সস্তা শাওমি ফোন রেডমি এ১+ ফাঁস হলো!

[ad_1]

সম্প্রতি ব্যবহারকারীদের জন্য এন্ট্রি-লেভেল স্মার্টফোন, রেডমি এ১ নিয়ে আসে শাওমি। এবার এ সিরিজে যুক্ত হতে যাচ্ছে রেডমি এ১+ নামের আরেকটি ডিভাইস। এই ডিভাইস বিগত কিছুদিন ধরে অনেক সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছে। এবার দেখা গেলো ফোনটির রেন্ডার ও সম্ভাব্য স্পেসিফিকেশন।

Appuals এর রিপোর্ট থেকে রেডমি এ১+ এর রেন্ডার ও স্পেসিফিকেশন জানা গিয়েছে। এই ফোনটির ফিচার ও ডিজাইন অনেকটা রেডমি এ১ এর মতোই হতে যাচ্ছে, থাকছে কিছু ছোটোখাটো পরিবর্তন। নতুন এই মডেলে যুক্ত হয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর, যা আগের মডেলে ছিলোনা। 

রেডমি এ১+ এর রেন্ডার থেকে দেখা যায় যে এর ব্যাকে ডুয়াল ক্যামেরা সেটাপ রয়েছে। ফোনের ফ্রন্টে রয়েছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। প্রাপ্ত তথ্য অনুসারে ব্ল্যাক, লাইট ব্লু ও লাইট গ্রিন – এই তিন কালারে পাওয়া যাবে ফোনটি।

রেডমি এ১+ ফোনটিতে ৬.৫২ইঞ্চির এইচডি+ স্ক্রিন থাকবে। ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর এন্ট্রি লেভেল চিপ, হেলিও এ২২। এছাড়া র‍্যাম থাকছে ২জিবি ও ইন্টারনাল স্টোরেজ থাকছে ৩২জিবি। এই ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা।

ডুয়াল ব্যাক ক্যামেরার ফোনটিতে ৮মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রেডমি এ১+ এর ব্যাটারি হবে ৫০০০মিলিএম্প এর, ফোনের বক্সে থাকবে ১০ওয়াট এর সাধারণ চার্জার।

সস্তা শাওমি ফোন রেডমি এ১+ ফাঁস হলো!

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ইউএসবি পোর্টের পাশে থাকা সিংগেল স্পিকার। আর ৩.৫এমএম হেডফোন জ্যাক তো থাকছেই। এছাড়া ২.৪গিগাহার্জ ও ব্লুটুথ ৫.০ সাপোর্ট রয়েছে রেডমি এ১+ ফোনটিতে।

আশা করা যাচ্ছে এই ডিভাইসটি শীঘ্রই ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ঘোষণা করবে শাওমি।

👉 ভিডিওঃ স্মার্টফোন কেনার সময় যে বিষয়গুলো খেয়াল করা দরকার

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

[★★] প্ৰযুক্তি নিয়ে লেখালেখি করতে চান? এক্ষুণি একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! techbaaj.com ভিজিট করে নতুন একাউন্ট তৈরি করুন। হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ!

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url