সমাজকর্ম ১ম পত্র : ১ম অধ্যায় MCQ (PDF)

[ad_1]

সমাজকর্ম ১ম পত্র ১ম অধ্যায় mcq : বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল ও জটিল সমাজের বহুমুখী সমস্যা মোকাবিলায় সমাজকর্মের উদ্ভব। সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতি, জ্ঞান ও দক্ষতানির্ভর সাহায্যকারী পেশা, যা ব্যক্তি, দল ও সমষ্টি তথা মানুষের জীবনমান উন্নয়নে পরিকল্পিত পরিবর্তন আনায়নের মাধ্যমে তাদের সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে।

সমাজকর্ম সামাজিক বিজ্ঞানের একটি শাখা, যা একাধারে একটি বিজ্ঞান ও কলা। শিল্পবিপ্লবের ফলে সমাজ ব্যবস্থা জটিল থেকে জটিলতর রূপ লাভ করার প্রেক্ষাপটে প্রথাগত সমাজকল্যাণ ব্যবস্থা অপর্যাপ্ত হয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক সমাজকর্মের আবির্ভাব হয়েছে।

সমাজকর্ম ১ম পত্র ১ম অধ্যায় mcq

১. অর্থবহ সামাজিক পরিবর্তন আনয়নে সমাজকর্ম কীভাবে সহায়তা করে?
ক. সামাজিক সুসম্পর্ক তৈরি করে
● সকল মানুষের কল্যাণ সাধন করে
গ. দক্ষতা বৃদ্ধি করে
ঘ. ব্যক্তিগত সমস্যা সমাধান করে

২. কোন সমাজের জটিল আর্থ-সামাজিক ও মানসিক
সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সমাজকর্মের উদ্ভব?
ক. সনাতন
খ. আধুনিক
গ. প্রাচীন
● শিল্প বিপ্লবোত্তর

৩. সমাজকর্ম মানুষকে কোন ধরনের ভূমিকা পালনে একটা কার্যকর পর্যায়ে উপনীত হতে সহায়তা করে?
● মনো-সামাজিক
খ. ধর্মীয়
গ. অর্থনৈতিক
ঘ. রাজনৈতিক

৪. সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ কোনটি? ক. ঐতিহ্যবাহী সমাজকল্যাণ
● সমাজকর্ম
গ. শিল্প সমাজকল্যাণ
ঘ. সমাজবিজ্ঞান,

৫. সক্ষমকারী পেশা বলতে বোঝায়
ক. সমাজকর্মীর নিজের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা
খ. সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা
গ. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেয়া
● সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা

৬. “সমাজকর্ম”-এর ইংরেজি হলো—
ক. Social science
খ. Social welfare
● Social work
ঘ. Sociology

৭. Introduction to social work গ্রন্থের লেখক কে?
ক. আর. এ. স্কিডমোর এবং এম.জি. থ্যাকারি
● ডব্লি এ. ফ্রিডল্যান্ডার
গ. জি. উইলসন ও রাইল্যান্ড
ঘ. উইলেনস্কি ও লেবো

৮. ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়ায় সাহায্য করে কোনটি?
ক. পৌরনীতি ও সুশাসন
খ. ইতিহাস
গ. অর্থনীতি,
● সমাজকর্ম

৯. সমাজকর্মকে বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্কের উপর দাঁড় করিয়েছেন কোন মনীষী?
ক. ডব্লিউ শেফার্ড
● ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার
গ. আরমান্ডো মরেলস
ঘ. এম.জি থ্যাকারি

১০. Social Welfare in Today’s World’ গ্রন্থটির লেখক কে?
ক. Ronald Clerk
● Ronald C Fedrico
গ. C. Fredrikn
ঘ. R.W. Bin. Ronald

১১. সমাজকর্ম ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতা
পুনরুদ্ধার করে। কথাটির তাৎপর্য কী?
ক. ব্যক্তির দায়িত্ব কর্তব্যের অনুভূতি সৃষ্টি করে
খ. ব্যক্তিকে সামাজিক করে তোলে
● ব্যক্তির সুপ্ত ক্ষমতাকে জাগ্রত করে
ঘ. ব্যক্তির সমস্যার সমাধান করে

১২. ‘The Cultural Background of Personality’ গ্রন্থটির প্রণেতা—
ক. ফিক্টে
● লিনটন
গ. ই. এ. হোবেল
ঘ. ই.এ. হোয়াইট

১৩. ফ্রিডল্যান্ডারের সংজ্ঞায় সমাজকর্মের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?
● সেবামূলক ব্যবস্থা
খ. সার্বিক কল্যাণ
গ. সম্পদের ব্যবহার
ঘ. সামাজিক নিরাপত্তা

১৪. কোনটিকে Profession of Practice বলা হয়?
ক. অর্থনীতি
খ.আইন
● সমাজকর্ম
ঘ. সমাজবিজ্ঞান

১৫. সমাজকর্ম পত্রিকা Charities Review কবে প্রকাশিত হয়?
ক. ১৮৯০ সালে
● ১৮৯১ সালে
গ. ১৯৯০ সালে
গ. ১৯৯১ সালে

১৬. কত সালে প্রকাশিত সমাজকর্ম অভিধানের সংজ্ঞায় ফ্রিল্যান্ডারের সংজ্ঞার প্রতিফলন ঘটেছে?
ক. ১৯৬৩
খ. ১৯৬৭
উ.১৯৯৫
ঘ. ১৯৯৮

১৭. Government and Social Welfare গ্রন্থের লেখক কে?
ক. চার্লস জ্যাস্ট্র
খ. ফ্রিডল্যান্ডার
উ.ওয়েন ভেসী
ঘ. উইলসন

১৮. কাদের প্রয়োজন পূরণে সমাজকর্ম সমষ্টিকে উপযোগী করে তোলে?
● ব্যক্তি ও পরিবারের
খ. ব্যক্তি ও দলের
গ. বন্ধু ও প্রতিবেশীর
ঘ. প্রতিবেশী ও সামাজিক প্রতিষ্ঠানের

১৯. সমাজকর্মের বিশেষ তাৎপর্যপূর্ণ সংজ্ঞা নির্ধারণ করেছে কোন সংস্থা?
● আমেরিকান জাতীয় সমাজকর্মী সংস্থা
খ. জার্মান জাতীয় সমাজকর্মী সংস্থা
গ. গ্রিক জাতীয় সমাজকর্মী সংস্থা
ঘ. ইংল্যান্ডের জাতীয় সমাজকর্মী সংস্থা

২০. সমাজকর্মের উদ্দেশ্য ও লক্ষ্যগুলোর মূলভিত্তি হলো-
ক. ব্যক্তি ও পরিবেশের সম্পর্ক
খ. সামাজিক মিথস্ক্রিয়া
গ সামাজিক সম্পর্ক
● সামাজিক ভূমিকা

২১. সাহায্যার্থীর অন্তর্নিহিত শক্তি বলতে কী বোঝানো হয়?
ক. ব্যক্তির নৈতিকতা
● ব্যক্তির সুপ্ত প্রতিভা ও দক্ষতা
গ. ব্যক্তির মূল্যবোধ
ঘ. ব্যক্তির সততা

২২. সমাজের বৃহত্তর কল্যাণে সমাজকর্ম কীভাবে জনগণকে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানবসম্পদ উন্নয়নে ব্যক্তির সুপ্ত ক্ষমতা ও প্রতিভার বিকাশ সাধন করার লক্ষ্যে কাজ করে থাকে?
● নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে
খ. নেতৃত্ব দানের মাধ্যমে
গ. রাজনৈতিক দল সৃষ্টির মাধ্যমে
ঘ. সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে

২৩. পরিবর্তনশীল সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে মানুষকে কোনটি সাহায্য করে?
● সমাজকর্ম
খ. সমাজবিজ্ঞান
গ. আইন পেশা
ঘ. পৌরনীতি ও সুশাসন

২৪. সুইডেন, নরওয়ের মতো দেশগুলোর প্রতি লক্ষ করলে দেখা যায় তারা কাঙ্ক্ষিত ও গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টিতে সক্ষম হয়েছে। সমাজকর্মের দৃষ্টিতে তাদের এ অবস্থায় পৌছার যৌক্তিক কারণ কী?

● পরিকল্পিত উপায়ে কর্মসূচি পরিচালনা
খ. জনসংখ্যার তুলনায় সম্পদ বেশি হওয়া
গ. উন্নত বিশ্বের সাথে সম্পর্ক ভালো হওয়া
ঘ. দক্ষ জনগোষ্ঠী থাকা

২৫. NASW কী?
ক. National Association of Several Workers
● National Association of Social Workers
গ. Normal Administration of Social Workers
ঘ. Normative Aim of Social Workers

২৬. সমাজকর্মের মূল লক্ষ্য হলো—
● সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে
খ.সামাজিক সম্পর্কের উন্নয়ন করা
গ. সামাজিক ভূমিকার উন্নয়ন
ঘ. সামাজিক মিথস্ক্রিয়া সৃষ্টি

২৭. সমাজকর্ম হলো —
i. বৈজ্ঞানিক জ্ঞান, মানবিক সম্পর্ক বিষয়ক ও দক্ষতাসম্পন্ন পেশাদার সেবাকর্ম
ii. মানবীয় গুণ, নৈতিকতার বিকাশ ও আধ্যাত্মিক জীবন গঠনের পদ্ধতি
iii. ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করার সেবাকর্ম

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৮. সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের
লক্ষ্যে যে ধরনের ভূমিকায় সেবাদান করে—–
i. প্রতিকারমূলক
ii. প্রতিশোধমূলক
iii. উন্নয়নমূলক

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii

২৯. সমাজকর্মের লক্ষ্য অর্জনে NASW কর্তৃক প্রকাশিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো—
i. সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো
ii. কার্যকর ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা
iii. মানুষের হৃতক্ষমতার পুনরুদ্ধার করা

নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩০. একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—
i. সমাজকে জটিলতর অবস্থায় উন্নীত করতে
ii. সমাজ হতে নানা অবাঞ্ছিত সমস্যা দূর করতে
iii. কাঙ্ক্ষিত পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত করতে

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব ‘ক’ কলেজে যে বিষয়টি পড়ান সেটি সমস্যা সমাধানের আধুনিক বিজ্ঞানভিত্তিক ও সেবামূলক প্রক্রিয়া। এর মূল লক্ষ্য হলো সামাজিক ভূমিকা পালনের জন্য সমাজের প্রতিটি স্তরের জনগণকে সক্রিয় ও সক্ষম করে তোলা এবং অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টি করা।

৩১. অনুচ্ছেদে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
● সমাজকর্ম
খ. সমাজবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান
ঘ. মনোবিজ্ঞান

৩২. উদ্দীপকে যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে—
i. মানুষকে স্বাবলম্বী করে তোলে
ii. মানুষের মানবিক আচরণ বিশ্লেষণ করে
iii. জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii

৩৩. সমাজকর্মীর কার্যক্রমের মধ্যে প্রকাশ পায় কোনটি?
● পেশাগত দক্ষতা
খ. মোহনীয় আচরণ
গ. শৈল্পিক দক্ষতা
ঘ. বুদ্ধিদীপ্ত জ্ঞান

৩৪. মাসুদ সাহেব একজন সমাজকর্মী। তিনি সেবা প্রদানের ক্ষেত্রে কী মেনে চলেন?
ক. ধর্মীয় আইন
খ. রাষ্ট্রীয় আইন
গ. সামাজিক আইন
● পেশাদার নীতিমালা

৩৫. মানুষের আচরণের মানদণ্ড কোনটি?
● সামাজিক মূল্যবোধ
খ. রাজনৈতিক মূল্যবোধ
গ. সাংস্কৃতিক মূল্যবোধ
ঘ.ধর্মীয় মূল্যবোধ

৩৬. নিচের কোনটি পেশা হিসেবে সমাজকর্মকে পরিচালনার জন্য সমাজকর্মের ধ্যান-ধারণা, নিয়ম-শৃঙ্খলা বা নীতি প্রণয়নের একটি মানদণ্ড স্থাপন করে?
ক. সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান
● সমাজকর্মের মূল্যবোধ
গ. সমাজকর্মের ব্যবহারিক জ্ঞান
ঘ. সমাজকর্মের পদ্ধতি

৩৭. সমাজকর্মের অনুশীলন কেমন হয়?
ক. একমুখী
খ. বাস্তবতা
গ. বর্জিত
● দ্বিমুখী ও অংশগ্রহণমূলক

৩৮. সমাজকর্মী আফিয়া ও সাহায্যার্থী রাবেয়ার পারস্পরিক সম্পর্ক বলে দেয় যে তারা একটি সুষ্ঠু সমাধানে পৌঁছাতে সক্ষম হবে। এখানে সমাধান কৌশল সফল হওয়ার যৌক্তিক কারণ কী?
ক. পর্যাপ্ত সম্পদ
● পেশাগত সম্পর্ক স্থাপন
গ. নীতির সঠিক প্রয়োগ
ঘ. সম্পদের সর্বোত্তম ব্যবহার

৩৯. সমাজকর্মে গৃহীত প্রতিকারমূলক কার্যক্রম নিচের
কোনটির আওতাভুক্ত?
● সমাজকর্মের পরিধি
খ. সমাজকর্মের প্রকৃতি
গ. সমাজকর্মের প্রয়োজনীয়তা
ঘ. সমাজকর্মের উদ্দেশ্য

৪০. সমাজকর্মের কোন ধরনের কার্যক্রম অপরাধী ও কিশোর অপরাধীদের সমাজে পুনরায় স্বাভাবিকভাবে জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে দেয়?
ক. প্রতিকারমূলক কার্যক্রম
● প্রতিরোধমূলক কার্যক্রম
গ. উন্নয়নমূলক কার্যক্রম
ঘ. সংশোধনমূলক কার্যক্রম

৪১. সমাজকর্মের পরিধি বলতে কী বোঝায়?
ক তাত্ত্বিক জ্ঞানকে
খ. সমাজের উন্নত ক্ষেত্রকে
গ. উন্নয়নকে
● প্রয়োগ উপযোগিতাকে

৪২. কীভাবে সমাজকর্ম মানুষকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করে?
ক. সমাজের অনাকাঙ্ক্ষিত সমস্যা দূর করে
● জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে
গ. সমাজে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করে
ঘ. রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন করে

৪৩. সমাজকর্ম মানুষের যে দিকটির বিকাশ সাধন করে স্বাবলম্বী হতে সাহায্য করে তা হলো—
ক. শারীরিক শক্তি
খ. দক্ষতা
গ. আচরণ
● সুপ্ত প্রতিভা

৪৪. রাকিব একজন সমাজকর্মী হিসবে সমাজের দরিদ্র, দুস্থ, অসহায় মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে তাদেরকে অন্যের মুখাপেক্ষী হতে না হয়। রাকিবের এরূপ কাজ সমাজকর্মের কোন লক্ষ্যের অন্তর্ভুক্ত?
ক. সুষ্ঠু সামাজিক ভূমিকা পালনে সহায়তা করা
● আত্মনির্ভরশীল করে গড়ে তোলা
গ. পরিকল্পিত সামাজিক পরিবর্তন আনয়ন
ঘ. সামাজিক বিপর্যয় রোধ

৪৫. সমাজকর্ম সার্বিক কার্যাবলি পরিচালনা করে—
i. সব শ্রেণির জনগোষ্ঠীর কল্যাণের জন্যে
ii. সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্যে
iii. স্থিতিশীল সামাজিক পরিবেশ সৃষ্টির জন্যে

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii

৪৬. জাতিসংঘের সামাজিক কমিশন আন্তর্জাতিক জরিপ পরিচালনার মাধ্যমে সমাজকর্মের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তা হলো-
i. একটি সাহায্যকারী কার্যক্রম
ii. একটি সংযোগকারী কার্যক্রম
iii. একটি সামাজিক কার্যক্রম
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও ii
গ. ii ও iii
● i, ii ও iii

৪৭. সেবা প্রদানের ক্ষেত্রে সমাজকর্মীকে খেয়াল রাখতে হয়–
i. সমাজকর্মের মূল্যবোধ ও ব্যবহারিক নীতিমালার প্রতি
ii. রাষ্ট্রীয় বিধিবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি
iii. সামাজিক আদর্শ ও মূল্যবোধের প্রতি

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii

৪৮. সমাজকর্ম প্রতিরোধমূলক কার্যাবলি গ্রহণ করে—
i. চলমান পরিস্থিতি মোকাবিলার জন্য
ii. অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তার জন্য
iii. ভবিষ্যৎ বিপর্যয় রোধ করার জন্য

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ নং ও ৫০নং প্রশ্নের উত্তর দাও:
হাসানপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুরের ময়লা- আবর্জনা পরিষ্কার করে সেখানে মাছ চাষের পরিকল্পনা করেন স্থানীয় যুব উন্নয়ন এক্ষেত্রে প্রথমে তারা অধিদপ্তরের কর্মকর্তারা।বস্থানীয় জনগণের মতামতেরবভিত্তিতে তাদেরকে প্রশিক্ষণের উদ্যোগ নেন। বেকার সমস্যার সমাধান হবে এই ভেবে স্থানীয় জনগণও এ উদ্যোগে সাড়া দেয়।

৪৯. উদ্দীপকের ঘটনায় নিচের কোনটির বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
● সমাজকর্ম
খ. সমাজবিজ্ঞান
গ. লোক প্রশাসন
ঘ. রাষ্ট্রবিজ্ঞান

৫০. উদ্দীপকে এ বিষয়টির যেসব বৈশি উঠেছে—
i. বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার
ii. পেশাগত সম্পর্ক স্থাপন
iii. মূল্যবোধ ও নীতির অনুশীলন

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

Answer Sheet


►► আরো দেখো: সমাজকর্ম সকল অধ্যায়ের MCQ উত্তর


শিক্ষার্থীরা এখানে উচ্চ মাধ্যমিকের সমাজকর্ম ১ম পত্র ১ম অধ্যায় mcq থেকে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন তুলে ধরা হয়েছে। তবে আমাদের মূল পিডিএফ হ্যান্ডনোটে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে।

উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে গুরুত্বপূর্ণ এ MCQ গুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url