সাপে কামড়ালে করণীয় | সাপে কাটলে করণীয়

[ad_1]

সাপে কামড়ালে করণীয় (সাপে কাটলে করণীয়) সম্পর্কে আমাদের এই পোস্ট। আমাদের এই পোস্টে আমি সাপে কামড়ালে করণীয় (সাপে কাটলে করণীয়) সম্পর্কে বিস্তারিত লেখার চেষ্টা করেছি।

আমাদের আজকের এই পোস্টে জানবো সাপে কামড়ালে করণীয়, সাপে কাটলে করণীয়, সাপের কামড় চেনার উপায়, বিষাক্ত সাপের কামড় চেনার উপায়, সাপের কামড়ের ঔষধ, সাপে কামড়ানোর ছবি, সাপে কাটার ভ্যাকসিন এর নাম।

সাপে কামড়ালে করণীয় : সাপে কাটলে করণীয়

বাংলাদেশে বর্ষা মৌসুমে সর্বত্র সাপের উপদ্রব বেড়ে যায়৷ সাপে কাটলে ঠিক কি করা উচিত আর কি উচিত নয় আমাদের আজকের এই পোস্টটি পড়লে জানতে পারবেন।

  • সাপে কামড়ালে সবার আগে অ্যাম্বুলেন্স ডাকতে হবে ।
  • সাপের কামড়ের শিকার যিনি হয়েছেন তাঁকে শান্ত করিয়ে একটা জায়গাতে বসাবেন।
  • বেশী নড়াচড়া করলে বিষ সারা শরীরে ছড়িয়ে যেতে পারে।
  • ক্ষতটিকে পানি দিয়ে পরিস্কার করবেন।
  • ক্ষত স্থানটিকে পরিস্কার কাপড় দিয়ে মুড়ে দেবেন।
  • চিকিৎসকের পরামর্শে দ্রুত এন্টিভেনম ইনজেকশন দিতে হবে৷

সাপে কাটলে বর্জণীয়

  • ক্ষতস্থানে বরফ ঘষবেন না।
  • ক্ষতস্থানটিকে কাটবেন না, তাতে শিরা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • ক্ষতস্থান থেকে মুখে করে রক্ত বের করবেন না।
  • আহত ব্যাক্তিকে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়াবেন না।
  • ছোবল মারার পর এ্যালকোহল জাতীয় কোন কিছু পান করাবেন না, তাতে শরীরে বিষ ছড়িয়ে যেতে পারে।

(তথ্য: সংগৃহীত)

সাপের কামড়ের ঔষধ : সাপে কাটার ভ্যাকসিন এর নাম

সাপের কামড়ের ঔষুধের নাম: injection antivenom | ঔষুধের নামটা লিখে রাখুন আপনার মোবাইলের নোটপ্যাডে। আপনি চাইলে বাচাতে পারেন একটি মানুষের জীবন। যদি কোন মানুষকে সাপে কামড় দেয় তাহলে দেরী না করে Antivenom নামের এই ইনজেকশন দিতে হবে। যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ফার্মেসিতে না পান তাহলে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর এম পিওদের ফোন করলেই এই ঔষধ পাবেন। তবে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু করবেন।

আরও পড়ুন :

  1. বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন পত্রিকা সমূহ
  2. বাংলাদেশের অনলাইন পত্রিকার তালিকা | বাংলাদেশের সকল অনলাইন পত্রিকা সমূহ
  3. জাতীয় পত্রিকার তালিকা ২০২২ | বাংলাদেশের জাতীয় পত্রিকা সমূহ
  4. বাংলাদেশের ইংরেজি পত্রিকার তালিকা সমূহ
  5. সকল বাংলা ই পত্রিকা তালিকা : বাংলাদেশের ই পেপার সমূহ
  6. কলকাতার সব বাংলা পত্রিকা | পশ্চিম বাংলার পত্রিকা
  7. অনলাইন পত্রিকা রেজিস্ট্রেশন | পত্রিকা বের করার নিয়ম
  8. বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা কোনটি ও পত্রিকাটি সম্পর্কে বিস্তারিত
  9. স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক পত্রিকা কোনটি ও পত্রিকাটি সম্পর্কে বিস্তারিত
  10. ইসলামিক পত্রিকা সমূহ | মাসিক ইসলামিক পত্রিকা সমূহ

আমাদের এই পোস্ট সম্পর্কে আপনাদের যেকোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ফেসবুক পেজ লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন।

আমাদের এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

ট্যাগ সমূহ: সাপে কামড়ালে করণীয়, সাপে কাটলে করণীয়, সাপের কামড় চেনার উপায়, সাপের কামড়ের ঔষধ, সাপে কামড়ানোর ছবি, সাপে কাটার ভ্যাকসিন এর নাম, বিষাক্ত সাপের কামড় চেনার উপায়।

Source link



[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url