সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (PDF) Download সাজেশন

[ad_1]

অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইতিহাস বিভাগের সাজেশন। অনার্স ৪র্থ বর্ষের সোভিয়েত ইউনিয়নের ইতিহাস pdf download সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (১৯৪৫ পর্যন্ত), বিষয় কোড: ২৪১৫০৯।

সোভিয়েত ইউনিয়নের ইতিহাস pdf download

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. আধুনিক রাশিয়ার জনক বলা হয় কাকে?
উত্তর : আধুনিক রাশিয়ার জনক বলা হয় তার পিটার দি গ্রেটকে।

২. সার্ফ প্রথা কে বিলোপ করেন?
উত্তর : সার্ফ প্রধা রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার বিলোপ করেন।

৩. ডিসেমব্রিন্ট আন্দোলন কত সালে হয়েছিল?
উত্তর : ডিসেমব্রিস্ট আন্দোলন ১৮২৫ সালে হয়েছিল।

৪. ক্রিমিয়ার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর : ক্রিমিয়ার যুদ্ধ রাশিয়া ও তুরস্কের মধ্যে সংঘটিত হয়।

৫. ক্রিমিয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ক্রিমিয়ার যুদ্ধ ১৮৫৪ সালে সংঘটিত হয়।

৬. কাকে ‘মুক্তিদাতা জার’ বলা হয়?
উত্তর : জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়।

৭. নিহিলিজম শব্দটির অর্থ কী?
উত্তর : Nihilism শব্দটির অর্থ নৈরাজ্যবাদী আন্দোলন।

৮. রাশিয়ার ইতিহাসে ‘রক্তাক্ত রবিবারের ঘটনা কখন ঘটে?
উত্তর : রাশিয়ার ইতিহাসে ‘রক্তাক্ত রবিবারের ঘটনা ঘটে ১৯০৫ সালের ৯ জানুয়ারি রবিবার।

৯. RSDLP এর পূর্ণরূপ কী ?
উত্তর : Russian Social Democratic Labour Party.

১০. ‘মেনশেভিক’ শব্দটির অর্থ লেখ।
উত্তর : ‘মেনশেভিক’ শব্দটির অর্থ সংখ্যালঘু।

১১. প্লেখানেভ কে ছিলেন?
উত্তর : প্লেখানেভ ছিলেন মেনশেভিক নেতা।

১২. ‘বলশেভিক ও মেনশেভিক’ শব্দ দুটির অর্থ কী?
উত্তর : ‘বলশেভিক’ অর্থ সংখ্যাগুরু ও ‘মেনশেভিক’ অর্থ সংখ্যালঘু।

১৩. রাশিয়ায় বলশেভিক পার্টি কখন গঠিত হয়?
উত্তর : রাশিয়ায় বলশেভিক পার্টি ১৯০৩ সালে গঠিত হয়।

১৪. কোন বিপ্লবকে ‘প্রভাতি তারা’ বলা হয়?
উত্তর : ১৯০৫ সালের বিপ্লবকে ‘প্রভাতি তারা’ বলা হয়।

১৫. ‘Das Kapital’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Das Kapital’ গ্রন্থটির রচয়িতা কার্ল মার্কস।

১৬. রবার্ট ওয়েন কে ছিলেন?
উত্তর : রবার্ট ওয়েন ছিলেন ইংরেজ সমাজতন্ত্রবিদ।

১৭. রাসপুটিন কে ছিলেন?
উত্তর : রাসপুটিন ছিলেন জার দ্বিতীয় নিকোলাসের সময়কার একজন যাজক।

১৮. কোন বিপ্লব রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটায়?
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লব রাশিয়ায় জারতন্ত্রের অবসান হয়।

১৯. বলশেভিক দলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বলশেভিক দলের প্রতিষ্ঠাতা হলেন লেনিন।

২০. ‘ইস্ক্রা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ইস্ক্রা’ শব্দের অর্থ স্ফুলিঙ্গ।

২১. কত সালে রাশিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়?
উত্তর : ১৯১৮ সালে রাশিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়।

২২. কত সালে যুদ্ধকালীন সাম্যবাদের অবসান ঘটে?
উত্তর : ১৯২১ সালে যুদ্ধকালীন সাম্যবাদের অবসান ঘটে।

২৩. NEP এর পূর্ণরূপ কী?
উত্তর : NEP এর পূর্ণরূপ হলো New Economic Policy.

২৪. New Economic Policy এর প্রবর্তক কে?
উত্তর : NEP লেনিন প্রণয়ন করেন।

২৫. রাশিয়াকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়?
উত্তর : রাশিয়াকে ব্রিটেন প্রথম স্বীকৃতি দেয়।

২৭. ট্রটস্কি কে ছিলেন?
উত্তর : ট্রটস্কি ছিলেন বলশেভিক নেতা ও লাল ফৌজের প্রতিষ্ঠাতা।

২৬. লেনিন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : লেনিন ১৯২৪ সালের ২১ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

২৮. লাল ফৌজ কী?
উত্তর : লাল ফৌজ হলো ট্রটস্কি গঠিত কমিউনিস্ট আর্মি।

২৯. স্টালিন শব্দটির অর্থ কী?
উত্তর : স্ট্যালিন শব্দটির অর্থ ইস্পাত।

৩০. লোকার্নো সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর : লোকার্নো সম্মেলন ১৯২৫ সালে অনুষ্ঠিত হয়।

৩১. কোন দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয়?
উত্তর : রাশিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয়।

৩২. ইয়ং পরিকল্পনা কত সালে প্রণীত হয়?
উত্তর : ইয়ং পরিকল্পনা ১৯২৯ সালে প্রণীত হয়।

৩৩. কারা বিগ থ্রি (Big Three) নামে পরিচিত ছিল?
উত্তর : ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট, জোসেফ স্ট্যালিন ও উইন্সটন চার্চিল বিগ থ্রি (Big Three)— নামে পরিচিত ছিল।

৩৪. স্ট্যালিনগ্রাদের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৯৪৩ সালে স্ট্যালিনগ্রাদের যুদ্ধ সংঘটিত হয়।

৩৫. ‘The Big Three’ কাদের বলা হয়?
উত্তর : ‘The Big Three’ মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও রাশিয়াকে বলা হয়।

৩৬. ‘অপারেশন বারবারোসা’ কী?
উত্তর : ‘অপারেশন বারবারোসা’ হলো হিটলার কর্তৃক সোভিয়েত ইউনিয়ন আক্রমণের সাংকেতিক নাম।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. উষ্ণ জলনীতি বলতে কী বুঝায়?
২. দ্বিতীয় আলেকজান্ডারকে কেন মুক্তিদাতা জার বলা হয়?
৩. রাশিয়ার ভূমিদাস প্রথা সম্পর্কে একটি টীকা লেখ।
অথবা, রাশিয়ার ভূমিদাস প্রথা সম্পর্কে লেখ।
৪. নারোদনিক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, রাশিয়ার ‘নারোদনিক’ (পপুলিস্ট) আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

৫. ১৯০৫ সালের বিপ্লবের প্রকৃতি কী ছিল?
৬. ১৯০৫ খ্রিস্টাব্দের ‘রক্তাক্ত রবিবারের’ ঘটনার বিবরণ দাও।
৭. সমাজতন্ত্রের মূলনীতিগুলো উল্লেখ কর।
৮. কার্ল মার্কসের পরিচয় দাও।
৯. ফ্রেডরিখ এঙ্গেলসের পরিচয় দাও।
অথবা, ফ্রেডরিখ এঙ্গেলসের ওপর টীকা লেখ।

১০. সংক্ষেপে লেনিন সম্পর্কে লেখ।
১১. ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণসমূহ আলোচনা কর।
১২. ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের ব্যর্থতার কারণসমূহ বর্ণনা কর।
১৩. ১৯১৭ সালের মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবে বলশেভিকরা কেন সাফল্য লাভ করেছিল?

১৪. ১৯১৭ সালের অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের সফলতার কারণ কী ছিল?
১৫. রাশিয়ার গৃহযুদ্ধের কারণসমূহ আলোচনা কর।
১৬. গৃহযুদ্ধে বলশেভিকদের বিজয়ের কারণ কী ছিল?
১৭. যুদ্ধকালীন সাম্যবাদ আলোচনা কর।
১৮. লেনিনের নতুন অর্থনৈতিক নীতির গুরুত্ব আলোচনা কর।

১৯. স্ট্যালিনের ‘এক রাষ্ট্র সাম্যবাদ’ বলতে কী বুঝ?
অথবা, স্ট্যালিনের ‘এক রাষ্ট্র সাম্যবাদ’ কী? ব্যাখ্যা কর।
২০. স্ট্যালিনের পরিচয় দাও।
২১. ব্রেস্ট লিভস্ক চুক্তি সম্পর্কে সংক্ষেপে লেখ।
২২. রাশিয়া জার্মানির সাথে কেন অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে?

২৩. ১৯৩৯ সালের রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির শর্তাবলি উল্লেখ কর।
২৪. মহাজোট সম্পর্কে টীকা লেখ।
অথবা, মহাজোট সম্পর্কে সংক্ষেপে লেখ।

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. রাশিয়ার আধুনিকীকরণে মহামতি পিটারের অবদান মূল্যায়ন কর।
২. দ্বিতীয় আলেকজান্ডারকে ‘মুক্তিদাতা জার’ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
৩. ঊনবিংশ শতাব্দীর রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও।
৪. ঊনবিংশ শতাব্দীর রাশিয়ার রাজনৈতিক ও সামাজিক অবস্থার বিবরণ দাও।
৫. ১৯০৫ সালের ক্রুশবিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।

৬. ১৯০৫ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণ কী ছিল?
৭. ১৯০৫ সালের রুশ বিপ্লবের ফলাফল আলোচনা কর।
৮. রাশিয়ায় মার্কসবাদ সম্পর্কে আলোচনা কর।
৯. রাশিয়ায় মার্কসবাদের প্রসার সম্পর্কে আলোচনা কর।
১০. মার্কসবাদ বিকাশে লেনিনের অবদান আলোচনা কর।

১১. ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, প্রকৃতি ও ফলাফল আলোচনা কর।
১২. ১৯১৭ সালের অক্টোবর বিপ্লবের ঘটনাবলি বিশ্লেষণ কর।
১৩. রাশিয়ার গৃহযুদ্ধের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
১৪. রাশিয়ার গৃহযুদ্ধের কারণ বিশ্লেষণ কর।
১৫. ‘নতুন অর্থনৈতিক নীতি’ (নেপ) প্রবর্তনের পটভূমি এবং এ নীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
১৬. NEP কী? নয়া অর্থনৈতিক নীতিতে শিল্পক্ষেত্রে কী পরিবর্তন সাধিত হয়?

১৭. রাশিয়ার সমাজতন্ত্রকে সংহতকরণে জোসেফ স্ট্যালিনের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৮. রাশিয়ার অর্থনৈতিক পুনর্গঠনে স্ট্যালিনের অবদান আলোচনা কর।
১৯. স্ট্যালিনের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর সাফল্য সম্পর্কে লেখ।
অথবা, স্ট্যালিনের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর সাফল্য আলোচন কর।
২০. নেতা ও রাষ্ট্রনায়ক হিসেবে স্ট্যালিনের কৃতিত্ব মূল্যায়ন কর।
২১. দুই বিশ্বযুদ্ধ মধ্যবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রনীতি পর্যালোচনা কর।

২২. রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির শর্তসমূহ বিশ্লেষণ কর।
২৩. সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধের বিবরণ দাও।
২৪. ‘অপারেশন বারবারোসা’ কী? হিটলারের সোভিয়েত ইউনিয়ন আক্রমণের বর্ণনা দাও।

Answer Sheet


আরো দেখো : ইতিহাস ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন


অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের ইতিহাস বিভাগের সোভিয়েত ইউনিয়নের ইতিহাস pdf download সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url