পৌরনীতি ও সুশাসন MCQ মডেল টেস্ট ২০২২

[ad_1]

সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এ বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু এবছর তোমাদের পরীক্ষা পূর্ণ ১০০ নম্বরের না হয়ে ৫৫ নম্বরের হবে, নতুন বণ্টনের আলোকে তোমাদের মডেল টেস্টগুলো সমাধান করা উচিত। কোর্সটিকায় আজ তাই আমরা পৌরনীতি ও সুশাসন MCQ মডেল টেস্ট ২০২২ উত্তরসহ তোমাদের সাথে শেয়ার করব।

পৌরনীতি ও সুশাসন MCQ মডেল টেস্ট

আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য ৪০ নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য ১৫ নম্বরের মডেল টেস্টা আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ৫৫ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।

এসএসসি প্রস্তুতিমূলক পরীক্ষা ২০২২ (মডেল টেস্ট ১)
বিষয় : পৌরনীতি ও নাগরিকতা (বহুনির্বাচনী অংশ)

[দ্রষ্টব্য : যেকোন ১৫টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও]

১. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি?
ক সামাজিক চুক্তি
খ বল বা শক্তি প্রয়োগ
গ ঐশী
ঘ ঐতিহাসিক বা বিবর্তনমূলক

২. বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার কয়টি শ্রেণিতে বিভক্ত?
ক দুইটি
খ তিনটি
গ চারটি
ঘ পাঁচটি

৩. ‘আমিই রাষ্ট্র’- উক্তিটি কার?
ক রাণী ভিক্টোরিয়ার
খ চতুর্দশ লুই
গ ষোড়শ লুই
ঘ রাণী এলিজাবেথ

৪. প্রাচীন গ্রিসে নাগরিক হতে পারত না-
র. বিদেশিরা
রর. মহিলারা
ররর. দাসরা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

৫. বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণ-
র. নাগরিক জীবনকে উন্নত করা
রর. নাগরিক জীবনকে সমৃদ্ধ করা
ররর. নাগরিকদের কর্তব্য পালনে বাধ্য করা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

৬. ‘পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে’ – উক্তিটি কার? (জ্ঞান)
ক টমাস হবস
খ জন লক
গ ই.এম. হোয়াইট
ঘ জ্যাক রুশো

৭. আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে কোন শাস্ত্র জ্ঞান দান করে?
ক পৌরনীতি ও নাগরিকতা
খ ভূগোল ও পরিবেশ
গ সমাজ ও রাজনীতি
ঘ রাষ্ট্রনীতি ও পৌরবিজ্ঞান

৮. রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে কী বলা হয়?
ক অধিকার
খ নাগরিকতা
গ মানবাধিকার
ঘ সুনাগরিকতা

৯. নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি?
ক ২
খ ৩
গ ৪
ঘ ৫

১০. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কোনটি সর্বজনীন পদ্ধতি?
ক জন্মসূত্রে নাগরিকতা অর্জন
খ অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জন
গ চুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন
ঘ মানবিকতার ভিত্তিতে নাগরিকতা

১১. জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি অনুসরণ করা হয়?
ক২
খ ৩
গ ৪
ঘ ৫

১২. জন্মস্থাননীতি অনুসারে বাংলাদেশের কোনো দম্পতির সন্তান যদি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে তবে সে সন্তান কোন দেশের নাগরিক হবে?
ক যুক্তরাষ্ট্রের
খ বাংলাদেশের
গ যুক্তরাজ্যের
ঘ পাকিস্তানের

১৩. জন্মসূত্রে নাগরিকতা প্রদানের ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ দেশে কোন নীতি অনুসরণ করা হয়?
ক জন্মস্থাননীতি
খ জন্মনীতি
গ অনুমোদননীতি
ঘ জনসংখ্যানীতি

১৪. কীভাবে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়?
ক ঘন ঘন সরকার পরিবর্তন ঘটলে
খ গণমাধ্যম পক্ষপাতিত্ব করলে
গ বিরোধী দলের কঠোর সমালোচনার প্রভাবে
ঘ চাপ সৃষ্টিকারী গ্রুপ কঠোর অবস্থান নিলে

১৫. যুক্তরাষ্ট্র বলতে কীরূপ রাষ্ট্রকে বোঝায়?
ক একাধিক রাষ্ট্র মিলে একটি রাষ্ট্র
খ একটি রাষ্ট্রের মধ্যে একটি সরকার
গ একটি রাষ্ট্র বহু অংশে বিভক্ত হওয়া
ঘ একটি রাষ্ট্রে বহুজাতি বাস করা

১৬. জনাব ‘ক’ সাহেবের দেশে একাধিক রাজনৈতিক দলের কার্যক্রমের উপস্থিতি রয়েছে। উক্ত দেশের রাষ্ট্রব্যবস্থার ধরন কোনটি?
ক পুঁজিবাদী
খ সমাজতান্ত্রিক
গ রাজতান্ত্রিক
ঘ গণতান্ত্রিক

১৭. একনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে স্বৈরাচারী শাসন বলা হয় কেন?
ক জবাবদিহিতার অভাবে
খ মৌলিক অধিকার সুরক্ষা করা হয় বলে
গ সামরিক বাহিনীর ব্যবহারের কারণে
ঘ বিশ্বশান্তির পরিপন্থী বলে

১৮. যে ধরনের পদ্ধতিতে সংবিধান প্রণয়ন করা হয়-
র. বিপ্লবের মাধ্যমে
রর. ক্রমবিবর্তনের মাধ্যমে
ররর. অনুমোদনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

১৯. বিপ্লবের মাধ্যমে সংবিধান প্রণীত হয়
র. চীনে
রর. রাশিয়ায়
ররর. বাংলাদেশে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

২০. আলাপ-আলোচনার মাধ্যমে গড়ে ওঠা সংবিধান যে সমস্ত দেশে বিদ্যমান তা হলো-
র. রাশিয়া
রর. যুক্তরাষ্ট্র
ররর. বাংলাদেশ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

২১. অতীতে প্রায় রাষ্ট্রেই জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিত কেন?
ক স্বেচ্ছাচারী শাসকের কারণে
খ রাজতান্ত্রিক ব্যবস্থার কারণে
গ ধর্মের প্রভাবের কারণে
ঘ খাদ্যের অভাবের কারণে

২২. ব্রিটিশ সংবিধানে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে কোনটি?
ক মৌলিক দলিল
খ ম্যাগনাকার্টা
গ গৌরবময় বিপ্লব
ঘ শাসন পদ্ধতি

২৩. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে?
ক আলাপ-আলোচনার দ্বারা
খ অনুমোদন দ্বারা
গ ক্রমবিবর্তনের দ্বারা
ঘ বিপ্লবের দ্বারা

২৪. রাষ্ট্রের তহবিল বা অর্থের রক্ষাকারী কে?
ক বাংলাদেশ ব্যাংক
খ জাতীয় সংসদ
গ অডিটর জেনারেল
ঘ অর্থমন্ত্রী

২৫. জাতীয় সংসদের প্রধান কাজ কোনটি?
ক স্থানীয় শাসন সংক্রান্ত
খ বিচার সংক্রান্ত
গ আইন প্রণয়ন
ঘ উন্নয়নমূলক

২৬. কোনটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারে?
ক আপিল বিভাগ
খ শাসন বিভাগ
গ বিচার বিভাগ
ঘ হাইকোর্ট বিভাগ

২৭. বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় কত সালে?
ক ১৯৬৯
খ ১৯৭০
গ ১৯৭১
ঘ ১৯৭২

২৮. কত তারিখে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়?
ক ১০ এপ্রিল
খ ১ মে
গ ১১ জুলাই
ঘ ১০ ডিসেম্বর

২৯. বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
ক স্বৈরতান্ত্রিক খ গণপ্রজাতান্ত্রিক
গ সমাজতান্ত্রিক
ঘ একনায়কতান্ত্রিক

৩০. গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ কোন দেশ?
ক বাংলাদেশ
খ মায়ানমার
গ সৌদি আরব
ঘ সিরিয়া

Model Test   Answer Sheet


আরো দেখো: এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট


এসএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এসএসসি পৌরনীতি ও সুশাসন mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।

ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url