2022 সালের অনলাইন এবং অফলাইন থেকে ইনকামের সেরা কিছু টিপস।


কিছু কথাঃ

আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন। আশা করি ভালোই আছেন আমিও ভালোই আছি। ভালো আছি বলেই আমি আপনাদের জন‍্য দুর্দান্ত একটি টিপস পোষ্ট নিয়ে হাজির হয়েছি। এখন আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন কি বিষয়ে পোষ্ট। তো আপনারা ধৈর্য‍্য হারা হবেন না খুব শিঘ্রই বলবো যে কি বিষয়ে পোষ্ট। প্রথমেই বলে নিই যে যাদের ধৈর্য‍্য আছে তাদের জন‍্যই মূলতো আমার এই পোষ্টটি করা। কারণ ধৈর্য‍্য না থাকলে কোনো কাজই আপনি সম্পন্ন করতে পারবেন না। তবে আপনাদের যাদের ধৈর্য‍্য নেই দয়া করে পোষ্টটি এড়িয়ে চলুন।

তো এখন বলে নিই যে কি বিষয়ে আর্টিকেল। আজকের আর্টিকেলের টাইটেল হচ্ছে

কিভাবে অনলাইন এবংঅফলাইন মাধ‍্যমে ইনকাম করবেন?

আমি আপনাদের আজ দুটো মাধ‍্যমের কিছু টিপস শিখাবো যে কিভাবে কি কি কাজ করবেন?কিভাবে সহজে ইনকাম করবেন?


আপনারা যদি বলেন কিছু অংশ কেন? তাহলে বলবো অনলাইন কিংবা অফলাইন অনেক মাধ‍্যম রয়েছে যেসব মাধ‍্যমে ইনকাম করতে পারবেন। সবগুলো মাধ‍্যম বলা সম্ভব না বা বলে শেষ করা যাবেনা,সেজন‍্যেই আমি শুধু কিছু বিষয়ে বলবো এবং দিক নির্দেশনা দিবো। আরেকটি কথা বলে নেই সেটি হচ্ছে অনলাইন এবং অফলাইন মাধ‍্যমের যেই বিষয়গুলো বলবো সেগুলো সহজ মাধ‍্যম এবং আপনারা সেগুলো ফলো করে খুব সহজেই ইনকাম করতে পারবেন।


তো প্রথমে অফলাইনের কিছু সহজ মাধ্যম নিয়ে আলোচনা করা যাক। অফলাইনের যেসব বিষয়ে কাজ করবেন বা যেসব বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো হলো:-


1.গৃহপালিত পশুপাখি পালন


2.ডেলিবারি বা পার্সেল বয় হিসেবে কাজ


3.দোকান করা


4.রিচার্জ বা ফ্লেক্সিলোড ব্যবসা করা

এখন অফলাইনের সবগুলো ধাপ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো যে কিভাবে কাজগুলো করবেন এবং কিভাবে সফল হবেন। নিচে সবগুলো ধাপ পার্ট বাই পার্ট আলোচনা করা হলো


1.গৃহপালিত পশুপাখি পালন: আপনি যদি গ্রামে থাকেন আর আপনার যদি সহজ কাজ করে লাভবান হওয়ার ইচ্ছা থাকে তাহলে এই কাজটি বেছে নিতে পারেন। গৃহপালিত পশুপাখির মধ্যে হাঁস মুরগি পালন,কবুতর পালন করতে পারেন। তবে আপনার যদি অতিরিক্ত টাকার সামর্থ বা দক্ষ হোন তাহলে গরু ছাগল ও পালন করতে পারেন। এছাড়াও মাছ চাষও করতে পারেন।বর্তমানে কবুতর এবং দেশি বিদেশি পাখিও পালন করে লাভজনক হতে পারবেন।


2. পার্সেল বা ডেলিভারি বয় হিসেবে কাজ : সহজভাবে কাজ করতে চাইলে এবং ভালো মানের ইনকাম করতে চাইলে এই কাজ বেছে নিতে পারেন।যদি আপনি ইনকাম করতে চান তাহলে তো আপনাকে অবশ‍্যই কঠোর পরিশ্রম করতে হবে তবেই তো আপনি ইনকাম করতে পারবেন।


পার্সেল বা ডেলিভারি বয় হিসেবে কাজ করতে আপনার কি কি প্রয়োজন:


সহজ কথায় বলতে গেলে পার্সেল দেওয়ার কাজটি করতে গেলে আপনাকে অবশ‍্যই মোটরসাইকেল বা অবশ‍্যই সাইকেল থাকতে হবে। তবে বিভিন্ন কোম্পানি তাদের কাজের প্রসারতা বৃদ্ধির প্রয়োজনে পার্সেল বয়দের গাড়ি দিয়ে থাকে।বর্তমানে পার্সেল করার কাজটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে।বিভিন্ন ধরনের কোম্পানি তাদের প্রসারতা লাভের জন্য তাদের পণ‍্য বাসায় পৌঁছে দিচ্ছে। পণ‍্য বাসায় পৌঁছে দেওয়ার জন‍্য তাদের অনেক লোক প্রয়োজন, সেক্ষেত্রে তারা নিয়োগ দেয়।আপনার যদি দক্ষতা থাকে তাহলে আপনি কাজটি শুরু করে দিতে পারেন।


3.দোকান করা: আপনি যদি গ্রামে কিংবা শহরে থাকেন তবে আপনি কসমেটিকস এর দোকান খুলতে পারেন। আমরা সকলেই জানি যে বর্তমানে কসমেটিকস পণ‍্যগুলোর অনেক চাহিদা। সেহেতু আপনি দোকান শুরু করেও অনেক লাভবান হতে পারেন। এছাড়াও আপনি কসমেটিকস পণ‍্য এর পাশাপাপাশি লাইব্রেরীর দোকানও করতে পারেন। এ থেকে আপনি দুই দিক দিয়েই লাভবান হবেন।


4.ফ্লেক্সিলোড বা মোবাইল সীম কার্ড রিচার্জ ব‍্যবসা:- সহজ ভাবে ইনকামের আরেকটি উপায় হচ্ছে ফ্লেক্সিলোড বা রিচার্জ করা। আপনার যদি কোনো দোকান থাকে সেখানে বসেও কাজটি করতে পারেন। তবে এ কাজের জন্য দোকানেরও প্রয়োজন নেই যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে। কাজের শুরুতে প্রথমে আপনার ব্যবহৃত সীমটিকে রিটেইলার একাউন্ট করে নিতে হবে। বিভিন্ন টেলিকম তাদের ব্যবসার প্রসারের জন্য সল্প মূল্যে রিটেইলার নিয়োগ দেয় সেখান থেকে সহজেই আপনি একটি রিটেইলার একাউন্ট করে নিতে পারেন। অথবা রিটেইলার একাউন্ট করার জন্য এই পোষ্টে কমেন্ট করতে পারেন, আমি ব্যবস্থা করে দিবো। ফ্লেক্সিলোড বা রিচার্জ দেওয়ার কাজটি আপনি অনলাইনে ঘড়ে বসেও করতে পারেন, সেই ধাপগুলো অনলাইনে ইনকাম এর ধারনাগুলোতে দেখাবো।


তো এই ছিলো অফলাইনে ইনকাম করার কিছু টিপস।


এখন আমরা জানব যে কিভাবে অনলাইনে ইনকাম করা যাই। ক ইনকাম করার পদ্ধতি কখনো বলে শেষ করা যাবেনা। যেহেতু এটা অনলাইন পদ্ধতি সেহেতু এটার পরিধি আরো ব্যাপক। আমি যেহেতু বলেছি সহজ মাধ্যমগুলো নিয়ে আলোচনা করবো সেহেতু অনলাইনের কিছু সহজ পদ্ধতি নিয়ে কথা বলবো। যেই কাজগুলো করে আপনি ভালো মানের ইনকাম করতে পারবেন।


অনলাইনে ইনকামের শুরুতে আপনাকে প্রথমে সতর্ক থাকতে হবে যে আপনি কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো করবেন না। কারণ এই অনলাইন জগতটা সবারই অচেনা। সেহেতু আপনি নানাভাবে প্রতারিত হতে পারেন। তাই আপনাকে খুঁজে নিতে হবে যে কোন কাজটি আপনাকে লাভবান করবে।


অনলাইনে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরণের এ্যাপ থাকে যেই এ্যাপগুলো ব্যবহার করে আমরা ইনকাম করতে পারি। প্রথমেই আপনাকে সাবধান করে দিচ্ছি যে এসকল এ্যাপগুলো প্রায় নেশিরভাগ ফ্যাক হয়ে থাকে। এছাড়াও এই এ্যাপগুলো একদম অল্প পরিমাণে টাকা দেয়। যা আপনার ডাটা খরচও হবেনা। আরেকটা বিষয় না বললেই নয় সেটি হচ্ছে বর্তনমানে অনলাইনে অনেক কোম্পানি এসেছে যারা মূলত অন্যদের ধোকা দেয়, এসব থেকে বিরত থাকুন। আরো কিছু ফ্যাক ইনভেষ্টমেণ্ট সাইট রয়েছে এসব থেকে বিরত থাকতে হবে।


আপনারা কি জানেন ফেসবুক থেকেও টাকা ইনকাম করা যায়। অনেকেই জানেন না। যারা জানেন না তারা এই পোষ্ট থেকে শিখে নিতে পারেন যে কিভাবে করা যায়। আমি কিছু ধারণা দিবো আশা করি সকলেরই কাজে লাগবে।


ফেসবুক গ্রূপ থেকে ইনকামঃ আপনারা কি অবাক হচ্ছেন। অবাক হবারই কথা কারণ আমাদের প্রায় সবারই গ্রূপ আছে কিন্তু জানি।

ফেসবুক গ্রূপ থেকে ইনকামঃ আপনারা কি অবাক হচ্ছেন। অবাক হবারই কথা কারণ আমাদের প্রায় সবারই গ্রূপ আছে কিন্তু জানিনা যে কিভাবে ইনকাম করা যায়। আসলে এটা বুদ্ধিমান লোকরাই জানে। আপনার যদি বেশি মেম্বারের গ্রূপ থাকে তাহলে এটা বিভিন্ন কাজে দিবে ইনকাম করার জন্য। ধরুন আপনি সীমে রিচার্জ ব্যবসা করেন তাহলে কিন্তু আপনি এই গ্রূপেও অনেক কাস্টমার পেতে পারেন এবং ভালো ইনকাম আশা করা যায়।


ফেসবুক পেজ থেকে ইনকামঃ ফেসবুক পেজের মাধ্যমেও ভালো ইনকাম করা যায়। ফেসবুকের কিছু শর্ত রয়েছে যেগুলো পূরণ করে আপনি ইনকাম শুরু করতে পারেন।


এবার আসি আরো কিছু অনলাইন ইনকাম পদ্ধতি নিয়ে


ইউটিউবিং করেঃ ফেসবুক পেজের মতো এখানেও কিছু শর্ত রয়েছে। যেগুলো সম্পন্ন হলে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে। যার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন।


ব্লগিং এর মাধ্যমে ইনকামঃ এটি একটি জনপ্রিয় মাধ্যম। এই সাইট টিও একটি ব্লগ সাইট। আপনার যদি ব্লগ সাইট থাকে তাহলে গুগল এড এপ্রুব করিয়ে সেখান থেকে ইনকাম করতে পারেন। এছাড়া আরো অনেক এডনেটওয়ার্ক রয়েছে সেগুলোও ব্যাবহার করতে পারেন।


এছাড়াও আরো অনেক পদ্ধতি রয়েছে যেগুলো বলে শেষ করা যাবেনা। আজ এপর্যন্তই পরবর্তীতে আরো কিছু টিপস নিয়ে হাজির হবো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url