মহর্‌রম (হায় হোসেন) খালিদ সঙ্গীত

[ad_1]

পবিত্র মহররম নিয়ে খালিদ সঙ্গীত প্রকাশ করেছে তাদের নতুন গান ‘মহর্‌রম (হায় হোসেন)’। গানটি লিখেছেন মাহবুবুল খালিদ। গানটি কম্পোজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাফসান এবং কিশোর।

 

দারুন এই গানটির লিরিক্স,

মহর্‌রমের দশ তারিখে
শোকের মাতম বহে রে
আমার হোসেন হলেন শহীদ
কারবালা প্রান্তরে॥
হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন॥

ইয়াজিদ সেনা দেয়নি পানি..ও ও ও.. .. ..
দুধের শিশুরে
শিশু আজগর কেঁদে মরে
পানি পানি করে।
পানির খোঁজে গেলেন হোসেন
ফোরাত নদীতে
হইলো না তার পান করা
জীবনের তরে॥
হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন॥

দুই হাতে যখন হোসেন..ও ও ও.. .. ..
ধরলেন মুষ্টি পানি
ঘাতকের ধনুক থেকে
লাগলো বুকে তীরখানি।
সাথে সাথে সিমার এসে
চাপলো বুকে বসে
ফেললো কেটে মস্তক তার
নিজের অনুরোধে রে॥
হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন॥

পাহাড় সমান হৃদয় তাহার..ও ও ও.. .. ..
বুঝলোনা রে সিমার
মরণকালেও ক্ষমা করলেন
শত্রুকে তাহার।
মরুর বুকে আছেন শুয়ে
ন্যায়ের প্রতীক হয়ে
জনম জনম থাকবেন তিনি
প্রতিবাদীর স্বরে॥
হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন॥

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।

Source link

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url