দোয়া মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ
[ad_1]
দোয়া মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ সহ আমাদের এই পোস্টে যুক্ত করার চেষ্টা করেছি। আমি আশা করি আমাদের আজকের এই পোস্টটি পড়লে দোয়া মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ সহ জানতে পারবেন।
দোয়া মাসুরা নামাজের সালাম ফেরানোর আগ মহুর্তে পড়তে হয়। দোয়া মাসুরা বাংলা উচ্চারণ, দোয়া মাসুরা অর্থ, দোয়া মাসুরা কখন পড়তে হয়, দোয়া মাসুরা না পড়লে কি নামাজ হবে এই সকল বিষয় নিয়ে আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকার হবে।
আজকের এই পোস্টে ভিজিট করা সকল ভাই ও বোনদের জানাই সালাম: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
দোয়া মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ
আরবি: اللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمْاً كَثِيْراً، وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُوْرُ الرَّحِيْمُ
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসিরা । ওয়ালা ইয়াগ ফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি । মাগফিরাতাম মিন ইনদিকা । ওয়ার হামনি । ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম ।
দোয়া মাসুরা অর্থ : হে আল্লাহ ! আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি, গুনাহ মাফকারী একমাত্র আপনিই । অতএব আপনি আপনা হতেই আমাকে সম্পূর্ণ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন । নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু ।
দোয়া মাসুরা কখন পড়তে হয়
এই দোয়াটি নামাজের শেষের দিকে বৈঠকে বসে আত্তাহিয়াতু ও দুরুদে ইব্রাহিম পড়ার পরে পড়তে হয়। আপনি যদি দুই রাকাআত নামাজ পড়ার নিয়ত করেন তাহলে দুই রাকাআত নামাজের রকু সিজদাহ শেষ করে বসে আত্তাহিয়াতু ও দুরুদে ইব্রাহিম পড়ার পর দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হয়।
আর আপনি যদি নামাজ যদি একসাথে চার রাকাআত নামাজ পড়ার নিয়ত করে তাহলে দুই রাকাত পড়ার পরে বসে শুধু আত্তাহিয়াতু পড়তে হয়।তারপর চার রাকাআত শেষ করে বসে আত্তাহিয়াতু ও দুরুদে ইব্রাহিম পড়ার পর দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হয়।
দোয়া মাসুরা না পড়লে কি নামাজ হবে
নামাজের শেষে দোয়া মাসূরা পড়া সুন্নতে মুয়াক্কাদা। নামাজের সুন্নাতে মুয়াক্কাদা হল এমন কার্যাবলি যা ছাড়লে নামাজ বাতিল হয় না কিন্তু বিনা কারণে ছাড়লে নামাজ মাকরুহ হয়।ফরজ নামাজ হোক, আর সুন্নত বা নফল হোক দোয়া মাসূরা ছেড়ে দিলে নামাজ হবে। কিন্তু ইচ্ছেকৃত ছেড়ে দিলে গোনাহ হবে।
আর এভাবে সুন্নাতে মুয়াক্কাদা ইচ্ছেকৃত ছেড়ে দেবার অভ্যাস করা মারাত্মক গোনাহ যা হারামের কাছাকাছি।
ফরজ নামাজ হোক, আর সুন্নত বা নফল হোক প্রত্যেক নামাজে সুন্নাতে মুয়াক্কাদা ১২ টি।
- দুই হাত উঠানো।
- দুই হাত বাঁধা।
- সানাপাড়া।
- আউযুবিল্লাহ পড়া।
- বিসমিল্লাহ পড়া।
- সূরা ফাতিহা শেষে আমিন বলা।
- প্রত্যেক ওঠা বাসায় আল্লাহু আকবার বলা।
- রুকুর তাসবিহ পড়া।
- রুকু হইতে উঠিবার সময়ে সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলা।
- সিজদার তাসবিহ পড়া
- দুরুদ শরীফ পড়া।
- দোয়ায়ে মাসুরা পড়া।
এগুলো পড়তে পারেন –
• আত্তাহিয়াতু সূরা বাংলা উচ্চারণ ও অর্থ | আত্তাহিয়াতু দোয়া
• দরুদে ইব্রাহিম বাংলা উচ্চারণ ও অর্থ | দরুদে ইব্রাহিমের ফজিলত
• দুরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থ | দরুদ শরীফ পড়ার নিয়ম
• দুই সিজদার মাঝের দোয়া | Dui sijdar majer dua bangla
• বিকাশ ক্যাশব্যাক কি হালাল নাকি হারাম জানুন বিস্তারিত
• আজকের নামাজের সময়সূচি | আজকের নামাজের ওয়াক্ত
আমাদের এই পোস্টে লেখায় যদি কোন ভুল হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ফেসবুক পেজ লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকার অনুরোধ রইল।
আমাদের এই পোস্টটি আপনাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন।
(তথ্যসূত্র: সংগৃহীত)
[ad_2]