পশুপাখির সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়োগ পদ্ধতি - Animal Feed Supplement

[ad_1]

পশুপাখির উৎপাদন দক্ষতা বৃদ্ধির জন্য এদেরকে প্রচলিত খাবারের সাথে বিশেষ খাদ্য সরবরাহ করা হয় । এতে পশুপাখি দ্রুত বৃদ্ধি ঘটে এবং পশু পরিপুষ্টি লাভ করে । পশু পাখির মাংস, ডিম ও দুধ উৎপাদন বৃদ্ধি পায় । তাই পশুপাখি পালনে সম্পূরক খাদ্যের অধিক গুরুত্ব রয়েছে ।

বিভিন্ন সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়োগ পদ্ধতি-

(১) ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাত –

উপকরণ :

১ । খড়ঃ ২০ কেজি,
২ । ইউরিয়া : ১ কেজি,
৩ । পানি : ২০ লিটার,
৪ । একটি মাঝারি আকারের পাত্র,
৫ । ছালা ও
৬ । মোটা পলিথিন ।

ইউরিয়া মিশ্রিত পানি দ্বারা সিদ্ধ খড়
ইউরিয়া মিশ্রিত পানি দ্বারা সিদ্ধ খড়

পশুপাখির সম্পূরক খাদ্য তৈরি পদ্ধতি :
১ । প্রথমে একটি বালতিতে ১ কেজি ইউরিয়া ২০ লিটার পানিতে মিশিয়ে নিতে হবে ।
২ । ডোলের চারদিকে গোবর ও কাদা মিশিয়ে লেপে শুকিয়ে নিতে হবে ।
৩ । এবার ডোলের মধ্যে অল্প খড় নিয়ে ইউরিয়া মেশানো পানি ছিটিয়ে দিতে হবে ।
৪ । সমস্ত খড় সম্পূর্ণ পানি দ্বারা মিশিয়ে ডোলের মুখ ছালা ও মোটা পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে ।
৫ । দশ দিন পর খড় বের করে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হবে ।

পশুপাখির সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি :

১ । একটি গরুকে দৈনিক 2 – 3 কেজি ইউরিয়া মেশানোর খড় খাওয়াতে হবে ।
২ । খড়ের সাথে দৈনিক 300 গ্রাম ঝোলাগুড় মিশিয়ে দিতে হবে ।

( ২ ) দানাদার খাদ্যের সাহায্যে, ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করা-

উপকরণ :

১ । গমের ভুসি : ৩ কেজি
২ । ঝোলা গুড় : ৬ কেজি
৩ । ইউরিয়া : 90 গ্রাম
৪ । লবণ : ৩৫ গ্রাম
৫ । খাবার চুন : ৫০০ গ্রাম
৬ । ভিটামিন মিনারেল প্রিমিক্স ৫০ গ্রাম
৭ । কাঠের ছাঁচ ( ১ কেজি ব্লক তৈরীর জন্য )

পশুপাখির সম্পূরক খাদ্য তৈরীর পদ্ধতিঃ

১ । প্রথমে একটি কড়াইতে সামান্য ভিটামিন মিনারেল মিশ্রণ নিয়ে ঝোলাগুড় সহ জ্বাল দিয়ে সামান্য ঘন করতে হবে ।
২ । কড়াই চুলা থেকে নামিয়ে এরমধ্যে ইউরিয়া, চুন, লবণ, গমের ভুসি যোগ করে ভালোভাবে মেশাতে হবে ।
৩ । এরপর ছাঁচের মধ্যে কিছু ভুসি ছিটিয়ে মিশ্রিত দ্রব্যগুলো ভরে ব্লক তৈরি করতে হবে ।
৪ । ব্লকগুলো শুকনো আলো-বাতাস যুক্ত স্থানের সংরক্ষণ করতে হবে ।

প্রয়োগ পদ্ধতি :

১ । একটি গরুকে দৈনিক ৩০০ গ্রাম ব্লক জিব্বা দিয়ে চেটে খেতে দিতে হবে ।
২ । প্রথমে ব্লক জিব্বা দিয়ে চেটে খেতে না চাইলে ব্লকের উপর কিছু ভুসি ও লবণ ছিটিয়ে দিতে হবে ।

ইউরিয়া মোলাসেস ব্লক
ইউরিয়া মোলাসেস ব্লক

সাবধানতা : সতর্কতার সাথে খাদ্য উপাদান গুলো মেশাতে হবে ।

Copyright

This article has been scanned and archived from the Internet. For this, there may be similarities in some places. If you have objections to any of these posts, please read our DMCA Copyright Rules Or you can contact us.

Thanks.


Article Views:
180

Source link

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url