অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু’ খুদে গল্প

[ad_1]

 

খুদে গল্প:প্রদত্ত শিরোনাম অবলম্বনে একটি খুদে গল্প লেখ :‘অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু’

 ঢাকা শহরের নাম করা কলেজে পড়ে সজিব। সে হোস্টেলে থেকে পড়াশোনা করে । দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ । সজিবের সহপাঠিরা যে যার মতো বাড়ি চলে যায়। কিন্তু বাসে, ট্রেনে কোথাও তাৎক্ষণিক টিকিট পায়নি বলে বাধ্য হয়ে সজিবকে হোস্টেলে থাকতে হয়। হঠাৎ সজিবের জ্বর চলে আসে। জনমানবহীন হোস্টেলে সে একা একা মহাবিপত্তিতে পড়ে যায়। জ্বরের প্রভাবে একসময় সে অচেতন হয়ে পড়ে। হঠাৎ তার চৈতন্য ফিরে আসে বন্ধু রাকিবের ডাকাডাকিতে । রাকিব এদিকে এসেছিল কী একটা কাজে। কিন্তু সজিবের রুম খোলা দেখে ভেতরে ঢুকে দেখে বিছানায় পড়ে আছে সে। গায়ে হাত দিয়ে উত্তাপের আধিক্যে অবাক হয়ে যায়! জ্বরে তো শরীর পুড়ে যাচ্ছে। রাকিব আর কালবিলম্ব না করে মাথায় পানি ঢালার ব্যবস্থা করে। সেবা শুশ্রূষা করে একটু সুস্থ হওয়ার পর তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর সারারাত আর ঘুমায়নি রাকিব । ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ে ওষুধ খাওয়ানো, মাথায় পানি দেওয়া, ভিজা গামছা দিয়ে শরীর মোছানো প্রভৃতি সেবা করেছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বন্ধুর সঙ্গে হোস্টেলে থেকে যায় সে। রাকিবের প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে পড়ে সজিব। সে ভাবে, যাকে কখনোই সে অতটা কাছের ভাবেনি, সেই কি না তার বিপদে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিল। জীবনের বাস্তবতায় সজিব উপলব্ধি করতে পারে বিপদের সময় যাকে কাছে পাওয়া যায় সেই সত্যিকার বন্ধু । অর্থাৎ অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু ।

source: পুথিনিলয় বই

এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © পুঁথি নিলয় বই প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত থেকে নেওয়া হয়েছে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url