সরকারি অর্থব্যবস্থা ও করবিধি সাজেশন (PDF)
[ad_1]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের সরকারি অর্থব্যবস্থা ও করবিধি সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: সরকারি অর্থব্যবস্থা ও করবিধি, বিষয় কোড: ২৪২৪০৩।
সরকারি অর্থব্যবস্থা ও করবিধি সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. সরকারি অর্থব্যবস্থা কি?
উত্তর : সরকারের আর্থিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশলকে সরকারি অর্থব্যবস্থা বলে।
২. মুদ্রাস্ফীতি কি?
উত্তর : অর্থের যোগান বা সরবরাহ বৃদ্ধি পায় কিন্তু বাজারের মূল্য স্তর বৃদ্ধির কারণে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এর রকম পরিস্থিতিকেই মুদ্রাস্ফীতি বলা হয়।
৩. বিশুদ্ধ গণদ্রব্য কি?
উত্তর : যে সকল বস্তু ও সেবা রাষ্ট্রকর্তৃক বা রাষ্ট্রীয় মালিকানায় প্রতিষ্ঠিত বা পরিচালিত অথচ সমাজের সকল লােক সমানভাবে ভোগ করতে পারে তাকে বিশুদ্ধ গণ দ্রব্য বলে।
৪. বাজার ব্যর্থতা কি?
উত্তর : দাম বা মূল্য প্রক্রিয়া যখন সম্পদ এবং উৎপাদিত দ্রব্যের কাম্য বন্টনে ব্যর্থ হয়, তখন পরিস্থিতিকে বাজার ব্যর্থতা বলে।
৫. সরকারি ব্যয় কি?
উত্তর : সরকারের যে ব্যয় সরাসরি উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয় তাকে উন্নয়নমূলক সরকারি ব্যয় বলে।
৬. ADP কি?
উত্তর : বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা ADP হলো একটি নির্দিষ্ট বছরের জন্য অর্থনীতির বিভিন্ন খাতে উন্নয়নের ব্যয় বরাদ্দ দেখানো।
৭. কর-এর সংজ্ঞা দাও।।
উত্তর : সরকার বা রাষ্ট্রের কাছে সরাসরি কোন প্রতিদান প্রত্যাশা না করে জনগণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।
৮. Assesse কি?
উত্তর : করদাতা ব্যক্তিকে এসেস বলে।
৯. মূল্য সংযােজন কর কাকে বলে?
উত্তর : কোন উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে।
১০. রাজস্ব নীতি কি?
উত্তর : সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংকান্ত নীতিমালা রাজস্বনীতি বলে।
১১. LDC কি?
উত্তর : Least Developed Couleries.
১২. অর্থনৈতিক প্রবৃদ্ধি কি?
উত্তর : অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে জাতীয় আয়ু এক্ষেত্রে অর্থনৈতিক অগ্রগতিকে সঞ্চয় ও প্রবৃদ্ধি দ্বারাও প্রকাশ করা যায়।
১৩. বাজেট কি?
উত্তর : কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে সরকারের সম্ভাব্য আয়-ব্যয়ের তথ্য সম্বলিত হিসাব বিবরণীকে বাজেট বলে।
১৪. করবর্ষ কি?
উত্তর : আয়কর আইন অনুযায়ী যে আর্থিক বছরে কর ধার্য করা হয় তাকে করবর্ষ বলে।
১৫. মুদ্রাস্ফীতি কি?
উত্তর : অর্থের যোগান বা সরবরাহ বৃদ্ধি পায় কিন্তু বাজারের মূল্য স্তর বৃদ্ধির কারণে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এর রকম পরিস্থিতিকেই মুদ্রাস্ফীতি বলা হয়।
১৬. গদ্রব্য কি?
উত্তর : যে দ্রব্য সমাজের সকল মানুষের অভাব তথা সামাজিক অভাব পূরণে সহায়তা করে তাকে গণদ্রব্য বলা হয়।
১৭. বাহ্যিকতা কি?
উত্তর : বাহ্যিকতা বলতে কোনো দ্রব্যের উপর আরোপিত পরোক্ষ প্রভাবকে বুঝায়।
১৮. সুযোগ ব্যয় কি?
উত্তর : একটি দ্রব্যের অতিরিক্ত উপাদান পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যা অবশ্যই ছেড়ে দিতে হয় তাকে সুযোগ ব্যয় বলে।
১৯. পেরেটো কাম্যতা কি?
উত্তর : প্যারোটা কাম্যতা বলতে ঐ পরিস্থিতিকে বুঝায় যেখানে শুধু সম্পদসমূহ দক্ষতার সাথে বরাদ্দ করা হয়েছে।
২০. রাজস্ব নীতি কি?
উত্তর : সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংকান্ত নীতিমালা রাজস্বনীতি বলে।
২১. অর্থনৈতিক প্রবৃদ্ধি কি?
উত্তর : অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে জাতীয় আয়কে বুঝায়। এক্ষেত্রে অর্থনৈতিক অগ্রগতিকে সঞ্চয় ও প্রবৃদ্ধি দ্বারাও প্রকাশ করা যায়।
২২. VAT কত সালে বাংলাদেশে চালু হয়?
উত্তর : ১৯৯১ সালে।
২৩. প্রত্যক্ষ কর কি?
উত্তর : যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে।
২৪. সরকারি অর্থব্যবস্থার দুইটি সুবিধা উল্লেখ কর।
উত্তর : সরকারি অর্থব্যবস্থার দুটি সুবিধা নি¤েœ দেয়া হলো- ১. সামাজিক অবকাঠামো ও ২. সরকারের আয় বৃদ্ধি।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সরকারি ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
২. প্যারেটো কাম্যতা এবং প্রতিযোগীতামূলক পরিস্থিতি কি?
৩. গণদ্রব্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৪. সরকারি হস্তক্ষেপের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৫. আয় বন্টণ ও দারিদ্রতা সম্পর্কে ব্যাখ্যা কর।
৬. ব্যয় সুযোগ বিশ্লেষণ বলতে কি বুঝায়?
৭. করের বৈশিষ্ট্যসমূহ কি কি?
৮. একটি ভাল কর ব্যবস্থার উপাদানসমূহ আলোচনা কর।
৯. গণদ্রব্য ও ব্যক্তিগত দ্রব্যের পার্থক্য দেখাও।
১০. প্রত্যক্ষ করের বৈশিষ্ট্য আলোচনা কর।
১১. সর্বাধিক সামাজিক সুবিধা নীতি বলতে কি বুঝায়? উদাহরণসমূহ ব্যাখ্যা কর।
১২. LDC এর চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
১৩. বাংলাদেশ সরকারের আয়ের চারটি উৎস উল্লেখ কর।
১৪. করের প্রকারভেদ আলোচনা কর।
১৫. ব্যক্তিগত কর ও কর্পোরেট করের পার্থক্য কর।
১৬. অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পার্থক্য দেখাও।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. সরকারি অর্থব্যবস্থা বলতে কি বুঝ? বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে সরকারি অর্থব্যবস্থার উদ্দেশ্য আলোচনা কর।
২. প্রতিযোগীতামূলক অর্থনীতিতে গণদ্রব্যের দাম কীভাবে নির্ধারিত হয়?
৩. বাহ্যিকতা কাকে বলে? মূল্যের স্তরসমূহ ব্যাখ্যা কর।
৪. দারিদ্রের দুষ্টচক্র কি? বাংলাদেশে দারিদ্র বিমোচনের বিভিন্ন কর্মসূচিগুলো ব্যাখ্যা কর।
৫. বাজেট কাকে বলে? বাংলাদেশ সরকারের ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটের উল্লেখযোগ্য দিকসমূহ আলোচনা কর।
৬. সুনির্দিষ্ট পণ্য উৎপাদনে দক্ষতা বলতে কি বুঝায়? চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
৭. (ক) সরকারি আয় পুনঃবন্টণের প্রয়োজনীয়তা আলোচনা কর।
(খ) নৈতিক আয় পুনঃবন্টণ বলতে কি বুঝায়?
৮. (ক) এল.ডি.সি-র বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
(খ) এল.ডি.সি-র কর কাঠামো আলোচনা কর।
৯. সরকারি অর্থব্যবস্থা সম্পর্কিত মতবাদসমূহ আরোচনা কর।
১০. (ক) রাজস্বনীতি বলতে কি বুঝায়? ব্যাখ্যা কর।
(খ) অর্থনৈতিক উন্নয়নে রাজস্বনীতির ভূমিকা বর্ণনা কর।
১১. উদাহরণসহ বাহ্যিকতার প্রকারভেদ আলোচনা কর।
১২. আয়কর অধাদেশ, ১৯৮৪ এর আওতায় একজন করদাতার দায় ও অধিকারসমূহ আলোচনা কর।
১৩. (ক) অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রাথমিক নির্ধারণসমূহ আলোচনা কর।
(খ) উন্নয়নশীল অর্থনীতির লক্ষ্যসমূহ আলোচনা কর।
১৪. সরকারি ঋণের উৎসমূহ আলোচনা কর।
১৫. ঘাটতি বাজেট এবং উদ্বৃত্ত বাজেটের মধ্যে কোনোটি উত্তম? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।
১৬. ২০১৫-২০১৬ অর্থ বছরে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত বাজেটের গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা কর।
আরো দেখো : ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং সরকারি অর্থব্যবস্থা ও করবিধি সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
[ad_2]