html এর মৌলিক ধারণা এবং এন্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে html এবং অন্যান্য কোডিং চর্চা করবেন।
কিছু কথাঃ
আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছে, আজ আমি আপনাদের জন্য আকর্ষণীয় একটা পোষ্ট নিয়ে হাজির হলাম। অনেকে হয়তো টাইটেল দেখেই বুঝে ফেলেছেন। আজ যেই বিষয় নিয়ে আর্টিকেলটি লিখতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছেhtml এর মৌলিক ধারণা এবং এন্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে html এবং অন্যান্য কোডিং চর্চা করবেন।
আপনারা যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা হয়তো মনে করেন যে এন্ড্রয়েড ফোন দিয়ে মূলত কোডিং লেখা সম্ভব নয়। কোডিং শিখতে গেলে বা লিখার জন্য পিসি প্রয়োজন। কিন্তু জেনে অবাক হবেন যে আপনার হাতে থাকা ফোন দিয়েও খুব সহজেই কোডিং চর্চা করতে পারবেন। আমিও মূলত মোবাইল ফোন দিয়েই কোডিং চর্চা করি। তাই আমি আপনাদের আজ শিখাবো যে কিভাবে আপনার হাতে থাকা ফোন দিয়েও কোডিং লিখবেন এবং রান করাবেন।তবে তার আগে চলুন আমরা html সম্পর্কে কিছু তথ্য জেনে আসি।
html এর মৌলিক ধারণাঃ
html=> Hyper text Markup Language
Html একটি প্রোগ্রামিং ভাষা। এই টেক্সট ভিত্তিক প্রোগ্রামিং ভাষাটি ওয়েবপেজ তৈরিতে বহুল ব্যবরিত।আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান তাহলে সবার আগে এই ল্যাংগুয়েজটি জানা থাকা দরকার।
html দ্বারা খুব সহজেই ওয়েব পেজ ডিজাইন করা যায়।বর্তমানে html এর সর্বশেষ ভার্সন হচ্ছে html5
HTML এর এক্সটেনশন হচ্ছে .html
ওয়েবপেইজ ডিজাইন এর ক্ষেত্রে html এর অনেক সুবিধা রয়েছে। কিছু সুবিধা হলোঃ
এইচটিএমএল শেখা এবং ফর্মেটিং করা খুবই সহজ। html প্রায় সবধরনের ব্রাউজারে সাপোর্ট করে।
এটি দ্বারা খুব সহজেই ওয়েব ফর্ম ডিজাইন করা যায়।এখনো অনেকে আছে যাদের প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নেই, তারাও খুব সহজেই এই প্রোগ্রামিং ভাষা শিখতে পারে। এইচটিএম এল দ্বারা তৈরি সাইটকে আপডেট করা খুব সহজ।এইচটিএমএল প্রোগ্রামিং মূল্য সাশ্রয়ী।
তবে এর অনেকগুলো অসুবিধাও রয়েছে।এর দুটি বড় অসুবিধা হলো html দ্বারা ওয়েবপেজ ডিজাইন এর ক্ষেত্রে অনেক কোড লিখতে হয় এবং HTML এর নিরাপত্তা ব্যবস্হা অনেক দুর্বল।
তো আশা করি সকলেই এইচটিএমএল এর মৌলিক ধারণা পেয়ে গেছেন। তো চলুন html এর কোডিং কেমন হয় তার কিছু কোডিং লিখি,
<html>
<body>
<h3>hello everyone </h3>
</body>
</html>
আমি আপনাদের বলে ছিলাম যে মোবাইল ফোন দিয়ে কিভাবে কোডিং লেখা যায় তা শিখাবো।
মোবাইল ফোন দিয়ে কোডিং লেখা এবং রান করা জন্য প্রথমে আপনার একটি সফটওয়্যার এর প্রয়োজন। সফটওয়্যারটির নাম হচ্ছে enwriter free। গুগল প্লেস্টোরে সফটওয়্যারটি পেয়ে যাবেন। কোডিং শেখার জন্য এখুনি অ্যাপটি ডাউনলোড করে ফেলুন। ডাউনলোড করা হয়ে গেলে এ্যাপটিতে প্রবেশ করুন।এখন দেখুন নোটপ্যাড এর মতো একটি পেজ রয়েছে যেখানে আপনি কোডিং লিখতে পারবেন। কোডিং লেখা হয়ে গেলে ▶️ রান আইকনটিতে ক্লিক করলে আপনার লেখা কোডিং এর ফলাফল শো করবে। কোডিং গুলো সঠিক হলে আপনাকে সঠিক ফলাফল প্রদর্শন করবে। অনেকেই হয়তো এখনো বুঝতে পারছেন, তো আমি যেভাবে আমার ফোনে কোডিং চর্চা করি তার একটি ভিডিও আপলোড করলাম, সকলেই ভিডিও দেখুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে কোডিং করতে হয়।
শেষ কথাঃ
তো আজ এপর্যন্তই। ভিডিওটা দেখার পরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্ট করুন। আমি আরো সহজ কিছু আর্টিকেল প্রকাশ করবো যার মাধ্যমে আরো খুব সহজে মোবাইল ফোন দিয়ে প্রোগামিং শেখা যাবে।