষ্ট নিয়মে সাজানোর পদ্ধতিকে ইনডেক্সিং বা সূচীকরণ বলে।

১৭. সফটওয়্যার কাকে বলে?
উত্তর : সফটওয়্যার হলো কম্পিউটারের ভাষায় লিখিত নির্দেশনার সমষ্টি যাতে কম্পিউটার সেই সমস্যা বুঝে তার সমাধান করতে পারে।

১৮. ERP এর পূর্ণরূপ লিখ।
উত্তর : ERP এর পূর্ণরূপ হলো- Enterprise Resource Planning.

১৯. বিট কি?
উত্তর : কম্পিউটারে বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট। মেমোরি ধারণ ক্ষমতা পরিমাপের ক্ষুদ্রত্তম একক হচ্ছে বিট।

২০. ব্যাংক সমন্বয় বিবরণী কি?
উত্তর : নগদান বই ও পাশ বইয়ে গড় মিলের কারণে অনুসন্ধান করে তার প্রতিনিধিদের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে।

২১. কম্পিউটার ভাইরাস কি?
উত্তর : কম্পিউটার ভাইরাস এক ধরণের কম্পিউটার প্রোগ্রাম বা প্রােগ্রামের সেট যা কম্পিউটারের অন্যান্য প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে বৈধ প্রোগ্রামকে ক্ষতিগ্রস্থ করে কম্পিউটারের সার্বিক কার্যক্রমকে অচল করে দেয়।

২২. IAS-1 অনুসারে আর্থিক বিবরণীর উপাদানসমূহের নাম লিখ।
উত্তর : IAS-1 অনুসারে আর্থিক বিবরণীর উপাদানসমূহের নাম- (ক) আয় বিবরণী; (খ) মালিকানাস্বত্ব বিবরণী; (গ) নগদ প্রবাহ বিবরণী ও (ঘ) উদ্বৃত্তপত্র।

২৩. ল্যাপিং কি?
উত্তর : অর্থ প্রাপ্তির ঘাটতি গোপন করার উদ্দেশ্যে নগদ অর্থ প্রাপ্তি দেরিতে লিপিবদ্ধ করাকে ল্যাপিং বলে।

২৪. হিসাব কোড কি?
উত্তর : প্রতিটি হিসাবের জন্য যে আলাদা পরিচিতি নম্বর ব্যবহার করা হয় তাকে হিসাব কোড বলে। আর হিসাব কোড করার কার্যাবলিকে লেনদেন প্রক্রিয়াকরণে কোডিং বলে।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. সিকুয়েন্সিয়াল ফাইল কি?
২. উপাত্ত প্রবাহ চিত্র কি?
৩. কম্পিউটার ভাইরাস কি?
৪. ইলেকট্রনিক ডাটা প্রসেসিং কি?
৫. মাস্টার ফাইল ও ট্রানজেকশন ফাইলের মধ্যে পার্থক্য দেখাও।

৬. ফ্লোচার্টের সুবিধাসমূহ লিখ।
৭. টিমিং ও ল্যান্ডিং বলতে কি বুঝ?
৮. অভ্যন্তরীণ নিরীক্ষার সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
৯. ডাটাবেজ উন্নয়ন বিষয়ে আলোকপাত কর।
১০. ভুল ও জুয়াচুরি নিবারণ বা বন্ধের উপায় কী?

১১. AIS ও MIS এর মধ্যে পার্থক্য লিখ।
১২. নথিকরণ কি?
১৩. সাধারণ খতিয়ান কি?
১৪. সাধারণ খতিয়ানের উদ্দেশ্য বর্ণনা কর।
১৫. AIS উন্নয়নের কৌশলসমূহ কী কী?
১৬. ইলেকট্রনিক ডাটা প্রসেসিং কি?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. (ক) অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থায় নিরীক্ষকের কর্তব্য কি?
(খ) অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মূলনীতিসমূহ বর্ণনা কর।
২. (ক) ডাটাবেজ কি? ডাটাবেজ কত প্রকার ও কি কি?
(খ) প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীক সমূহ দেখাও।

৩. রিলেশনাল ডাটাবেজ কি? ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য বর্ণনা কর।
৪. (ক) অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থায় নিরীক্ষকের কর্তব্য কি?
(খ) অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মূলনীতিসমূহ বর্ণনা কর।
৫. (ক) ডেবিট-ক্রেডিট নির্ণয়ের প্রণালী বর্ণনা কর।
(খ) নগদান ভিত্তিক ও বকেয়া ভিত্তিক হিসাবরক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য লিখ।

৬. অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থায় নিরীক্ষকের কর্তব্য কি?
৭. বিভিন্ন ইনফরমেশন সিস্টেমের মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখাও।
৮. (ক) পে-রোল কিভাবে তৈরি করা হয়?
(খ) তথ্য প্রক্রিয়াকরণের পদ্ধতি সমূহ কি কি?
৯. (ক) আর্থিক ঝুঁকি ও ব্যবসায় ঝুঁকির মধ্যে পার্থক্য দেখাও।
(খ) ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব বর্ণনা কর।

১০. সিদ্ধান্ত সহায়ক পদ্ধতি কি? সিদ্ধান্ত সহায়ক প্রযুক্তির প্রয়োজনীয়তা বর্ণনা কর।
১১. ইনফরমেশন সিস্টেমের উপাদানসমূহ বর্ণনা কর।
১২. (ক) হিসাব তথ্যের ব্যবহারকারী কারা?
(খ) তথ্যের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
১৩. (ক) ব্যবস্থাপনার নীতিমালা বর্ণনা কর।
(খ) ব্যবস্থাপনা প্রতিবেদন পদ্ধতিতে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ মূল্যায়ন কর।

১৪. অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থায় নিরীক্ষকের কর্তব্য কি?
১৫. সংগঠন বলতে কি বুঝ? সংগঠনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৬. হিসাব তথ্য ব্যবহারের উদ্দেশ্য/সুবিধা বর্ণনা কর।

Answer Sheet


আরো দেখো : হিসাববিজ্ঞান ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন


অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তথ্যপদ্ধতি সাজেশন pdf সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url