নোবেল পুরস্কার ২০২২ তালিকা - দেখুন সকল বিজয়ীদের নাম ছবি সহ

[ad_1]

আপনারা যারা নোবেল পুরস্কার ২০২২ বিজয়ীদের তালিকা ও ছবি পিডিএফ সহ দেখতে চান। তাদের জন্য আজকের এই পোস্টে উল্লেখ করা হয়েছে 2022 সালের নোবেল বিজয়ীদের নামের তালিকা। অনেক দীর্ঘ প্রতীক্ষার পর নোবেল বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাই আপনি যদি 2022 সালের নোবেল বিজয়ীদের নামের তালিকা পেতে চান। দেখে নিন আজকের পোস্ট।

নোবেল পুরস্কার ২০২২

২০২২ সালের নোবেল পুরস্কার টি গত ৪ অক্টোবর থেকে প্রকাশ করা শুরু হয়েছে। আপনারা অবগত আছেন যে মোট ৬ টি বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে।ইতোমধ্যে বেশ কয়েকটি বিষয়ে নোবেল পুরস্কার এর পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।

আমরা আজকের পোস্ট হতে কোন কোন বিষয়ে এবং কাকে মনোনয়ন করা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানব। আপনি আরও এই পোস্ট পোস্ট হতে বিজয়ীদের পূর্ণাঙ্গ নামের তালিকা। এবং তাদের ছবি সহ পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন। সকল বিষয়ের নোবেল পুরস্কার বিজয়ীদের নামের তালিকা টি নিচে দেওয়া হল। নোবেল পুরস্কার ২০২২ তালিকা দেখুন।

নোবেল পুরস্কার প্রাপ্তদের তালিকা ২০২২

নিচে তুলে ধরা হয়েছে নোবেল পুরস্কার প্রাপ্তদের তালিকা ২০২২২০২২ সালের নোবেল বিজয়ীদের নামের তালিকা দেখুন।

আরও পড়ুনঃ এই বছর কারা কারা কোন কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন?

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের তালিকা ২০২২

এবছর পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী ২০২২ হলেন: সাইকুরো মানাবে, ক্লাউস হাসেলম্যান এবং জর্জিও পারিসি

পদার্থবিজ্ঞান নোবেল বিজয়ী সাইকুরো মানাবে, ক্লাউস হাসেলম্যান এবং জর্জিও পারিসি

পদার্থবিজ্ঞান নোবেল বিজয়ী সাইকুরো মানাবে, ক্লাউস হাসেলম্যান এবং জর্জিও পারিসি

পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ এবং বৈশ্বিক উষ্ণতার বিষয়টি নির্ভরযোগ্যভাবে অনুমানের জন্য পুরষ্কার পেয়েছেন সাইকুরো মানাবে মানাবে এবং ক্লাউস ক্লাউস হাসেলম্যান। তারা দুজনে এ বছরের নোবেল পুরষ্কারের অর্ধেক পেয়েছেন।

নোবেল পুরষ্কারের বাকি অর্ধেক জর্জিও পারিসি পেয়েছেন পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরষ্পরের ওপর কী প্রভাব ফেলে তা আবিষ্কারের জন্য।

রসায়নে নোবেল বিজয়ীদের তালিকা ২০২২

রসায়ন নোবেল বিজয়ী ২০২২ হলেনঃ জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট এবং যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান

রসায়নে নোবেল বিজয়ী বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ম্যাকমিলান

রসায়নে নোবেল বিজয়ী বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ম্যাকমিলান

অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন আবিষ্কারের জন্য এ পুরস্কার পান এই দুই বিজ্ঞানী।

চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ীদের তালিকা ২০২২

এবছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পেয়েছেন। নিচে তার নাম সহ বিস্তারিত উল্লেখ করা হলো।

চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ী ডেভিড জুলিয়াস

চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ী ডেভিড জুলিয়াস

ডেভিড জুলিয়াস শরীরতত্ত্ব এবং আর্ডেম প্যাটাপোসিয়ান ওষুধের ওপর এই পুরস্কার পেলেন।

অর্থনীতিতে নোবেল বিজয়ীদের তালিকা ২০২২

অর্থনীতির নোবেল বিজয়ী ২০২২ হলেন – ২০২২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড কার্ড, জোশুয়া অ্যাংগ্রিস্ট ও গুইডো ইমবেনস।

orthoniti nobel

ডেভিড কার্ড শ্রম অর্থনীতিতে অবদানের জন্য এবং অ্যাংগ্রিস্ট ও ইমবেন্স কার্যকারণ সম্পর্ক নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার পেয়েছেন।

এই পুরস্কারের মূল্যমান ১১ লাখ ডলার। মোট পুরস্কারের অর্ধেক পাবেন ডেভিড কার্ড। বাকি অর্ধেক জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট ও গুইডো ডব্লিউ ইমবেনসের মধ্যে সমান হারে ভাগ হয়ে যাবে। সঙ্গে তাঁরা সোনার মেডেল পাবেন।

সাহিত্যে নোবেল বিজয়ীদের তালিকা ২০২২

সাহিত্যে নোবেল বিজয়ী ২০২২ হলেন – তানজানিয়ার নাগরিক আবদুলরাজাক গুরনাহ।

সাহিত্য নোবেল বিজয়ী আবদুলরাজাক গুরনাহ

সাহিত্য নোবেল বিজয়ী আবদুলরাজাক গুরনাহ

শান্তিতে নোবেল বিজয়ীদের তালিকা ২০২২

শান্তি নোবেল বিজয়ী ২০২২ হলেন – যৌথভাবে শান্তিতে নোবেল পেলেন ফিলিপাইনের মারিয়া রেসারাশিয়ার দমিত্রি মুরাতভ

মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভক
মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভক

গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়

আপনাদের অনেকেই জানতে চেয়েছেন নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়। আমরা সবাই জানি নোবেল পুরস্কার অনেক মূল্যবান একটি পুরস্কার। তাই আমরা আজকে উল্লেখ করেছি নোবেল পুরস্কার প্রদান কারী দেশের নাম। মূলত দুটি দেশ থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তার মধ্যে শুধুমাত্র নোবেল শান্তি পুরস্কার টি নরওয়ে আসলো থেকে দেওয়া হয়। এবং আর বাকিগুলো প্রদান করা হয় সুইডেনের স্টকহোম থেকে।

কত সাল থেকে নোবেল পুরস্কার দেয়া হয়?

আপনার প্রশ্ন হয়তো সর্বপ্রথম কত সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। মোহর 6 টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তার মধ্যে থেকে বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসাশাস্ত্র সাহিত্য অর্থনীতি এবং শান্তি। ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে ১৯৬৯ সালে। অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলোতে আলফ্রেড নোবেল আর উল্লে অর্থনীতির কথা উল্লেখ করেননি।

নোবেল পুরস্কার এর দাম কত

আপনাদের অনেকের একটি প্রশ্ন রয়েছে নোবেল পুরস্কারের দাম কত। যারা গত বছর নোবেল বিজয়ী রয়েছে তাদের নগদ অর্থের পরিমাণ ছিল 9 লাখ 30 হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় অংকটা 8 কোটি টাকা। নোবেল ফাউন্ডেশন এর পক্ষ থেকে বলা হয়েছে এবছর নগদ অর্থের পরিমাণ হবে 11 লাখ ডলার। মানে এবছর নোবেল পুরস্কারের দাম হবে 9 কোটি টাকার কিছু বেশি। গত 14 সেপ্টেম্বর সুইডেনের স্টকহোমে নগদ অর্থ পুরস্কার বাড়ানোর সিদ্ধান্ত নেয় নোবেল ফাউন্ডেশন

টাকার চেয়ে নোবেল পুরস্কার প্রাপ্তিটাই অনেক বড়। কিন্তু নবল অ্যামোনিয়ার পুরস্কার যেখানে টাকার অংকটা হেলাফেলা করার সুযোগ নেই। যদিও অনেক নোবেল বিজয়ী তারা তাদের পুরস্কার যায় টাকা দান রত কাজের জন্য শেয়ার করেন।

সর্বশেষ কথা

আশা করি আজকের পোস্ট এর সাহায্যে আপনারা জানতে পেরেছেন 2022 সালের নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা ছবিসহ। এবং আমরা উল্লেখ করেছি নোবেল বিজয়ীদের নামের পিডিএফ ফাইল। আশা করি আপনাদের পোস্টটি অনেক ভালো লেগেছে এবং অবশ্যই সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে 2022 সালের নোবেল বিজয়ীদের নামের তালিকা

আরও দেখুনঃ 

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২২ – জানুন বিস্তারিত

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url