পরিবেশ ও উন্নয়ন (PDF) সাজেশন অনার্স ৪র্থ বর্ষ

[ad_1]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের পরিবেশ ও উন্নয়ন pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: পরিবেশ ও উন্নয়ন, বিষয় কোড: ২৪১৯০৯।

পরিবেশ ও উন্নয়ন pdf

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. পরিবেশ অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লেখ।
অথবা, পরিবেশ অধ্যয়নের দুটি পদ্ধতি উল্লেখ কর।
উত্তর : পরিবেশ অধ্যয়নের দুটি পদ্ধতি হলো- ১. রাজনৈতিক পদ্ধতি এবং ২. সাংস্কৃতিক পদ্ধতি।

২. বৈশ্বিক পরিবেশগত দুটি ইস্যু লেখ।
উত্তর : বৈশ্বিক পরিবেশগত দুটি ইস্যু হলো— ১. টেকসই উন্নয়ন ও ২. সবুজ বিপ্লব।

৩. ‘Ecology’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Ecology’ শব্দের অর্থ হলো প্রতিবেশ।

৪. বিশ্ব পরিবেশ দিবস কবে?
উত্তর : বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন।

৫. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম।

৬. পরিবেশ নারীবাদের একজন তাত্ত্বিকের নাম লেখ।
উত্তর : পরিবেশ নারীবাদের একজন তাত্ত্বিক হলেন বন্দনা শিবা।

৭. SDG এর পূর্ণরূপ কী?
উত্তর : SDG এর পূর্ণরূপ হলো Sustainable Development Goal.

৮. ‘Sustainable’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Sustainable’ শব্দের অর্থ দীর্ঘস্থায়ী বা টেকসই।

৯. WED এর পূর্ণরূপ কী?
উত্তর : WED এর পূর্ণরূপ — World Economic Development.

১০. বাংলাদেশের একটি পরিবেশবাদী সংগঠনের নাম লেখ।
উত্তর : বাংলাদেশের একটি পরিবেশবাদী সংগঠনের নাম বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা বাপা।

১১. টেকসই উন্নয়নে কার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়?
উত্তর : টেকসই উন্নয়নে পরিবেশের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।

১২. ‘Man and Nature’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Man and Nature’ গ্রন্থটির রচয়িতা George perkins marsh.

১৩. গ্রিন পিস কী?
উত্তর : গ্রিন পিস হলো নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী আন্দোলন।

১৪. দুটি গ্রিনহাউজ গ্যাসের নাম লেখ।
অথবা, একটি গ্রিনহাউজ গ্যাসের নাম লেখ।
উত্তর : দুটি গ্রিনহাউজ গ্যাসের নাম হলো কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড।

১৫. বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাস বেশি দায়ী?
উত্তর : বিশ্ব উষ্ণায়নের জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস বেশি দায়ী।

১৬. GAD কী?
উত্তর : GAD বা Gender and Development হলো জাতিসংঘের নারী উন্নয়ন কৌশল।

১৭. মন্ট্রিল প্রোটকল কী?
উত্তর : মন্ট্রিল প্রোটকল হলো ১৯৮৯ সালে জাতিসংঘের গৃহীত ওজোন স্তর রক্ষাবিষয়ক একটি প্রোটকল যা ৪৬টি দেশ স্বাক্ষর করেছে এবং ১৯৭টি দেশ অনুমোদন করেছে।

১৮. কিয়োটো প্রোটকল কী?
উত্তর : কিয়োটো প্রোটকল হলো জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ রক্ষায় সম্মেলনের বিষয়বস্তু।

১৯. ২০১৭ সনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর : ২০১৭ সনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন জার্মানির বনে অনুষ্ঠিত হয়েছে।

২০. ‘সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র’ কোথায় অবস্থিত?
উত্তর : ‘সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র’ ভারতের নয়াদিল্লিতে অবস্থিত।

২১. প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ কোথায় অবস্থিত?
উত্তর : প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যের বরাক নদীর ওপর অবস্থিত।

২২. ‘NEMAP এর পূর্ণরূপ কী?
উত্তর : ‘NEMAP এর পূর্ণরূপ হলো ‘National Environmental Management Action Plan’.

২৩. বাংলাদেশে কত সালে পরিবেশ আদালত গঠন করা হয়?
উত্তর : ২০০১ সালের ১৬ অক্টোবর বাংলাদেশে পরিবেশ আদালত গঠন করা হয়।

২৪. বায়ুমণ্ডলে কতগুলো স্তর আছে?
উত্তর : বায়ুমণ্ডলের ৪টি স্তর রয়েছে।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. প্রতিবেশ কাকে বলে?
২. প্রতিবেশগত ভারসাম্য কেন প্রয়োজন? আলোচনা কর।
৩. টেকসই উন্নয়ন কী?
৪. টেকসই উন্নয়নের প্রধান বিবেচ্য বিষয়গুলো কী কী?
৫. জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়?
অথবা, জলবায়ু পরিবর্তন কাকে বলে?

৬. বাংলাদেশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব ব্যাখ্যা কর।
৭. জীববৈচিত্র্য বলতে কী বুঝায়?
৮. ‘পরিবেশ রক্ষায় ধনী দেশগুলো ব্যর্থ হয়েছে।’ – ব্যাখ্যা কর।
৯. বৈশ্বিক উষ্ণতা কী?
১০. কিয়োটো প্রোটকল কী?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. পরিবেশ বলতে কী বুঝ? পরিবেশ অধ্যয়নের গুরুত্ব আলোচনা কর।
অথবা, রাষ্ট্রবিজ্ঞানে পরিবেশ অধ্যয়নের গুরুত্ব বিশ্লেষণ কর।
২. টেকসই উন্নয়ন কি পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে? আলোচনা কর।
৩. একটি দেশের উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন কেন প্রয়োজন? আলোচনা কর।
৪. বাংলাদেশে পরিবেশ দূষণের প্রধান প্রধান ক্ষেত্রগুলো চিহ্নিত কর এবং এ বিষয়ে সংক্ষেপে আলোচনা কর।
৫. দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বুঝ? দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আলোচনা কর।

৬. ভূমিক্ষয়ের কারণগুলো কী? ভূমিক্ষয় রোধে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।
৭. বিশ্ব জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব আলোচনা কর।
৮. পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগ আলোচনা কর।
৯. বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে? বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলো ব্যাখ্যা কর।
১০. বাংলাদেশের ওপর ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব বর্ণনা কর।
১১. বাংলাদেশের পরিবেশ নীতি সংক্ষেপে বিশ্লেষণ কর।

Answer Sheet


আরো দেখো : রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন


অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিবেশ ও উন্নয়ন pdf সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url