শিল্পোদ্যোগ উন্নয়ন সাজেশন (PDF) মার্কেটিং ৪র্থ বর্ষ

[ad_1]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের মার্কেটিং শিল্পোদ্যোগ উন্নয়ন সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: শিল্পোদ্যোগ উন্নয়ন, বিষয় কোড: ২৪২৩১৩।

শিল্পোদ্যোগ উন্নয়ন সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. শিল্পোদ্যোগের সংজ্ঞা দাও।
উত্তর : কোন ব্যবসায় সংগঠন পরিচালনা এবং ঝুঁকি গ্রহণের প্রক্রিয়াকে শিল্পোদ্যোগ বলে।

২. বাজেট কাকে বলে?
উত্তর : পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে আমরা সাধারণত বাজেট বলি।

৩. এক্স-টাইপ প্রকল্প কী?
উত্তর : লাভজনক এবং রাজস্ব অর্জনকারী প্রকল্পকে এক্স-টাইপ প্রকল্প বলে।

৪. সুযোগ সন্ধানী উদ্যোক্তা কী?
উত্তর : যে সকল উদ্যোক্তা বাজার বিদ্যমান সুযোগকে ব্যবহার করে প্রতিষ্ঠানের সফলতা আনয়নের চেষ্টা করেন তাদেরকে সুযোগ সন্ধানী উদ্যোক্তা বলে।

৫. বাজার বিভাজন বলতে কী বুঝ?
উত্তর : যে প্রক্রিয়ার বামার ব্যবস্থাকে নির্দিষ্টভাবে ভাগ করা হয় তাকে বাজার বিভাজন বলে।

৬. বিক্রয় প্রসার কী?
উত্তর : বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় ও গণসংযােগ ছাড়া বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে।

৭. ভ্যাট হার কত?
উত্তর : ভ্যাট হার হলো ১৫%।

৮. এস এম-ই বলতে কী বুঝ?
উত্তর : SME এর পূর্ণরূপ হচ্ছে- Small Medium Enterprise. SME ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বুঝায়।

৯. জিএসপি সুবিধা কী?
উত্তর : জি.এস.পি হলো উন্নত দেশসমূহ কর্তৃক স্বল্পোন্নত দেশগুলোকে প্রদত্ত অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার সুবিধা।

১০. কেস স্টাডি কী?
উত্তর : যেকোনো বিষয় ঘটনা, অবস্থা বা সমস্যার ধারাবাহিক বিরবণী উপস্থাপন করার প্রক্রিয়াকে কেস স্টাডি বলে।

১১. মান নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক সংস্থার নাম কী?
উত্তর : ISO.

১২. ERG-এর পূর্ণরূপ লিখ?
উত্তর : ERG-এর পূর্ণরূপ হলো Emergeney Response Group.

১৩. উদ্ভাবক কি?
উত্তর : পুরানো পণ্য বা সেবাকে নতুন পদ্ধতিতে ও নতুনভাবে উপস্থাপন করাকে উদ্ভাবক বলে।

১৪. Entrepreneurship অর্থ কী?
উত্তর : Entrepreneurship অর্থ শিল্পোদ্যোগ।

১৫. উদ্যোক্তা কে?
উত্তর : নতুন কিছু করার বা পুরনো জিনিসকে নতুনভাবে করার ক্ষমতাসম্পন্ন ব্যক্তিকে শিল্পোদ্যোক্তা বলে।

১৬. শিল্পোদ্যোগ বলতে কী বুঝ?
উত্তর : কোনো ব্যবসায় সংগঠন পরিচালনা এবং ঝুঁকি গ্রহণের প্রক্রিয়াকে শিল্পোদ্যোগ বলে।

১৭. SME কী
উত্তর : SME বলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বুঝায়।

১৮. প্রেষণা কী?
উত্তর : আর্থিক ও অনার্থিক উপায়ে উৎসাহ প্রদানের মাধ্যমে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত কাজ আদায় করে নেয়ার প্রক্রিয়াকে প্রেষণা বলে।

১৯. শিল্পোদ্যোগ পরিবেশ কী?
উত্তর : শিল্পোদ্যোগ পরিবেশ বলতে এমন সব পারিপার্শ্বিক অবস্থা বা শক্তিসমূহের সমষ্টিকে বুঝায়-যা শিল্পোদ্যোগের কার্যাবলি, কর্মপদ্ধতি, সিদ্ধান্ত, গতিশীলতা এবং সফলতাকে প্রত্যক্ষ বা পরােক্ষভাবে প্রভাবিত করে।

২০. SWOT বিশ্লেষণ কী?
উত্তর : কোনো সংগঠনের অভ্যন্তরীণ শক্তি (Strength), দুর্বলতা (Weakness), বাহ্যিক সুযোগ (opportunities) এবং (Threats) হুমকিসমূহের সামগ্রিক মূল্যায়নকে SWOT বিশ্লেষণ বলে।

২১. PEST কী?
উত্তর : সমষ্টিক পরিবেশগত বিষয়সমূহের প্রভাবের ফলে জটিল আন্তঃক্রিয়ার উপর ধারণা গ্রহণ করার একটি গুরুত্বপূর্ণ উপায় হল PEST বিশ্লেষণ, যা রাজনৈতিক (Political), অর্থনৈতিক (Economic), সমাজতাত্ত্বিক (Sociological) এবং প্রযুক্তিগত (Technological) বাহ্যিক পরিবেশের উপাদানসমূহের বিশ্লেষণের সমন্বয়ে সৃষ্টি।

২২. এক্স এবং ওয়াই তত্ত্ব কে দিয়েছেন?
উত্তর : প্রখ্যাত মার্কিন চিন্তাবিদ ডগলাস ম্যাগগ্রেগর।

২৩. ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন কী?
উত্তর : ব্যবসায় পরিকল্পনা সফল বাস্তবায়নকে ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন বলে।

২৪. শিল্পোদ্যোক্তা কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : শিল্পোদ্যোগ একটি ফারসি শব্দ-(ঊহঃৎবঢ়ৎবহফৎব) শব্দ থেকে ইংরেজিতে শিল্পোদ্যোগ Entreprendre কথাটির উৎপত্তি হয়েছে।

২৫. উদ্ভাবক কী?
উত্তর : একজন উদ্যোক্তা যিনি নতুন কোনো ধারণা, গবেষণা, উন্নয়ন সৃষ্টি প্রকল্পে বাস্তবায়ন করেন।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. শিল্পোদ্যোক্তার পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
২. ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ বর্ণনা কর।
৩. ক্ষুদ্র ব্যবসায় ব্যর্থতার কারণ উল্লেখ কর।
৪. ইক্যুইটি মূলধন এবং ঋণ মূলধনের মধ্যে পার্থক্যগুলো বর্ণনা কর।
৫. অবিরাম ও সবিরাম উৎপাদন প্রক্রিয়ার পার্থক্য দেখাও।

৬. আদর্শ শিল্পনীতির বৈশিষ্ট্যাবলী লিখ।
৭. ইনটেলেকচুয়াল প্রপার্টি বা মেধাস্বত্ব কী।
৮. চলতি মূলধন নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর।
৯. শিল্পোদ্যোক্তার বৈশিষ্ট্য আলোচনা কর।
১০. শিল্পোদ্যোক্তার কার্যাবলি বর্ণনা কর।

১১. ব্যবসায় পরিবেশের সংজ্ঞা দাও।
১২. ব্যবসায় পরিকল্পনার বৈশিষ্ট্য কী কী?
১৩. ক্ষুদ্র ব্যবসায় ও বৃহদায়তন ব্যবসায়ের মধ্যে পার্থক্য দেখাও।
১৪. X এবং Y তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর।
১৫. মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি কী?
১৬. আর্থিক পরিকল্পনা কী?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা আলোচনা কর।
২. ব্যবসায় উদ্যোগ পরিবেশের প্রকারভেদ আলোচনা কর।
৩. ব্যবসায় পরিকল্পনা কী? তুমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে কীভাবে পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করবে।
৪. একজন উদ্যোক্তা কীভাবে ব্যবসায় পরিকল্পনার অপ্রত্যাশিত বাধা দূর করতে পারে?
৫. অর্থায়নের সংজ্ঞা দাও। ব্যাংক ঋণ গ্রহণে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।

৬. মূল কী? মূল্য সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।
৭. শিল্পোদ্যোগ এবং ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব বা ভূমিকা আলোচনা কর।
৮. ট্রেড লাইসেন্স ইস্যুকরণ প্রক্রিয়া বর্ণনা কর।
৯. ক্ষুদ্রায়তন ব্যবসায়ে অর্থায়নের উৎসসমূহ আলোচনা কর।
১০. উত্তম ব্যবসায়ের পরিকল্পনা প্রণয়নের নীতিমালা বর্ণনা কর।
১১. ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নের বিভিন্ন ধাপসমূহ বর্ণনা কর।

১২. ক্ষুদ্র ব্যবসায়ের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা কর।
১৩. পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তর বর্ণনা কর।
১৪. শিল্পোদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা কর।
১৫. শিল্প রুগ্নতা কী? বাংলাদেশে ক্ষুদ্র শিল্পে রুগ্নতা প্রতিকারের উপায় কী কী?
১৬. পণ্য উন্নয়ন চক্রটি আলোচনা কর।

Answer Sheet


আরো দেখো : মার্কেটিং ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন


অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের মার্কেটিং শিল্পোদ্যোগ উন্নয়ন সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url