(নতুন নিয়ম) অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২২
[ad_1]
অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম। আমাদের অনেকেই জানেনা অনলাইনে ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয়। আমরা দেখতে পাই অনেকে ইন্টারনেটে অনুসন্ধান করেন ট্রেনের টিকিট কিভাবে কাটবো। আবার অনেকে জানতে চান ট্রেনের টিকিট কাটার সময় সম্পর্কে। আজকে আমরা আপনাদেরকে সাহায্য করব ট্রেনের টিকিট ক্রয় করার তথ্য দিয়ে। সম্পূর্ণ পদ্ধতিটি বোঝার জন্য আমাদের পোস্টে ভালভাবে পড়ুন। বাংলাদেশ রেলওয়ে টিকিট মূল্য নির্ধারণ করে থাকে।
বর্তমান সময়ে করোনার কারণে মানুষ ঘরে বসে অনলাইনে টিকিট কাটার পদ্ধতি খুঁজে থাকে। বাংলাদেশ রেলওয়ে মানুষের কথা চিন্তা করে পদ্ধতিটি আরো সহজ করেছে। আপনি খুব সহজেই ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময়
আপনি যদি অনলাইনে টিকিট কাটতে যান। মাঝে মাঝে দেখবেন কিছুক্ষণের মধ্যেই সব সিট বুকিং হয়ে যায়। অনেকে বুঝতে পারেন না বিষয়টি। আপনি যদি সকাল ৬ টার সময় আপনার তথ্য নিয়ে আপনি রেডি থাকেন।
তাহলে অবশ্যই আপনি অনলাইন থেকে ট্রেনের টিকেট কাটতে পারবে। অন্যথায় হয়তো আপনি টিকিট পাবেন না। কারণ বাকি মানুষ গুলো আপনার মত টিকিট কাটার জন্য অনলাইনে এসে বসে থাকে।
ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২২
ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম অনেকে জানতে চায়। আমরা এখানে ট্রেনের অগ্রিম টিকিট কাটার সময়। এবং আপনি কিভাবে ট্রেনের অগ্রিম টিকিট কাটতে পারবেন। সে সকল তথ্য এখানে দিয়ে দিয়েছি। আপনি ট্রেনের অগ্রিম টিকিট কতদিন আগে পাওয়া যায় সে সকল তথ্য এখানে পাবেন।
- শুরুতে রেলওয়ে বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন www.eticket.railway.gov.bd
- তারপর আপনার যাত্রা সম্পর্কে তথ্য গুলো দিবেন
- তারপর অনলাইন ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করুন।
- কিছুক্ষণ পরেই আপনি ট্রেনের টিকিট পিডিএফ পেয়ে যাবেন।
আপনি চাইলে ট্রেনের অগ্রিম টিকিট রেলওয়ে স্টেশন ও অনলাইনে থেকে কাটতে পারবেন।
ট্রেনের টিকিট কিভাবে কাটবো?
আপনি চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারেন। অথবা চাইলে রেলস্টেশনের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন। অনলাইন থেকে টিকিট কাটতে হলে আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। কিন্তু রেল স্টেশন কাউন্টার থেকে তাহলে আপনি আপনার গন্তব্য স্থল সম্পর্কে বলুন। তারা আপনাকে টিকিট করে দিবে।
রেজিস্ট্রেশন করুন
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২২
অনলাইন থেকে ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে সর্বপ্রথম। বাংলাদেশ রেলওয়েল অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আপনাদের সুবিধার জন্য আমরা ওই ওয়েবসাইটের লিংক আমাদের পোস্টে দিয়ে দিলাম। ওয়েব সাইটে ঢোকার পর আপনি কোথায় থেকে কোথায় যাবেন সেই তথ্যটি দিন। তারপর আপনি দেখতে পারবেন কোন কোন ট্রেন আপনি যে জায়গায় যেতে চাচ্ছেন ওই রুটে চলাচল করে। সেখান থেকে আপনার প্রিয় ট্রেন টি সিলেক্ট করুন।
www_eticket_railway_gov_bd
২৬/০৩/২০২২, তারিখ থেকে চালুকৃত বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং সিস্টেমে টিকেট ক্রয়ের নিয়মাবলী/পদ্ধতিঃ
eticket.railway.gov.bd
ক্রয় প্রক্রিয়াঃ
- প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
- “Log in” এর প্যানেল ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতঃ “Log in” বাটনে ক্লিক করতে হবে।
- এরপর যে Pageটি আসবে তাতে “Purchase ticket” বাটনে ক্লিক করতে হবে।
- এখানে যে Pageটি আসবে সে Page এ আপনার চাহিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেনী, টিকেট সংখ্যা যেভাবে রয়েছে তা পূরণ করতে হবে।
- এর পরের পেইজে “Registration Seat Available” দ্বারা চাহিত টিকেট এবং এর মূল্যমান জানিয়ে দেয়া হবে। টিকেট থাকলে “Purchase ticket” বাটন ক্লিক করতে হবে।
- ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের একাউন্ট মারফত যাত্রির জমাকৃত টাকা থেকে টিকেট মূল্য কেটে নেয়া হবে এবং যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে টিকেট নিশ্চিত করা হয়ে থাকে।
- ই-মেইল মেসেজ বক্স থেকে প্রেরিত টিকেটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত “Ticket Print Information” প্রদান করে সংশ্লিষ্ট সোর্স ষ্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেট সংগ্রহ করতে হবে।
[ বিঃদ্রঃ ২৬ মার্চ থেকে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ]
অনলাইনে ট্রেনের টিকিট কাটার একাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম
- প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
- ওয়েব সাইটটির নীচের দিকে “Registration” বাটনে ক্লিক করতে হবে।
- Create an Account” নামের নতুন একটি Page আসবে। এখানে “Personal Information” এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতঃ Security code ঘরের পাশে প্রদর্শিত “Security Code” দিয়ে পূরণ করে
- Register বাটনে ক্লিক করতে হবে।
সকল তথ্যাদি সঠিক থাকলে “Registration Successful” নামে নতুন একটি Page আসবে।
- ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষনিকভাবে আপনার প্রদত্ত ই-মেইল ঠিকানায় Bangladesh Railway এর থেকে একটি ই-মেইল পাঠানো হবে।
আপনার ই-মেইল এর মেসেজ বক্সে Bangladesh Railway প্রদত্ত ই-মেইলটি খুলতে হবে। মেসেজের ভিতর রক্ষিত “Click” লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
তারপর আপনি দেখতে পাবেন কতগুলো সিট ফাঁকা আছে। তারপর টিকিট ক্রয় অপশনে ক্লিক করে। আপনারা সঠিক তথ্য দিয়ে টিকিট কিনে ফেলুন। এবং অবশ্যই মনে রাখবেন, আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এবং বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট এ সাইন ইন করতে আপনার জিমেইল দিয়ে একাউন্ট খুলুন।
etiket railway gov bd
বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২২
আপনি চাইলে বিকাশ অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট ক্রয় করতে পারেন।
- বিকাশ অ্যাপে এ লগইন করার পর টিকিট অপশন এ ক্লিক করুন।
- তারপর ট্রেন আইকনটি ক্লিক করুন।
- এখন বাংলাদেশ রেলওয়ে সিলেক্ট করুন।
- আপনার গন্তব্যস্থলের তথ্যগুলো দিন।
- তারপর আপনি কোন ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চান। সে ট্রেন টি সিলেক্ট করে টিকিট ক্রয় করুন।
- বিকাশ থেকে আপনার টিকিটের মূল্য সরাসরি আপনাকে দেখাবে। এবং সেই পরিমাণ টাকা আপনাকে পরিশোধ করতে হবে।
রকেট দিয়ে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২২
অনেকেই রেল সেবা টিকিট কাটার নিয়ম জানতে চান।এখানে আমরা কিছু তথ্য দিয়েছি যার মাধ্যমে আপনি রকেটের মাধ্যমে অনলাইনে রেল সেবা টিকিট কাটতে পারবেন। আমরা যেভাবে কার্যক্রমগুলো বলেছি এভাবে করার পর আপনার রকেট একাউন্টে যেয়ে পেমেন্ট অপশন থেকে রেল সিলেক্ট করে টিকিটের মূল্য পরিশোধ করুন।
ট্রেনের টিকিট প্রিন্ট আউট করতে হবে কি?
আপনি যদি নিজের NID ইউজ করে ট্রেনের টিকিট ক্রয় করে থাকেন। তাহলে আপনার ট্রেনের টিকিট প্রিন্ট আউট করার প্রয়োজন নেই। এবং আপনি চাইলে প্রিন্ট আউট করতে পারেন। কিন্তু আপনি যদি অন্য কারো এনআইডি দিয়ে টিকিট ক্রয় করে থাকেন। তাহলে নিজের সেফটির জন্য টিকিট প্রিন্ট আউট করে নিন। হতে পারে ট্রেনের ভিতর আপনাকে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হয় এই টিকিট প্রিন্ট আউট না করার কারণে।
আশা করি আমাদের পোস্টের মাধ্যমে অনলাইন থেকে কিভাবে ট্রেনের টিকিট করার করবেন সে সম্পর্কে ভালো ধারণা লাভ করেছেন। পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। বাংলাদেশের সকল ট্রেনের ভ্রমণ সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আরও পড়ুনঃ
খুলনা টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া
ঢাকা টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া
অনলাইনে জিডি করার নিয়ম (দেখুন ভিডিও সহ)
[ad_2]