ইসলামের ইতিহাস প্রথম পত্র HSC: প্রথম অধ্যায় সকল সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
[ad_1]
ইসলামের ইতিহাস প্রথম পত্র HSC প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব সকল সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেওয়ার হয়েছে:
প্রাক-ইসলামি আরবের ভৌগোলিক অবস্থান ও জলবায়ু এবং অধিবাসীদের ওপর এসবের প্রভাব
প্রশ্ন-১. পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ কোনটি?
উত্তর: পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ হলো আরব উপদ্বীপ।
প্রশ্ন-২. ‘জাজিরাতুল আরব’ অর্থ কী? নাকো, বা বো, ব থেকে ২০১৯ /
উত্তর: ‘জাজিরাতুল আরব’ অর্থ আরব উপদ্বীপ।
প্রশ্ন-৩. আরব উপদ্বীপ কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
প্রশ্ন-৪. আরব উপদ্বীপের আয়তন কত?
উত্তর: আরব উপদ্বীপের আয়তন ১০,২৭,০০০ বর্গমাইল বা ২৬,৫৮,৭৮১ বর্গ কি.মি.
প্রশ্ন-৫. আরব শব্দটির অর্থ কী?
উত্তর: আরব শব্দটির অর্থ ‘বাগ্মিতা’
প্রশ্ন-৬. ‘আরবাতুন’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘আরবাতুন’ শব্দের অর্থ বৃক্ষলতাহীন মরুভূমি
প্রশ্ন-৭. উত্তর আরবের অধিবাসীদের কী বলা হয়?
উত্তর: উত্তর আরবের অধিবাসীদের আরব-ই-মুস্তারিবাহ’ বলা হয়।
প্রশ্ন-৮, বায়দা বা বাদিয়া অর্থ কী?
উত্তর: বায়দা বা বাদিয়া অর্থ জাল
প্রশ্ন-৯. বেদুইন কারা?
উত্তর: প্রাক-ইসলামি যুগের যাযাবর আরব জাতিই বেদুইন নামে পরিচিত।
প্রশ্ন-১০. বেদুইন সমাজের ভিত্তি কী?
উত্তর: বেদুইন সমাজের ভিত্তি হলো গোষ্ঠীবদ্ধতা।
প্রশ্ন-১১. The ship of the desert কোন প্রাণীকে বলা হয়?
উওর: উটকে The ship of the desert বলা হয়।
প্রশ্ন-১২, আসাবিয়া কী?
উত্তর: গোত্রীয় চেতনা তথা নিজ গোত্রের প্রতি মানুষের ভালোবাসা, মমত্ববোধ বা গোত্রের জন্য জান-মাল উৎসর্গ করার মনোভাবই হলো আসাবিয়া।
প্রশ্ন-১৩. The ship of the desert কোন প্রাণীকে বলা হয়?
উত্তর: উটকে The ship of the desert বলা হয়।
প্রশ্ন-১৪, ‘আরবদের সৌভাগ্য’ বলা হতো কোন অঞ্চলকে?
উত্তর: আরব উপদ্বীপের উর্বর দক্ষিণ অঞ্চল ইয়েমনকে আরবদের সৌভাগ্য বলা হতো।
প্রশ্ন-১৫. “ইয়েমেন’ শব্দের অর্থ কী? না গো, যবে, ব, বোর্ড ২০১৯; সকল বোর্ড ২০১৬/
উত্তর: ‘ইয়েমেন’ শব্দের অর্থ সুখী ও সৌভাগ্যবান।
প্রশ্ন ১৬. সাইমুম কী?
উত্তর: মরুভূমির উত্তপ্ত বালুঝড়কে সাইমুম বলা হয়।
প্রশ্ন-১৭. প্রাক-ইসলামি যুগে আরববাসীর প্রধান খাদ্য কী ছিল? /সকল বোর্ড ২০১৫/
উত্তর: প্রাক-ইসলামি যুগে আরববাসীর প্রধান খাদ্য ছিল খেজুর।
প্রশ্ন-১৮. গাছের রানি বলা হয় কোন গাছকে?
উত্তর: গাছের রানি বলা হয় খেজুর গাছকে ।
প্রাচীন সভ্যতাসমূহের বৈশিষ্ট্য এবং এগুলোর প্রভাব
প্রশ্ন-১৯. সভ্যতা কী?
উত্তর: মানব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে মানুষের চিন্তা-ভাবনা, আচার আচরণ-কার্যাবলি বিকশিত করা সামষ্টিক রূপ লাভ করেছে তাই সভ্যতা ।
প্রশ্ন ২০. কখন নগর সভ্যতার যাত্রা শুরু হয়?
উত্তর: সভ্যতার যুগে খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দ থেকে নগর সভ্যতার যাত্রা শুরু হয়।
প্রশ্ন-২১. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
উত্তর: বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মিসরীয় সভ্যতা।
প্রশ্ন-২২. মিসর কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: মিসর আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
প্রশ্ন-২৩. প্যাপিরাস কী? / ঢাকা বোর্ড ২০১৭/
উত্তর: প্যাপিরাস হলো নীলনদের তীরে জন্মানো এক ধরনের নলখাগড়া জাতীয় ঘাস বা উদ্ভিদ, যা দিয়ে মিসরীয়রা কাগজ তৈরি করে।
প্রশ্ন-২৪. পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একেশ্বরবাদের ধারণা দেন কে?
উত্তর: পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একেশ্বরবাদের ধারণা দেন ফারাও ইখনাটন ।
প্রশ্ন-২৫. ‘হায়ারোগ্লিফিক’ শব্দের অর্থ কী?
উত্তর: হায়ারোগ্লিফিক’ শব্দের অর্থ পবিত্র লিপি।
প্রশ্ন-২৬. পিরামিড কী? /ডা. কো, দি কো, কু, বো, বো, সি. বো. ১৯/
উত্তর: ফারাওদের মৃতদেহ মমি করে সংরক্ষণ ও এর নিরাপত্তার জন্য প্রাচীন মিসরীয়রা পাথর কেটে কেটে ত্রিভুজাকৃতির প্রকাণ্ড যে সৌধ নির্মাণ করত তাই পিরামিড।
প্রশ্ন-২৭. মিসরকে নীল নদের দান কে বলেছেন? / বো, দিবো, সি. বো.. হ. বো. ১৮/
উত্তর: ইতিহাসের জনক হেরোডোটাস মিসরকে নীল নদের দান’ (The Gift of the Nile) বলেছেন।
প্রশ্ন-২৮. হেরোডোটাস কোন দেশের ঐতিহাসিক?
উত্তর: হেরোডোটাস গ্রিসের ঐতিহাসিক
প্রশ্ন-২৯. সর্ববৃহৎ পিরামিডের নাম ?
উত্তর: সর্ববৃহৎ পিরামিডের নাম ফারাও খুফুর পিরামিড।
প্রশ্ন-৩০, কাদের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়।
উত্তর: মিসরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়।
প্রশ্ন-৩১. মেমফিস কী? কার্ড ২০১৫/
উত্তর: মেমফিস কায়রো থেকে ২০ কি.মি. দক্ষিণে নীলনদের পশ্চিম তীরে অবস্থিত একটি শহর। এটি প্রাচীন মিসরের রাজধানী ছিল।
প্রশ্ন-৩২, কোথায় মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল।
উত্তর: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল।
প্রশ্ন-৩৩, ‘মেসোপটেমিয়া’ শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তর: ‘মেসোপটেমিয়া’ শব্দটি গ্রিক ভাষার শব্দ।
প্রশ্ন-৩৪. মেসোপটেমিয়া’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মেসোপটেমিয়া’ শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
প্রশ্ন-৩৫. কিউনিফর্মকে কীরূপ চিত্রলিপি বলা হয়?
উত্তর: কিউনিফর্মকে অক্ষরভিত্তিক চিত্রলিপি বলা হয়।
প্রশ্ন-৩৬. ভুগি কে ছিলেন?
উত্তর: ভুক্তি ছিলেন সুমেরীয় সম্রাট।
প্রশ্ন-৩৭, সুমেরীয়দের ধর্মমন্দিরকে কী বলা হত
উত্তর: সুমেরীয়দের ধর্মমন্দিরকে জিগুরাত’ বলা হতো।
প্রশ্ন-৩৮. ব্যাবিলনীয়দের সর্বশ্রেষ্ঠ শাসকের নাম কী?
উত্তর: ব্যাবিলনীয়দের সর্বশ্রেষ্ঠ শাসকের নাম হাম্মুরাবি।
প্রশ্ন-৩৯, কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি? রা
উত্তর: ‘বাব ইল’ শব্দ থেকে ব্যাবিলন’ শব্দের উৎপত্তি।
প্রশ্ন-৪০. ব্যাবিলন’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ব্যাবিলন’ শব্দের অর্থ দেবতার নগর।
প্রশ্ন-৪১. হিব্রুদের ধর্মীয় গ্রন্থ কী নামে পরিচিত?
উত্তর: হিব্রুদের ধর্মীয় গ্রন্থ ‘তাওরাত’ যা ওল্ড টেস্টামেন্ট নামে পরিচিত।
প্রশ্ন-৪২. বিখ্যাত গ্রন্থ ‘The Histories’ কার রচিত?
উত্তর: বিখ্যাত গ্রন্থ ‘The Histories’ ইতিহাসের জনক হেরোডোটাসের রচিত।
প্রশ্ন-৪৩, ইলিয়াড’ ও ‘ওডেসি’ মহাকাব্যের লেখক কে?
উত্তর: ‘ইলিয়াজ’ ও ‘ওডেসি’ মহাকাব্যের লেখক গ্রিক মহাকবি হোমার ।
প্রশ্ন-৪৪. ‘প্রমিথিউস বাউন্ড’ নাটকটি কার লেখা?
উত্তর: ‘প্রমিথিউস বাউন্ড’ নাটকটি বিখ্যাত গ্রিক নাট্যকার এস্কাইলাসের লেখা ।
প্রশ্ন-৪৫. ‘Politics’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Politics’ গ্রন্থের লেখক গ্রিক দার্শনিক এরিস্টটল।
প্রশ্ন-৪৬. সক্রেটিসের দর্শনের প্রধান বিষয় কী ছিল?
উত্তর: সক্রেটিসের দর্শনের প্রধান বিষয় ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা
প্রশ্ন-৪৭. “Republic’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Republic’ গ্রন্থের লেখক গ্রিক দার্শনিক প্লেটো।
প্রশ্ন-৪৮. ত্রয়ী শাসন কী?
উত্তর: সম্রাট জুলিয়াস সিজারের মৃত্যুর (খ্রিষ্টপূর্ব ৪৪ অব্দ) পর রোম সাম্রাজ্য অক্টোভিয়ান সিজার, মার্ক এন্থোনি ও লেপিডাসের মধ্যে বিভক্ত হয়ে যায়, যা ইতিহাসে ‘ত্রয়ী শাসন’ নামে পরিচিত।
প্রশ্ন-৪৯. স্টোয়িকবাদ কী?
উত্তর: রোমের সবচেয়ে জনপ্রিয় দার্শনিক মতবাদ হলো ‘স্টোয়িকবাদ’।
প্রশ্ন-৫০. রোমে নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালার নাম কী?
উত্তর: রোমে নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালার নাম ‘কলোসিয়াম’।
প্রাক-ইসলামি আরবের আরবদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা
প্রশ্ন-৫১. জাহেলিয়া যুগ কী?
উত্তর: হযরত মুহাম্মদ (স)-এর আবির্ভাবের আগে আরবের প্রায় একশ বছর সময়কে আইয়ামে জাহেলিয়া বা অন্ধকারযুগ বলা হয়।
প্রশ্ন-৫২, ‘আইয়াম’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘আইয়াম’ শব্দের অর্থ যুগ।
প্রশ্ন-৫৩. আইয়ামে জাহেলিয়া অর্থ কী?
উত্তর: আইয়ামে জাহেলিয়া অর্থ অজ্ঞতা বা তমসার যুগ।
প্রশ্ন-৫৪. আইয়ামে জাহেলিয়া শব্দের অর্থ কী? /চা, বো, সি. বো, কু, বো, সি. বো. ১৯/
উত্তর: আইয়ামে জাহেলিয়া শব্দের অর্থ অজ্ঞতা বা অন্ধকারের যুগ।
প্রশ্ন-৫৫. মালা কী? ঢাকা বোর্ড 2017/
উত্তর: মালা হলো প্রাক-ইসলামি আরবের একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণাসভা।
প্রশ্ন-৫৬. ‘আল মালা’ নামে আখ্যায়িত পরিষদের সভাকক্ষকে কী বলা হতো?
উত্তর: ‘আল মালা’ নামে আখ্যায়িত পরিষদের সভাকক্ষকে ‘দারুন নাদওয়া” বলা হতো।
প্রশ্ন-৫৭. আইয়াম আল আরব কী?
উত্তর: প্রাক-ইসলামি আরবের গোত্রীয় দ্বন্দ্ব সংঘাতকে আইয়াম আল আরব বা আরবের দিন বলা হতো।
প্রশ্ন-৫৮. প্রাক-ইসলামি আরবের গোত্রপ্রধানকে কী বলা হতো?
উত্তর: প্রাক-ইসলামি আরবের গোত্রপ্রধানকে শেখ বলা হতো।
প্রশ্ন-৫৯. কোন মৌসুমে উকাজ মেলা বসত?
উত্তর: প্রতিবছর হজ মৌসুমে উকাজ মেলা বসত।
প্রশ্ন-৬০. প্রাক-ইসলামি আরবে আরবি কবিতাকে কী বলে অভিহিত করা হয়?
উত্তর: প্রাক-ইসলামি আরবে আরবি কবিতাকে “The Public Register of the Arabs’ বলে অভিহিত করা হয়।
প্রশ্ন-৬১. গীতিকাব্যকে আরবিতে কী বলা হয়?
উত্তর: গীতিকাব্যকে আরবিতে কাসিদা বলা হয়।
প্রশ্ন-৬২. ‘সাৰায়ে মুয়াল্লাকাত’ কী?
উত্তর: উকাজ মেলার কবিতা প্রতিযোগতায় সেরা হিসেবে বিবেচিত সাতটি কবিতাকে কাবাঘরের দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হতো যা ‘সাবায়ে মুয়াল্লাকাত’ নামে পরিচিত।
প্রশ্ন-৬৩, মুয়াল্লাফ বলা হতো কাদেরকে?
উত্তর: প্রাক-ইসলামি যুগে আরব কবিদের মধ্যে যশস্বী সাতটি ঝুলন্ত গীতিকাব্যের রচয়িতাগণকে মুয়াল্লাফ বলা হতো।
প্রশ্ন-৬৪. প্রাক-ইসলামি আরবের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? /চা. বো.. নি. বো, সি. বো, য, বো. ১৮/
উত্তর: প্রাক-ইসলামি আরবের শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কায়েস।
প্রশ্ন-৬৫. প্রাক-ইসলামি আরবের একেশ্বরবাদী সম্প্রদায়ের নাম কী?
উত্তর: প্রাক-ইসলামি আরবের একেশ্বরবাদী সম্প্রদায়ের নাম ‘হানিফ’।
প্রশ্ন-৬৬, ত্রিত্ববাদে বিশ্বাসী কারা?
উত্তর: খ্রিস্টানরা ত্রিত্ববাদে বিশ্বাসী।
source: অক্ষর পত্র প্রকাশনী বই
এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই থেকে নেওয়া হয়েছে।
[ad_2]