cpu এবং প্রসেসর কি?প্রসেসর কিভাবে কাজ করে?


 কিছু কথাঃ 

আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও ভালোই আছি। সকলকে এই পোষ্টে স্বাগতম। আজকে আমি এই পোস্টে যেই বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে

 CPU কি? 

আপনি পোষ্ট থেকে যে সকল বিষয় শিখতে পারবেন সেগুলো হচ্ছে

১.CPU কি

২. মোবাইল ফোন CPU কি

৩.spreadtrum CPU

৪.Qualcomm cpu

এইসব বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে এবং শিখতে হলে সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে পড়বেন।

আমি চলে যাচ্ছি পোষ্টটি বিস্তারিতভাবে আলোচনা করতে। তো চলুন শুরু করা যাক।


CPU=central processing unit

. বাংলায় বলা যায় সবকিছু প্রসেস করার জায়গাটুকু হচ্ছে CPU. আরো আরো ভালোভাবে সেটি বললে দাঁড়ায় সিপিইউ হচ্ছে একটি মোবাইল বা পিসির প্রাণকেন্দ্র। একটি মোবাইল বা পিসি এর সকল প্রক্রিয়াকরণ মূলত সিপিইউ এর মাধ্যমে হয়ে থাকে। মোবাইলে যতগুলো কাজ করা হয় সবগুলো সিপিইউ এর মাধ্যমে নিয়ন্ত্রন করা হয়ে থাকে। প্রসেসর এবং সিপিইউ মূলত একই জিনিস। আপনি প্রসেসর কিংবা সিপিইউ দুইটাই বলতে পারেন। প্রসেসর হচ্ছে কম্পিউটারের মূল অংশ এটি ছাড়া কম্পিউটার বা মোবাইল কিছু চলবে না কম্পিউটার ও মোবাইলের সবকিছু এই সিপিইউ বা প্রসেসর দ্বারা পরিচালিত হয় । একটি মানুষ যেমন মস্তিষ্ক ছাড়া চলতে পারে না তেমনি একটি কম্পিউটার বা মোবাইল ডিভাইস প্রসেসর বা সিপিইউ ছাড়া চলতে পারে না। প্রসেসর কম্পিউটারকে যে নির্দেশগুলো দেয় কম্পিউটার ঠিক সে কাজগুলো করে থাকে। প্রসেসর  হচ্ছে কম্পিউটার ও মোবাইল অন্যতম একটি পার্টস বা হার্ডওয়্যার। এখন বলতে পারেন হার্ডওয়ার জিনিসটা কি? হার্ডওয়ার জিনিসটা সহজভাবে বলতে গেলে সেটি হচ্ছে আমরা যে হাত দ্বারা স্পর্শ করতে পারি আমরা যেহেতু প্রসেসরকে হাত দ্বারা স্পর্শ করতে পারি তাই এটি একটি হার্ডওয়ার ডিভাইস। কিন্তু সফটওয়্যার কে হাত দ্বারা স্পর্শ করা যায় না। সফটওয়্যার কে হার্ডওয়্যার বলা যাবে না। কম্পিউটারের সকল পরিচালনা প্রসেসর করে থাকে।

প্রসেসর কীভাবে কাজ করে থাকে:

আপনি যেভাবে কম্পিউটার চালাবেন কম্পিউটার ঠিক সেভাবে আপনাকে প্রদর্শন করবে। আর কম্পিউটার ভিতরে এই সকল কার্য পরিচালনা করে প্রসেসর। আপনার সকল নির্দেশনা প্রসেসর তার কম্পিউটার  স্কিন এ সো করে। মোবাইল ফোনে যে সকল সিপিইউ ব্যবহার করা হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক।

Mediatek CPU:

এই সিপিইউটি চায়নার তৈরি। অ্যান্ড্রয়েডের বেশীরভাগ মোবাইল ফোনে এই সিপিইউটি ব্যবহার হয়ে থাকে।

Spreadtum CPU:

চায়নার মার্কেটে এটিও অনেক পপুলার একটি সিপিইউ।

Qualcomm cpu:

এটিও অনেক দামী একটি সিপিইউ। এছাড়াও আরও অনেক সিপিইউ রয়েছে সেগুলো হচ্ছে

Coolsand CPU,

Master CPU,

Apple CPU ইত্যাদি।

Cpu(central processing unit) সম্পর্কে হয়তো ইতোমধ্যে বুঝে ফেলেছেন।  প্রচলন এখন GPU(graphics processing unit) সম্পর্কে ধারণা নেওয়া যাক। এখন আমরা সিপিইউ এবং জিপিইউ এর মধ্যে পার্থক্যটা জানব।

সিপিইউ এবং জিপিইউ দুটোই কিন্তু প্রসেসিং ইউনিট। আমরা ইতোমধ্যে জেনেছি যে সিপিইউ কম্পিউটারের সকল কিছু পরিচালনা করে থাকে। এবার আসি জিপিইউ এর ক্ষেত্রে। জিপিইউ হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। অর্থাৎ কম্পিউটারের গ্রাফিক্স এর সকল কিছু জিপিইউ পরিচালনা করে থাকে। কম্পিউটার বা মোবাইলে গ্রাফিক্স রিলেটেড যে সকল কাজ রয়েছে সকল কিছু জিপিইউ নিয়ন্ত্রণ করে। আপনি যদি কম্পিউটারে আলাদা একটি গ্রাফিক্স কার্ড লাগান তাহলে দেখা যাবে যে আপনি high-performance গ্রাফিক্স পাচ্ছেন। প্রসেসরে আলাদাভাবে একটি পার্টসে জিপিইউ লাগানো থাকে। কিন্তু আপনি যদি আলাদাভাবে গ্রাফিক্স কার্ড লাগান তাহলে কিন্তু আরো ভালোভাবে পারফরম্যান্স করে। তাই এটি আপনার উপরে নির্ভর করছে যে আপনি গ্রাফিক্স কার্ড লাগাবেন কি লাগাবেন না। যারা গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্সের কাজ করেন তারা কিন্তু আলাদা ভাবে একটি গ্রাফিক্স কার্ড লাগান কারণ সিপিইউ কখনো আপনাকে পুরোপুরি ভাবে জিপিইউ এর পারফরম্যান্স দিবেনা। আরেকটি কথাটি সেটি হচ্ছে সিপিইউ ছাড়া আপনার কম্পিউটার কখনোই চলবে না তাই অবশ্যই সিপিইউ প্রয়োজন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url