দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস (PDF)

[ad_1]

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস (১৮২৪ সাল পর্যন্ত), বিষয় কোড: ২৪১৬১৩।

দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. Howard Malcolm কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : Howard Malcolm ব্রিটেনের নাগরিক ছিলেন।

২. দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের কথা সর্বপ্রথম কে উল্লেখ করেন?
উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের কথা সর্বপ্রথম হাওয়ার্ড ম্যালকম উল্লেখ করেন।

৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে কোন অঞ্চলকে ‘মৌসুমি এশিয়া’ নামে অভিহিত করা হয়?
উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়াকে ‘মৌসুমি এশিয়া’ নামে অভিহিত করা হয়।

৪. দক্ষিণ-পূর্ব এশিয়ায় কতটি দেশ আছে?
অথবা, কয়টি রাষ্ট্র নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া গঠিত?
উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১১টি দেশ আছে।

৫. মিয়ানমারের পূর্বনাম কী?
উত্তর : মিয়ানমারের পূর্বনাম বার্মা।

৬. আরাকানের বর্তমান নাম কী?
অথবা, আরাকান রাজ্যের বর্তমান নাম কী?
উত্তর : আরাকানের বর্তমান নাম রাখাইন স্টেট।

৭. ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ মুক্তভূমি।

৮. কিদুঙ কী?
উত্তর : কিদুঙ ইন্দোনেশিয়ান শব্দ, এটি হলো প্রাচীন কোনো কাহিনি সংবলিত সাদামাটা গান বা কবিতা। বিশেষ করে প্রাচীন জাভার গান বা কবিতাকে কিদুঙ বলা হতো।

৯. ইন্দোনেশিয়ায় কে কালচার সিস্টেম প্রবর্তন করেন?
উত্তর : ভ্যানডেন ভশ্চ ইন্দোনেশিয়ায় কালচার সিস্টেম প্রবর্তন করেন।

১০. ‘আসিয়ান’ কী?
উত্তর : আসিয়ান হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার জাতিসংস্থা। যার পূর্ণরূপ Association of South East Asian Nations.

১১. বানতাম কী?
উত্তর : মালয়েশিয়ার একটি দ্বীপের নাম বানতাম।

১২. সুলতান মালিক আল সালেহ কে ছিলেন?
অথবা, মালিক আস সালেহ কে ছিলেন?
উত্তর : সুলতান মালিক আল সালেহ সমুদ্র রাজ্যের প্রথম মুসলিম শাসক ছিলেন।

১৩. মালাক্কায় মালয় রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মালাক্কায় মালয় রাজ্যের প্রতিষ্ঠাতা শাসক শৈলেন্দ্র যুবরাজ পরমেশ্বর।

১৪. রাজা কাসিমের পিতার নাম কী?
উত্তর : রাজা কাসিমের পিতার নাম শ্রীমহারাজা।

১৫. শাহ বন্দর কাদেরকে বলা হতো?
উত্তর : ব্যবসায় ও বণিকদের সুখস্বাচ্ছন্দ্য তত্ত্বাবধান করার জন্য চারজন বন্দর কর্মী ছিল তাদেরকে শাহ বন্দর বলা হতো।

১৬. কোন ইউরোপীয় দেশ সর্বপ্রথম এশীয় বাণিজ্যে অংশগ্রহণ করেছিল?
উত্তর : পর্তুগাল সর্বপ্রথম এশীয় বাণিজ্যে অংশগ্রহণ করেছিল।

১৭. হেনরি দ্য নেভিগেটর কে ছিলেন?
উত্তর : হেনরি দ্য নেভিগেটর পর্তুগালের যুবরাজ ছিলেন।

১৮. ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : ভাস্কো দা গামা পর্তুগিজ বা পর্তুগালের নাগরিক ছিলেন।

১৯. কখন VOC প্রতিষ্ঠিত হয়?
উত্তর : VOC প্রতিষ্ঠিত হয় ১৬০২ সালের মার্চ মাসে।

২০. কারতিনি কে ছিলেন?
উত্তর : কারতিনি ছিলেন ইন্দোনেশিয়ার নারী অধিকারকর্মী।

২১. জাকার্তাকে কে বাটাভিয়া নামকরণ করেন?
উত্তর: জে. পি. কোয়েন জাকার্তাকে বাটাভিয়া নামকরণ করেন।

২২. ইন্দোনেশিয়ায় কে ‘কালচার সিস্টেম’ প্রবর্তন করেন?
উত্তর : ভ্যানডেন ভশ্চ ইন্দোনেশিয়ায় ‘কালচার সিস্টেম’ প্রবর্তন করেন।

২৩. অ্যাংলা-ডাচ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : অ্যাংলা-ডাচ চুক্তি ১৮২৪ সালে স্বাক্ষরিত হয়।

২৪. কত সালে সিঙ্গাপুর প্রতিষ্ঠা হয়?
উত্তর : ১৯৫৮ সালে সিঙ্গাপুর প্রতিষ্ঠা হয়।

২৫. কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
উত্তর : ১৬০১ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।

২৬. কাদের ডাচ বলা হয়?
উত্তর : হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীদের ডাচ বলা হয়।

২৭. ‘বেন্দাহারা’ অর্থ কী?
উত্তর : ‘বেন্দাহারা’ এর অর্থ হলো প্রধানমন্ত্রী।

২৮. মাহুয়ান কোন ধর্মের লোক ছিলেন?
উত্তর : মাহুয়ান ইসলাম ধর্মের লোক ছিলেন।

২১. ‘পণ্ডক’ ব্যবস্থা কী?
উত্তর : পণ্ডক পদ্ধতির শিক্ষাব্যবস্থা মাদ্রাসাভিত্তিক ইসলামি শিক্ষাব্যবস্থা।

৩০. দক্ষিণ-পূর্ব এশিয়ায় কারা ইসলাম ধর্মের প্রসার ঘটান?
উত্তর : আরব ও পারসিক মুসলিম বণিক দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলাম ধর্মের প্রসার ঘটান।

৩১. ‘The tiger of bicycle’ নামে পরিচিত কোন দেশ?
উত্তর : ‘The tiger of bicycle’ নামে পরিচিত ভিয়েতনাম।

৩২. পূর্ব তিমুরের রাজধানীর নাম কী?
উত্তর : পূর্ব তিমুরের রাজধানীর নাম হলো দিলি।

৩৩. ‘সাউথ ইস্ট এশিয়া হাইকমাণ্ড’ কবে গঠিত হয়?
উত্তর : ‘সাউথ ইস্ট এশিয়া হাইকমান্ড’ ১৯৪৩ সালের মে মাসে গঠিত হয়।

৩৪. ‘তুহফাত আন নাফিস’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘তুহফাত আন নাফিস’ সংকলন করেন আল রাজি।

৩৫. দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি মুসলিম রাষ্ট্রের নাম লেখ।
উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি মুসলিম রাষ্ট্রের নাম হলো ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।

৩৬. কে দক্ষিণ-পূর্ব এশিয়াকে ‘ট্রপিকাল ফারইস্ট’ নামে অভিহিত করেন?
উত্তর : J. S. Furnivall (জে. এস. ফার্নিভাল) দক্ষিণ-পূর্ব এশিয়াকে বুঝাতে ‘ট্রপিকাল ফারইস্ট’ কথাটি ব্যবহার করেছেন।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. আসিয়ান কী? এর অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর নাম লিখ।
২. মালয় জগতের ভৌগোলিক পরিসীমা নির্ণয় কর।
৩. দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাচীন ইতিহাসের উৎসসমূহ সংক্ষেপে লেখ।
৪. দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষির উন্নয়ন সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষি ব্যয় উন্নয়ন সম্পর্কে কী জান?
৫. দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি বাণিজ্য পণ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।

৬. দক্ষিণ-পূর্ব এশিয়ায় মুসলিম রাজ্যসমূহের নাম লেখ।
৭. পাংলিমা কী?
৮. তুন পেরাক কে ছিলেন?
অথবা, তুন পেরাক সম্পর্কে টীকা লেখ।
৯. মালাক্কার পাঁচজন মুসলিম শাসকের নাম লেখ।
অথবা, মালাক্কার চারজন মুসলিম শাসকের নাম লেখ।
১০. তোমে পিরেস তার ‘Suma Oriental’ গ্রন্থে মূলত কী বর্ণনা করেছেন?

১১. মুহম্মদ ইসকানদার শাহের পরিচয় দাও।
অথবা, মুহম্মদ ইস্কান্দার শাহের পরিচয় দাও।
১২. অবাধ বাণিজ্য বন্দর হিসেবে পেনাং দ্বীপের বর্ণনা দাও।
১৩. প্রণালি উপনিবেশ কী? এটি কিভাবে গঠিত হয়েছিল?
১৪. ডাচ কারা?

১৫. VOC কী?
অথবা, VOC বলতে কী বুঝ?
১৬. জে. পি. কোয়েন সম্বন্ধে যা জান লেখ।
১৭. লিবারেল পলিসি কী?
অথবা, লিবারেল পলিসি সম্পর্কে কী জান?

১৮. ভ্যান দিয়েমেন কে ছিলেন?
১৯. ফ্রান্সিস লাইট কে ছিলেন?
২০. মসলা বাণিজ্যের ওপর একটি টীকা লেখ।
২১. জাভার দ্বৈতশাসন বলতে কী বুঝ ?

২২. কালচার সিস্টেম কী?
২৩. সারেকাত ই ইসলামের ওপর একটি টীকা লেখ।
অথবা, সারেকাত ইসলাম সম্পর্কে বর্ণনা দাও।
২৪. পরমেশ্বর কে ছিলেন?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস অধ্যয়নের উৎসসমূহ আলোচনা কর।
২. দক্ষিণ-পূর্ব এশিয়ার ভৌগোলিক পরিসীমা বর্ণনা কর।
৩. দক্ষিণ-পূর্ব এশিয়ায় ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ কথাটি ব্যাখ্যা কর।
অথবা, ভৌগোলিক বৈশিষ্ট্যের বিশেষ উল্লেখপূর্বক দক্ষিণ-পূর্ব এশিয়া প্রসঙ্গে ‘বৈচিত্র্যের মাঝে ঐক্য’ কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর।
৪. দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্রুত ইসলাম বিস্তারের কারণ নির্ণয় কর।

৫. দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতীয় সভ্যতার প্রভাব কেমন ছিল, বিশ্লেষণ কর।
অথবা, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতীয় প্রভাব বিস্তার সম্পর্কে আলোচনা কর।
৬. মালাক্কা রাজ্যের পরিচয় দাও। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলাম বিস্তারে মালাক্কার ভূমিকা তুলে ধর।
অথবা, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলাম বিস্তারে মালাক্কার ভূমিকা আলোচনা কর।
৭. দক্ষিণ-পূর্ব এশিয়ার ইউরোপীয়দের আগমনের পটভূমি ব্যাখ্যা কর।
অথবা, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইউরোপীয়দের আগমনের পটভূমি পর্যালোচনা কর।

৮. পর্তুগিজ কারা? তাদের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর।
৯. পর্তুগিজ কারা? দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের বাণিজ্য পথের অনুসন্ধান প্রক্রিয়া আলোচনা কর।
১০. ভিওসি কী? মালয় জগতে এর সম্প্রসারিত কর্মকাণ্ড সংক্ষেপে আলোচনা কর।
অথবা, VOC গঠনের পটভূমি আলোচনা কর।
১১. পর্তুগিজদের মালাক্কা বিজয়ের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর এবং এর বহুমুখী প্রভাবের ওপর মন্তব্য কর।

১২. ওলন্দাজ বাণিজ্য সম্প্রসারণের জে.পি কোয়েনের নীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৩. ইন্দোনেশিয়ায় কালচার সিস্টেমের বিপরীতে কীভাবে লিবারেল পলিসি চালু হয়েছিল?
১৪. কালচার সিস্টেমের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ইন্দোনেশিয়ায় কেন ইহা ব্যর্থ হয়েছিল?
১৫. ফ্রান্সিস লাইট কে ছিলেন? মালয়ে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা কী ছিল?
১৬. ১৮২৪ সালের ইঙ্গ-ওলন্দাজ চুক্তির ধারাসমূহ উল্লেখপূর্বক এর গুরুত্ব আলোচনা কর।
অথবা, কালচার সিস্টেমের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ইন্দোনেশিয়ায় কেন ইহা বার্থ হয়েছিল?
অথবা, ১৮২৪ সালের ইচ্ছা- ওলন্দাজ চুক্তির ধারাসমূহ বিশ্লেষণ কর।

১৭. সিঙ্গাপুরের বিকাশে এস. টি. র‍্যাফেলস কী কী সংস্কার সাধন করেছিলেন?
অথবা, সিঙ্গাপুরের সার্বিক উন্নয়নে র‍্যাফেলস কী কী সংস্কার করেছিলেন তা পর্যালোচনা কর।
১৮. ফ্রান্সিস লাইট কে ছিলেন? মালয়ে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা কী ছিল?
অথবা, মালয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠায় ফ্রান্সিস লাইটের ভূমিকা নির্ণয় কর।
১৯. নগররাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরের প্রতিষ্ঠা ও সমসাময়িক বিশ্ব বাণিজ্যে এর প্রভাব আলোচনা কর।
২০. মোরো আন্দোলন কী? ফিলিপাইনে মোরো আন্দোলনের ইতিহাস সংক্ষেপে বিবৃত কর।

২১. মালাক্কা রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা কর।
২২. ষোড়শ ও সপ্তদশ শতকে মালয়ে মুসলিম শক্তিসমূহের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা কর।
২৩. এথিকাল পলিসির সংজ্ঞা দাও। এর আর্থসামাজিক প্রভাব আলোচনা কর।
২৪. পর্তুগিজ কারা? তাদের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর।
অথবা, পর্তুগিজদের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর।

Answer Sheet


আরো দেখো : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন


অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস pdf সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url