কৃষক সমাজ (PDF) সাজেশন সমাজবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ

[ad_1]

সমাজবিজ্ঞান বিভাগ অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের শিল্প কৃষক সমাজ pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: কৃষক সমাজ, বিষয় কোড: ২৪২০১৭।

কৃষক সমাজ pdf সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. ‘The Peasantry of Bengal’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The Peasantry of Bengal’ গ্রন্থটির রচয়িতা রমেশ চন্দ্ৰ দত্ত।

২. ‘The Awkward Class’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The Awkward Class’ গ্রন্থটির রচয়িতা হলেন বিশিষ্ট কৃষিতাত্ত্বিক থিওডর শানিন।

৩. ‘কৃষক সমাজ’ প্রত্যয়টি কে প্রথম চয়ন করেন?
অথবা, সর্বপ্রথম কে কৃষক সমাজ প্রত্যয়টি ব্যবহার করেন?
উত্তর : রুশ অর্থনীতিবিদ এ. ভি. চায়ানভ সর্বপ্রথম ‘কৃষক সমাজ’ বা ‘Peasant Society’ প্রত্যয়টি প্রথম চয়ন করেন।

৪. এরিক উলফের মতানুযায়ী কৃষক পরিবারের ধরন কয়টি?
উত্তর : এরিক উলফের মতানুযায়ী কৃষক পরিবারের ধরন দুটি।

৫. সামন্তবাদ কী?
উত্তর : সামন্তবাদ হলো একটি বিশেষ আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার নাম যা ভূমির মালিকানা এবং ভূমির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গড়ে ওঠে।

৬. ম্যানর কী?
উত্তর : সামন্ত কৃষি ব্যবস্থায় কিছু খাসজমির সমন্বয়ে যে স্বনির্ভর আর্থসামাজিক কাঠামো বিকশিত হয়েছিল তাই ম্যানর।

৭. এশীয় উৎপাদন প্রণালি কী?
উত্তর : সেচভিত্তিক দক্ষিণ এশীয় উৎপাদন প্রণালিকে কার্ল মার্কস এশীয় উৎপাদন প্রণালি হিসেবে আখ্যায়িত করেন।

৮. গ্রামীণ এলিট কারা?
উত্তর : গ্রামীণ ক্ষমতা কাঠামোর সর্বোচ্চ স্তরে যাদের অবস্থান, যারা অন্যদের ওপর নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার করতে পারে তারাই গ্রামীণ এলিট।

৯. ভারতীয় উপমহাদেশে ভূমিতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর : ভারতীয় উপমহাদেশে ভূমিতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন ইংরেজ লর্ড কর্নওয়ালিস।

১০. জীবন নির্বাহী খামার বলতে কী বুঝ?
উত্তর : যে খামার ব্যবস্থায় কৃষক তার পরিবারের প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন করে জীবন নির্বাহ করে তাকে জীবন নির্বাহী খামার বলে।

১১. বর্গাচাষ কী?
অথবা, বর্গা প্রথা কী?
উত্তর : কোনো ভূমিহীন বা প্রান্তিক চাষির অন্যের জমি চাষ করাই বর্গাচাষ।

১২. বাংলাদেশের জাতীয় উৎপাদনে কৃষি খাতের অবদান কত?
উত্তর : বাংলাদেশের জাতীর উৎপাদনে কৃষি খাতের অবদান ১৩.৩২%। (অর্থনৈতিক সমীক্ষা-২০২০)

১৩. Six Village of Bengal’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘Six Village of Bengal’ গ্রন্থের রচয়িতা রামকৃষ্ণ মুখার্জী।

১৪. গ্রামীণ মাতবর কারা?
উত্তর : সাধারণত যারা গ্রামীণ সমাজে নেতৃত্ব প্রদান করেন তারাই গ্রামীণ মাতবর।

১৫. প্রান্তিক কৃষক কারা?
উত্তর : সাধারণত যেসব কৃষকের চাষাবাদের মতো জায়গা জমি থাকে না বা অন্যের জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে তারাই প্রান্তিক কৃষক।

১৬. চরম দারিদ্র্য কী?
উত্তর : মানুষ যখন তার মৌল মানবিক চাহিদা অর্থাৎ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, চিত্তবিনোদন ও সামাজিক নিরাপত্তা পূরণে ব্যর্থ হয়, তখন ঐ অবস্থাকে চরম দারিদ্র্য বলা হয়।

১৭. নাচোলের কৃষক বিদ্রোহে কে নেতৃত্ব দান করেন?
উত্তর : নাচোলের কৃষক বিদ্রোহে ইলামিত্র অগ্রণী ভূমিকা পালন করেন।

১৮. দারিদ্র্যের দুষ্টচক্র ধারণার প্রবক্তা কে?
উত্তর : দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটি অধ্যাপক র‍্যাগনার নার্কস দিয়েছেন।

১৯. ‘Peasant and Peasant Societies’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Peasant and Peasant Societies’ গ্রন্থটির রচয়িতা থিওডর শানিন।

২০. ‘খানা’ কী?
উত্তর : ‘খানা’ হলো প্রাথমিক সামাজিক একক, যার সদস্যরা একই চুলায় বা পাতিলের রান্না খায়।

২১. কে কৃষক অর্থনীতিকে একটি স্বতন্ত্র উৎপাদন পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন?
উত্তর : রুশ কৃষিতাত্ত্বিক এ. ভি. চায়ানভ কৃষক অর্থনীতিকে স্বতন্ত্র উৎপাদন পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন।

২২. হোমেজ ব্যবস্থা কী?
উত্তর : সামন্ত যুগে যেসব আনুষ্ঠানিকতার মাধ্যমে ভ্যাসাল তার সামন্তপ্রভুর প্রতি আনুগত্য স্বীকার করতো সেসব ব্যবস্থাই হোমেজ ব্যবস্থা নামে পরিচিত ছিল।

২৩. পুঁজিবাদের সর্বোচ্চ স্তর কোনটি?
উত্তর : পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হলো সাম্রাজ্যবাদ।

২৪. বর্ধিত পরিবার কী?
উত্তর : সাধারণত দুই বা তিন পুরুষের সদস্যের সমন্বয়ে গঠিত পরিবারই বর্ধিত পরিবার।

২৫. কৃষক সম্প্রদায় কী?
উত্তর : কৃষিকে কেন্দ্র করে গড়ে ওঠা ক্ষুদ্র সম্প্রদায়ই কৃষক সম্প্রদায়।

২৬. বিশেষায়িত খামার কী?
উত্তর : সাধারণত অধিক মুনাফা অর্জনের জন্য ব্যাপক পুঁজি বিনিয়োগের মাধ্যমে যে বৃহদায়তন খামার গড়ে তোলা হয় তাই বিশেষায়িত খামার।

২৭. স্বশোষণ বলতে কী বুঝ ?
অথবা, কৃষক সমাজে স্বশোষণ কী?
উত্তর : কৃষক উৎপাদন খরচের হিসাবে নিজের শ্রমের মূল্য, মুনাফা ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় আনে না। কৃষকের এ দৃষ্টিভঙ্গিকে স্বশোষণ বলা হয়ে থাকে।

২৮. ‘আদিম সমাজে জীবন ছিল ভূরিভোজ নচেৎ উপবাস।’ – উক্তিটি কার?
উত্তর : ‘আদিম সমাজে জীবন ছিল ভূরিভোজ নচেৎ উপবাস।’ — উক্তিটি ভারতীয় নৃতাত্ত্বিক মিনু মাসানির।

২৯. ‘Peasants and Peasant Societies’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Peasants and Peasant Societies’ গ্রন্থটির রচয়িতা থিওডর শানিন।

৩০. কুমিল্লা মডেলের প্রবক্তা কে?
উত্তর : কুমিল্লা মডেলের প্রবক্তা অধ্যক্ষ আখতার হামিদ খান।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. কৃষক সমাজের সংজ্ঞা দাও।
২. কৃষক সমাজ ও কৃষিভিত্তিক সমাজের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৩. ‘সীমিত পণ্যের প্রতিচ্ছবি’ দৃষ্টিভঙ্গি বলতে কী বুঝ?
৪. শানিনের মতে কৃষক সমাজের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
৫. আদিম অর্থনীতির বৈশিষ্ট্যগুলো লেখ।

৬. সামন্ত সমাজে কৃষকের অবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৭. ম্যানর ব্যবস্থা ব্যাখ্যা কর।
৮. কৃষক পরিবারের ধরনগুলো লেখ।
৯. কৃষক সমাজে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা সংক্ষেপে লেখ।
অথবা, বাংলাদেশের গ্রামীণ সমাজে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা আলোচনা কর।
১০. শ্রেণি ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য উল্লেখ কর।

১১. ভূমিসংস্কারের উদ্দেশ্যসমূহ কী?
অথবা, ভূমি সংস্কারের উদ্দেশ্যসমূহ লেখ।
১২. অকৃষিকাজের ধরনগুলো সংক্ষেপে লেখ।
১৩. কৃষি কাঠামোর মৌলিক উপাদানসমূহ লেখ।
১৪. প্রাক ব্রিটিশ বাংলার সমাজ কাঠামোর চিত্র সংক্ষেপে তুলে ধর।
১৫. কৃষক গতিশীলতা কাকে বলে?

১৬. কৃষক সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ লেখ।
১৭. কৃষক সমাজে আধুনিকতা বলতে কী বুঝ?
১৮. দারিদ্র্যের দুষ্টচক্র কী?
১৯. কৃষক আন্দোলন কী?
অথবা, কৃষক বিদ্রোহ কী?
২০. তেভাগা আন্দোলন কী?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. কৃষক সমাজ অধ্যয়নের গুরুত্ব আলোচনা কর।
২. বাংলাদেশের কৃষক সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর।
৩. কৃষক সমাজ সম্পর্কিত রবার্ট রেডফিল্ডের তত্ত্বটি আলোচনা কর।
৪. কৃষক সমাজ সম্পর্কে এ. ভি. চায়ানডের তত্ত্ব বর্ণনা কর।
অথবা, চায়ানভের কৃষক অর্থনীতি বিষয়ক তত্ত্বটি পর্যালোচনা কর।
৫. খাদ্যোৎপাদন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৬. পুঁজিবাদী সমাজে কৃষকের আর্থসামাজিক অবস্থা আলোচনা কর।
অথবা, পুঁজিবাদী সমাজে কৃষকের অবস্থা বিশ্লেষণ কর।
৭. কৃষক সমাজে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা আলোচনা কর।
৮. সমাজজীবনে জাতিবর্ণ প্রথার প্রভাব আলোচনা কর।
৯. বাংলাদেশের কৃষক অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা কর।

১০. বাংলাদেশের কৃষির প্রধান সমস্যাসমূহ পর্যালোচনা কর।
১১. বাংলাদেশের গ্রামীণ সমাজে অকৃষিকাজের ধরনসমূহ আলোচনা কর।
১২. জীবননির্বাহী ও বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৩. প্রাক-ব্রিটিশ বাংলার কৃষি কাঠামো আলোচনা কর।
১৪. কৃষি কাঠামোর উপাদানসমূহ বর্ণনা কর।

১৫. কৃষক সমাজের সংগঠনসমূহ বর্ণনা কর।
১৬. স্বাধীনতা-উত্তর বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোতে সংঘটিত পরিবর্তনের স্বরূপ উপর্যুক্ত উদাহরণসহ আলোচনা কর।
১৭. বাংলাদেশে গ্রামীণ দারিদ্র্যের প্রকৃতি ও পরিবর্তনশীল রূপ আলোচনা কর।
১৮. বাংলাদেশে গ্রামীণ নেতৃত্বের পরিবর্তনশীল ধরন বা ধারা আলোচনা কর।
১৯. তেভাগা আন্দোলন সম্পর্কে বর্ণনা কর।
অথবা, তেভাগা আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা কর।
২০. গ্রামীণ সমাজ ও সংস্কৃতিতে ক্ষুদ্র কৃষকের ভূমিকা আলোচনা কর।

Answer Sheet


আরো দেখো : সমাজবিজ্ঞান ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন


অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগেরকৃষক সমাজ pdf সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url