২০২২ বিশ্বকাপের পর আর্জেন্টিনার হেডকোচের দায়িত্ব ছাড়ছেন না লিওনেল স্কালোনি

[ad_1]

সম্প্রতি “ফলাফল যাইহোক বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন লিওনেল স্কালোনি” শীর্ষক শিরোনামে ল্যাটিন আমেরিকান ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ‘Direc TV Sport’ এর বরাতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্ট দেখুন এখান, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখান, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লিওনেল স্কালোনি ২০২২ বিশ্বকাপের পর আর্জেন্টিনার হেডকোচের দায়িত্ব ছাড়ার দাবিটি সত্য নয় বরং গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন তিনি।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, ল্যাটিন আমেরিকান ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ‘Directv Sport’ এর আর্জেন্টিনার জন্য অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ‘DIRECTVSportsAr’-এ গত ২৭ সেপ্টেম্বর প্রকাশিত একটি টুইট খুঁজে পাওয়া যায়। স্প্যানিশ ভাষার উক্ত টুইটিতে ‘Juan Carlos Pasman’ নামের একজন আর্জেন্টাইন সাংবাদিকের বরাতে জানানো হয়, “ফলাফল যাই হোক বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব ছাড়তে পারে লিওনেল স্কালোনি।”

Source: DIRECTVSportsAr

তবে, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এর ওয়েবসাইটে গত ২৮ সেপ্টেম্বর “Scaloni renews as Argentina coach until the 2026 World Cup” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হেড কোচ লিওনেল স্কালোনি ২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সাথে চুক্তি নবায়ন করেছে। একই প্রতিবেনে গত ২৮ সেপ্টেম্বর আর্জেন্টিনা বনাম জামাইকা ফ্রেন্ডলি ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করে লিওনেল স্কালোনির দেওয়া একটি বক্তব্য খুঁজে পাওয়া যায়।

Source: Marca

পরবর্তীতে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সভাপতি ক্লদিও তাপিয়া অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে গত ২৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি টুইট খুঁজে পাওয়া যায়। উক্ত টুইটে ক্লদিও তাপিয়া বলেন, “আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে, স্কোলানি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আমাদের সাথে থাকার ব্যবস্থা করেছি।”

মূলত, গত ২৭ সেপ্টেম্বর ল্যাটিন আমেরিকান গণমাধ্যম ‘Directv Sport’ এর টুইটার অ্যাকাউন্টে বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি দায়িত্ব ছাড়তে পারার সম্ভাবনা জানিয়ে একটি টুইট করা হয়। তবে গত ২৮ সেপ্টেম্বর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার হেড কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি এবং একই দিনে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন।

সুতরাং, “ফলাফল যাইহোক বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন লিওনেল স্কালোনি” শীর্ষক শিরোনামে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

1. DIRECTVSportsAr on Twitter – https://twitter.com/directvsportsar/status/1574511679722881024 

2. Marca – Scaloni renews as Argentina coach until the 2026 World Cup

3. Chiqui Tapia on Twitter – https://twitter.com/tapiachiqui/status/1574957118293442560



[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url