বাড়ছে দাম অবিরাম চালের ডালের তেলের নুনের হাঁড়ির বাড়ির গাড়ির চুনের সারমর্ম

[ad_1]

 

বাড়ছে দাম

অবিরাম 

চালের ডালের তেলের নুনের

 হাঁড়ির বাড়ির গাড়ির চুনের । 

আলু মাঙ্গা বালু মাঙ্গা,

কাপড় কিনতে লাগে দাঙ্গা,

উঠছে বাজার হু-হু করে সব কিছু

অভাব শুধু নাই মানুষের

চাই কত মণ, চাই কত সের,

আণ্ডা চাও বাচ্চা চাও

জোয়ান বুড়ো-আসল ফাও

চাহিদা নাই মানুষগুলোর ।

কেবলি তার পড়ছে বাজার ।

সারমর্ম : বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম হু হু করে বেড়ে যাচ্ছে । অন্যদিকে মানুষের দাম বাড়েনি, নানা রকম বৈষম্যে মানুষ আজ মর্যাদাহীন, মূল্যহীন ।

source: পুথিনিলয় বই

এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © পুঁথি নিলয় বই প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত থেকে নেওয়া হয়েছে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url