How to register for COVID vaccine কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন

[ad_1]

কেমন আছেন , জানি সবাই ভালৈ আছেন আজকে দেখাবো কিভাবে আপনি কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন করবেন। 

কিভাবে আপনি কোভিড-১৯ ভ্যাকসিন  এর সকল তথ্য ফ্রিতে সেবা পাবেন। আরো দেখাবো কোভিড-১৯ ভ্যাকসিন কার্ড হারিয়ে গেলে করণীয় কি ? আরো জানবো আমরা কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন ৩ইয় বার করতে হবে কিনা। চলেন শুরু করি। 

How to register for COVID vaccine কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন

কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন করতে কি কি লাগবে? 

  1. জাতীয় পরিচয়পত্র

    ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। পরবর্তীতে মোবাইল ফোনে এসএমএস বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে।

  2. জন্ম নিবন্ধন সার্টিফিকেট

    সুরক্ষা সিস্টেমে নিবন্ধন মেন্যুতে ফর্মে আপনার জন্ম সনদ ও মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। টিকা দেওয়ার জন্য নিবন্ধিত হতে, আপনাকে অবশ্যই আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সার্টিফিকেট নম্বর প্রদান করতে হবে। মোবাইল ফোনে এসএমএস বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে।

  3. পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি)

    ফর্মে আপনার পাসপোর্ট ও মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। মনে রাখবেন, পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন নিবন্ধন এই মুহূর্তে সবার জন্য কাজ করবে না। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন বৈদেশিক সংস্থায় কর্মরত বিদেশি নাগরিকগন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং BMET-তে নিবন্ধিত বিদেশি কর্মীগণ এর ডাটা সুরক্ষা সার্ভারে whitelist হওয়ার পরেই এই সমস্ত পাসপোর্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশান করা যাবে। এই প্রক্রিয়া সম্পাদনের জন্য কিছু সময় ধৈর্যধারণ করার অনুরোধ করা হল। পরবর্তীতে মোবাইল ফোনে এসএমএস বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে।

কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন করব কিভাবে ?

প্রথমেই https://surokkha.gov.bd/enroll এই লিংকে চলে যাবেন তারপর আপনার বাম পাশে থেকে 

আইডি কার্ড দিয়ে করতে চাইলে জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন। জন্ম নিবন্ধন দিয়ে করলে জন্ম নিবন্ধন সার্টিফিকেট সিলেক্ট করবেন। 

নিচের মত আসবে। 

কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন

এবার আপনি আপনার জন্ম তারিখ ও জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিন। 

এরপর আপনার মোবাইল নাম্বার চাইবে দিয়ে দিবেন। যেটা সব সময় চালান সেই সিমের নাম্বার দিবেন। তাহলে হারিয়ে বা নস্ট হলে নাম্বার দিয়ে খুজে পাবেন। 

এবার ফোন নাম্বারে একটা কোড যাবে কোড টা দিয়ে সাবমিট করুন এইবার আপনার  কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন আবেদন হয়ে যাবে। 

কোভিড-১৯ ভ্যাকসিন কার্ড হারিয়ে গেলে করণীয় কি ?

কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন কার্ড হারিয়ে গেলে খুব সহজেই পাওয়া যাবে। আপনি আপনার মোবাইল নাম্বার ইউচ করে আবার পুণরায় তুলতে পারবেন। 

যদি নাম্বার ভুলে যান বা নষ্ট হয়ে যায় তাহলে আপনি আপনার উপজেলা সাস্থ কেন্দ্রে যোগাযোগ করুন। তাই আপনার সবাধান পেয়ে যাবেন। 

https://www.incometips.xyz/

কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন ৩ইয় বার করতে হবে কিনা

সাধারন যাদের মেসেস আসছে তারাই নিতে হবে। আর যাদের মেসেস আসে নাই তারা না নিলেও হবে। 

আসলে আমরা সবাই হুজুকের পাগল তাই যাদের ইচ্ছে হবে নিবেন না হলে তেমন দরকার নাই। আসল দরকার তো ২য় ডোস নেওয়ার পর সার্টিফিকেট ওইটা। 

আরো নতুন নতুন টিপস পেতে সাথেই থাকুন। 

https://www.incometips.xyz/

Tags: how to register for covid vaccine,covid vaccine registration,how to register for corona vaccine in bangladesh,covid-19 vaccine,covid vaccine registration in india,covid vaccine,how to register for vaccine,how to register for covid vaccine 18+,how to register for covid-19 vaccine,how to register for covid vaccine below 18,how to register for covid vaccine in india,vaccine,how to register for covid vaccine in telugu,how to register for covid vaccine malayalam

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url