ইসলামের ইতিহাস প্রথম পত্র HSC: ষষ্ঠ অধ্যায় সকল সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

[ad_1]

 

ইসলামের ইতিহাস প্রথম পত্র HSC ষষ্ঠ অধ্যায় সকল সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।  ষষ্ঠ অধ্যায় নাম হচ্ছে স্পেনে উমাইয়া শাসন।

মুসলমানদের স্পেন বিজয়ের কারণ ও ঘটনা 

প্রশ্ন-১. স্পেন কোন মহাদেশে অবস্থিত? (ঢা.. দি. কু.. চ. সি. বো. ১৯: ডা. বো. ১৭/

উত্তর: স্পেন ইউরোপ মহাদেশে অবস্থিত।

প্রশ্ন-২. স্পেন কোন উপদ্বীপে অবস্থিত?

উত্তর: স্পেন আইবেরীয় উপদ্বীপে অবস্থিত।

প্রশ্ন-৩. স্পেন ও আফ্রিকার মধ্যবর্তী প্রণালির নাম কী? /সকল বোর্ড ২০১৬/ 

উত্তর: স্পেন ও আফ্রিকার মধ্যবর্তী প্রণালির নাম হল জিব্রাল্টার প্রণালি।

প্রশ্ন-৪. কার নামানুসারে জিব্রাল্টার বা তারিকের পাহাড় পরিচিত?

উত্তর: সেনাপতি তারিক বিন জিয়াদের নামানুসারে জিব্রাল্টার বা তারিকের পাহাড় পরিচিত।

 প্রশ্ন-৫. জিব্রাল্টার প্রণালী কোন দুটি জলরাশিকে সংযুক্ত করেছে?

উত্তর: জিব্রাল্টার প্রণালী আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে।

প্রশ্ন-৬. মুসলমানরা কত খ্রিষ্টাব্দে স্পেন জয় করে?

উত্তর: মুসলমানরা ৭১১ খ্রিস্টাব্দে স্পেন জয় করে।

প্রশ্ন-৭. স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির নাম কী? / সকল বোর্ড ২০১৬/ 

উত্তর: স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির নাম তারিক বিন জিয়াদ ।

প্রশ্ন-৮. কোন খলিফার আমলে স্পেন বিজিত হয়?

উত্তর: উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময়ে স্পেন বিজিত হয়।

 প্রশ্ন-৯. মুসলমানদের স্পেন জয়ের সময় স্পেনের রাজা কে ছিলেন?

উত্তর: মুসলমানদের স্পেন জয়ের সময় স্পেনের রাজা ছিলেন রডারিক।

প্রশ্ন-১০, ঐতিহাসিকেরা কাকে ইসলামের নেপোলিয়ন’ আখ্যা দিয়েছেন? 

উত্তর: ঐতিহাসিকেরা আল ওয়ালিদকে ইসলামের নেপোলিয়ন’ আখ্যা দিয়েছেন।

প্রশ্ন-১১. কোন শতাব্দী থেকে স্পেনে মুসলিম শাসন শুরু হয়?

উত্তর: অষ্টম শতাব্দী থেকে স্পেনে মুসলিম শাসন শুরু হয়

প্রশ্ন-১২, মুসলিম আমলে স্পেনের নাম কী ছিল?

উত্তর: মুসলিম আমলে স্পেনের নাম ছিল আন্দালুসিয়া ।

প্রশ্ন-১৩. মুসলিম শাসনামলে স্পেনের রাজধানীর নাম কী ছিল? চো.. দি. সি. হা. বো. ১৮/ 

উত্তর: মুসলিম শাসনামলে স্পেনের রাজধানীর নাম ছিল কর্ডোভা।

 স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠায় আবদুর রহমান আদ-দাখিলের অবদান

 প্রশ্ন-১৪. স্পেনের স্বাধীন আমিরাতের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: স্পেনে স্বাধীন আমিরাতের প্রতিষ্ঠাতা আবদুর রহমান আদ-দাখিল ।

প্রশ্ন-১৫. ‘আদ-দাখিল’ বলা হয় কাকে? / রা., দি.. কু.. চ. য. সি. . বো. ১৭/ 

উত্তর: স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠাকারী প্রথম আবদুর রহমানকে ‘আদ-দাখিল’ বলা হয়।

প্রশ্ন-১৬. টুরসের যুদ্ধে মুসলিম সেনাপতি কে ছিলেন? 

উত্তর: টুরসের যুদ্ধে মুসলিম সেনাপতি ছিলেন আবদুর রহমান আল গাফেকি।

প্রশ্ন-১৭. মুসারার যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?

উত্তর: মুসারার যুদ্ধ ৭৫৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

প্রশ্ন-১৮. কত খ্রিষ্টাব্দে স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠিত হয়? 

উত্তর: ৭৫৬ খ্রিষ্টাব্দে স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন-১৯. আবদুর রহমান আদ-দাখিল কে ছিলেন?

উত্তর: আবদুর রহমান আদ-দাখিল ছিলেন স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা ।

 প্রশ্ন-২০. ‘কুরাইশদের বাজপাখি’ (The Falcon of the Quraysh) বলা হয়েছে কাকে? / রা., বি., বি. বো. ১৯/

উত্তর: প্রথম আবদুর রহমানকে ‘কুরাইশদের বাজপাখি’ (The Falcon of the Quraysh) বলে অভিহিত করা হয়েছে।

 প্রশ্ন-২১. মুসলিম স্পেনের স্বর্ণযুগে কর্ডোভা মসজিদ নির্মাণ করেন কে?

উত্তর: মুসলিম স্পেনের স্বর্ণযুগে কর্ডোভা মসজিদ নির্মাণ করেন আবদুর রহমান আদ-দাখিল।

 দ্বিতীয় আবদুর রহমানের আমলে স্পেনের উল্লেখযোগ্য ঘটনাসমূহ

প্রশ্ন-২২. ইতিহাসে ‘আল-ওয়াসাত’ বা মধ্যবর্তী নামে পরিচিত কে? 

উত্তর: ইতিহাসে ‘আল-ওয়াসাত’ বা মধ্যবর্তী নামে পরিচিত প্রথম হাকামের পুত্র দ্বিতীয় আবদুর রহমান ।

প্রশ্ন-২৩. ধর্মান্ধ আন্দোলন বা Zealot Movement দমন করেন কে? 

উত্তর: আমির দ্বিতীয় আবদুর রহমান স্পেনের ধর্মান্ধ আন্দোলন বা Zealot Movement দমন করেন।

প্রশ্ন-২৪. ওমর বিন হাফসুন কে ছিলেন? 

উত্তর: উমর বিন হাফসুন ছিলেন স্পেনের জাতীয়তাবাদী নেতা।

প্রশ্ন-২৫. সুলতানা তারুব কে ছিলেন?

উত্তর: সুলতানা তারুব ছিলেন স্পেনের মুসলিম শাসক দ্বিতীয় আবদুর রহমানের স্ত্রী।

প্রশ্ন-২৬. মুজারেব কারা? রা., ব, কৃচ. বো. ১৮/

উত্তর: আরব শিক্ষা-সংস্কৃতিতে আকৃষ্ট স্পেনের খ্রিস্টানদের মোজারেব বলা হয় ।

স্পেনে উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা হিসেবে তৃতীয় আবদুর রহমানের কৃতিত্ব

 প্রশ্ন-২৭. মুসলিম স্পেনের সর্বশ্রেষ্ঠ শাসক কে?

উত্তর: মুসলিম স্পেনের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন তৃতীয় আবদুর রহমান ।

প্রশ্ন-২৮. মুসলিম স্পেনের ইতিহাসে ‘Saviour of Spain’ বলা হয় কাকে?

উত্তর: মুসলিম স্পেনের ইতিহাসে ‘Saviour of Spain’ বলা হয় তৃতীয় আবদুর রহমানকে।

প্রশ্ন-২৯. অন্ধকারাচ্ছন্ন ইউরোপের বুকে কর্ডোভা নগরীকে বাতিঘরে পরিণত করেন কে? 

উত্তর: তৃতীয় আবদুর রহমান অন্ধকারাচ্ছন্ন ইউরোপের বুকে কর্ডোভাকে বাতিঘরে পরিণত করেন।

প্রশ্ন-৩০. আজ-জোহরা কী?

উত্তর: আজ-জোহরা খলিফা তৃতীয় আবদুর রহমান কর্তৃক স্পেনে নির্মিত একটি অনন্য প্রাসাদ।

প্রশ্ন-৩১. স্লাভবাহিনী গঠন করেন কে? 

উত্তর: তৃতীয় আবদুর রহমান (আন নাসির) স্লাভ বাহিনী গঠন করেন।

প্রশ্ন-৩২, তৃতীয় আবদুর রহমানের রাজকবি কে ছিলেন?

উত্তর: তৃতীয় আবদুর রহমানের রাজকবি ছিলেন ইবনে আব্বাস রাব্বিহ ।

স্পেনে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশ

প্রশ্ন-৩৩. কোন নগরীকে ইউরোপের বাতিঘর বলা হয়?

উত্তর: কর্ডোভা নগরীকে ইউরোপের বাতিঘর বলা হয়।

প্রশ্ন-৩৪. আধুনিক আলোকবিজ্ঞানের জনক কে ছিলেন? 

উত্তর: আধুনিক আলোকবিজ্ঞানের জনক ছিলেন ইবনে হায়সাম।

প্রশ্ন-৩৫. ‘তারিখ ইফতিতা আল আন্দালুস’-এর রচয়িতা কে?

উত্তর: ‘তারিখ ইফতিতা আল আন্দালুস’-এর রচয়িতা ইবন আল কুতিয়া । 

 প্রশ্ন-৩৬. মুসলিম শাসনের সর্বশেষ অধ্যায় কোন দুর্গ? 

উত্তর: মুসলিম শাসনের সর্বশেষ অধ্যায় হলো সুরক্ষিত গ্রানাডা দুর্গ।

প্রশ্ন-৩৭. ‘রাহ’ কোন নদীর তীরবর্তী শহর?

উত্তর: ‘রাহ’ ফোরাত নদীর তীরবর্তী শহর।

প্রশ্ন-৩৮. স্পেন থেকে মুসলমানরা চূড়ান্তভাবে কত খিষ্টাব্দে বিতাড়িত হয়?

উত্তর: ১৪৯২ খ্রিষ্টাব্দে স্পেন থেকে মুসলমানরা চূড়ান্তভাবে বিতাড়িত হয়। 

প্রশ্ন-৩৯. দোলক ঘড়ি ও জলঘড়ি আবিষ্কার করে ইউরোপে ১ম মান মন্দির নির্মাণ করেন কারা?

উত্তর: দোলক ঘড়ি ও জলঘড়ি আবিষ্কার করে ইউরোপে ১ম মান মন্দির নির্মাণ করেন ম্যুররা । 

 প্রশ্ন-৪০. স্পেনীয় আরব দার্শনিকদের মধ্যে অত্যন্ত প্রতিভাবান ছিলেন কে? 

উত্তর: স্পেনীয় আরব দার্শনিকদের মধ্যে অত্যন্ত প্রতিভাবান ছিলেন ইবন-আল-আরাবি ।

source: অক্ষর পত্র প্রকাশনী বই

এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই থেকে নেওয়া হয়েছে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url