প্রতিবন্ধী ভাতা অনলাইনে আবেদন করার উপায় Income Tips
[ad_1]
প্রতিবন্ধী ভাতা এর জন্য কিভাবে আবেদন করবেন জেনে নিন। চলুন শুরু করি।
প্রথমেই জরুরী কিছু কথা জেনে নিই ।
অনলাইন আবেদনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজনঃ
- জাতীয় পরিচয় পত্র (১৮ বছরের উর্দ্ধে) ও জন্ম নিবন্ধন (১৮ বছরের নীচে) তাও ডিজিটাল ইংলিশ বাংলা সহ সচিব ও চেয়ারম্যান এর সাক্ষর থাকতে হবে।
- প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় পত্র (সুবর্ণ নাগরিক কার্ড) অথবা চেয়ারম্যান এর প্রত্তয়ন পত্র।
- সক্রিয় মোবাইল নম্বর (নগদ/ বিকাশ) যে ভাতা পাবে তার পরিবারের যেকারো হলেই হবে।
- প্রিন্ট করার ব্যবস্থা । যাতে করে অনলাইন আবেদন পত্র প্রিন্ট করা যায়।
যেসকল লোকেদের আবেদন করার প্রয়োজন নেইঃ-
বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, চা শ্রমিক ইত্যাদি। যারা এই সকল ভাতা বা অন্য যেকোণ ভাতা পাচ্ছেন অনলাইনের মাধ্যমে তারা কেও আবেদন করবেন না। আবেদন করলে তাদের ভাতা বাতিল বলে গন্য করা হবে।
যেকোন প্রয়োজনে সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করতে পারবেন।
একজন লোক একবারি আবেদন করতে পারবে। দু এর অধিক হলে আবেদন বাতিল করা হবে।
অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদন,প্রতিবন্ধী ভাতা,প্রতিবন্ধী ভাতার আবেদন,অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদন ২০২২,প্রতিবন্ধী ভাতার আবেদন করার সহজ উপায়,প্রতিবন্ধী কার্ড করার নিয়ম,প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন,প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম pdf,প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২২,অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদন করার সহজ উপায়,অসচ্ছল প্রতিবন্ধী ভাতার আবেদন,কি ভাবে প্রতিবন্ধিভাতা ভাতার জন্য আবেদন করবেন,প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম অনলাইন,বৃদ্ধ ভাতা অনলাইন আবেদন,অনলাইনে প্রতিবন্ধী ভাতা
প্রতিবন্ধী ভাতা কিভাবে অনলাইনে আবেদন করবেন
প্রথমেই আপনি এই লিংকে যান https://mis.bhata.gov.bd/onlineApplication তারপর আপনি চেক বক্স ক্লিক করে ( আমি বুঝিছি ) তে ক্লিক করুন। এবার আপনি প্রতিবন্ধী ভাতা সিলেক্ট করুন। তারপর আপনার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে যাচাই করুন এ ক্লিক করুন।
আইডি কার্ড বা জন্ম নিবন্ধন হলে ছবি নাম সহ সকল ঠিকানা চলে আসবে।
উপরের ছবির মত আসলে এবার আপনার কাজ প্রায় শেষ।
এবার নিচে আরো কিছু বক্স দেখতে পারবেন । সেখানে আপনি আপনার তথ্য দিয়ে পূরন করুন।
তারপর সংরক্ষন এ ক্লিক করলেই আপনার আবেদন হয়ে যাবে। এবার আপনি প্রিন্ট করে রাখুন।
প্রতিবন্ধী ভাতা অনলাইনে আবেদন কবে শেষ হবে ?
২০২২-২৩ অর্থ বছরে বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত আগামী ১০-৮-২০২২ হতে ১০-৯-২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
আরো নতুন কিছু পেতে সাথেই থাকুন।
[ad_2]

