সমাজকর্ম মৌখিক পরীক্ষা সাজেশন (PDF) অনার্স ৪র্থ বর্ষ

[ad_1]

অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমাজকর্ম বিভাগের সাজেশন। অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম মৌখিক পরীক্ষা সাজেশন pdf ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়:মৌখিক পরীক্ষা, বিষয় কোড: ২৪২১১৮।

সমাজকর্ম মৌখিক পরীক্ষা

১.সামাজিক স্তর বিন্যাস বলতে কী বুঝায়?
উত্তর : সামাজিক স্তর বিন্যাস বলতে কোনো সমাজকে এক বা একাধিক বিষয়ের মান ও নীতির ভিত্তিতে ক্রমোচ্ছভাবে বিভিন্ন স্তরে বিভক্তি করাকে বুঝায়।

২. RSS এর পক্ষভুক্ত জনগোষ্ঠী কারা?
উত্তর : সাধারণ দরিদ্র, পশ্চাৎপদ এবং সুবিধাবঞ্চিত জনগণই হলো RSS-এর লক্ষভুক্ত জনগণ।

৩. পল্লি জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য বল।
উত্তর : পল্লি জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য হলো- ১. যৌথ পরিবার ব্যবস্থা ও ২. অধিকাংশ মানুষের পেশা কৃষি।

৪. ‘Community Organization: Theory, Principles and Practice’ গ্রন্থের লেখক কে?
উত্তর : Community Organization: Theory, Principles and Practice’ গ্রন্থের লেখক G. Murry Ross.

৫. Family শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর : Family শব্দের উৎপত্তি Framilas শব্দ থেকে।

৬. BRAC এর পূর্ণরূপ কী?
উত্তর : BRAC এর পূর্ণরূপ হলো- Bangladesh Rural Advancement Committee.

৭. ব্র্যাক এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ব্র্যাক এর প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।

৮. কোন সালে জমিদারি প্রথা চালু করা হয়?
উত্তর : ১৭৯৩ সালে জমিদারি প্রথা চালু করা হয়।

৯.. BARD-এর পূর্ণরূপ বল।
উত্তর : BARD এর পূর্ণরূপ হলো— Bangladesh Academy for Rural Development.

১০. কুমিল্লা মডেলের উদ্ভাবক কে ছিলেন?
উত্তর : কুমিল্লা মডেলের উদ্ভাবক হলেন ড. আখতার হামিদ খান।

১১. কত সালে ঢাকা প্রজেক্ট শুরু হয়?
উত্তর : ১৯৫৫ সালে ঢাকা প্রজেক্ট শুরু হয়।

১২. কে ‘মৌলিক গণতন্ত্র’ চালু করেন.
উত্তর : আইয়ুব খান ‘মৌলিক গণতন্ত্র’ চালু করেন।

১৩. বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন ইউনিট কোনটি?
উত্তর : বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন ইউনিট ইউনিয়ন পরিষদ।

১৪. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মেয়াদ কত বছর?
উত্তর: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মেয়াদ ৫ বছর।

১৫. স্থানীয় সরকার অর্ডিন্যান্স জারি হয় কবে?
উত্তর : স্থানীয় সরকার অর্ডিন্যাস বা অধ্যাদেশ জারি করা হয়। ১৯৭৬ সালে।

১৬. সামাজিক স্তরবিন্যাস কিসের ভিত্তিতে হয়?
উত্তর : সামাজিক স্তরবিন্যাস হয় সমাজের উঁচু-নিচু অবস্থানের ভিত্তিতে।

১৭. Urbanization শব্দের অর্থ কী?
উত্তর : Urbanization শব্দের অর্থ হলো শহরায়ন বা নগরায়ণ।

১৮. নগরায়ণের দুটি বৈশিষ্ট্য বল।
উত্তর : নগরায়ণের দুটি বৈশিষ্ট্য হলো— ১. উচ্চ শ্রমহার ও ২. অকৃষিমূলক বৃত্তি।

১৯. সেক্টর তত্ত্বের প্রবক্তার নাম বল।
উত্তর : সেক্টর তত্ত্বের প্রবক্তার নাম হলো হোমার হোয়েট।

২০. সেক্টর তত্ত্বের মূল কথা কী?
উত্তর : সেক্টর তত্ত্বের মূল কথা হলো কেন্দ্রীয় ব্যবস্থা, উৎপাদন ও আবাসস্থল।

২১. সমকেন্দ্রিক অঞ্চল তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : সমকেন্দ্রিক অঞ্চল তত্ত্বের প্রবক্তা এডওয়ার্ড এল উলম্যান।

২২. পরিবেশ দূষণ কী?
উত্তর : অস্বাভাবিক বা অসুস্থ পরিবেশই হলো পরিবেশ দূষণ।

২৩. বস্তি কী?
উত্তর : শহর এলাকায় গড়ে ওঠা অপরিকল্পিত ও অবৈধ বসবাসের এলাকা, যেখানে মানুষ মৌলিক চাহিদা পূরণে অক্ষম এবং বাসগৃহ ও যোগাযোগ ব্যবস্থা দুর্বল।

২৪. পথশিশু কারা?
উত্তর : যেসব শিশু জীবন ও জীবিকার তাগিদে পরিবারহীন অবস্থায় আবাসস্থল ও আয়ের উৎস হিসেবে শহরের রাজপথকে বেছে নিতে বাধ্য হয় তারাই পথশিশু।

২৫. দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা কে?
উত্তর : দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা হলেন অর্থনীতিবিদ র‍্যাগনার নার্কস।

২৬. UCD এর পূর্ণরূপ বল।
উত্তর : UCD এর পূর্ণরূপ হলো— Urban Community Development.

২৭. RSS এর পূর্ণরূপ কী?
উত্তর: RSS এর পূর্ণরূপ হলো- Rural Social Service.

২৮. আমাদের দেশে শহর সমাজসেবা কর্মসূচি কবে থেকে শুরু হয়?
উত্তর : আমাদের দেশে শহর সমাজসেবা কর্মসূচি ১৯৫৩ সাল থেকে শুরু হয়।

২৯. শহর সমাজসেবার লক্ষ্যদল কারা?
উত্তর : শহরে দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীরা হলো শহর সমাজসেবার লক্ষ্যদল।

৩০. গ্রামীণ সমাজসেবার যাত্রা শুরু হয় কখন?
উত্তর : গ্রামীণ সমাজসেবার যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে।

৩১. IPCC এর পূর্ণরূপ বল।
উত্তর : IPCC এর পূর্ণরূপ হলো- Inter-Governmental Panel on Climate Change.

৩২. আর্দ্রতা কাকে বলে?
উত্তর : জলীয় বাষ্পের সাথে সম্পর্কযুক্ত বায়ুমণ্ডলীয় অবস্থাকে আর্দ্রতা বলে।

৩৩. বায়ু দূষণ কী?
অথবা, বায়ু দূষণ কাকে বলে?
উত্তর : মৃত জীবজন্তুর দুর্গন্ধ, যানবাহন ও কলকারখানার নির্গত ধোয়া এবং সিএফসি, মিথেন, নাইট্রোঅক্সাইড, সিসা প্রভৃতি বায়ুতে মিশে যখন জীবজগতের জন্য অনুপযোগী হয় তখন তাকে বায়ু দূষণ বলে।

৩৪. সৌর কলঙ্ক কী?
উত্তর : সূর্যের উপরিভাগে উচ্চ চুম্বকীয় কার্যক্ষমতা বাড়লে সেই অঞ্চলের তাপমাত্রা বাইরে যেতে পারে না ফলে দূর থেকে অঞ্চলটি কালো দেখায় বলে একেই সৌরকলঙ্ক বলে।

৩৫. মানবসৃষ্ট দুর্যোগ কী?
উত্তর : মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। যেমন- অগ্নিকাণ্ডের ঘটনা।

৩৬. আগ্নেয়গিরি কী?
উত্তর : অভ্যন্তরে গলিত শিলা বা ম্যাগমা ফাটল অংশ দিয়ে লাভা আকারে বের হয়ে ফাটলের মুখে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে।

৩৭. ইপিডেমিওলোজি কী?
উত্তর: ইপিডেমিওলোজি হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা, যা জনগণের মাধ্যমে বা পদ্ধতিগতভাবে রোগ বা কম্পিউটারের ভাইরাস বিস্তার ও তা নিয়ন্ত্রণের বিষয়ে কাজ করে।

৩৮. সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে কোন দুর্যোগগুলো দেখা দেয়?
উত্তর : সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে বন্যা, সুনামি, জলোচ্ছ্বাস প্রভৃতি দেখা দেয়।

৩৯. দাবানল কী?
উত্তর : বনে অগ্নিকাণ্ডের ঘটনাকে দাবানল বলে।

৪০. Epizootic-এর অর্থ কী?
উত্তর : Epizootic-এর অর্থ এক ধরনের মহামারি।

৪১. NPDP এর পূর্ণরূপ বল।
উত্তর: NPDP এর পূর্ণরূপ হলো- National Plan for Disaster Preparedness.

৪২. প্রাকৃতিক দুর্যোগ কী?
উত্তর : প্রাকৃতিক দুর্যোগ এমন এক অবস্থাকে বুঝায়, যা প্রকৃতি থেকে সৃষ্ট এবং এর প্রভাবে সম্পদ ও জানমালের ব্যাপক ক্ষতিসাধন হয়ে থাকে।

৪৩. CARE কী?
উত্তর : CARE হলো Co-operative for American Relief Everywhere. এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সাহায্য সংস্থা।

৪৪. CARE বাংলাদেশে কত সালে কার্যক্রম শুরু করে?
উত্তর : CARE বাংলাদেশে ১৯৪৮ সালে কার্যক্রম শুরু করে।

৪৫. World Vision এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : World Vision এর প্রতিষ্ঠাতা হলো Dr. Bob Pierce (ড. বব পিয়ার্স)।

৪৬. কোন সংস্থা ‘বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশ’ হিসেবে অবহিত করে?
উত্তর : European Commission Humanitarian Office এর মতে, ‘বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশ’ হিসেবে অবহিত করে।

৪৭. দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার কয়টি স্তরের কথা উল্লেখ করে?
উত্তর : দুর্যোগের পূর্বে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার তিনটি স্তরের কথা উল্লেখ করে।

৪৮. জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান কে?
উত্তর : জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান জেলা প্রশাসক।

৪৯. বাংলাদেশের দুর্যোগসংক্রান্ত মন্ত্রণালয়ের নাম কী?
উত্তর : দুর্যোগসংক্রান্ত মন্ত্রণালয়ের নাম হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

৫০. কোন দুর্যোগে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ বেশি হয়?
উত্তর : বন্যা, খরা ও কলেরা দুর্যোগে তাৎক্ষণিক ক্ষতি পরিমাণে বেশি হয়।

৫১. দুর্যোগের পর প্রথম কাজ কী?
উত্তর : দুর্যোগের পর প্রথম কাজ হলো অনুসন্ধান কাজ চালানো।

৫২. জৈবিক দুর্যোগের দুটি উদাহরণ দাও।
উত্তর : দুটি জৈবিক দুর্যোগ হলো কলেরা ও ডায়রিয়া।

৫৩. NDMC এর পূর্ণরূপ কী?
উত্তর : NDMC এর পূর্ণরূপ হলো National Disaster Management Committee.

৫৪. সমন্বয় কী?
উত্তর : সমন্বয় হলো কোনো কাজ সঠিকভাবে করার একটি কৌশল।

৫৫. SDGs অর্জনের মেয়াদকাল উল্লেখ কর।
উত্তর : SDGs অর্জনের মেয়াদকাল ২০১৬-২০৩০ সাল।

৫৬. কিয়োটো প্রটোকল কী?
উত্তর : কিয়োটো প্রটোকল হলো কার্বন ডাইঅক্সাইড ও গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের জন্য একটি চুক্তি।

৫৭. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে উন্নত দেশসমূহের অবদান কত ভাগ?
উত্তর : বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে উন্নত দেশগুলোর অবদান ২৭ ভাগ।

৫৮. জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন কত সালে প্রণয়ন হয়?
অথবা, জলবায়ু ট্রাস্ট আইন, ২০১০ কত সালে প্রণীত হয়?
উত্তর : জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন ২০১০ সালে প্রণয়ন করা হয়।

৫৯. ইকোপার্ক কী?
অথবা, ইকোপার্ক কাকে বলে?
উত্তর : মনুষ্য সৃষ্ট যে পার্কে পশুপাখি ও জীববৈচিত্ৰ্য উন্মুক্ত। অবস্থায় থাকে বা প্রতিপালন ও সংরক্ষণ করা হয়, তাকে ইকোপার্ক বলে।

৬০. সাফারী পার্ক কী?
উত্তর : সাফারী পার্ক হলো বন্য প্রাণীর জন্য একটি উন্মুক্ত ক্ষেত্র, যেখানে প্রাণীরা খোলামেলাভাবে বিচরণ করতে পারে।

৬১. মানব সম্পদ ব্যবস্থাপনা কী?
উত্তর : মানব সম্পদ ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে দক্ষ কর্মী সংগ্রহ, নিয়োগ, উন্নয়ন ও সংরক্ষণের প্রক্রিয়া।

৬২. ‘Management theory and Practics’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘Management theory and Practics’ গ্রন্থটির লেখক C.B. Mamoria.

৬৩. ‘Personnel Management’ গ্রন্থটি কার লেখা?
উত্তর : ‘Personnel Management’ গ্রন্থটি C. B. Mamoria এর লেখা।

৬৪. কর্মী সংগ্রহের উৎস কয়টি?
উত্তর : কর্মী সংগ্রহের উৎস দুইটি। যথা— ১. অভ্যন্তরীণ উৎস ও ২. বাহ্যিক উৎস।

৬৫. কর্মী নিয়োগ কী?
উত্তর : নির্বাচিত পদে প্রার্থীর যোগদানের লিখিত আদেশপত্রকে কর্মী নিয়োগ বলে।

৬৬. কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসসমূহ কী?
উত্তর : কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসসমূহ হলো- ১. বিজ্ঞাপন, ২. ইন্টারনেট, ৩. প্রাক্তন কর্মী, ৪. সরাসরি সংগ্রহ ও ৫. বেসরকারি এজেন্সি।

৬৭. কর্ম বিশ্লেষণ কয় ধরনের ও কী কী?
উত্তর : কর্ম বিশ্লেষণ ২ ধরনের। যথা : ১. কার্য বর্ণনা ও ২. কার্য নির্দিষ্টকরণ।

৬৮. সংস্থাপন বলতে কী বুঝায়?
উত্তর : সংস্থাপন হলো প্রতিষ্ঠানের আনুষঙ্গ যথাস্থানে স্থাপন করার প্রক্রিয়া।

৬৯. কর্ম বিশ্লেষণ কী?
উত্তর: কর্ম বিশ্লেষণ হলো প্রতিষ্ঠানের কার্য সম্পর্কিত সংগ্রহ ও লিপিবদ্ধকরণের একটি পদ্ধতিগত প্রক্রিয়া।

৭০. কর্ম বিশ্লেষণের কৌশলগুলো কী কী?
উত্তর : কর্ম বিশ্লেষণের কৌশলগুলো হলো- পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, প্রশ্ন প্রণয়ন, ডায়েরি, চেকলিষ্ট, কার্যমভূত বিশ্লেষণ, পাম বর্ণনা ও বিশ্লেষণ, কার্যভিত্তিক পদ, বিশেষজ্ঞ সম্মেলন প্রভৃতি।

৭১. কার্য মূল্যায়ন কী?
উত্তর : প্রতিষ্ঠানের বিভিন্ন পদের মূল্য ও গুরুত্ব নির্ণয়ের প্রক্রিয়াকে কার্য মূল্যায়ন বলে।

৭২. পদোন্নতির শ্রেণিবিন্যাস উল্লেখ কর।
উত্তর : পদোন্নতি ২ প্রকার। যথা- ১. উল্লম্ব পদোন্নতি ও ২. সমান্তরাল পদোন্নতি।

৭৩. র‍্যাংকিং পদ্ধতি কী?
উত্তর : র‍্যাংকিং পদ্ধতি হলো কর্ম মূল্যায়নের একটি সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি, যেখানে গুরুত্ব ও মর্যাদা অনুযায়ী প্রতিষ্ঠানের কাজগুলো সাজানো হয়।

৭৪. মানব সম্পদ পরিকল্পনা কাকে বলে?
উত্তর : মানব সম্পদ পরিকল্পনা বলতে প্রতিষ্ঠানের ভবিষ্যতে যোগ্যতাসম্পন্ন কর্মী নিয়োগের অগ্রিম পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণকে বুঝায়।

৭৫. প্রশিক্ষণের সংজ্ঞা দাও।
উত্তর : যে সংগঠিত প্রক্রিয়ায় জ্ঞান, দক্ষতা, মনোভাব ও আচরণের উন্নয়ন সাধিত হয় তাকে প্রশিক্ষণ বলে।

Answer Sheet


আরো দেখো : সমাজকর্ম ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন


অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম বিভাগের সমাজকর্ম মৌখিক পরীক্ষা সাজেশন pdf সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url