ইসলামের ইতিহাস প্রথম পত্র HSC : চতুর্থ অধ্যায় সকল সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
[ad_1]
ইসলামের ইতিহাস প্রথম পত্র HSC চতুর্থ অধ্যায় সকল সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেওয়ার হয়েছে। চতুর্থ অধ্যায় নাম হচ্ছে উমাইয়া খিলাফত।
উমাইয়া খিলাফত প্রতিষ্ঠার ইতিহাস প্রশ্ন-১. কত খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ৬৬১ খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন-২. উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? (ঢাকা বোর্ড ২০১৭, সকল বোর্ড ২০১৬/
উত্তর: উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন মুয়াবিয়া ।
প্রশ্ন-৩. উমাইয়াদের প্রথম খলিফা কে? /চা বো; দি বো; কু, বো; চ. যো; সি. বো. ১৯/
উত্তর: উমাইয়াদের প্রথম খলিফা মুয়াবিয়া ।
প্রশ্ন-৪. মুসলিম বিশ্বে সর্বপ্রথম কে রাজতন্ত্রের সূচনা করেন?
উত্তর: মুসলিম বিশ্বে সর্বপ্রথম রাজতন্ত্রের সূচনা করেন আমির মুয়াবিয়া।
প্রশ্ন-৫. উমাইয়া খিলাফতে মোট কতজন শাসন ছিলেন?
উওর: উমাইয়া খিলাফতে মোট ১৪ জন শাসক ছিলেন।
৬ প্রশ্ন: উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল? /চা. বো; দিবো, কু, বো; চ. বো, সি. বো. ১৯/
উত্তর: উমাইয়া খিলাফতের রাজধানী ছিল বর্তমান সিরিয়ার দামেস্কে
প্রশ্ন-৭. উমাইয়া খিলাফতকাল কত বছর স্থায়ী ছিল?
উত্তর: উমাইয়া খিলাফতকাল প্রায় ৯০ বছর (৬৬১-৭৫০ খ্রি.) স্থায়ী ছিল ।মুয়াবিয়ার পরিচয়, শাসনব্যবস্থা, চরিত্র ও কৃতিত্ব
প্রশ্ন-৮. মুয়াবিয়া কোন বংশে জন্মগ্রহণ করেন?
উত্তর: মুয়াবিয়া কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৯. মুয়াবিয়ার পিতার নাম কী?
উত্তর: মুয়াবিয়ার পিতার নাম আবু সুফিয়ান।
প্রশ্ন-১০. কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়? (ঢাকা বোর্ড, ২019/
উত্তর: মুয়াবিয়াকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়।
প্রশ্ন-১১. কোন স্থানে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার মধ্যে দ্বন্দ্ব নিরসনে সালিশ বসে?
উত্তর: ‘দুমাতুল জন্দল’ নামক স্থানে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার মধ্যে দ্বন্দ্ব নিরসনে সালিশ বসে।
প্রশ্ন-১২. দুমাতুল জন্দলের সালিশে মুয়াবিয়া (রা)-এর প্রতিনিধি কে ছিলেন?
উত্তর: দুমাতুল জন্দলের সালিশে মুয়াবিয়া (রা)-এর প্রতিনিধি ছিলেন আমর ইবনুল আস
প্রশ্ন-১৩. কে সর্বপ্রথম মুসলিম নৌ-বাহিনী গঠন করেন?
উত্তর: ইসলামের তৃতীয় খলিফা ওসমানের (রা) অনুমতিক্রমে মুয়াবিয়া সর্বপ্রথম মুসলিম নৌ-বাহিনী গঠন করেন ।
প্রশ্ন-১৪. মুয়াবিয়ার শাসনকালে রেজিস্ট্রি বিভাগকে কী বলা হতো?
উত্তর: মুয়াবিয়ার শাসনকালে রেজিস্ট্রি বিভাগকে বলা হতো দিওয়ান আল খাতাম।
প্রশ্ন-১৫. মুয়াবিয়ার শাসনকালে ডাক বিভাগকে কী বলা হতো?
উত্তর: মুয়াবিয়ার শাসনকালে ডাক বিভাগকে বলা হতো ‘দিওয়ান আল বারিদ’।
প্রশ্ন-১৬, উকৰা বিন নাফি কে ছিলেন?
উকবা বিন নাফি ছিলেন মুয়াবিয়ার সেনাপতি,যিনি উত্তর আফ্রিকায় বিজয়াভিযান পরিচালনা করেন।
প্রশ্ন-১৭. উকবা বিন নাফির উপাধি কী ছিল?
উত্তর: উকবা নাফির উপাধি ছিল আরব আলেকজান্ডার।
কারবালার মর্মান্তিক ঘটনার কারণ ও পরবর্তী ইতিহাসে এর প্রভাব
প্রশ্ন-১৮. কত খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়?
উত্তর: ৬৮০ খ্রিস্টাব্দের ১০ মহররম কারবালার প্রান্তরে ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়।
প্রশ্ন-১৯. কে ইমাম হুসাইনকে হত্যার আদেশ দেন?
উত্তর: কুফার শাসনকর্তা ওবায়দুল্লাহ বিন যিয়াদ ইমাম হুসাইনকে হত্যার আদেশ দেন।
প্রশ্ন-২০. কারবালা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: কারবালা ফোরাত নদীর তীরে অবস্থিত।
প্রশ্ন-২১. কারবালার যুদ্ধে সর্বপ্রথম শহিদ হন কে?
উত্তর: কারবালার যুদ্ধে সর্বপ্রথম শহিদ হন ইমাম হাসান (রা)-এর ছেলে কাশিম ।
প্রশ্ন-২২. কে ইমাম হুসাইনের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করেন?
উত্তর: সীমার ইমাম হুসাইনের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করেন।
উমাইয়া শাসন সুদৃঢ়ীকরণে খলিফা আবদুল মালিকের শাসন নীতি ও সংস্কারসমূহ
প্রশ্ন-২৩. উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর: উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আবদুল মালিক।
প্রশ্ন-২৪. কুব্বাতুস সাখরা কী? অথবা ডোম-অব-দি রক কী? / রা. বো.. হু. বো, ড. কে. ব. বো. ১৮; ঢাকা, বোর্ড ২০১৭/
উত্তর: ৬৯১ খ্রিস্টাব্দে জেরুজালেমে মহানবি (স) এর মিরাজের স্মৃতি বিজড়িত পবিত্র পাথরের ওপর উমাইয়া খলিফা আবদুল মালিক অষ্টকোণাকৃতির যে স্থাপত্যটি নির্মাণ করেন, তাই কুব্বাতুস সাখরা বা ডোম-অব-দি রক নামে পরিচিত।
প্রশ্ন-২৫. কোন উমাইয়া শাসককে রাজেন্দ্র বা Father of Kings বলা হয় ।
উত্তর: উমাইয়া খলিফা আবদুল মালিককে রাজেন্দ্র বা Father of Kings বলা হয় ।
প্রশ্ন-২৬. Dome of the Rock কে নির্মান করেন?
উত্তর: উমাইয়া খলিফা আবদুল মালিক Dome of the Rock নির্মান করেন।
প্রশ্ন-২৭. কোন উমাইয়া খলিফা আরব জাতীয়তাবাদী নীতি গ্রহণ করেছিলেন?
উত্তর: উমাইয়া খলিফা আবদুল মালিক আরব জাতীয়তাবাদী নীতি গ্রহণ করেছিলেন।
প্রশ্ন-২৮. খলিফা আবদুল মালিকের সময়কালে বাইজান্টাইনের মুদ্রার নাম কী ছিল?
উত্তর: খলিফা আবদুল মালিকের সময়কালে বাইজান্টাইনের মুদ্রার নাম ছিল “Dinarious’।
প্রশ্ন-২৯, কোন খলিফা সর্বপ্রথম টাকশাল স্থাপন করেন?
উত্তর: উমাইয়া খলিফা আবদুল মালিক সর্বপ্রথম টাকশাল স্থাপন করেন।
খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিকের খিলাফত সম্প্রসারণ।
প্রশ্ন-৩০, উমাইয়া খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ বিজেতা কে ছিলেন?
উত্তর: উমাইয়া খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ বিজেতা ছিলেন আল ওয়ালিদ।
প্রশ্ন-৩১. কার রাজত্বকাল উমাইয়া খিলাফতের স্বর্ণযুগ ছিল?
উত্তর: খলিফা আল ওয়ালিদ বিন আবদুল মালিকের রাজত্বকাল ছিল উমাইয়া খিলাফতের স্বর্ণযুগ।
প্রশ্ন-৩২, খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ।
প্রশ্ন-৩৩. খলিফা আল ওয়ালিদের স্পেন বিজয়ী সেনাপতির নাম কী ছিল?
উত্তর: খলিফা আল ওয়ালিদের স্পেন বিজয়ী সেনাপতির নাম ছিল তারিক বিন জিয়াদ।
প্রশ্ন-৩৪. মুহাম্মদ বিন কাসিম কত খ্রিষ্টাব্দে সিন্ধু জয় করেন? /সকল বোর্ড ২০১৫/
উত্তর: মুহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিষ্টাব্দে সিন্ধু জয় করেন।
প্রশ্ন-৩৫. ময়ূর বাহিনীর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসকর্তা হাজ্জাজ বিন ইউসুফ ময়ূর বাহিনী প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন-৩৬. স্পেনে মুসলিম শাসনের সূচনা হয় কত খ্রিষ্টাব্দে?
উত্তর: স্পেনে মুসলিম শাসনের সূচনা হয় ৭১১ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৩৭. কোন উমাইয়া শাসকের সময় ইসলামি সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃতি ঘটে?
উত্তর: উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময় ইসলামি সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃতি ঘটে
প্রশ্ন-৩৮. আশীর্বাদের চাবি বলা হয় কাকে?
উত্তর: উমাইয়া খলিফা সুলায়মানকে (৭১৫-১৭ খ্রি.) আশীর্বাদের চাবি বলা হয়।
খলিফা ওমর বিন আবদুল আজিজ-এর রাজস্ব সংস্কার ও শাসন নীতি
প্রশ্ন-৩৯. পঞ্চম খলিফা বলা হয় কাকে?
উত্তর: উমাইয়া খলিফা ওমর বিন আবদুল আজিজকে পঞ্চম খলিফা বলা হয়।
প্রশ্ন-৪০. কাকে উমাইয়া সাধু বলা হয়? /ডা. বো, দিবো, সি. বো… য. বোর্ড, ২০১৮/
উত্তর: ওমর বিন আবদুল আজিজকে উমাইয়া সাধু বলা হয়।
প্রশ্ন-৪১. ওমর বিন আবদুল আজিজের শাসনব্যবস্থার ভিত্তি কী ছিল?
উত্তর: ওমর বিন আবদুল আজিজের শাসনব্যবস্থার ভিত্তি ছিল কুরআন এবং হাদিস।
প্রশ্ন-৪২, জিজিয়া কী?
উত্তর: মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের দেওয়া নিরাপত্তা করই হলো জিজিয়া।
প্রশ্ন-৪৩. মাওয়ালি কারা?
উত্তর: উমাইয়া যুগে নবদীক্ষিত অনারব মুসলমানদেরকে মাওয়ালি বলা হতো ।
প্রশ্ন-৪৪. খলিফা ওমর বিন আবদুল আজিজ মাওয়ালিদের কোন কর থেকে মুক্তি দেন?
উত্তর: খলিফা ওমর বিন আবদুল আজিজ মাওয়ালিদের জিজিয়া (নিরাপত্তা কর) ও খারাজ (ভূমিকর) থেকে মুক্তি দেন।উমাইয়া খিলাফতের ক্রমাবনতি ও পতনের কারণ
প্রশ্ন-৪৫. ঐতিহাসিকেরা খলিফা হিশামকে কী বলে অভিহিত করেন?
উত্তর: ঐতিহাসিকেরা খলিফা হিশামকে ‘উমাইয়া বংশের শেষ গৌরব’ বলে অভিহিত করেন।
প্রশ্ন-৪৬. খলিফা হিশাম কত বছর উমাইয়া খিলাফতে অধিষ্ঠিত ছিলেন?
উত্তর: খলিফা হিশাম ২০ বছর উমাইয়া খিলাফতে অধিষ্ঠিত ছিলেন।
৪৭ প্রশ্ন : উমাইয়া শেষ খলিফা কে ছিলেন? রা. কো, বা বো, যা বোর্ড ২০১৯ ও ২০১৮
উওর: উমাইয়াদের শেষ খলিফা ছিলেন দ্বিতীয় মারওয়ান ।
৪৮ প্রশ্ন: মাইয়া খিলাফতের চূড়ান্ত পতন ঘটে কোন যুদ্ধের মাধ্যমে?
উওর : উমাইয়া খিলাফতের চূড়ান্ত পতন ঘটে জাবের যুদ্ধের মাধ্যমে।
এ-৪৯. কত খ্রিষ্টাব্দে উমাইয়া খিলাফতের পতন ঘটে? (চা. বো.. দি. বো.. কু. বো, ড. বে, সি. বো. ১৯/
উত্তর: ৭৫০ খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের পতন ঘটে । উমাইয়াদের প্রশানিক ব্যবস্থা এবং আর্থ-সামাজিক অবস্থা
প্রশ্ন ৫০ : উমাইয়াদের প্রশাসনিক কাঠামো কী ছিল?
উত্তর: উমাইয়াদের প্রশাসনের কাঠামো ছিল রাজতান্ত্রিক।
-৫১. উমাইয়া যুগে ভূমি রাজস্ব বিভাগের প্রধান কর্মকর্তাকে কী বলা হতো?
উত্তর: উমাইয়া যুগে ভূমি রাজস্ব বিভাগের প্রধান কর্মকর্তাকে বলা হতো ‘সাহিব আল-খারাজ’
৫২ প্রশ্ন: – উমাইয়া আমলে পত্র আদান-প্রদান বিভাগের নাম কী ছিল?
উত্তর: উমাইয়া আমলে পত্র আদান-প্রদান বিভাগের নাম ছিল- ‘দিওয়ানুল রাসায়েল’।
এ-৫৩. উমাইয়া যুগে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী কয়ভাগে বিভক্ত থাকত?
উত্তর: উমাইয়া যুগে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী পাঁচভাগে বিভক্ত থাকত।
প্রশ্ন-৫৪. খলিফা মুয়াবিয়ার সময়ে ডাক বিভাগের প্রধান কর্মকর্তাকে কী বলা হতো?
উত্তর: খলিফা মুয়াবিয়ার সময়ে ডাক বিভাগের প্রধান কর্মকর্তাকে বলা হতো ‘সাহিব আল-বারিদ’ ।
প্রশ্ন-৫৫. উমাইয়া শাসনামলে প্রদেশের শাসনকর্তাকে কী বলা হতো?
উত্তর: উমাইয়া শাসনামলে প্রদেশের শাসনকর্তাকে বলা হতো ‘ওয়ালি’।
প্রশ্ন-৫৬. খলিফা প্রথম ওমর (রা)-এর সময়ে সামরিক বিভাগের নাম কী ছিল?
উত্তর: খলিফা প্রথম ওমর (রা)-এর সময়ে সামরিক বিভাগের নাম ছিল দিওয়ানুল জুনদ্ ।
প্রশ্ন-৫৭, আরবি ভাষায় হরকত ও নোকতা সংযোজন করেন কে?
উত্তর: আরবি ভাষায় হরকত ও নোকতা সংযোজন করেন হাজ্জাজ বিন ইউসুফ।
প্রশ্ন-৫৮. কোন উমাইয়া খলিফা আরবিকে সরকারি ভাষার মর্যাদা দান করেন?
উত্তর: উমাইয়া খলিফা আবদুল আরবিকে সরকারি ভাষার মার্যাদা দান করেন।
প্রশ্ন-৫৯, কোন উমাইয়া খলিফা সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রার প্রবর্তন করেন ?
উত্তর: উমাইয়া খলিফা আবদুল মালিক সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রার প্রবর্তন করেন ।
প্রশ্ন-৬০. উমাইয়া কয় শ্রেণির লোক ছিল?
উত্তর: উমাইয়া সমাজে চার শ্রেণির লোক ছিল।
৬১. উমাইয়া সমাজে নবদীক্ষিত অনারব মুসলমানদের কী বলা হতো?
উত্তর: উমাইয়া সমাজে নবদীক্ষিত অনারব মুসলমানদের বলা হতো মাওয়ালি।
প্রশ্ন-৬২, জিম্মি কাদের বলা হতো?
উত্তর: খ্রিস্টান, ইহুদি, অগ্নি উপাসক এবং অন্যান্য আশ্রিত মুসলমানদের জিম্মি বলা হতো। – উমাইয়া যুগে সমাজের সবচেয়ে নিম্নস্তরে ছিল কোন সম্প্রদায়? নম্নস্তরে ছিল দাস সম্প্রদায়।
উমাইয়া আমলে শিল্প, স্থাপত্য, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ
প্রশ্ন-৬৪. উমাইয়া শাসনামলে মুসলিম অত্যাশ্চর্য ও অতুলনীয় ঐতিহ্যের নিদর্শন কী ছিল?
উত্তর: উমাইয়া শাসনামলে মুসলিম অত্যাশ্চর্য ও অতুলনীয় ঐতিহ্যের নিদর্শন ছিল জগদ্বিখ্যাত কুব্বাতুস সাখরা (Dime of the Rock)।
প্রশ্ন-৬৫. উমাইয়া শাসনামলে কায়রোয়ানে একটি সুন্দর মসজিদ নির্মাণ করেন কে?
উত্তর: সেনাপতি উকবা বিন নাফি উমাইয়া শাসনামলে কায়রোয়ানে একটি সুন্দর মসজিদ নির্মাণ করেন।
প্রশ্ন-৬৬. কুব্বাতুস সাখরা (Dome of the Rock) কোথায় নির্মাণ করা হয়? ডা. বো.. দি. বো, কু, বো, চ. বো, সি. বো. ১৯/
উত্তর: কুব্বাতুস সাখরা (Dome of the Rock) জেরুজালেমে নির্মাণ করা হয়।
প্রশ্ন-৬৭. দামেস্ক মসজিদ নির্মাণ করেন কে?
উত্তর: উমাইয়া খলিফা আল ওয়ালিদ দামেস্ক মসজিদ নির্মাণ করেন।
source: অক্ষর পত্র প্রকাশনী বই
এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই থেকে নেওয়া হয়েছে।
[ad_2]