brac নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২(brac ngo career)

 

brac ngo career 

আর্টিকেলটিতে সকলকে স্বাগতম। আজকের এই আর্টিকেল থেকে আপনি একটি জব সার্কুলার খুঁজে পাবেন এবং আপনার দক্ষতা অনুযায়ী চাকরির জন্য আবেদন ও করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের আর্টিকেলের টপিক হচ্ছে 

ঃ brac নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২(brac ngo career)

brac সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সারাদেশের নারী এবং পুরুষ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। ব্রাকে বর্তমানে প্রায় ৩০ হাজার কর্মী নিযুক্ত আছেন এবং তারা বর্তমানে নতুন নতুন আরো কর্মী নিয়োগ দিচ্ছে।  আপনি যদি তাদের একজন হতে চান তাহলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। 

আপনি কর্মসূচী সংগঠক দাবি

 এই পদটি চাকরির আবেদন করতে পারবেন। এই পদটিতে কাজ হচ্ছে, মাঠ পর্যায়ে জরীপের মাধ্যমে সম্ভাবনাময় দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋন গ্রহীতা নির্বাচন করে দলগতভাবে ঋন বিতরণ,  নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয়  আদায় এবং দ্রূততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করা।

 বিনা অভিজ্ঞতায় পদটিতে আপনি আবেদন করতে পারবেন।আপনার শিক্ষাগত যেই যোগ্যতাগুলো লাগবে সেগুলো হলোঃ

যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ এবং শিক্ষাজীবনের যে কোনো একটি পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ / সিজিপিএ  গ্রহণযোগ্য তবে অন্যান্য পরীক্ষায় নূন্যতম ২য় বিভাগ /শ্রেণী অতআা সমমানের জিপিএ/সিজিপিএ ২ ০০ থাকতে হবে। 

কর্মস্থল ঃব্রাক মাঠ কার্যালয়। 

এই পদটিতে আপনি যেসকল সুবিধা পাবেন তা তুলে ধরা হলোঃ

উউসব ভাতা, মাতৃত্ব /পিতৃত্বকালীন ছুটি, অনুতোধিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য  এবং জীবনবীমা, পারফরম্যান্স বোনাস, ইনসেটিভ, যাতায়ত ভাতা ও অন্যান্য।

মাসিক বেতন ঃ ১৮০০০ টাকা



এখন আপনাদের অনেকেরই হয়তো প্রশ্ন আছে যে কিভাবে আবেদন করবেন?


আপনারা ২৬ শে মার্চ ২০২২ তারিখের মধ্যে careers.brac,net এর মাধ্যমে আবপদন করতে পারবেন।

বিঃদ্রঃ চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে জমানত হিসেবে ৫০০০ টাকা জমা দিতে হবে( যোগদানের ৬ মাস পর তা ফেরতযোগ্য)

এছাড়াও

ব্র্যাক এনজিও নিয়োগ ২০২২ brac ngo career

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাশ এবং শিক্ষাজীবনের যে কোন একটি পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিএ গ্রহণযোগ্য তবে অন্যান্য পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ /শ্রেণী অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে।
বেতনঃ উল্লেখ করা হয়নি
কর্মস্থলঃ ব্র্যাক মাঠ কার্যালয়।
সুবিধাসমূহঃ উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জরিমানা পারফরমেন্স বোনাস, ইনসেনটিভ, যাতায়াত ভাতা ও অন্যান্য।


তো কেউ যদি আবেদন করতে না পারেন কমেন্ট করুন আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url