রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা (PDF) রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষ

[ad_1]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা, বিষয় কোড: ২৪১৯০১।

রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. ‘The Political System’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘The Political System’ গ্রন্থের লেখক ডেভিড ইস্টন (David Easton)।

২. প্রত্যয় কী?
উত্তর : প্রত্যয় হচ্ছে সার সংকলন, যা চিন্তা ও অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণযোগ্য মানসিক সত্তাকে সংগঠিত করে।

৩. ক্ষমতা কী?
উত্তর : ক্ষমতা বলতে মানুষের আচারব্যবহারকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্যকে বুঝায়।

৪. কর্তৃত্বের কয়েকটি বৈশিষ্ট্য লেখ।
অথবা, কর্তৃত্বের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : কর্তৃত্বের কয়েকটি বৈশিষ্ট্য হলো— ১. বৈধতা, ২. সীমাবদ্ধ বলপ্রয়োগ, ৩. অনুমোদন, ৪. মতাদর্শ ইত্যাদি।

৫. কর্তৃত্ব কী?
উত্তর : বিধিসম্মত বা বৈধ ক্ষমতাকে কর্তৃত্ব বলে।

৬. সম্মোহনী কর্তৃত্বসম্পন্ন দু’জন ব্যক্তির নাম লেখ।
উত্তর : সম্মোহনী কর্তৃত্বসম্পন্ন দু’জন ব্যক্তির নাম হলো- ১. মহাত্মা গান্ধী ও ২. শেখ মুজিবুর রহমান।

৭. ‘Superanus’ শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তর : ‘Superanus’ শব্দটি ল্যাটিন ভাষার শব্দ।

৮. এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা ডিলফ্রেডো প্যারেটো।

৯. গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি তত্ত্বটি কে প্রদান করেন?
উত্তর : গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি তত্ত্বটি প্রদান করেন রবার্ট মিশেল।

১০. ‘আইনগত সার্বভৌম তত্ত্ব’ এর প্রবক্তা কে?
উত্তর : ‘আইনগত সার্বভৌম তত্ত্ব’ এর প্রবক্তা জন অস্টিন।

১১. ‘The Ruling Class’ গ্রন্থটির রচয়িতা কে?
অথবা, ‘The Ruling Class’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘The Ruling Class’ গ্রন্থটির রচয়িতা গায়েটানো মসকা।

১২. কার্ল মার্কস এর দুটি তত্ত্বের নাম লেখ।
উত্তর : কার্ল মার্কস এর দুটি তত্ত্ব হলো- ১. উদ্বৃত্ত মূল্যতত্ত্ব ও ২. শ্রেণিসংগ্রাম তত্ত্ব তত্ত্ব।

১৩. আইনের দুটি উৎসের নাম লেখ।
উত্তর : আইনের দুটি উৎস হলো— ১. জনমত এবং ২. পার্লামেন্ট।

১৪. বহুদলীয় ব্যবস্থা কী?
উত্তর : কোনো দেশে দুইয়ের অধিক দলের প্রাধান্য হলো বহুদলীয় ব্যবস্থা।

১৫. যুক্তরাষ্ট্রীয় সরকার চালু রয়েছে এমন দুটি দেশের নাম লেখ।
উত্তর : যুক্তরাষ্ট্রীয় সরকার চালু রয়েছে এমন দুটি দেশ হলো— ১. আমেরিকা যুক্তরাষ্ট্র ও ২. ভারত।

১৬. চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বুঝ?
উত্তর : একটি সুসংগঠিত গোষ্ঠী যারা সরকারি নীতিকে প্রভাবিত করে কোনোকিছু লাভ করতে চায় তারা চাপসৃষ্টিকারী গোষ্ঠী।

১৭. ‘নির্বাচকমণ্ডলী সরকারের চতুর্থ অঙ্গ।’ – উক্তিটি কার?
উত্তর : ‘নির্বাচকমণ্ডলী সরকারের চতুর্থ অঙ্গ।’- উক্তিটি ডব্লিউ. এফ. উইলোবির।

১৮. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর : সরকারের চতুর্থ অঙ্গ নির্বাচকমণ্ডলী।

১৯. আধুনিক গণতন্ত্রের জনক কে?
অথবা, সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর : আধুনিক গণতন্ত্রের জনক জন লক।

২০. এরিস্টটলের মতে উত্তম শাসনব্যবস্থা কোনটি?
উত্তর : এরিস্টটলের মতে উত্তম শাসনব্যবস্থা হলো পালটি বা মধ্যমতন্ত্র।

২১. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ম্যাগনাকার্টা ১২১৫ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।

২২. নির্দলীয় রাজনীতি কী?
উত্তর : নির্দলীয় রাজনীতি হলো যে রাজনৈতিক ব্যবস্থায় কোনো ‘দল’ থাকবে না।

২৩. রেনেসাঁ শব্দের অর্থ কী?
উত্তর : রেনেসাঁ শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম।

২৪. ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উত্তর : ফরাসি বিপ্লব ১৭৮৯ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. রাজনৈতিক তত্ত্ব কী?
২. ক্ষমতা ও কর্তৃত্ব বলতে কী বুঝ?
৩. ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক কী?
অথবা, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক বর্ণনা কর।
৪. আইনগত সার্বভৌমত্ব কী?

৫. রাজনৈতিক এলিট কাকে বলে?
অথবা, রাজনৈতিক এলিট বলতে কী বুঝায়?
৬. উদ্বৃত্ত মূল্যতত্ত্ব কী?
অথবা, উদ্বৃত্ত মূল্যতত্ত্ব বলতে কী বুঝ?
৭. সুশীল সমাজ বলতে কী বুঝ?
৮. গণভোট বলতে কী বুঝ ?

৯. সর্বাত্মকবাদ কী?
১০. জনমত কাকে বলে?
১১. বিশ্বায়ন কাকে বলে?
১২. জাতিসত্তার সংকট বলতে কী বুঝ?
১৩. রেনেসাঁ বলতে কী বুঝ ?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২. রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের গুরুত্ব আলোচনা কর।
৩. উন্নয়নশীল দেশসমূহ কেন বৈধতার সংকটের সম্মুখীন হয়? আলোচনা কর।
অথবা, উন্নয়নশীল দেশগুলো কেন বৈধতার সংকটের সম্মুখীন হয়? আলোচনা কর।
৪. প্যারেটোর এলিট তত্ত্ব ব্যাখ্যা কর।

৫. কার্ল মার্কসের শ্রেণিসংগ্রাম তত্ত্ব বিশ্লেষণ কর।
অথবা, কার্ল মার্কসের শ্রেণিসংগ্রাম তত্ত্ব আলোচনা কর।
৬. গণতান্ত্রিক রাষ্ট্রে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।
অথবা, গণতান্ত্রিক রাষ্ট্রে সুশীল সমাজের ভূমিকা বর্ণনা কর।
৭. রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা কর।

৮. ‘গণতন্ত্র সর্বোত্তম সরকার ব্যবস্থা কিন্তু এর পূর্বশর্ত অনেক।’ — ব্যাখ্যা কর।
৯. সুশাসনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১০. উন্নয়নশীল দেশসমূহে সুশাসন প্রতিষ্ঠার উপায়সমূহ লেখ।
১১. উন্নয়নশীল দেশে সুশাসন প্রতিষ্ঠার সমস্যাসমূহ আলোচনা করা।

Answer Sheet


আরো দেখো : রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন


অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা pdf সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url