(PDF) বাংলাদেশের সাহিত্য কবিতা গল্প উপন্যাস এবং প্রবন্ধ
[ad_1]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের সাজেশন। বাংলা সাহিত্য বিভাগের সকল বিষয়ের উত্তরসহ পূর্ণাঙ্গ সাজেশন। আজকের আলোচনা বাংলাদেশের সাহিত্য কবিতা গল্প উপন্যাস এবং প্রবন্ধ সাজেশন pdf ও প্রশ্ন উত্তর। বিষয়- বাংলাদেশের সাহিত্য: কবিতা, গল্প, উপন্যাস এবং প্রবন্ধ, বিষয় কোড: ৩১১০১১।
বাংলাদেশের সাহিত্য কবিতা গল্প উপন্যাস এবং প্রবন্ধ
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ‘ক্রান্তিকাল’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘ক্রান্তিকাল’ গ্রন্থের রচয়িতা আব্দুল হক।
২. ‘জাহাজী’ গল্পে বৃদ্ধ সারেঙ্গের নাম কি?
উত্তর : ‘জাহাজী’ গল্পে বৃদ্ধ সারেঙ্গের নাম করিম সারেঙ।
৩. ‘দুধভাতে উৎপাত’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘দুধভাতে উৎপাত’ গ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস।
৪. দারুচিনি দ্বীপের উল্লেখ রয়েছে শহীদ কাদরীর কোন কবিতায়?
উত্তর : দারুচিনি দ্বীপের উল্লেখ রয়েছে শহীদ কাদরীর প্রেম কবিতায়।
৫. আমুদের গ্রামের নদীটির নাম কি?
উত্তর : আমুদের গ্রামের নদীটির নাম ময়ূরাক্ষী নদী।
৬. ‘প্রতিদিন একটি রুমাল’ গ্রন্থের কাকে উৎসর্গ করা হয়েছে?
উত্তর : লেখকের শ্রদ্ধাভাজন অগ্রজ কবি মোহাম্মদ মাহফুজউল্লাহকে।
৭. ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসে মানুষের উপর কে কবিতা লিখতে চেয়েছিল?
উত্তর : ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসে মানুষের উপর কবি মোহাম্মদ আলী কবিতা লিখতে চেয়েছিল ।
৮. সমরজিতের পিতার কি গাড়ি ছিল?
উত্তর : সমরজিতের পিতার ফিটন নামের গাড়ি ছিল
৯. মোতাহার হোসেন চৌধুরী কোন সাহিত্যিক আন্দোলনের সাথে জড়িত ছিলেন?
উত্তর : মোতাহার হোসেন চৌধুরী বুদ্ধির মুক্তি সাহিত্যিক আন্দোলনের সাথে জড়িত ছিলেন।
১০. ‘চাঁদের অমাবস্যা’ গ্রন্থের রচিয়তা কে?
উত্তর : ‘চাঁদের অমাবস্যা’ গ্রন্থের রচিয়তা সৈয়দ ওয়ালীউল্লাহ।
১১. ‘যখন উদ্যত সঙ্গীন’ গ্রন্থের রচিয়তা কে?
উত্তর : ‘যখন উদ্যত সঙ্গীন’ গ্রন্থের রচিয়তা হাসান হাফিজুর রহমান।
১২. ‘দৈবাৎ যদি হতাম’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর : দৈবাৎ যদি হতাম’ প্রবন্ধটি শুভবুদ্ধি গ্রন্থের অন্তর্গত।
১৩. আধুনিক কবি ও কবিতা’ গ্রন্থের লেখক কে?
উত্তর : আধুনিক কবি ও কবিতা’ গ্রন্থের লেখক হাসান হাফিজুর রহমান।
১৪. ‘বখতিয়ারের ঘোড়া’ কার লেখা?
উত্তর : ‘বখতিয়ারের ঘোড়া’ আল মাহমুদের লেখা।
১৫. কবির সেলামগুলো চুরি করেছেন কে?
উত্তর : কবির সেলামগুলো চুরি করেছেন একজন সমরবিদ।
১৬. সমর জিৎ- এর পিতার নাম কি?
উত্তর : সমর জিৎ- এর পিতার নাম অমৃতলাল।
১৭. মাহমুদুল হকের প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা কত?
উত্তর : মাহমুদুল হকের প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা ৩টি।
১৮. সবলসিংহপুর গ্রাম কোন জেলায় অবস্থিত?
উত্তর : সবলসিংহপুর গ্রাম পশ্চিম বঙ্গের হুগলি জেলায় অবস্থিত ।
১৯. দরবেশ বলে পরিচিত লোকটির নাম কি?
উত্তর : দরবেশ বলে পরিচিত লোকটির নাম কাদের মিঞা।
২০. চন্দ্রালোকে যুবক শিক্ষক বাঁশ ঝাড়ে কী দেখেছিল?
উত্তর : চন্দ্রালোকে যুবক শিক্ষক বাঁশ ঝাড়ে দেখেছিল করিম মাঝির যুবতী স্ত্রীর মৃত দেহ।
২১. চাঁদের অমাবস্যা উপন্যাসের প্রকাশকাল কত?
উত্তর : চাঁদের অমাবস্যা উপন্যাসের প্রকাশকাল ১৯৬৪ সাল।
২২. ‘মুসলিম সাহিত্য সমাজ’ কতসালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ‘মুসলিম সাহিত্য সমাজ’ ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়
২৩. প্রাবন্ধিক আবদুল হকের ছদ্মনাম কি?
উত্তর : প্রাবন্ধিক আবদুল হকের ছদ্মনাম আবু আহসান।
২৪. ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যটির প্রথম কবিতার নাম কি?
উত্তর : ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যটির প্রথম কবিতার নাম আদিম অক্ষররাশি।
২৫. কবি শহীদ কাদরীর মৃত্যু কত সালে?
উত্তর : কবি শহীদ কাদরীর মৃত্যু ২০১৬ সালে।
২৬. ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
উত্তর : ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধটি সংস্কৃতি-কথা গ্রন্থ থেকে সংকলিত।
২৭. ‘প্রতিদিন একটি রুমাল’ গল্পের সবুজ কোথায় চাকরি করে?
উত্তর : ‘প্রতিদিন একটি রুমাল’ গল্পের সবুজ ইছাপুর চাকরি করে।
২৮. ‘জীবন আমার বোন’ কার লেখা?
উত্তর : ‘জীবন আমার বোন’ মাহমুদুল হক এর লেখা।
২৯. ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ গ্রন্থের লেখক কে?
উত্তর : কোথাও কোনো ক্রন্দন নেই’ গ্রন্থের লেখক শহীদ কাদরী।
৩০. শওকত আলীর জন্ম কত সালে?
উত্তর : শওকত আলীর জন্ম ১৯৩৬ সালে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যের ‘তোমায় আপন পতাকা’ কবিতায় মূলভাব আলোচনা কর।
২. “সোনার দিনার নাই” দেন-মোহর চেয়োনা হরিণী যদি নাও, দিতে পারি কাবিনবিহীন হাত দু’টি- প্রসঙ্গ উল্লেখ করে পঙক্তিদ্বয়ের তাৎপর্য বিশ্লেষণ কর।
৩. কবি হাসান হাফিজুর রহমানের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৪. সংক্ষেপে ‘খন্ডচাদের বক্রতায়’ গল্পের মূলভাব লিখ।
৫. ‘খোঁয়ারি’ গল্পের সমরজিতের পরিচয় দাও।
৬. মাহমুদুল হকের “ছেড়াতার” গল্পে নজরুল চরিত্রের পরিচয় দাও।
৭. শহীদ কাদরীকে ‘নাগরিক কবি’ বলা হয় কেন?
৮. মোতাহার হোসেন চৌধুরীর ‘মানুষ্যত্ব’ প্রবন্ধের মূলভাব লিখ।
৯. হাসান হাফিজুর রহমানের কবিতায় ব্যবহৃত চিত্রকল্পের উদাহরণ দাও।
১০. ‘ছলনা জানি না বলে আর কোন ব্যবসা শিখিনি’ – ব্যাখ্যা কর।
১১. ‘জীবন কি জীবন্ত কবর’-ব্যাখ্যা কর।
১২. ‘খেয়ারি’ গল্পে ধর্মীয় সংখ্যালগুদের কোন সমস্যার কথা বলা হয়েছে?
১৩. ‘চাদের অমাবস্যা’ উপন্যাসের প্রবাহ অন্তর্মুখী বলা হয় কেন?
১৪. রোকেয়া আহমদ রাখী কে? পরিচয় দাও!
১৫. লেখক কেন জ্ঞান- বিজ্ঞানের উর্ধ্বে প্রেমের প্রয়োজনের কথা বলেছেন?
১৬. আবদুল হক কোন অর্থে ‘ক্রান্তিকাল’ শব্দের ব্যবহার করেছেন?
১৭. কবি শহীদ কাদরীর অসাম্প্রদায়িক মননের পরিচয় দাও।
১৮. ‘জোনাকি’ গল্পের মূলভাব আলোচনা কর।
১৯. “সময় শুধু হতাশা, পরাজয় আর মৃত্যু বয়ে আনে”- উক্তিটি কার? কেন করেছে?
২০. ‘স্বাধীনতা বনাম শুভবুদ্ধি’ প্রবন্তের মূল বক্তব্য আলোচনা কর।
২১. ‘পতঙ্গপিঞ্জর’ উপন্যাসের আলোকে কবি মোহাম্মদ আলীর সংক্ষিপ্ত পরিচয় দাও।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের শিল্পমূল্য আলোচনা কর।
২. ‘কথাশিল্পী শওকত আলী’ এই শিরোনামে একটি নিবন্ধ রচনা কর।
৩. ঢাকার মুসলিম সমাজের মুক্তবুদ্ধির অনুশীলনে শিখা পত্রিকার অবদান আলোচনা কর।
৪. একটি বিশেষ সময় ও সমাজের যে চিত্র ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসে চিত্রিত হয়েছে তা বর্ণনা কর।
৫. ৪৭- উত্তর বাংলা কাব্য ধারার পরিচয় দাও।
৬. ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসে রাখীর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা কর।
৭. ‘সোনালী কাবিন’ কাব্যে বিধৃত লোকের সংস্কৃতি অনুষঙ্গ বর্ণনা কর।
৮. শহীদ কাদরীর কবিতায় তার সময়ের উজ্জ্বল বিস্তৃতির বিষয়টি তুলে ধর।
৯. পঞ্চাশের মম্বন্তরের প্রেক্ষাপটে ‘নয়নচারা ’ গল্পের মূল বক্তব্য তুলে ধর।
১০. অবক্ষয়বাদী সমাজ-উদ্ভুত দুই যুবকের মানসিক অন্তর্দ্বন্দের পরিচয় তুলে ধর।
১১. আত্মজাগরিত নারীবাদ তত্ত্বের আলোকে ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসটি বিশ্লেষণ কর।
১২. ‘সংস্কৃতি-কথা ’ প্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির স্বরূপ বিশ্লেষণ কর।
১৩. ‘শুভবুদ্ধি’ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা কর।
১৪. সাতচল্লিশোত্তর বাংলা কবিতার বিষয়ভাবনা প্রসঙ্গে আলোচনা কর।
১৫. শহীদ কাদরীর রচনা আলোকে কসমোপলিটন জীবনের অনিবার্য বাস্তবতার বিবরণ দাও।
১৬. আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের ধারায় সৈয়দ ওয়ালীউল্লাহের অবদান আলোচনা কর।
১৭. শওকত আলীর উপন্যাসে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্লেষণ কর।
১৮. আব্দুল হকের ‘ক্রান্তিকাল’ প্রবন্ধের আলোকে সাহিত্য ভাবনার পরিচয় দাও।
আরো দেখো : মাস্টার্স বাংলা সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মাস্টার্স শেষ পর্বের উপন্যাস সাজেশন pdf সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
[ad_2]