কিভাবে ব্লগ সাইটে ভিজিটর বাড়াবেন ব্লগার সাইটে ভিজিটর বাড়ানোর সেরা কিছু টিপস।


 আসলামু আলাইকুম,সকলকে আমাদের এই সাইটে স্বাগতম। আজকের আর্টিকেলের মখ্য বিষয় হচ্ছে, 

কিভাবে ব্লগ সাইটে ভিজিটর বাড়াবেন? 

আমরা সকলেই জানি যে একটা সাইটে ভিজিটর কতটা গুরুত্বপূর্ণ। একটি সাইটের অন্যতম মূল বিষয় হচ্ছে ভিজিটর। সাইট থেকে আয় করার আরেকটি বিষয় ভিজিটরের উপর নির্ভর করে। সাইটের ভিজিটর যদি শূণ্য হয় তাহলে আপনার ইনকাম কিন্ত শূণ্য। তাই সাইটে ভিজিটর কিন্তু অনেক জরুরি একটি বিষয়। তাই আপনারা এই আর্টিকেল থেকে জানতে পারবেন যে কিভাবে একটি ব্লগ সাইটে ভিজিটর বাড়ানো যায়।

ব্লগ সাইটে ভিজিটর বাড়ানোর সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আর্টিকেল পাবলিস করা। আপনার সাইটে যদি কোনো আর্টিকেল বা পোষ্ট না থাকে তাহলে তো ভিজিটররা শুধু শুধু সাইটে আসবেনা, তাই সর্বপ্রথম আপনার সাইটে আর্টিকেল পাবলিস করতে হবে। আর্টিকেল পাবলিস করার ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। 

নিয়মগুলো হলোঃ

প্রতিনিয়ত পোস্ট পাবলিস করা। অর্থাৎ নিয়ম মাফিক আপনাকে পোস্ট পাবলিস করে যেতে হব। ধরুণ প্রতিদিন আপনি একটি করে পোষ্ট পাবলিস করতে পারেন কিংবা সপ্তাহে ১টি করে বা ২টি করে পোষ্ট পাবলিস করবেন। নিয়ম মাফিক পোস্ট পাবলিস করলে আর্টিকেলগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে এবং ভিজিটর ও বাড়ে।

কোয়ালিটিফুল আর্টিকেল লিখবেন। সবসময় হাইকোয়ালিটি আর্টিকেল পাবলিস করবেন। আপনার ব্লগে যদি লো কোয়ালিটি আর্টিকেল পাবলিস করেন তাহলে কিন্তু ভিজিটররা আর্টিকেলগুলো পড়তে চাইবেনা এবং ভিজিটর আসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর্টিকেলগুলো লং করার চেষ্টা করবেন। ব্যাপারটা এরকম ও না যে লম্বা আর্টিকেল হলেই মনে হয় হাইকোয়ালিটি হবে। আপনি পোস্টগুলো ৩৫০+ ওয়ার্ডের লিখবেন এবং কি ওয়ার্ড সাজেস্ট করে লিখবেন।এবং আর্টিকেলগুলো এমনভাবে লিখবেন যেনো ভিজিটর রা আর্টিকেল গুলো পড়ে আকর্ষিত হয়।আর্টিকেলগুলো তথ্যবহুল করার চেষ্টা করবেন।

নতুন কিংবা পুরাতন যেকোনো সাইটের ভিজিটর বাড়ানোর সর্বোত্তম উপায় হচ্ছে seo (search engine optimisation)।  seo করার মাধ্যমে আপনি প্রতিনিয়ত অর্গানিক ট্রাফিক পাবেন। গুগল,  বিং, ইয়াহু এইসব সার্চ ইঞ্জিন এ সাইট ইনডেক্স করবেন তাহলে এইসব সোর্স থেকে আপনি ভিজিটর পাবেন।সাইটের সবগুলো পোষ্ট সার্চ ইঞ্জিন গুলোতে ইডেক্স রাখবেন তাহলে আপনার সাইটের পোষ্ট রিলেটেড কেউ যদি সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করে তাহলে আপনার পোষ্ট সেখানে শো করবে এবং ভিজিটররা আপনার সাইটে প্রবেশ করবে। সার্চ ইঞ্জিন গুলোতে সবসময় ১ম ১০ পেজে আপনার সাইট র্য্যাঙ্ক করানোর চেষ্টা করুন। কেননা ভিজিটররা সবসময় প্রথম ১০ পেজের মধ্যেই তাদের কাঙ্খিত ফলাফল খুঁজে এবং পেয়ে যায়।আপনার আর্টিকেলগুলো যদি কোয়ালিটিফুল হয় তাহলে প্রথম ১০ পেজের ভিতর আপনার আর্টিকেলগুলো থাকবে।


ভিজিটর পাওয়ার অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে স্যোশিয়াল মিডিয়া

আমরা জানি যে বর্তমান সময়ে স্যোশিয়াল মিডিয়া কতটা এক্টিব। আপনি চাইলে এই  স্যোশিয়াল মিডিয়াকে কাজে লাগিয়ে আপনার সাইটে ট্রাফিক আনতে পারেন। সেজন্য আপনার সাইটের আর্টিকেলগুলো স্যোশিয়াল মিডিয়াতে বেশি বেশি শেয়ার করুন। আপনার আর্টিকেল গুলোর থাম্বনেইল এবং টাইটেল এমনভাবে লিখুন যেনো ভিজিটররা আকর্ষিত হয় এবং সাইটে প্রবেশ করে।


সাইটের ব্যাকলিংক ক্রিয়েট

সাইটের ব্যাকলিংক তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। ভালো এবং হাইকোয়ালিটি সাইট থেকে ব্যাকলিংক তৈরি করবেন। তাহলে আপনার সাইটে ভালো ভিজিটর পাবেন।

ভালো ভিজিটর পেতে চাইলে ভিডিও এবং আর্টিকেল মার্কেটিং করতে পারেন। ইউটিউবে ভিডিও মার্কেটিং করেও সাইটে অর্গানিক ভিজিটর পাওয়া যায়।

ফোরাম পোস্টিং

ভালো ভিজিটর পাওয়ার আরেকটি ভালো মাধ্যম হচ্ছে ফোরাম পোষ্টিং।অনলাইনে অনেক ফোরাম পোষ্টিং সাইট রয়েছে যেখানে অনেকে অনেক ধরণের প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে। সেখানে আপনি তাদের প্রশ্নের উত্তর দিবেন এবং সাথপ আপনার সাইটের লিংক টা যুক্ত করে দিতে পারেন। এতে করে আপনারা সাইটে ট্রাফিক আসবে। তবে ফোরাম পোস্টিং সাইটে লিংক শেয়ার করার ক্ষেত্রে তাদের নীতিমালা অনুসরণ করতে হবে।

শেষ কথাঃ

তো এই ছিলো আজকের আর্টিকেল।  আশা করি সকলেই আপনাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন। আপনারা যদি আপনাদের সাইটে ভালো ভিজিটর পেতে চান তাহলে এই বিষয়গুলো আপনাদের সাইটে খেয়াল রাখবেন  তাহলে খুব সহজেই আপনাদের সাইটে ভালো ট্রাফিক পেতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url