প্রতিদিন বিকাশ ২৫ টাকা বোনাস নিচ্ছেন তো?
[ad_1]
বিকাশ একাউন্টে ২,৫০০টাকা কার্ড বা ব্যাংক থেকে এড মানি করলে পাওয়া যাচ্ছে ২৫টাকা বোনাস। সকল বিকাশ গ্রাহক প্রতিদিন দুপুর ৩টা থেকে থেকে বিকাল ৪টার মধ্যে কার্ড বা ব্যাংক থেকে ২,৫০০টাকা নিজের একাউন্টে এড মানি করলে পেয়ে যাবেন ২৫টাকা ইন্সট্যান্ট বোনাস।
বিকাশ ২৫টাকা ইন্সট্যান্ট বোনাস পাওয়া যাবে ব্যাংক বা কার্ড থেকে ২,৫০০টাকা নিজের একাউন্টে এড মানি করলে। মূলত প্রতিদিন নির্দিষ্ট সময়ে চলবে বিকাশ বোনাস আওয়ার, যার মাধ্যমে এই ২৫টাকা বোনাস পাওয়া যাবে।
বিকাশ বোনাস আওয়ার অফার চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু করে ৩ঃ৫৯ঃ৫৯ পর্যন্ত। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত উল্লেখকৃত অফার চলতে থাকবে।
বিকাশ ২৫টাকা ইন্সট্যান্ট বোনাস সম্পর্কে বিস্তারিতঃ
- ব্যাংক বা কার্ড থেকে বিকাশে ২,৫০০টাকা এড মানি করে ২৫টাকা ইন্সট্যান্ট বোনাস পাওয়া যাবে
- শুধুমাত্র প্রতিদিন দুপুর ৩টা থেকে ৩ঃ৫৯ঃ৫৯ পর্যন্ত অর্থাৎ ৪টা বাজার আগে অফারটি পাওয়া যাবে
- বিকাশ ইন্সট্যান্ট বোনাস প্রদান করা হবে এড মানি করা একাউন্টে
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতিদিন সর্বোচ্চ একবার এই অফারটি নেওয়া যাবে
- শুধুমাত্র ব্যাংক টু বিকাশ ও কার্ড টু বিকাশ এর মাধ্যমে এড মানি করে এই অফার নেওয়া যাবে
বিকাশ ২৫টাকা ইন্সট্যান্ট বোনাস এর শর্ত ও নিয়মসমূহঃ
- কার্ডের ক্ষেত্রে বিকাশ অ্যাপ থেকে এড মানি ব্যবহার করে অফারটি নেওয়া যাবে, *২৪৭# ডায়াল করে বোনাসটি পাওয়া যাবেনা
- ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ থেকেও অফারটি নেয়া যাবে
- একাউন্ট একটিভ ও পর্যাপ্ত ব্যালেন্স থাকলে তবেই বিকাশ গ্রাহকগণ একাউন্টে এড মানি করে অফারটি নিতে পারবেন
- বোনাস পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন একটিভ থাকতে হবে। গ্রাহকের একাউন্টের কোনো সমস্যার কারণে বোনাস প্রদান করা না গেলে সেক্ষেত্রে উক্ত গ্রাহক বোনাস পাবেন না
- গ্রাহকের একাউন্টের সমস্যা ছাড়া অন্য কোনো কারণে যদি বোনাস প্রদান করা না যায়, তবে পরবর্তী ২মাসের মধ্যে ৩বার বোনাস প্রদান করার চেষ্টা করবে বিকাশ। এরপরও যদি বোনাস প্রদান করা সম্ভব না হয়, তবে উক্ত গ্রাহক বোনাস অফার পাবেন না
👉 বিকাশ একাউন্টে ভিসা কার্ড ব্যবহারের নিয়ম
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
👉 বিকাশের সাথে মাস্টারকার্ড ব্যবহারের উপায়
👉 ব্যাংক থেকে বিকাশে টাকা নেয়ার পদ্ধতি
- বোনাস পেতে অফার চলাকালীন সময়ে সঠিকভাবে লেনদেন সম্পন্ন করতে হবে
- যেকোনো সময় ক্যাম্পেইনের যেকোনো নিয়ম বা শর্ত পরিবর্তন বা সংশোধনের ক্ষমতা রাখে বিকাশ ও অংশগ্রহণকারী ব্যাংক
- ক্যাম্পেইনের কোনো ধরনের অপব্যবহার করেছে বলে প্রমাণ পাওয়া গেলে উক্ত গ্রাহকের বোনাস পাওয়ার অধিকার বাতিল করবে বিকাশ
- অফার সম্পর্কিত যেকোনো সমস্যা বিকাশ কতৃপক্ষকে জানাতে পারেন বিকাশ হেল্পলাইন, লাইভ চ্যাট, ফেসবুক পেজ, বা ইমেইল এর মাধ্যমে 👉 বিকাশ হেল্প লাইন নাম্বার এবং বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগের পদ্ধতি ।
👉 ভিডিওঃ আইফোন ১৪ এবং ১৪+ সম্পর্কে বিস্তারিত জানুন
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
[★★] প্ৰযুক্তি নিয়ে লেখালেখি করতে চান? এক্ষুণি একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! techbaaj.com ভিজিট করে নতুন একাউন্ট তৈরি করুন। হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ!
[ad_2]