MCQ - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ১০ম অধ্যায় (PDF)

[ad_1]

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ১০ম অধ্যায় mcq : একটি ব্যবসায় উদ্যেগ গ্রহণ করতে হলে অনেক ধরনের সহায়তার প্রয়োজন হয়। বিভিন্ন রকমের সহায়তা একজন উদ্যোক্তাকে ব্যবাসায় বা শিল্প স্থাপন ও সফলভাবে পরিচালনায় অনুপ্রানিত করে। একজন উদ্যোক্তা ব্যবসায় আরম্ভ করার সময় এবং পরিচালনার যে কোনো পর্যায়ে আর্থিক বা অন্য যেকোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে।

বিভিন্ন ধরনের সহায়ক প্রতিষ্ঠান তা সমাধান করে। এ ইউনিটে আমরা ব্যবাসায় উদ্যোগ গ্রহনের ক্ষেত্রে বিভিন্ন সরকারি, বেসরকারি, বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি উন্নয়ন সংস্থা, জাতীয় শিল্পনীতিতে উল্লেখিত বিভিন্ন ধরনের সহায়ক সেবা স¤র্পকে জানতে পারব।

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ১০ম অধ্যায় mcq

১. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের উদাহরণ?
ক. দাতব্য চিকিৎসালয়
খ. পাঠাগার প্রতিষ্ঠা
● বাজারে ঔষধ বিক্রির দোকান খোলা
ঘ. শখের বসে সবজি বাগান করা

২. ব্যবসায় উদ্যোগের জনক কে?
ক. জোসেফ এ. সুমপিটার
খ. এডাম স্মিথ
● রিচার্ড ক্যান্টিলন
ঘ. এস. পি. নিউম্যান

৩. TMSS-এর পূর্ণরূপ কী?
ক. Thakurpara Mohila Sabuj Shangha
● Thengamara Mohila Sabuj Shangha
গ. Thakurgaon Mohila Sabuj Shangha
ঘ. Teliapara Mohila Sabuj Shangha

৪. ব্যবসায় উদ্যোগ হলো–
i. পতিত জমিতে কলা চাষ
ii. বদ্ধ পুকুরে মাছ চাষ
iii. বাড়ির আঙিনায় টিউবওয়েল স্থাপন

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৫. ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ কোন জেলায় অবস্থিত?
ক. কুমিল্লা
● বগুড়া
গ. টাঙ্গাইল
ঘ. চট্টগ্রাম

৬. উদ্যোক্তার অত্যাবশ্যকীয় গুণ কোনটি?
ক. দূরদৃষ্টি
খ. সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য
গ. ধৈর্য ও কষ্ট সহিষ্ণুতা
● ঝুঁকি গ্রহণের মানসিকতা

৭. একজন উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বিশেষ আনন্দ পান?
● চ্যালেঞ্জমূলক
খ. সৃজনশীল
গ. উন্নয়নমূল
ঘ. ঝুঁকিপূর্ণ

৮. বিভিন্ন পুরাতন অব্যবহার্য দ্রব্য থেকে নতুন কিছু তৈরি করে বিক্রয় করাকে কী বলে?
ক. ব্যবসায় উদ্যোগ
খ. আত্মকর্মসংস্থান
গ. বাণিজ্য
● ব্যবসায়

৯. কোম্পানি সংগঠনের ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক হলে একজন মহিলা নারী উদ্যোক্তা বিবেচিত হন?
ক. ৫০%
খ. ৪৯%
● ৫১%
ঘ. ৫২%

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
মি. আলম লীজ নিয়ে মুনাফার উদ্দেশ্যে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন।

১০. মি. আলমের বিনোদন কেন্দ্র গড়ে তোলাকে কী বলে?
● ব্যবসায় উদ্যোগ
খ. উদ্যোগ
গ. আত্মকর্মসংস্থান
ঘ. ব্যবসায়

১১. মি. আলম বিনোদন কেন্দ্র পরিচালনায় যে সমস্যার মুখোমুখি হতে পারেন—
i. নিরাপত্তাহীনতা
ii. অভিজ্ঞতার অভাব
iii. মূলধনের অভাব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

১২. রণদা প্রসাদ সাহার জন্মস্থান কোথায়?
● ঢাকা
খ. টাঙ্গাইল
গ. নারায়ণগঞ্জ
ঘ. মানিকগঞ্জ

১৩. উদ্যোগ হলো–
i. বিদ্যালয় আঙিনা পরিচ্ছন্ন রাখা
ii. বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা
iii. বিদ্যালয়ে সততা স্টোর পরিচালনা করা

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
বাবুল তার বন্ধুদের নিকট থেকে কিছু অর্থ ঋণ নিয়ে ও নিজের জমানো অর্থ দিয়ে একটি ব্যবসায় স্থাপন করল। সততা, নিষ্ঠা আর পরিশ্রমের ফলে সে তার এলাকায় একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছে।

১৪. বাবুলের উদ্যোগকে কী বলা যায়?
ক. কর্মসংস্থান
● আত্মকর্মসংস্থান
গ. সাহসী উদ্যোগ
ঘ. স্বেচ্ছাচারিতা

১৫. বাবুলের সাফল্য লাভের ক্ষেত্রে যেসব মনস্তাত্ত্বিক গুণাবলি সহায়তা করেছে তা হলো-
i. ঝুঁকি গ্রহণের মনোভাব ও সৃজনশীলতা
ii. উদ্ভাবনী শক্তি ও কঠোর পরিশ্রম করার মানসিকতা
iii. শিক্ষা, বয়স ও আকর্ষণীয় ব্যক্তিত্ব

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৬. একটি ব্যবসায় গঠনের মূল উপাদান কী?
● অর্থ
খ. পরিবেশ
গ. উদ্যোগ
ঘ. নীতি

১৭. ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কোন ধরনের গুণ?
ক. অর্থনৈতিক
খ. সামাজিক
● ব্যক্তিগত
ঘ. বংশগত

১৮. ব্যবসায় উদ্যোগের প্রথম কাজ কোনটি?
● পণ্য বা ধারণা উদ্ভাবন
খ. নতুন বাজার সৃষ্টি করা
গ. কাঁচামালের উৎস চিহ্নিতকরণ
ঘ. তহবিলের উৎস নির্ধারণ

১৯. ‘উদ্যোগ’ শব্দটি প্রথম কে প্রচলন করেন?
● রিচার্ড ক্যান্টিলন
খ. জোসেফ এ. স্যুম্পিটার
গ. রবার্ট হিরিচ
ঘ. অ্যাডাম স্মিথ

২০. ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কোন ধরনের গুণাবলি?
ক. অর্থনৈতিক
খ. সামাজিক
গ. ব্যক্তিগত
● মানসিক

২১. TMSS-এর পূর্ণরূপ কী?
ক. ঠেঙ্গামারা মহিলা সোনালি সংঘ
● ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ
গ. ঠেঙ্গামারা মহিলা সমবায় সমিতি
ঘ. ঠেঙ্গামারা মহিলা সবুজ সমিতি

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
আনোয়ার পড়াশুনা শেষ করে চাকরি না পেয়ে বাড়িতে মুরগি খামার স্থাপন করে। সে বাচ্চা মুরগি কিনে এনে তা বড় হলে বাজারে সরবরাহ করে।

২২. আনোয়ারের কাজটি কোন ধরনের?
ক. বাণিজ্য
খ. শিল্প
● আত্মকর্মসংস্থান
ঘ. প্রক্রিয়াজাত

২৩. আনোয়ারের মুরগি পালনের কারণ–
i. পৈত্রিক ব্যবসায়
ii. আত্মকর্মসংস্থানের সুযোগ
iii. মুনাফা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
মি. মিলন যমুনা নদীর তীরে কালিতলা নামক স্থানে কিছু জমি লীজ নিয়ে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন।

২৪. মি. মিলনের বিনোদন কেন্দ্র গড়ে তোলাকে কী বলে?
ক. উদ্যোগ
খ. আত্মকর্মসংস্থান
● ব্যবসায় উদ্যোগ
ঘ. ব্যবসায়

২৫. মি. মিলনের বিনোদন কেন্দ্র পরিচালনায় যে সমস্যার মুখোমুখি হতে পারেন–
i. নিরাপত্তাহীনতা
ii. অভিজ্ঞতার অভাব
iii. মূলধনের অভাব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

২৬. একটি সফল উদ্যোক্তার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার কারণ কোনটি?
ক. ভবিষ্যৎ মুনাফার প্রত্যাশা
● মূল লক্ষ্য অর্জন
গ. সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনা
ঘ. ব্যবসায়ের সম্প্রসারণ

২৭. ব্যবসায় উদ্যোগের জনক কে?
ক. জোসেফ এ. সুমপিটার
● রিচার্ড ক্যান্টিলন
গ. অ্যাডাম স্মিথ
ঘ. রবার্ট ওয়েন

নিচের উদ্দীপকটি পড়ে ২৮নং প্রশ্নের উত্তর দাও :
পহেলা বৈশাখ উপলক্ষ্যে বাজারে কাপড়ের চাহিদা বৃদ্ধি পেতে পারে। এজন্য মি. রহমান দোকানে চাহিদামতো কাপড় ক্রয় করে রাখে। যথাসময়ে বিক্রি করে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করল।

২৮. উদ্দীপকে মি. রহমানের মধ্যে কোন গুণটির প্রভাব অধিক পরিলক্ষিত হয়েছে?
● সুযোগের সদ্ব্যবহার
খ. ঝুঁকি গ্রহণ
গ. উদ্ভাবনী
ঘ. শিক্ষা

২৯. বাংলাদেশের ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে মূলত যে সমস্যাটি লক্ষণীয় তা হলো–
i. বাজারব্যবস্থা
ii. রাজনৈতিক
iii. অবকাঠামোগত

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৩০. ঝুঁকি মোকাবিলা উদ্যোক্তার কোন শ্রোণর গুণাবলির মধ্যে পড়ে?
ক. সামাজিক
খ. অর্থনৈতিক
গ. ব্যক্তিগত
● মানসিক

৩১. উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বিশেষ আনন্দ পান?
ক. সৃজনশীল
খ. ঝুঁকিপূর্ণ
● চ্যালেঞ্জিং
ঘ. উন্নয়নমূলক

নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রাতুল তার চাকরির পাশাপাশি নিজ বাড়িতে পুকুরে মাছ চাষ করার সিদ্ধান্ত নেন। কিন্তু বেশি সময় দেওয়া সম্ভব নয় বলে তিনি এ ব্যবসায়টি তার ছোট ভাই সদ্য ডিগ্রী পাস করা পিতুলের কাছে হস্তান্তর করেন। জনাব রাতুল তার চাকরিস্থলের পাশে নতুন করে একটি স্টেশনারি দোকান দেন। এতে তিনি সফল হন।

৩২. ব্যবসায়ের পরিবর্তনে জনাব রাতুলের কোন গুণটি লক্ষণীয়?
ক. ঝুঁকি গ্রহণের মানসিকতা
খ. নমনীয়তা
গ. স্বাধীনচেতা মনোভাব
● সৃজনশীলতা

৩৩. উদ্দীপকে রাতুলের কর্মকাণ্ড দেশে–
i. নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়
ii. আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়
iii. চাকরির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩৪. কোম্পানি সংগঠনের ন্যূনতম কতভাগ শেয়ারের মালিক হলে একজন মহিলা নারী উদ্যোক্তা বিবেচিত হন?
ক. ৪০%
● ৫১%
গ. ৫০%
ঘ. ৬১%

৩৫. রণদা প্রসাদ সাহার পৈতৃক নিবাস কোথায় ছিল?
ক. ঢাকা
● টাঙ্গাইল
গ. কিশোরগঞ্জ
ঘ. নারায়ণগঞ্জ

নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও :
মিসেস শাহানারা যুব অধিদপ্তরের একটি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান ব্যাংক হতে ১ লক্ষ টাকা ঋণ নেন এবং এলাকার বেকার মেয়েদের সংগঠিত করে একটি তৈরি পোশাক কারখানা গড়ে তোলেন।

৩৬. উদ্দীপকে মিসেস শাহানারা কর্তৃক তৈরি পোশাক কারখানা গড়ে তোলাকে কী বলে?
● ব্যবসায় উদ্যোগ
খ. আত্মকর্মসংস্থান
গ. ব্যবসায়
ঘ. উদ্যোগ

৩৭. ব্যবসায় পরিচালনায় মিসেস শাহানারাকে কোন ধরনের সমস্যা মোকাবিলা করতে হতে পারে?
ক. কর্মী নিয়োগ
● অর্থসংস্থান
গ. বিপণন
ঘ. প্রশিক্ষণ

৩৮. ঝুঁকিগ্রহণ উদ্যোক্তার কোন ধরনের গুণাবলি?
ক. অর্থনৈতিক
খ. সামাজিক
গ. ব্যক্তিগত
● মানসিক

নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০নং প্রশ্নের উত্তর দাও :
এসএসসি পাস জনাব নেহাল যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় একটি পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন। পার্শ্ববর্তী গ্রামে কোনো পোল্ট্রি ফার্ম না থাকায় আত্মপ্রত্যয়ী নেহাল সেখানেও একটি ফার্ম গড়ে তোলেন। দিনরাত পরিশ্রম ও কর্মনিষ্ঠার মাধ্যমে অল্পদিনেই তিনি সফলতা অর্জন করেন।

৩৯. উদ্দীপকে বর্ণিত জনাব নেহালের কর্মপ্রচেষ্টাকে কী বলা হয়?
ক. উদ্যোগ
● ব্যবসায় উদ্যোগ
গ. বাণিজ্য
ঘ. শখ

৪০. উদ্দীপকে বর্ণিত নেহালের ব্যবসায়ে সফলতার কারণ–
i. সৃজনশীলতা
ii. দূরদর্শিতা
iii. কঠোর পরিশ্রম

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৪১. সফল নারী উদ্যোক্তা ড. হোসনে আরা নিচের কোন এনজিও-এর প্রতিষ্ঠাতা?
ক. BRAC
● TMSS
গ. ASA
ঘ. PROSHIKA

৪২. ব্যবসায়ের বিনিয়োগের ঝুঁকি কে বহন করে?
● উদ্যোক্তা
খ. ব্যবস্থাপক
গ. বিমাকারী
ঘ. সরকার

৪৩. আলম সাহেব তার ব্যবসায়ে উদ্যোগ হারানোর পেছনে কোন পরিবেশগত সমস্যা দায়ী?
ক. প্রাকৃতিক
● রাজনৈতিক
গ. অর্থনৈতিক
ঘ. সামাজিক

৪৪. আমাদের বাংলাদেশকে দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হলো–
i. রাজনৈতিক স্থিতিশীলতা
ii. সম্মিলিত প্রচেষ্টা
iii. নারী পুরুষের অধিকারের সমতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
● i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬নং প্রশ্নের উত্তর দাও :
আলম সাহেব বরিশালের একজন কাঁচামাল ব্যবসায়ী। তিনি উত্তর বঙ্গ থেকে কাঁচামাল আমদানি করতঃ বরিশালের বিভিন্ন বাজারে বিক্রয় করে থাকেন। কিন্তু গত ২ মাস হরতাল অবরোধের কারণে কাঁচামাল আমদানি এবং সরবরাহ বিঘ্নিত হয়। যার ফলে তিনি আর্থিকভাবে দারুণ ক্ষতির সম্মুখীন হন। তাতে তিনি ব্যবসায়ের উদ্যোগ হারিয়ে ফেলেন।

৪৫. আলম সাহেব আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার কারণ হলো–
i. সময়মতো পণ্য সরবরাহ করতে না পারা
ii. ব্যবসায়ে প্রয়োজনীয় অর্থ যোগান দিতে না পারা
iii. গুদামে কাঁচামাল পচে যাওয়া

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii

৪৬. জাতীয়তা কোন পরিবেশের উপাদান?
ক. ধর্মীয়
● সামাজিক
গ. আইনগত
ঘ. সাংস্কৃতিক

নিচের উদ্দীপকটি পড়ে ৪৭নং প্রশ্নের উত্তর দাও :
মি. তমাল সোয়েটার বিক্রি করেন। ২০১৫ সালের মাঝামাঝি আবহাওয়া অধিদপ্তর থেকে তিনি জানতে পারলেন যে, ঐ বছর খুব শীত পড়বে। একথা জেনে তিনি প্রচুর শীত বস্ত্র মজুদ করেন এবং ঐ বছর প্রচুর মুনাফা করেন।

৪৭. মি. তমালের মধ্যে উদ্যোক্তার কোন গুণের প্রভাব লক্ষণীয়?
ক. সৃজনশীলতা
খ. আত্মবিশ্বাস
● দূরদৃষ্টি
ঘ. অধ্যবসায়

৪৮. যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে কী বলে?
ক. ব্যবস্থাপক
● উদ্যোক্তা
গ. প্রবর্তক
ঘ. হিসাবরক্ষক

৪৯. ইংরেজি ‘Entrepreneur’ শব্দটি এসেছে–
● ফরাসি ‘Entreprendre’ শব্দ থেকে
খ. গ্রিক ‘Entrepreneure’ থেকে
গ. লাতিন ‘Entre’ শব্দ থেকে
ঘ. ফারসি ‘Entrepredre’ শব্দ থেকে

৫০. Entrepreneur-এর বাংলা প্রতিশব্দ কোনটি?
ক. উদ্যোগ ও উদ্যোক্তা
● উদ্যোক্তা ও শিল্পোদ্যোক্তা
গ. নতুন পরিকল্পনাকারী
ঘ. উদ্যোক্তার কর্ম সম্পাদন

Answer Sheet


►► আরো দেখো: ব্যবসায় সংগঠন সকল অধ্যায়ের MCQ উত্তর


শিক্ষার্থীরা এখানে উচ্চ মাধ্যমিকের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ১০ম অধ্যায় mcq থেকে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন তুলে ধরা হয়েছে। তবে আমাদের মূল পিডিএফ হ্যান্ডনোটে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে।

উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে গুরুত্বপূর্ণ এ MCQ গুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url