MCQ - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ১ম অধ্যায় (PDF)

[ad_1]

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ১ম অধ্যায় mcq : কতিপয় নীতির উপর ভিত্তি করে ব্যবস্থাপনার কার্যাবলী সম্পন্ন করতে হয়। এই নীতিমালা লিখিত হতে পারে আবার মৌখিকও হতে পারে। নীতিগুলো কার্যাবলীর সঠিক বাস্তবায়নে দিকপালের ন্যয় ভূমিকা পালন করে। নীতি হল এমন নিয়ম-কানুন যা অবশ্যই পালনীয়। আর ব্যবস্থাপনার নীতি হল কতিপয় প্রতিষ্ঠিত কিছু পূর্বনির্ধারিত নিয়ম বিশেষ। এ নিয়মগুলো প্রতিষ্ঠিত হওয়ার পেছনে অনেক গবেষক নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ১ম অধ্যায় mcq

১. Management শব্দটি কোন দেশের শব্দ থেকে এসেছে?
● ইটালি
খ. কানাডা
গ. জার্মানি
ঘ. বাংলাদেশ

২. ইংরেজি ‘Management’ শব্দের সমার্থক শব্দ কী?
● to handle
খ. to run
গ. to manage
ঘ. to put

৩. রবার্ট ওয়েন কোন সময়ের ব্যবস্থাপক ছিলেন?
ক. প্রাচীন যুগে
খ. মধ্য যুগের
● শিল্প বিপ্লবকালের
ঘ. আধুনিক যুগে

৪. 6M বলতে বোঝায়–
● মৌলিক সম্পদসমূহ
খ. ব্যবস্থাপনা প্রক্রিয়া
গ. মৌলিক কার্যাবলি
ঘ. ব্যবস্থাপনার মূলনীতি

৫. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে?
ক. হেনরি ফেয়ল
● এফ ডব্লিউ টেইলর
গ. জর্জ আর টেরি
ঘ. এল.এ এলেন

৬. ব্যবস্থাপনা উন্নয়নের ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে বিবেচনা করা হয়-
● মিসরীয় সভ্যতা
খ. চৈনিক সভ্যতা
গ. গ্রিক সভ্যতা
ঘ. ব্যাবিলনীয় সভ্যতা

৭. ব্যবস্থাপনার প্রাথমিক কাজ কোনটি?
● পরিকল্পনা
খ. সংগঠন
গ. কর্মীসংস্থান
ঘ. নিয়ন্ত্রণ

৮. ব্যবস্থাপনার নীতি প্রবর্তন করেছেন কে?
ক. টেইলর
খ. নিউম্যান
● ফেয়ল
ঘ. কুঞ্জ

৯. Espirit de corps একটি—
ক. ইংরেজি শব্দ
খ. রোমান শব্দ
গ. গ্রিক শব্দ
● ফরাসি শব্দ

১০. ব্যবস্থাপনার কোন কাজের সাথে মনস্তাত্ত্বিক বিষয় গভীরভাবে জড়িত?
ক. সংগঠন
● পরিকল্পনা
গ. কর্মীসংস্থান
ঘ. প্রণোদনা

১১. বিশুদ্ধ কর্মভিত্তিক সংগঠন প্রয়োগের পরামর্শ দিয়েছেন—
● এফ ডব্লিউ টেইলর
খ. হেনরি ফেয়ল
গ. এল এ এলেন
ঘ. ডোনেল

১২. Henry Fayol ব্যবস্থাপনার কার্যাবলিকে কয়ভাগে ভাগ করেছেন?
ক. ৩
খ. ৪
● ৫
ঘ. ৬

১৩. কোনটি ব্যবস্থাপনার নীতি নয়?
● শিক্ষাগত যোগ্যতা
খ. কার্যবিভাগ
গ. পারিশ্রমিক
ঘ. শৃঙ্খলা

১৪. ফেয়লের মতে ব্যবস্থাপনার নীতি কয়টি?
ক. ১০
গ. ১১
ঘ. ১২
● ১৪

১৫. কোনটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয়?
ক. পরিকল্পনা
খ. সংগঠন
গ. নিয়ন্ত্রণ
● প্রণোদনা

১৬. F. W Tailor-এর পুরো নাম কোনটি?
ক. Federick Winslow Tailor
খ. Fedrick William Tailor
● Frederick Winslow Tailor
ঘ. Frederick Tailor

১৭. ব্যবস্থাপনার কাজগুলো কীভাবে আবর্তিত হয়?
ক. নির্দিষ্ট সময় পর পর
খ. প্রয়োজনের সুবিধার্থে
● চক্রাকারে
ঘ. আওতা ও পরিধি অনুসারে

১৮. ব্যবস্থাপনার সর্বপ্রথম ও সর্বশেষ কাজ কোনটি?
● পরিকল্পনা ও নিয়ন্ত্রণ
খ. পরিকল্পনা ও সংগঠন
গ. পরিকল্পনা ও প্রেষণা
ঘ. পরিকল্পনা ও নেতৃত্ব প্রদান

১৯. কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে?
ক. হেনরি ফেয়ল
খ. বি ও হুইলার
● এফ ডব্লিউ টেইলর
ঘ. নরম্যান রিচার্ড

২০. কোনটি পেশাবহির্ভূত?
● লেখক
খ. ডাক্তার
গ. শিক্ষক
ঘ. উকিল

২১. প্রশাসনের হৃৎপিণ্ড হলো-
ক. পরিকল্পনা
খ. সংগঠন
● নির্দেশনা
ঘ. নিয়ন্ত্রন

২২. কোনটি ব্যবস্থাপনার কাজ?
ক. উপযোগ সৃষ্টি
খ. মুনাফা অর্জন
গ. ঝুঁকি গ্রহণ
● কার্য সংগঠন

২৩. আধুনিক শ্রমিক-কর্মী ব্যবস্থাপনার জনক কে?
ক. অ্যাডাম স্মিথ
খ. হেনরি ফেয়ল
গ. জেমস স্টুয়ার্ট
● রবার্ট ওয়েন

২৪. হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার নীতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাসকরণকে কী বলে?
ক. শৃঙ্খলা
● কেন্দ্রীকরণ
গ. বিকেন্দ্রীকরণ
ঘ. দলচেতনা

২৫. ব্যবস্থাপনা চক্রের দ্বিতীয় কাজটি কী?
ক. পরিকল্পনা
খ. নির্দেশনা
● সংগঠন
ঘ. কর্মীসংস্থান

২৬. ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটি?
ক. সংগঠন
● পরিকল্পনা
গ. প্রেষণা
ঘ. কর্মী সংস্থান

২৭. ব্যবস্থাপনার কোন কাজ দুটিকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলা হয়—
ক. পরিকল্পনা ও সংগঠন
খ. সংগঠন ও নেতৃত্বদান
গ. নির্দেশনা ও নেতৃত্ব
● পরিকল্পনা ও নিয়ন্ত্রন

২৮. ব্যবস্থাপনা বিষয়ে কোন মনীষীর লেখা পাশ্চাত্য জগতে সমাদৃত হয়েছে?
ক. ইবনে খালেদুন
খ. ইবনে তাইনিয়া
● ইমাম গাজ্জালি
ঘ. ইমাম বুখারি

২৯. একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি— এটা হেনরি ফেয়লের প্রদত্ত কোন মূলনীতি?
ক. কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ
● আদেশের ঐক্য
গ. নির্দেশনার ঐক্য
ঘ. জোড়া মই-শিকল

৩০. কোন সভ্যতায় ব্যবস্থাপনা উন্নয়নের সূত্রপাত হয়?
ক. গ্রিক
● ব্যাবিলনীয়
গ. রোম
ঘ. মিশরীয়

৩১. “The code of Hummurabi” কোন সভ্যতার—
● ব্যাবিলনীয় সভ্যতা
খ. মিসরীয় সভ্যতা
গ. গ্রিক সভ্যতা
ঘ. রোমান সভ্যতা

৩২. হযরত মুসা (আঃ)-এর ভূমিকা কোন সভ্যতায়—
ক. ভারতীয় সভ্যতায়
খ. রোমান সভ্যতায়
গ. গ্রিক সভ্যতায়
● হিব্রু সভ্যতায়

৩৩. চৈনিক সভ্যতায় অবদান ছিল কার?
ক. নিউম্যান
খ. হার্জবার্গ
গ. বার্নাড
● লাও-জু (Lau-Tzu)

৩৪. কোন দার্শনিক ব্যবস্থাপনাকে সর্বজনীন হিসেবে অভিহিত
করেছেন?
ক. কৌটিল্য
খ. লাও-জু
● সক্রেটিস
ঘ. প্লেটো

৩৫. “ইউটোপিয়া” নামক গ্রন্থ কার লেখা-
● থমাস মুর
খ. লুকা ডি প্যাসিওলি
গ. আল ফারাবি
ঘ. প্লেটো

৩৬. ‘Wealth of Nation’ নামক গ্রন্থের লেখক কে?
● অ্যাডাম স্মিথ
খ. লুকা ডি প্যাসিওলি
গ. রবার্ট ওয়েন
ঘ. জেমস স্টুয়ার্ট

৩৭. হেনরি ফেয়ল-এর জন্মস্থান কোথায়?
ক. ইতালিতে
● ফ্রান্সে
গ. চীনে
ঘ. যুক্তরাজ্যে

৩৮. সংগঠন কী নির্দেশ করে?
● কার্যাদি চিহ্নিতকরণ ও বিভাজন
খ. কর্মী সংগ্রহ,
গ. কর্মী নিয়োগ
ঘ. কর্মী ছাঁটাই

৩৯. ব্যবস্থাপনার প্রাথমিক বা মৌলিক উদ্দেশ্য নিচের কোনটি?
● মুনাফা অর্জন
খ. পণ্যের মান উন্নয়ন
গ. গ্রাহক সেবা নিশ্চিতকরণ
ঘ. বাজার সম্প্রসারণ

৪০. হেনরি ফেয়ল-এর প্রথম নীতি কী?
● কার্যবিভাজন
খ. আদেশের ঐক্য
গ. জোড়া মই-শিকল
ঘ. নির্দেশনার ঐক্য

৪১. নিচের কোন ব্যক্তি নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক?
ক. যন্ত্র প্রকৌশলী
খ. বিক্রয় ব্যবস্থাপক
● ফোরম্যান
ঘ. আঞ্চলিক ব্যবস্থাপক

৪২. ব্যবস্থাপনার স্তর কয়টি?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৪৩. হেনরি ফেয়ল ১৯১৬ সালে প্রথমত কোন ভাষায় তার ১৪টি মূলনীতি উল্লেখ করেন?
ক. ইংরেজি
● ফরাসি
গ. তুর্কি
ঘ. মান্দারি

৪৪. বিভাগীয় ব্যবস্থাপকরা কোন স্তরের ব্যবস্থাপক?
ক. উচ্চস্তরের
● মধ্যমস্তরের
গ. নিম্নস্তরের
ঘ. মধ্য-নিম্নস্তরের

৪৫. উৎপাদন ও বিক্রয় ব্যবস্থাপকদের অবস্থান নির্দেশ করে কোন পর্যায়ের ব্যবস্থাপক?
ক. উচ্চ পর্যায়
● মধ্যম পর্যায়
গ. নিম্ন পর্যায়
ঘ. মধ্য-নিম্ন পর্যায়

৪৬. ‘ব্যবস্থাপনা কলা’ কী নির্দেশ করে?
● প্রায়োগিক দক্ষতা
খ. সুশৃঙ্খল জ্ঞান
গ. সুসংবদ্ধ জ্ঞান
ঘ. বৈজ্ঞানিক পরীক্ষা

৪৭. ‘ব্যবস্থাপনা বিজ্ঞান’ কী নির্দেশ করে?
ক. প্রায়োগিক দক্ষতা
খ. সৃজনশীল ক্ষমতা
● সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান
ঘ. ব্যক্তিক ধ্যানধারণা

৪৮. উৎপাদনের উপাদান কয়টি?
● ৪টি
খ. ৬টি
গ. ৫টি
ঘ. ৩টি

৪৯. কোনটি সান জু (Sun Zu) এর রচনা?
ক. The code of Hammurabi
খ. ইউটোপিয়া
● The Art of War
ঘ. ওয়েলথ অব নেশনস

৫০. “অর্থশাস্ত্র” কার লেখা?
ক. অ্যাডাম স্মিথ
● কৌটিল্য
গ. সক্রেটিস
ঘ. এল. এপলি

Answer Sheet


►► আরো দেখো: ব্যবসায় সংগঠন সকল অধ্যায়ের MCQ উত্তর


শিক্ষার্থীরা এখানে উচ্চ মাধ্যমিকের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ১ম অধ্যায় mcq থেকে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন তুলে ধরা হয়েছে। তবে আমাদের মূল পিডিএফ হ্যান্ডনোটে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে।

উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে গুরুত্বপূর্ণ এ MCQ গুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url