ইসলামের ইতিহাস মৌখিক পরীক্ষা (PDF) উত্তরমালা

[ad_1]

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের ইসলামের ইতিহাস মৌখিক পরীক্ষা pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: ইসলামের ইতিহাস মৌখিক পরীক্ষা, বিষয় কোড: ২৪১৬১৮।

লক্ষ্য কর: শিক্ষার্থীরা, ভাইভা বা মৌখিক পরীক্ষায় সাধারণত ছোট প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়ে থাকে। তাই এ পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রতিটি বিষয় থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোর ওপর জোড়াল প্রস্তুতি নিতে হবে। এ লক্ষ্যে কোর্সটিকায় প্রকাশিত প্রতি বিষয় থেকে ‘ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর’ – এ দেওয়া প্রশ্নোত্তরগুলো ভালোভাবে অনুশীলন করবে।

ইসলামের ইতিহাস মৌখিক পরীক্ষা

১. ইতিহাসতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Historiography.

২. ইসনাদে আমি কে প্রবর্তন করেন?
উত্তর : আবু ইউসুফ।

৩. আখবারি কাকে বলা হয়?
উত্তর : কোনো এক ঘটনাকে মাত্র কয়েক পৃষ্ঠায় সমন্বিত করে উপস্থাপনকারীকে আখবারি বলে।

৪. কুলজি শব্দের অর্থ কী?
উত্তর: বংশবৃত্তান্ত।

৫. মাগাজি শব্দের অর্থ কী?
উত্তর : যুদ্ধক্ষেত্র বা যুদ্ধ।

৬. ‘সিরাহ’ শব্দের অর্থ কী?
উত্তর : জীবনী বা চরিত ইতিহাস।

৭. একজন বিখ্যাত সিরাহ সাহিত্যিকের নাম বল।
উত্তর : মুহম্মদ ইবনে ইসহাক।

৮. উম্মাহ শব্দের অর্থ কী?
উত্তর : জাতি বা সম্প্রদায়

৯. ‘কিতাব আল তাবাকাত’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : আল ওয়াকিদি।

১০. আল বালাজুরির প্রকৃত নাম কী?
উত্তর : আবুল হাসান আহমদ ইবনে ইয়াহিয়া ইবনে জাবির আল বালাজুরি।

১১. আল তাবারির প্রকৃত নাম কী?
উত্তর : আবু জাফর মুহম্মদ ইবনে জারির।

১২. আল মাসুদির পুরো নাম কী?
উত্তর : আল মাসুদির প্রকৃত নাম আবুল হাসান আলি ইবনে হুসাইন আল মাসুদি।

১৩. ‘ওয়াফায়াত আল আয়ান ওয়া আনান আল জামান’ কোন ধরনের গ্রন্থ?
উত্তর: ‘ওয়াফায়াত আল আয়্যান ওয়া আনান আল জামান’ গ্রন্থ জীবনীকোষ গ্রন্থ।

১৪. আবুল ফারাজ ইস্পাহানি কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর : আবুল ফারাজ ইস্পাহানি পারস্যের অধিবাসী ছিলেন।

১৫. মিনহাজ ই সিরাজ কখন বাংলায় আসেন?
উত্তর : মিনহাজ ই সিরাজ ১২৪৩-৪৪ খ্রিস্টাব্দে বাংলায় আসেন।

১৬. ভারতের তোতাপাখি কার উপাধি ছিল?
উত্তর : ভারতের তোতাপাখি আমির খসরুর উপাধি ছিল।

১৭. ‘কিরান আস সাদাইন’ গ্রন্থটি রচয়িতা কে?
উত্তর : ‘কিরান আস সাদাইন’ গ্রন্থটি রচয়িতা আমির খসরু।

১৮. ‘তুজুক ই বাবরি’ গ্রন্থটি কোন ভাষায় লিখিত?
উত্তর : ‘তুজুক ই বাবরি’ গ্রন্থটি তুর্কি ভাষায় লিখিত।

১৯. ‘পাদশাহনামা’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘পাদশাহনামা’ গ্রন্থটির রচয়িতা আব্দুল হামিদ লাহোরি।

২০. রিয়াজুস সালাতিন কোন ভাষায় রচিত গ্রন্থ?
উত্তর : রিয়াজুস সালাতিন ফারসি ভাষায় রচিত গ্রন্থ।

২১. ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের প্রণেতা কে?
উত্তর : আল বেরুনি।

২২. ‘তাজুল মাসির’ অর্থ কী?
উত্তর : ‘তাজুল মাসির’ অর্থ বীরত্বপূর্ণ কর্মের মুকুট।

২৩. কেন আমির খসরুকে Parrot of Hind বা ভারতের তোতাপাখি বলা হতো?
উত্তর : আমির খসরুকে তার সুকণ্ঠের জন্য Parrot of Hind বা ভারতের তোতাপাখি বলা হতো।

২৪. ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিল?
উত্তর : মরক্কোর অধিবাসী ছিলেন।

২৫. ইসলামি দর্শনের উৎস কী?
উত্তর : পবিত্র কুরআন ও হাদিস।

২৬. দর্শনের আরবি প্রতিশব্দ কী?
উত্তর : দর্শনের আরবি প্রতিশব্দ হলো ফালাসিফা

২৭. প্রথম মুসলিম দার্শনিক কে?
উত্তর : প্রথম মুসলিম দার্শনিক আল কিন্দি।

২৮. আরবদের দার্শনিক কাকে বলা হয়?
উত্তর : আরবদের দার্শনিক বলা হয় আল কিন্দিকে।

২৯. সুফিবাদের জনক কে ছিলেন?
উত্তর : সুফিবাদের জনক হাসান আল বসরি ছিলেন।

৩০. সুফিবাদের সর্বশেষ ধাপ কোনটি?
উত্তর : সুফিবাদের সর্বশেষ ধাপ হকিকত।

৩১. কোন গ্রন্থকে দ্বিতীয় কুরআন বলা হয়?
উত্তর : ইমাম গাজালির ‘এহইয়াউল উলুম-আদ-দিন’ গ্ৰন্থকে দ্বিতীয় কুরআন বলা হয়।

৩২. ‘তাহাফাতুল ফালাসিফা’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘তাহাফাতুল ফালাসিফা’ গ্রন্থের লেখক ইমাম গাজালি।

৩৩. জালালুদ্দিন রুমি কে ছিলেন?
উত্তর : জালালুদ্দিন রুমি ছিলেন একজন বিখ্যাত মুসলিম দার্শনিক।

৩৪. ‘শেকওয়া’ গ্রন্থের প্রণেতা কে?
উত্তর : ‘শেকওয়া’ গ্রন্থের প্রণেতা মুহম্মদ ইকবাল।

৩৫. ‘মুয়াল্লিমুস সানি’ হিসেবে খ্যাত কে?
উত্তর : আল ফারাবি।

৩৬. অদৃষ্ট কী?
উত্তর : মানুষের ভাগ্য অদৃশ্য হস্ত দ্বারা নিয়ন্ত্রণকে অদৃষ্ট (Predestination) বলে।

৩৭. ‘কানুন ফিত তিব্ব’ গ্রন্থের রচিয়তা কে?
উত্তর : ইবনে সিনা।

৩৮. ইবনে সিনার বিখ্যাত চিকিৎসা গ্রন্থের নাম বল।
উত্তর : ‘কানুন ফিত তিব্ব’।

৩৯. ল্যাটিন ভাষায় ইবনে রুশদ কী নামে পরিচিত?
উত্তর : Averroes (এ্যাভেরোজ) নামে পরিচিত।

৪০. আল রাজির চিকিৎসাবিষয়ক বিশ্বকোষের নাম কী?
উত্তর : ‘আল হাবি’।

৪১. ‘নিজামিয়া মাদ্রাসা কোথায় ছিল?
উত্তর : নিশাপুরে।

৪২. শিয়াদের ১২তম ইমাম কে?
উত্তর : ইমাম মুহম্মদ আল মুস্তাজির।

৪৩. মুরজিয়া শব্দের অর্থ কী?
উত্তর : স্থগিতকারী।

৪৪. মুতাজিলা মতবাদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ওয়াসিল বিন আতা।

৪৫. আশারিয়া মতবাদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : আবুল হাসান আল আশআরি।

৪৬. পর্বতের বৃদ্ধ লোক বলা হতো কাকে?
উত্তর : হাসান বিন সাবাহকে পর্বতের বৃদ্ধ লোক বলা হয়।

৪৭. ইখওয়ানুস সাফা কী ?
উত্তর : পবিত্র ভ্রাতৃসংঘ।

৪৮. ‘মুসাব্বির’ অর্থ কী?
উত্তর : ‘মুসাব্বির’ অর্থ হলো গঠনকারী, রূপদাতা, আকারদানকারী, চিত্রকর প্রভৃতি।

৪৯. হ্যালো কী?
উত্তর : মানুষ কিংবা পশু পাখির মাথার প্রতিকৃতির পিছনে অলংকারিক পদ্ধতিতে গোলাকার বলের মতো যে আভা ব্যবহার করা হয় তাকে হ্যালো বলা হয়।

৫০. টেমপেরা কী ?
উত্তর : দেওয়াল শুকানো অবস্থায় তার ওপর ছবি আঁকলে এবং রং করলে তাকে টেমপেরা বলে।

৫১. মিনিয়েচার কী?
উত্তর : মিনিয়েচার হচ্ছে চিত্রলিপিভিত্তিক ছোট পাণ্ডুলিপি।

৫২. কুসায়ের আমরা কোথায় অবস্থিত?
উত্তর : জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত।

৫৩. টেরাকোটা কী?
উত্তর : কাদামাটির ফলকে নকশার ছাপ দিয়ে পোড়াবার পর পোড়ামাটির ফলক তৈরি করা হয় এবং ইটের ইমারতে তা দিয়ে আচ্ছাদন করা হলে তাকে টেরাকোটা বলে।

৫৪. ইলখানি চিত্রকলার প্রধান কেন্দ্র কোথায় ছিল?
উত্তর : তাব্রিজে।

৫৫. কোন মুসলিম চিত্রকরকে ‘প্রাচ্যের রাফায়েল’ বলা হয়?
উত্তর : কামালউদ্দিন বিহজাদকে ‘প্রাচ্যের রাফায়েল’ বলা হয়।

৫৬. রেজা আব্বাসি কে ছিলেন?
উত্তর : পারস্যে সাফাভি আমলের একজন বিখ্যাত চিত্রশিল্পী।

৫৭. ‘কাসাসুল আম্বিয়া’ কোন ধরনের পাণ্ডুলিপি?
উত্তর : কুরআন ও হাদিসের আলোকে হযরত মুহম্মদ (সা.) এর জীবনচরিত গল্পগ্রন্থ।

৫৮. ‘শাহনামা’র রচয়িতা কে?
উত্তর : ফেরদৌসি।

৫৯. ‘কালিলা ওয়া দিমনা’ কে লিখেছেন?
উত্তর : পারস্যের প্রখ্যাত শিল্পী গিয়াসউদ্দিন খলিল ‘কালিলা ওয়া দিমনা’ পাণ্ডুলিপিটি লিখেছেন।

৬০. কোন যুগকে মুঘল চিত্রকলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়?
উত্তর : সম্রাট জাহাঙ্গীরের যুগকে স্বর্ণযুগ বলা হয়।

৬১. কৃষি রীতি কী?
উত্তর : হরফের প্রসিদ্ধ নগরী কৃষ্ণা থেকে যে রীতির আবিষ্কার হয় তাই কৃষ্ণি রীতি।

৬২. ‘তালিক’ শব্দের অর্থ কী?
উত্তর : কুলন্ত।

৬৩. মুসলমানদের প্রথম কিবলা কোনটি?
উত্তর : বায়তুল মোকাদ্দাস।

৬৪. ‘Archeology’ শব্দের অর্থ কী?
উত্তর : প্রত্নতত্ত্ব বা পুরাতত্ত্ব

৬৫. ‘Arch’ অর্থ কী?
উত্তর : খিলান।

৬৬. ‘জুল্লাহ’ কী?
উত্তর : মসজিদের অভ্যন্তরে কেবলার দিক নির্দেশিত ছাদবিশিষ্ট নামাজ গৃহকে জুল্লাহ বলে।

৬৭. মসজিদ স্থাপত্যে কে মাকসুরার প্রবর্তন করেন?
উত্তর : হযরত মুয়াবিয়া (রা.)।

৬৮. জেনারেল কানিংহাম কে ছিলেন?
উত্তর : ভারতীয় প্রত্নতত্ত্বের জনক।

৬৯. মদিনা মসজিদের স্থপতি কে?
উত্তর : হযরত মুহম্মদ (সা.)।

৭০. কুফা মসজিদের নির্মাতা কে?
উত্তর : সাদ বিন আবি ওয়াক্কাস।

Answer Sheet


আরো দেখো : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন


অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইসলামের ইতিহাস মৌখিক পরীক্ষা pdf সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url