ইসলামের ইতিহাস প্রথম পত্র HSC: দ্বিতীয় অধ্যায় সকল সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
[ad_1]
ইসলামের ইতিহাস প্রথম পত্র HSC দ্বিতীয় অধ্যায় সকল সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেওয়ার হয়েছে। দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে মোহাম্মদ (সঃ) ৫৭০ থেকে ৬৩২ খ্রিস্টাব্দে
হযরত মুহাম্মদ (স)-এর বাল্যজীবন, মক্কাজীবন ও নবুয়তপ্রাপ্তি
প্রশ্ন-১. ‘কুরাইশ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কুরাইশ’ শব্দের অর্থ সওদাগর বা বণিক।
প্রশ্ন-২, মহানবি (স) কোন বংশে জন্মগ্রহণ করেছেন?
উত্তর: মহানবি (স) কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন।
প্রশ্ন-৩, মহানবি (স) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: মহানবি (স) ৫৭০ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৪. ‘মুহাম্মদ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মুহাম্মদ’ শব্দের অর্থ প্রশংসিত।
প্রশ্ন-৫. মহানবি (স)-এর পিতার নাম কী?
উত্তর: মহানবি (স)-এর পিতার নাম আবদুল্লাহ।
প্রশ্ন-৬. হযরত মুহাম্মদ (স)-এর মাতার নাম কী?/রা বো, সি. বো, কু. বো.. চ. বো.. য. বো, সি. বো.. ব. বো. ১৭
উত্তর: হযরত মুহাম্মদ (স)-এর মাতার নাম হলো আমিনা বেগম।
– প্রশ্ন-৭. হযরত মুহাম্মদ (স)-এর প্রথম দুধমাতার নাম কী?
উত্তর: হযরত মুহাম্মদ (স)-এর প্রথম দুধমাতার নাম সুয়ায়বা।
প্রশ্ন-৮. হযরত মুহাম্মদ (স)-এর দ্বিতীয় দুধমাতার নাম কী?
উত্তর: হযরত মুহাম্মদ (স)-এর দ্বিতীয় দুধমাতার নাম হালিমা।
প্রশ্ন-৯. আল-আমিন কার উপাধি ছিল? বা বিশ্বাসী।
উত্তর: হযরত মুহাম্মদ (স)-এর উপাধি ছিল আল আমিন
প্রশ্ন-১০. ‘হারবুল ফুজ্জার’ অর্থ কী?
উত্তর: ‘হারবুল ফুজ্জার’ অর্থ অন্যায় যুদ্ধ।
প্রশ্ন-১১, হারবুল ফুজ্জার কত বছর স্থায়ী হয়েছিল?
উত্তর: হারবুল ফুজ্জার দীর্ঘ পাঁচ বছর স্থায়ী হয়েছিল।
প্রশ্ন-১২, ‘হিলফুল ফুজুল’ অর্থ কী? /রা বো, হবো, হবো, ১৯/
উত্তর: ‘হিলফুল ফুজুল’ অর্থ শান্তিসংঘ।
প্রশ্ন-১৩, ‘হিলফুল ফুজুল’ কে গঠন করেন?
উত্তর: ‘হিলফুল ফুজুল’ মহানবি হযরত মুহাম্মদ (স) গঠন করেন।
প্রশ্ন-১৪. হিলফুল ফুজুল কত বছর স্থায়ী ছিল ?
উত্তর: হিলফুল ফুজুল ৫০ বছর স্থায়ী ছিল।
প্রশ্ন-১৫, পবিত্র কাবাগৃহের দেয়ালে স্থাপিত পাথরটির নাম কী?
উত্তর: পবিত্র কাবাগৃহের দেয়ালে স্থাপিত পাথরটির নাম হাজরে আসওয়াদ ।
প্রশ্ন-১৬, বাহিরা কে ছিলেন?
উত্তর: বাহিরা ছিলেন মহানবি (স) এর সময়কার একজন খ্রিস্টান পাদ্রি ।
প্রশ্ন-১৭. মহানার (স) কত খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন। বো, ব. বো… বো. ১৯/
উত্তর: মহানবি (স) ৬১০ খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন।
প্রশ্ন-১৮. মহানবি (স) কোথায় নবুয়ত লাভ করেন?
উত্তর: মহানবি (স) পবিত্র কাবাগৃহ থেকে তিন মাইল দূরে ‘জাবালে নূর’ পাহাড়ের হেরা গুহায় নবুয়ত লাভ করেন।
প্রশ্ন-১৯. কত বছর বয়সে নবি করিম (স) নবুয়তপ্রাপ্ত হন?
উত্তর: ৪০ বছর বয়সে নবি করিম (স) নবুয়তপ্রাপ্ত হন।
প্রশ্ন-২০. মহানবি (স) এর ওপর প্রথম কোন আয়াত নাজিল হয়?
উত্তর: মহানবি (স) এর ওপর প্রথম সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল হয়।
প্রশ্ন-২১, কখন মুসলমানদের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পায়?
উত্তর: ৬১৬ খ্রিস্টাব্দে হযরত হামজা (রা) ও হযরত ওমর (রা) এর ইসলাম গ্রহণের পর ইসলামের সাংগঠনিক ক্ষমতাবৃদ্ধি পায় ।
প্রশ্ন-২২. ‘মেরাজ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মেরাজ’ শব্দের অর্থ উর্ধ্বগমন ।
প্রশ্ন-২৩. আকাবার শপথ কয়টি পর্যায়ে হয়েছিল?
উত্তর: আকাবার শপথ তিনটি পর্যায়ে হয়েছিল।
হিজরতের কারণ ও গুরুত্ব
প্রশ্ন-২৪. মুসলমানরা প্রথম কোথায় হিজরত করেছিল?
উত্তর: মুসলমানরা প্রথম আবিসিনিয়ায় হিজরত করেছিল।
প্রশ্ন-২৫. মহানবি (স)-এর জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা বলা হয় কোনটিকে?
উত্তর: ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতকে মহানবি (স)-এর জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা বলা হয়।
প্রশ্ন-২৬. হিজরতের সময় হযরত মুহাম্মদ (স)-এর সঙ্গী কে ছিলেন? /সকল বোর্ড ২০১৬/
উত্তর: হিজরতের সময় হযরত মুহাম্মদ (স)-এর সঙ্গী ছিলেন হযরত আবু বকর (রা)।
প্রশ্ন-২৭. আকাবার শপথ কী?
উত্তর: ৬২০, ৬২১ ও ৬২২ খ্রিষ্টাব্দে মদিনা থেকে আসা সাহাবিদের আকাবা উপত্যকায় ইসলামের ওপর অটল থাকার এবং ইসলামের কাজে সাহায্য করার শপথ গ্রহণই হলো আকাবার শপথ।
প্রশ্ন-২৮. হিজরত অর্থ কী? / রা. কো, দি বো, কু. বো, চ, বো, য, বো, সি. বো, ব. বো. ১৭
উত্তর: হিজরত অর্থ দেশত্যাগ বা একস্থান থেকে অন্য স্থানে গমন করা।
প্রশ্ন-২৯. মহানবি (স) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন? /চা বো, দি বো, সি. বো, য. বো. ১৮
উত্তর: মহানবি (স) ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন।
প্রশ্ন-৩০. ‘আনসার’ শব্দের অর্থ কী? /চা. বো.. দি. বো, কু. বো, চ..বো, সি. বো. ১৯/
উত্তর: ‘আনসার’ শব্দের অর্থ সাহায্যকারী।
প্রশ্ন-৩১. মদিনায় হিজরতকারীরা কী নামে পরিচিত?
উত্তর: মদিনায় হিজরতকারীরা ‘মুহাজির’ নামে পরিচিত।
প্রশ্ন-৩২. ‘মুহাজিরীন’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মুহাজিরীন’ শব্দের অর্থ নির্বাসিত।
মদিনা সনদ ও মদিনায় আদর্শ রাষ্ট্র গঠন
প্রশ্ন-৩৩, মদিনার পূর্ব নাম কী ছিল? / বো, হবো, খ. বো. ১৯: রা. কো, ফু বো, বোন, বা বো ১৮ সরো ১০/
উত্তর: মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব।
৩৪. কোনটিকে আরবের ম্যাগনাকার্টা বলা হয়?
উত্তর: বিশ্বের সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদকে আরবের ম্যাগনাকার্টা বলা হয় ।
প্রশ্ন-৩, মদিনা সনদ কী?
উত্তর: মহানবি (স) মদিনায় হিজরতের পর মদিনায় সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ৬২২ খ্রিস্টাব্দে যে সনদ প্রণয়ন করেন তাই ‘মদিনা সনদ’ হিসেবে পরিচিত।
প্রশ্ন-৩৬, বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি?
উত্তর: বিশ্বের প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ ।
প্রশ্ন-৩৭, মদিনা সনদে কয়টি ধারা ছিল?
উত্তর: মদিনা সনদে ৪৭টি ধারা ছিল।
মহানবি (স)-এর সময়ের বিভিন্ন যুদ্ধের কারণ ও ফলাফল
প্রশ্ন-৩৮. বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি কে ছিলেন? /কা, বো, নি. বো, সি. বো, য. বো. ১৮/
উত্তর: বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি ছিলেন আবু জেহেল ।
প্রশ্ন-৩৯, বদরের যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা কত ছিল?
উত্তর: বদরের যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন।
প্রশ্ন-৪০. কত সালে বদরের যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ৬২৪ সালে বদরের যুদ্ধ সংঘটিত হয়।
প্রশ্ন-৪১, মুসলমানদের প্রথম সামরিক বিজয় কোনটি?
উত্তর: বদরের যুদ্ধ।
প্রশ্ন-৪২. উহুদের যুদ্ধে কুরাইশ নেতা কে ছিলেন? /সকল বোর্ড ২০১৬/
উত্তর: উহুদের যুদ্ধে কুরাইশদের নেতা ছিলেন আবু সুফিয়ান
প্রশ্ন-৪৩. আব্দুল্লাহ ইবনে উবাই কে ছিলেন?
উত্তর: আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মদিনার মুনাফিকদের নেতা
প্রশ্ন-৪৪, উহুদ যুদ্ধে কুরাইশদের নেতৃত্ব দিয়েছিল কে?
উত্তর: উহুদ যুদ্ধে কুরাইশদের নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান।
প্রশ্ন-৪৫, মহানবি (স)-এর দুটি দাঁত শহিদ হয় কোন যুদ্ধে?
উত্তর: মহানবি (স)-এর দুটি দাঁত শহিদ হয় উহুদ যুদ্ধে।
প্রশ্ন-৪৬. ‘খন্দক’ শব্দের অর্থ কী?
উত্তর: খন্দক শব্দের অর্থ খাল বা পরিখা।
প্রশ্ন-৪৭, পবিত্র কুরআনে খন্দকের যুদ্ধকে কী নামে উল্লেখ করা হয়েছে?
উত্তর: পবিত্র কুরআনে খন্দকের যুদ্ধকে ‘আহযাবের যুদ্ধ’ নামে উল্লেখ করা হয়েছে।
প্রশ্ন-৪৮, খন্দক শব্দের অর্থ কী?
উত্তর: খন্দক শব্দের অর্থ পরিখা।
প্রশ্ন-৪৯. খন্দকের যুদ্ধে পরিখা খননের পরামর্শ দেন কে?
উত্তর: সালমান ফারসি খন্দকের যুদ্ধে পরিখা খননের পরামর্শ দেন।
প্রশ্ন-৫০. ‘আহ্যাব’ শব্দের অর্থ কী?
উত্তর: আহযাব শব্দের অর্থ দুঃখ, কষ্ট
প্রশ্ন-৫১. মহানবি (স) খালিদ বিন ওয়ালিদকে কী উপাধি প্রদান করেন?
উত্তর: মহানবি (স) খালিদ বিন ওয়ালিদকে ‘সাইফুল্লাহ’ তথা আল্লাহর তরবারি উপাধি প্রদান করেন।
হুদায়বিয়ার সন্ধির পটভূমি, শর্তাবলি ও তাৎপর্য
প্রশ্ন-৫২. হুদায়বিয়ার সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? (রাং বো, দি বো, কু, বো, চ. বো. বা. বো, সি. বো, বা, কো, ১৭/
উত্তর: হুদায়বিয়ার সন্ধি ৬২৮ খ্রিষ্টাব্দে স্বাক্ষরিত হয়।
প্রশ্ন-৫৩. কোন ঘটনাকে ফাতহুম মুবিন বলা হয়?
উত্তর: হুদায়বিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বলা হয় ।
প্রশ্ন-৫৪. ‘ফাতহুম মুবিন’ অর্থ কী?
উত্তর: ‘ফাতহুম মুবিন’ অর্থ সুস্পষ্ট বিজয়।
প্রশ্ন-৫৫. হুদায়বিয়ার সন্ধির লেখক কে ছিলেন?
উত্তর: সন্ধির লেখক ছিলেন হযরত আলী (রা)।
প্রশ্ন-৫৬. কোন চুক্তি মুসলমানদের একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা দান করে?
উত্তর: হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা দান করে
মক্কা বিজয়ের ঘটনা ও এর শিক্ষা।
প্রশ্ন-৫৭. কত খ্রিষ্টাব্দে মহানবি (স) মক্কা বিজয় করেন? /রা বো, কু. বো, চ, বো, ব. বো. ১৮/
উত্তর: ৬৩০ খ্রিস্টাব্দে মহানবি (স) মক্কা বিজয় করেন?
প্রশ্ন-৫৮. কোনটি বিশ্বের ইতিহাসে রক্তপাতহীন ঐতিহাসিক বিজয় বলে অভিহিত?
উত্তর: মক্কা বিজয় বিশ্বের ইতিহাসে রক্তপাতহীন ঐতিহাসিক বিজয় বলে অভিহিত।
প্রশ্ন-৫৯. মহানবি (স) এর মক্কা বিজয়ে কীসের বিজয় হয়েছে?
উত্তর: মহানবি (স) এর মক্কা বিজয়ে মিথ্যার ওপর সত্যের বিজয় হয়েছে।
প্রশ্ন-৬০. মুসলমানদের মক্কা বিজয়ের ফলে কোনটি প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর: মুসলমানদের মক্কা বিজয়ের ফলে একত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে।
প্রশ্ন-৬১. কোন ঘটনা মহানবি (স) এর ক্ষমা ও উদারতার উজ্জ্বল নিদর্শন?
উত্তর; মক্কা বিজয়ের ঘটনা মহানবি (স) এর ক্ষমা ও উদারতার উজ্জ্বল নিদর্শন।
প্রশ্ন-৬২. মহানবি (স) এর শেষ অভিযানের নাম কী?
উত্তর: মহানবি (স) এর শেষ অভিযানের নাম ছিল তাবুক অভিযান (৬৩০ খ্রি.)।
বিদায় হজের ভাষণের উদার ও মানবতাবাদী চেতনা
প্রশ্ন-৬৩, হুজ্জাতুল বিদা কী?
উত্তর: মহানবি (স)-এর সর্বশেষ জীবনের হজ ছিল হুজ্জাতুল বিদা বা বিদায় হজ।
প্রশ্ন-৬৪. বিদায় হজ কত খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হয়?
উত্তর: বিদায় হজ ৬৩২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হয়।
প্রশ্ন-৬৫. মহানবি (স) কোথায় বিদায় হজের ভাষণ দেন?
উত্তর: মহানবি (স) আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড়ে উঠে বিদায় হজের ভাষণ দেন।
প্রশ্ন-৬৬. বিদায় হজের ভাষণে রাসুল (স) বিশ্বমানবতাকে কী অনুসরণ করতে বলছেন?
উত্তর: বিদায় হজের ভাষণে রাসুল (স) বিশ্বমানবতাকে কুরআন ও হাদিস অনুসরণ করতে বলছেন।
প্রশ্ন-৬৭. মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন? /চা. বো. ১৭/
উত্তর: মহানবি (স) ৬৩২ খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন।
মহানবি (স)-এর সংস্কারসমূহ
প্রশ্ন-৬৮. মহানবি (স) কোনটিকে মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে নির্ধারণ করেন ?
উত্তর: মহানবি (স) তাকওয়াকে (আল্লাহভীতি) শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে নির্ধারণ করেন।
প্রশ্ন-৬৯. ইসলামের প্রথম বিদ্যালয় নির্মাণ করা হয় কোথায়?
উত্তর: ইসলামের প্রথম বিদ্যালয় নির্মাণ করা হয় মক্কার সাওর পর্বতের পাদদেশে হযরত আরকাম (রা) এর বাড়িতে।
প্রশ্ন-৭০. ইসলামি জ্ঞানের মূল উৎস কোনটি?
উত্তর: ইসলামি জ্ঞানের মূল উৎস পবিত্র গ্রন্থ আল কুরআন।
প্রশ্ন-৭১. ধর্মের ভিত্তিতে সমাজ গঠনের প্রথম প্রচেষ্টা গ্রহণ করেন কে?
উত্তর: হযরত মুহাম্মদ (স) প্রথম ধর্মের ভিত্তিতে সমাজ গঠনের প্রচেষ্টা গ্রহণ করেন ।
প্রশ্ন-৭২. ইসলামি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ইসলামি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ (স)।
প্রশ্ন-৭৩. ইসলামি অর্থব্যবস্থার প্রধান উৎস কী?
উত্তর: ইসলামি অর্থব্যবস্থার প্রধান উৎস যাকাত
প্রশ্ন-৭৪. খারাজ কী?
উত্তর: ইসলামি রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম প্রজাদের দেওয়া ভূমিকরই খারাজ।
প্রশ্ন-৭৫. গনিমত কী?
উত্তর: যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের কাছ থেকে পাওয়া সম্পদই গনিমত।
প্রশ্ন-৭৬. জিজিয়া কী?
উত্তর: ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকের দেওয়া নিরাপত্তা করই জিজিয়া
প্রশ্ন-৭৭, বায়তুল মাল কী?
উত্তর: ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার হলো বায়তুল মাল।
প্রশ্ন-৭৮. বিশ্বের শ্রেষ্ঠ সংস্কারক কে ছিলেন?
উত্তর: হযরত মুহাম্মদ (স) বিশ্বের শ্রেষ্ঠ সংস্কারক ছিলেন।
মহানবি (স)-এর চারিত্রিক গুণাবলি এবং ইসলামি জাতীয়তাবোধের উন্মেষ
প্রশ্ন-৭৯. কার ওপর হযরত মুহাম্মদ (স) এর প্রগাঢ় বিশ্বাস ও আস্থা ছিল?
উত্তর: মহান আল্লাহর ওপর হযরত মুহাম্মদ (স) এর প্রগাঢ় বিশ্বাস ও আস্থা ছিল ।
প্রশ্ন-৮০. আল-আমিন শব্দের অর্থ কী?
উত্তর: আল-আমিন শব্দের অর্থ- বিশ্বাসী
প্রশ্ন-৮১. আল-আমিন কাকে বলা হতো?
উত্তর: হযরত মুহাম্মদ (স) কে আল আমিন বলা হতো।
প্রশ্ন-৮২, ‘প্রত্যেক মানুষ ভাই ভাই’ এটি কে বলেছেন?
উত্তর: ‘প্রত্যেক মানুষ ভাই ভাই’-এটি হযরত মুহাম্মদ (স) বলেছেন ।
প্রশ্ন-৮৩. মদিনা রাষ্ট্রের রূপ কী ছিল?
উত্তর: মদিনা রাষ্ট্রের রূপ ছিল ইসলামি গণতান্ত্রিক রাষ্ট্র।
প্রশ্ন-৮৪. বিশ্বমানবতার মুক্তির দূত কে ছিলেন?
উত্তর: বিশ্বমানবতার মুক্তির দূত ছিলেন মহানবি হযরত মুহাম্মদ (স)।
source: অক্ষর পত্র প্রকাশনী বই
এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই থেকে নেওয়া হয়েছে।
[ad_2]